এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  সমাজ

  • নায়িকা কাণ্ড! 

    Muhammad Sadequzzaman Sharif লেখকের গ্রাহক হোন
    আলোচনা | সমাজ | ০৬ আগস্ট ২০২১ | ১৭৯৯ বার পঠিত
  • বাড়িতে মদের বোতল পাওয়া কত বড় অপরাধ? দুর্ধর্ষ জঙ্গি ধরার স্টাইলে যেভাবে নায়িকাকে ধরা হল আমি ভাবছিলাম ভিতর থেকে কিছু না হোক জঙ্গি বই, বিদেশি অস্ত্র, রকেট লঞ্চার, পারমানবিক বোমা পাওয়া যাবে! কিন্তু না, মদ বা মদের বোতল পাওয়া গেছে। জীবনে এক ফোঁটা মদ না খাওয়া আমার ফ্রিজে দুইটা বোতল আছে, একটার নাম জানি না, আরেকটার গায়ে লেখা ভদকা। মেসের জীবনের ইতি টানার সময় ঢাকা থেকে বস্তা বন্দী করে নিয়ে আসছি। পানি ভরে ফ্রিজে রাখি, খাইলে ভাল লাগে।

    আমার কথা বাদ দেন। পুরো ঢাকা শহর বাদ দিলাম, বনানী থেকে শুরু করে গুলশান এক এবং দুইয়ে যতগুলা বাড়ি আছে তার কত শতাংশ বাড়িতে কী পরিমাণ মদ বা মদের বোতল আছে কারো বিন্দু মাত্র ধারনা আছে? গুলশান এক আর দুইকে আমার কোনদিনই বাংলাদেশ বলে মনে হয় নাই। ওদের কথাবার্তা আলাদা, ওদের চলার ধরন আলাদা, জীবন যাপন আলাদা, খাবার আলাদা, পোশাক আলাদা, সব কিছুই আলাদা। মদ সেখানে খুব স্বাভাবিক ঘটনা। কত বড় অফিসার আর কত সাহস আপনাদের একদিন ওই সব বাড়ি গুলাতেও মদ খুঁজতে ঢুইকেন!

    আজব আরেকটা কারণ বলা হইল আমাদের। এই নায়িকা পর্ণগ্রাফির সাথে জড়িত! মানে এইটা একেবারে যা ইচ্ছা তাই মনে হইল আমার কাছে। ভারতে পর্ণ কাণ্ড তালমাতাল অবস্থা এখানেও বলে দিলাম একটা কথা! আরে এই নায়িকা পর্ণের সাথে জড়িত থাকলে জনগণ আপনাদের আগে জানত। মানুষ এখন হাপিত্যেশ করে মরছে, ভেবেই পাচ্ছে না কোথায় গেলে লিংক পাওয়া যাবে! কারা দেখল এই জিনিস? সাধারণ পাবলিকের চাহিদার কোন দাম নাই? সাধারণ মানুষকে মানুষ মনে হয় না, না? শখ আহ্লাদ নাই মানুষের? সব ভাল খালি ওরাই দেখব?

    নায়িকা দুধে ধোয়া তুলশী পাতা? না, তা নাই হতে পারে। সমস্যা হচ্ছে কেউই দুধে ধোয়া তুলশী পাতা না। রন্ধ্রে রন্ধ্রে বিষ, শিরায় শিরায় দুর্নীতি। আপনে সব কিছু ফেলে ঝাঁপিয়ে পড়লেন নায়িকার উপরে। সমাজ নষ্ট করে দিচ্ছে, ছেলেপেলে উচ্ছন্নে যাচ্ছে সব। তরুণ সমাজকে উদ্ধার করতে নায়িকাকে বন্দী কর। নায়িকা বন্দী, এখন আর চিন্তা নাই, সমাজ রক্ষা পেল, দেশ উদ্ধার হয়ে গেল। দেশের আর কোন সমস্যা থাকল না, দুই তিনশ করে মানুষ এখন আর করোনায় মারা যাবে না, কালকে থেকে গণহারে সবাই টিকা পেয়ে যাবে, প্রতিটা হাসপাতালে আইসিউ বসে যাবে, অক্সিজেনের নহর বয়ে যাবে এখন থেকে। আমরা মূর্খ সুর্খ মানুষ, আমরা ভেদের খবর কি অত জানি? সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, প্রতিটা নিউজ পোর্টাল ব্যস্ত নায়িকার বাসার ভিতরের ভিডিও নিয়ে, শোয়ার আর হাগার ঘরের ভিডিও নিয়ে! এমন সুযোগ বারেবারে আসে? এখন এইটাই খবর, বাকি সব ভুলে যাও। এক জিনিস বেশিদিন মনে রাখতে পারবেন না, তাই সামনে আরও নায়িকা, মডেল ধরা হবে। লকডাউন উপভোগ করতে থাকুন, আপনার বিনোদনের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে।

    নায়িকার ম্যালা সমস্যা। কারণ ছাড়াই লাইভে এসে মানুষের সহমর্মিতা আদায় করার চেষ্টা যে কারো কাছেই অসহ্য মনে হবে। আমারও মনে হয়েছে, ন্যাকামি মনে হয়েছে। বিরক্তিকর রীতিমত। কিন্তু ওইটা অপরাধ না, সহ্য হবে না দেখবেন না। অপরাধ কী? আমার বিজ্ঞ বন্ধুরা নিয়মিত জানাচ্ছে সে ভাড়া খাটে, সমাজের উঁচু তলার মানুষেরা তার খদ্দের। তো আর কী হয়েই গেল? বেশ্যার আবার বিচার আচার কি? সেই সব নষ্টের মূল। উঁচু তলার মানুষেরা এগুলা কিছু বুঝে? তারা মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তেছিল, এই ডাইনি মহিলা কী এক যাদু করে দিল নষ্ট করে! দেখ দেখি কাণ্ড! এখন তাদের ইজ্জত যায় যায়। তাই সেই ইজ্জত বাঁচাতে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া গেল! ফাইজলামি? আলাভোলা মানুষটাকে ফাঁসায়া এখন ফায়দা লুটার ধান্দা? দুধ, কমলার রস, কাঁচা আমের শরবত ছাড়া সোনা মানিