এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ভ্রমণ  যুগান্তরের ঘূর্ণিপাকে  খাই দাই ঘুরি ফিরি

  • ডেভিড লিভিংস্টোনের খোঁজে

    হেনরি মর্টন স্ট্যানলে
    ভ্রমণ | যুগান্তরের ঘূর্ণিপাকে | ২৯ এপ্রিল ২০২১ | ১৮৫৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ | ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ | ৪৬ | ৪৭ | ৪৮ | ৪৯ | ৫০ | ৫১ | ৫২ | ৫৩ | পর্ব ৫৪ | পর্ব ৫৫ | পর্ব ৫৬ | পর্ব ৫৭ | পর্ব ৫৮ | পর্ব ৫৯ | পর্ব ৬০ | পর্ব ৬১ | পর্ব ৬২ | পর্ব ৬৩ | পর্ব ৬৪ | পর্ব ৬৫ | পর্ব ৬৬ | পর্ব ৬৭ | পর্ব ৬৮ | পর্ব ৬৯ | পর্ব ৭০ | পর্ব ৭১ | পর্ব ৭২ | পর্ব ৭৩ | পর্ব ৭৪ | পর্ব ৭৫ | পর্ব ৭৬ | পর্ব ৭৭ | পর্ব ৭৮ | পর্ব ৭৯ | পর্ব ৮০ | পর্ব ৮১ | পর্ব ৮২ | পর্ব ৮৩ | পর্ব ৮৪ | পর্ব ৮৫ | পর্ব ৮৬ | পর্ব ৮৭ | পর্ব ৮৮ | পর্ব ৮৯ | পর্ব ৯০ | পর্ব ৯১ | পর্ব ৯২ | পর্ব ৯৩ | পর্ব ৯৪ | পর্ব ৯৫ | পর্ব ৯৬ | পর্ব ৯৭ | পর্ব ৯৮ | পর্ব ৯৯ | পর্ব ১০০ | পর্ব ১০১ | পর্ব ১০২ | পর্ব ১০৩ | পর্ব ১০৪ | পর্ব ১০৫ | পর্ব ১০৬ | পর্ব ১০৭ | পর্ব ১০৮ | পর্ব ১০৯ | পর্ব ১১০ | পর্ব ১১১ | পর্ব ১১২ | পর্ব ১১৩ | পর্ব ১১৪ | পর্ব ১১৫ | পর্ব ১১৬ | পর্ব ১১৭ | পর্ব ১১৮ | পর্ব ১১৯ | পর্ব ১২০
    ডেভিড লিভিংস্টোনআফ্রিকায় বেপাত্তা। কিংবদন্তি মানুষটির খোঁজে আফ্রিকা পৌঁছেছেন মার্কিন সাংবাদিক হেনরি মর্টন স্ট্যানলেজাঞ্জিবার থেকে শুরু হল আফ্রিকার গভীরে অভিযান। প্রথম লক্ষ্য বাগামোয়ো শহরে পৌঁছে পাক্কা দেড় মাস ধরে সেখান থেকে একে একে রওনা হলো অভিযানের মোট পাঁচটি কাফেলা। চলছে অভিযানের মূল কাহিনি। স্ট্যানলের সেই বিখ্যাত সফরনামা ‘হাও আই ফাউন্ড লিভিংস্টোন’। এই প্রথম বাংলায়। চলছে সিম্বামওয়েন্নি থেকে উগোগো অঞ্চলের চুন্যো জনপদের উদ্দেশে বেরিয়ে ভয়ঙ্কর মাকাটা জলা-অঞ্চল পার হওয়ার কথা। তরজমায় স্বাতী রায়


    আমরা আধুনিক মানচিত্রের সাহায্যে কিছুটা আন্দাজ করার চেষ্টা করছি হেনরি মর্টান স্ট্যানলে-র যাত্রাপথ। নইলে পাঠকের পক্ষে বোঝাই মুশকিল এইসব কাণ্ড ঘটছে কোথায়। কাজটা কঠিন। কারণ, এই পথে এমন অনেক জায়গার নাম রয়েছে যার আজ কোনো অস্তিত্বই নেই। বাগামোয়ো থেকে ‘উসেগুহহা’-র রাজধানী সিম্বামওয়েন্নিতে পৌঁছে এবারে উগোগো অঞ্চলের চুন্যু (চুন্যো) নামক জনপদের লক্ষ্যে চলেছে স্ট্যানলের কাফেলা। উসেগুহহা বলে কোনো স্থান বা প্রদেশ আজ আর নেই। এমনকি বোঝাও মুশকিল সেই অঞ্চলের বিস্তৃতি ঠিক কী ছিল। তবে সিম্বামওয়েন্নি নামে একটি ক্যাম্প-সাইট এখনও রয়েছে তানজানিয়ার মোরোগোরো শহরের কাছে। আন্দাজ করা যেতে পারে এই সিম্বামওয়েন্নি-র কথাই স্ট্যানলে বলছেন। কাজেই এখানে বর্ণিত যা-কিছু ঘটছে সবই মানচিত্রে নীল বুটি দেওয়া পথের আশেপাশেই।—সম্পাদক

    মাকাটা উপত্যকায় একমাত্র তালগাছই যাও বা একটু ঘন ঘন চোখে পড়ে। এই গাছের আর-এক নাম বোরাসাস ফ্ল্যাবেল্লিফর্মিস। কিছু কিছু জায়গায় একসঙ্গে এতই বেশি জন্মায় যে বেশ একটা কুঞ্জবন গোছের হয়ে থাকে: আমরা যখন ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, তখনও ফল পাকার সময় হয়নি। নাহলে বেশ একটা নতুন জিনিস চেখে দেখা যেত! এ ছাড়া গাছপালা বলতে আছে বিভিন্ন ধরনের কাঁটা গাছ আর সুকুমার-কান্তি, পাতার ছাতায় মাথা ঢাকা চিরহরিৎ মিমোসা।



    স্ট্যানলে যে অঞ্চলের বর্ণনা করছেন সম্ভবত বর্তমানে সেটি তানজানিয়ার মিকুমি জাতীয় উদ্যানের অন্তর্গত


    উসাগারাতে প্রথম যে গ্রামটার কাছে শিবির করেছিলাম, তার নাম রেহেন্নেকো। চৌঠা মে, একটা হালকা ঢাল বেয়ে সেই গুরুত্বপূর্ণ গ্রামটির দিকে আরোহণ করতে শুরু করলাম। পাহাড়ের পায়ের কাছে গ্রামটা—গ্রামের সমৃদ্ধি আর পাহাড়ি বাতাস আমাদের মনে স্বাচ্ছন্দ্য ও আরোগ্যের প্রতিশ্রুতি বয়ে আনল। একটা চৌকোনো, ছোটোখাটো গ্রাম, মাটির মোটা দেয়াল দিয়ে ঘেরা—মৃৎ-প্রাকারের মধ্যে রয়েছে খড়-বাঁশের তৈরি শঙ্কুর মতো চালওলা কুঁড়েগুলো; প্রায় হাজার জনের বাস। আশেপাশের প্রতিবেশী গ্রামগুলোও বেশ ধনী ও জনবহুল, তাদের বাসিন্দারাও বেশ নিজেদের মতো থাকে—ঝামেলাঝাঁটি নেই। বিশুদ্ধ জলের ঝরনাগুলি গোল নুড়ি ও ঝকঝকে পাথরের উপর দিয়ে লাফিয়ে চলেছে—জল এখানে স্ফটিকের মতো টাটকা আর কাকচক্ষু—মিষ্ট, পানীয় জলের সন্ধানরত পরিব্রাজকের কানে তার কলকলধ্বনি যেন মধুর সংগীত!

    রেহেন্নেকোর আশেপাশে যে বাঁশ গজায় সেগুলোর আকার বেশ কাজের, তাবুর খুঁটি হিসেবে বেশ পোক্ত আর সংখ্যায়ও অজস্র—একটা গোটা সেনাবাহিনীকেও অনায়াসে সরবরাহ করা যাবে। পাহাড়ের ঢালগুলি ঘন জঙ্গলে ভরা—উচ্চ মানের বাড়ি তৈরির কাঠের অঢেল বন্দোবস্ত।

    এই মনোরম স্থানে আমরা চার দিন বিশ্রাম নিয়েছিলাম, খানিকটা নিজেদের গুছিয়ে নেওয়া যাবে আর অসুস্থ, দুর্বলদের কিছুটা সেরে ওঠার সময়ও মিলবে। উসাগাড়া পাহাড়ে চড়ার সময় তো আবার তাদের শক্তির পরীক্ষা দিতে হবে।

    আট মে দেখা গেল, আমাদের ভয়ানক শ্রান্ত মানুষ ও জন্তুদের দল প্রথম সারির পাহাড়ের খাড়াই ঢাল বেয়ে উপরদিকে উঠছে। শিখরে উঠে এক দুর্দান্ত দৃশ্য দেখতে পেলাম—মাকাতার বিস্তৃত উপত্যকার এক অপূর্ব ছবি,—ছায়াহীন জলের গভীরে সুর্যের আলোর ঝলকে ক্ষিপ্রতোয়া জলধারাটি রুপোলি জরির মতো ঝিকমিক করছে--হাজারে হাজারে সুকুমার তালগাছ দৃশ্যটিকে আরও মধুর করে তুলেছে--দূরে বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা আকাশনীল উরুঙ্গুরু ও উস্বপাঙ্গা পাহাড় এই প্রসারিত, দিগন্তছোঁয়া দৃশ্যটির এক অপরূপ মানানসই পশ্চাতপট তৈরি করেছে--সে পাহাড়ের উচ্চতা আর বিশালতার সামনে মাথা নত হয়ে যায়।



    বর্তমানে মিকুমি জাতীয় উদ্যানের একাংশ


    পশ্চিমে মুখ ঘুরিয়ে দেখলাম আমরা একটা পার্বত্য এলাকার মধ্যে ঢুকে গেছি, ভাঁজের পরে ভাঁজ, শিখরের পরে শিখর, শঙ্কু-শিখরগুলি একে অপরকে ধাক্কা মারছে, উত্তর–পশ্চিম-দক্ষিণ সকল দিকেই পর্বতশীর্ষ স্থিরতরঙ্গের মতন উঠছে- নামছে; গোটা দৃশ্যে কোথাও কোনো শুষ্ক, ধূসর জায়গা নেই। চারপাশের প্রকৃতিতে কোনো হঠাৎ বদল বা বড়োরকমের বৈসাদৃশ্য নেই—প্রতিটি শীর্ষ সবুজ গাছের আচ্ছাদনে আবৃত।

    দিনের পর দিন উপকূল অঞ্চলের সমতল ও তরঙ্গায়িত ভূমির উপর দিয়ে চলার পরে উসাগরার পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রথম দিনের যাত্রাপথ আমার দলবলের কাছে বেশ একটা পছন্দসই বদল ছিল, তবে মাল-বোঝাই, দুর্বল প্রাণীদের জন্য খুবই কষ্টের। শিবিরে যখন পৌঁছালাম, ততক্ষণে দুটি প্রাণী কমে গেছে, তবে রেহেন্নেকো থেকে সাত মাইল দূরে মাকাতা নদী আমাদের প্রথম দফার ঋণজালে জড়াল। এখানে পাহাড়ের গভীর খাদে মিষ্টি ও পরিষ্কার জল অঢেল—কখনও শক্ত গ্রানাইটের নদীবক্ষের উপর দিয়ে, কখনো-কখনো ঘন লাল বেলেপাথরের উপর দিয়ে জল বয়ে যায়, নরম বেলেপাথরের বুকের ভিতর শীঘ্রই জলীয় কণা প্রবেশ করে আর পাথরের কণাগুলি অবিরত জলের সঙ্গে বয়ে যায় নীচের উপত্যকায়—তাকে সমৃদ্ধ করে; অন্যান্য গিরিখাতের ভিতর দিয়ে জল সবেগে, সগর্জনে গ্রানাইট ও কোয়ার্টজ শিলার উপরে লাফিয়ে ঝাঁপিয়ে বইতে থাকে।

    ৯ মে, আরও একবার এমন উচুঁ-নীচু পথ ধরে চলছিলাম--একবার করে পাহাড়ে চড়া আর তার পরেই অনেক নীচের উপত্যকার আবছা গভীরে নেমে যাওয়া—আচমকা মুকনডোকয়া এসে পৌঁছোলাম। সরু নীচু উপত্যকাটি সার সার নলখাগড়া, বেত আর কাঁটা ঝোপে ভরা, রুক্ষ ঝাউ গাছের সঙ্গে জড়াজড়ি করে আছে দানবাকার কলমিলতা—ঝাউ-এর কাণ্ড জড়িয়ে পাক দিয়ে উঠেছে—এমন শক্ত করে বেড় দিয়ে আছে যেন তাদের অবলম্বন হওয়ার জন্যই ঝাউ গাছটির জন্ম।

    উপত্যকাটি কোথাও কোথাও মাত্র মাইলের এক-চতুর্থাংশ চওড়া—অন্যত্র আবার প্রস্থে প্রায় এক মাইল। দু-পাশের পাহাড়গুলি মিমোসা, বাবলা ও ঝাউগাছে ঢাকা, সটান খাড়া উঠে গেছে—একটি সাপের মতো এঁকেবেঁকে বয়ে যাওয়া নদী ও উপত্যকাকে ঘিরে রেখেছে পাহাড়।

    মুকনডোকওয়া উপত্যকায় প্রবেশের অল্প পরেই, এমবুমি আর কাদেতামারের মধ্যে ১৮৫৭ সালে ক্যাপ্টেন বার্টন এবং স্পেকের চলা রাস্তাটি ধরলাম—কাদেতেমারেকে অবশ্য মিসংহি বলা উচিত, কাদেতেমারে তো গ্রাম-প্রধানের নাম। মুকনডোকওয়ার বাঁ-ধার ধরে চললাম। এই সময়ে প্রায় এক ঘণ্টা ধরে আমাদের পথ বারে বারে দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিম, উত্তর, উত্তর-পুর্ব ইত্যাদি বিভিন্ন দিকে সরে যাচ্ছিল। তারপর আমরা নদী পারাপারের জন্য অগভীর জলের জায়গায় এসে পৌঁছালাম। নদী পেরিয়ে আরও আধ ঘণ্টা হেঁটে আমরা কিওরায় এসে পৌঁছালাম।

    কিওরার এই গ্রামটা ছাগলের নাদি আর অজস্র বাচ্চাকাচ্ছায় ভরা—কুড়িটাও পরিবার বাস করে না এমন জায়গায় অত বাচ্চা যে কোথা থেকে এল! অতিশয় নোংরা গ্রাম। ঝাঁ ঝাঁ রোদ ঝাঁপিয়ে পড়ছে ছোট্ট একটু খোলা জায়গায়—কী তেজ রোদের! ১২৮ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে: মাছি এবং জানা-অজানা হরেক প্রজাতির পোকামাকড় থিকথিক করছে। যেমন শুনেছিলাম, এখানেই আমাদের তৃতীয় কাফেলাটির সন্ধান মিলল। বাগামায়ো থেকে কত যে প্রচুর জিনিস নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল! এই কাফেলার দায়িত্বে অন্য কেউ না, স্বয়ং শ্বেতাঙ্গ ফারকুহর ছিল! সে পা ফুলে শয্যাশায়ী—হয়েছে ব্রাইটের অসুখ, যে অসুখের উৎসে আছে অমিতাচার। আর নড়তে পারছে না, তার কাফেলার যা দশা সেজন্য যেন সে আর এগোতে অনিচ্ছুকও।

    রেহেন্নেকোতে আমাশয়ে অসুস্থ থাকাকালীন অন্য যেসব কাফেলা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, তাদের থেকে ফারকুহরের কাফেলার দুঃখজনক দশার বিবরণ শুনছিলাম। তাই শ-কে বলেছিলাম কাফেলার অবস্থার বিষয়ে যথাযথ তথ্য জানতে চেয়ে ফারকুহরকে চিঠি দিতে। সেই মতো শ সাহস করে নীচের চিঠিখানা লিখে ফেলেছিল—

    প্রিয় ফারকুহার, মি. স্ট্যানলির অনুরোধে এই চিঠি লিখছি। আপনি কতখানি দুর্দশা ভোগ করেছেন, কতটা কাপড় খরচ করেছেন ও কতটা কাপড়ই বা বেঁচে আছে, ক-টা গাধা মারা গেছে ইত্যাদি সব বিশদে জানার উদ্দেশ্যে এই চিঠি। কতজন কুলিকে বরখাস্ত করেছেন আর কতজন দলের সঙ্গে আছে? গাধার পিঠের মালগুলো নিয়ে কী করেছেন? আপনার পথপ্রদর্শক কে? কী অবস্থা আপনার? জ্যাকোর কী হয়েছে, আর যে গাধাগুলো মরে গেল, তাদের কী হয়েছিল? আপনার শিবিরে এখন কী রকম মালপত্র আছে? আগামীকাল সকালে সারমিনকে উইলিমিঙ্গো ও বারিক্কার সঙ্গে ফেরত পাঠাবেন আর উপরের প্রশ্নগুলোর গুছিয়ে উত্তর দেবেন। দুই দিনের মধ্যে আমরা আপনার কাছে হাজির হব।

    এই চিঠিটাতে যতই ব্যাকরণ ভুল থাক আর বানান ভুল থাক, আমার কাছে অন্তত এটা অনেক বেশি বোধগম্য। তৃতীয় কাফেলার নেতার কাছ থেকে এর যে উত্তরটি এল, সেটির সঙ্গে তুলনা করলে আমার ধারণা, পাঠকও তাই ভাববেন। তাতে এইরকম লেখা—

    প্রিয় মি. স্ট্যানলি, সব ঠিক আছে, তবে কুলিদের পাওনা মেটাতে বেশ ভালো পরিমাণ কাপড় খরচা হয়েছে; এক গাঁটরি কাপড় পুরো খতম। আমার যে কিরনগোজি ছিল সে এক বদমাশ, তার থেকে তার কাপড় কেড়ে নিয়ে তাকে শিবির থেকে তাড়িয়ে দিয়েছি। সে বলেছে যে সে আপনার কাছে যাবে। কিরাঙ্গাকে কিরনগোজি করেছি আর তাকে দশ ডটি দিয়েছি। এখানে খাবার খুব দামি; এক শুক্কায় মাত্র দুটি মুরগি মেলে, আর ছাগলের দাম পাঁচ ডটি। আমি এখান থেকে চলে যেতেও পারছি না।

    গতকাল ছ-টা কুলি ভাড়া করেছি ও তাদের উরেদির সাথে পাঠিয়েছি। জুমা আপনার জন্য উগোগোয় অপেক্ষা করতে চেয়েছিল। জ্যাকোর শরীর খারাপ, কী হয়েছে জানি না—সে কিছুই করতে পারে না। ওয়েলমিংগো এখন আমার রান্না করে। আপনি কি আমাকে কিছু চিনি পাঠাতে পারেন? আপনার কোনো সাহায্য লাগলে বলবেন, তাহলে আমি আমার কুলিদের পাঠাব, আপনাকে সাহায্য করার জন্য। আপনি যেখানে আছেন আর আমার বর্তমানের জায়গাটির মাঝে আমার ন-টি গাধা মরে গেছে, একটা মাত্র বেঁচে আছে। সব কানিকি শেষ—কিছু মেরিকানি শুধু বাকি আছে।

    মি. শ ও সেলিমকে আমার শ্রদ্ধা জানাবেন।

    ইতি আপনার বিশ্বস্ত,

    ডাব্লিউ এল ফারকুহর


    উদ্‌বিগ্ন হয়ে তার আর কাফেলার অবস্থা জানতে চাইলাম, আর পেলাম কিনা এমন মূল্যবান একটি প্রতিক্রিয়া। পুরো পাগল হয়ে গেলেও বোধহয় কেউ অন্যকে বিভ্রান্ত করার জন্য এর থেকে আরও ভালো কিছু ভাবতে পারে না।

    প্রথম লাইনে বলেছে ‘সবকিছু ঠিক আছে’, অথচ তার পরেই যা লিখেছে তাতে তো সমস্ত কিছু ভুল বলেই মনে হয়। ব্যক্তিগত বিদ্বেষের জন্য কিরনগোজিকে তাড়িয়ে দিয়েছে; ও পঞ্চম কাফেলার প্রহরী জুমা নামের আমার এক এমগোওয়ানা সৈন্যকে চাইতেই সে দু-গাঁটরি মেরিকানি দিয়ে দিয়েছে—তার দাম ১৫০ টি স্বর্ণ-ডলার, ১৫০ ডটির কাপড় আছে তাতে, সেই দিয়ে পঞ্চাশটা লোকের কাফেলার বাগামোয়ো থেকে উন্যানইয়েম্বে-তক যাত্রার খাইখরচ মেটে। ‘তাঁর সমস্ত কানিকি শেষ’, কী ভয়ানক অসতর্কতা! সংক্ষেপে, এই চিঠিটা পড়ে কিছুই বুঝলাম না! ফারুকহর লোকটা কি জলাতঙ্ক রোগে পাগল হয়ে গেল! আর সেই জন্যই আমি তাড়াতাড়ি কিওরার প্রাচীরের ভিতরে এসে ঢুকলাম আর তার ছাগলের নাদির ঢিপির উপর খাটানো তাঁবুটি দেখলাম।

    আমার গলা শুনে, ফারুকহর টলতে টলতে তার তাঁবু থেকে বেরোল। যে ফিটফাট সঙ্গীটি বাগামোয়ো থেকে যাত্রা শুরু করেছিল, সে কোথায়! পরিষ্কার দেখছি, টাঙ্গানিকার ওয়াবেম্বের মতো মোটা হয়েছে, আমরা যেমন ক্রিসমাস নৈশভোজের জন্য হাঁস ও টার্কিকে খাইয়ে দাইয়ে মোটা করি--বার্নামের স্থূলকায়া মহিলাদের মতো শরীরের বিশেষ অঙ্গের ফুলে ওঠার একটি আকর্ষণীয় উদাহরণ হিসেবে আমি অবাক হয়ে ফারকুহরের ফুলো গাল ও ঘাড় দেখলাম। তার পাগুলিও বিশাল, হাতির মতো, গোদ হয়েছে বা যাকে বলে ড্রপসি: মুখটা মরা মানুষের মতো সাদা, সেটার কারণ অবশ্য শীঘ্রই বোঝা গেল যখন তার লোকরা জানাল যে সে দু-সপ্তাহ ধরে তাঁবুর বাইরে পা রাখেনি। সৈন্য ও কুলিদের যে ভাবে ইচ্ছে ব্যবহার করেছে—যে-কোনো সামান্য কাজও তাদের দিয়ে করিয়েছে। বদলে তাদের রোজ একটা করে ছাগল দিয়েছে, পাঁচ ডটি দাম এক-একটা ছাগলের! মাঝে মাঝে ছাগলের বদলে মুরগিও দিয়েছে।



    শ ও ফারকুহার (ডান দিকে)


    কিওরা গ্রামকে পাত্তা না দিয়ে, একটি হাওয়া-বাতাস খেলা পাহাড়ের মাথায় আমরা শিবির করলাম। তাঁবু খাটানো হওয়ার সঙ্গে সঙ্গে, জন্তুদের দিকে নজর দেওয়া হল আর কাঁটা ঝোপ দিয়ে জায়গা ঘিরে নেওয়া হল। তারপর চারজন লোক ফারকুহরকে আমার তাঁবুতে বহন করে আনল। তাকে অসুস্থতার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে, সে বলেছিল যে সে জানেই না এটা কেন হয়েছে। তার মনে হয়েছিল, কোনো ব্যথা নেই। আমি যখন বললাম, ‘কখনো-কখনো ডান পাশে ব্যথা মনে হয় না?’—‘হ্যাঁ, ব্যথা করে মনে হচ্ছে; কী জানি, ঠিক জানি না।’—‘মাঝে সাঝে বাম স্তনের উপরে—একটা দ্রুত দপদপানি, সেই সঙ্গে শ্বাসকষ্টও হয়?’—‘হ্যাঁ, মনে হচ্ছে হয়। মাঝে মাঝেই দ্রুত শ্বাস নিতে হয়।’ তাও সে বলে যাচ্ছে যে তার একমাত্র সমস্যা পায়ে, সেটা ফুলে বিশাল আকার হয়েছে। খাওয়ার কোনো কমতি নেই, তবুও সে পায়ে জোর পায় না।


    (ক্রমশ…)


    ১) ব্রাইটের অসুখ –কিডনির অসুখ, গ্লোমেরুলোনেফ্রাইটিসও বলে। এই অসুখে মুখ ফুলে যায়। রক্তচাপ বেড়ে যায়। রিচার্ড ব্রাইট ১৮৩৬ সালে প্রথম এই অসুখের বিবরণ লিপিবদ্ধ করেন।
    ২) ওয়াবেম্বেবা বেম্বে উপজাতির লোক। ট্যাঙ্গানিকা হ্রদের পশ্চিম পারে এদের বাস। শ্বেতাঙ্গ অভিযাত্রীদের চোখে এরা অসম্ভব কুঁড়ে – চাষবাস, শিকার, মাছ ধরা কিছুই করে না – বনে যা পায় তাই খায়। বার্টন জানিয়েছেন এঁরা নাকি মৃত মানুষও খান।
    ৩) বার্নাম – পি টি বার্নাম – যাকে বলা হয় বিশ্বের একজন শ্রেষ্ঠতম ইম্প্রেসারিও। ১৮৪০ সাল নাগাদ এঁর তৈরি আমেরিকান মিউজিয়ামে বিভিন্ন ফ্রিক শো হত যার মধ্যে অন্যতম ছিল ফ্যাট লেডি শো। মূলতঃ দরিদ্র ও কম- শিক্ষিত পরিবারের অত্যন্ত মোটা মহিলারা ছিলেন এই শো’র মুল আকর্ষণ। শুধু মাত্র মঞ্চে উপস্থিতি ছাড়াও প্রতিভাবান স্থুলকায়ারা গান গেয়ে, বাজনা বাজিয়ে দর্শকের মনোরঞ্জন করতেন। এই শো’র অংশগ্রহনকারীদের একজন ছিলেন হানা ব্যাটারসবাই যার একসময় ওজন ছিল ৭১৪ পাউন্ড।



    গ্রাফিক্স: স্মিতা দাশগুপ্ত
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
    | | | | | | | | | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ | ৩২ | ৩৩ | ৩৪ | ৩৫ | ৩৬ | ৩৭ | ৩৮ | ৩৯ | ৪০ | ৪১ | ৪২ | ৪৩ | ৪৪ | ৪৫ | ৪৬ | ৪৭ | ৪৮ | ৪৯ | ৫০ | ৫১ | ৫২ | ৫৩ | পর্ব ৫৪ | পর্ব ৫৫ | পর্ব ৫৬ | পর্ব ৫৭ | পর্ব ৫৮ | পর্ব ৫৯ | পর্ব ৬০ | পর্ব ৬১ | পর্ব ৬২ | পর্ব ৬৩ | পর্ব ৬৪ | পর্ব ৬৫ | পর্ব ৬৬ | পর্ব ৬৭ | পর্ব ৬৮ | পর্ব ৬৯ | পর্ব ৭০ | পর্ব ৭১ | পর্ব ৭২ | পর্ব ৭৩ | পর্ব ৭৪ | পর্ব ৭৫ | পর্ব ৭৬ | পর্ব ৭৭ | পর্ব ৭৮ | পর্ব ৭৯ | পর্ব ৮০ | পর্ব ৮১ | পর্ব ৮২ | পর্ব ৮৩ | পর্ব ৮৪ | পর্ব ৮৫ | পর্ব ৮৬ | পর্ব ৮৭ | পর্ব ৮৮ | পর্ব ৮৯ | পর্ব ৯০ | পর্ব ৯১ | পর্ব ৯২ | পর্ব ৯৩ | পর্ব ৯৪ | পর্ব ৯৫ | পর্ব ৯৬ | পর্ব ৯৭ | পর্ব ৯৮ | পর্ব ৯৯ | পর্ব ১০০ | পর্ব ১০১ | পর্ব ১০২ | পর্ব ১০৩ | পর্ব ১০৪ | পর্ব ১০৫ | পর্ব ১০৬ | পর্ব ১০৭ | পর্ব ১০৮ | পর্ব ১০৯ | পর্ব ১১০ | পর্ব ১১১ | পর্ব ১১২ | পর্ব ১১৩ | পর্ব ১১৪ | পর্ব ১১৫ | পর্ব ১১৬ | পর্ব ১১৭ | পর্ব ১১৮ | পর্ব ১১৯ | পর্ব ১২০
  • ভ্রমণ | ২৯ এপ্রিল ২০২১ | ১৮৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন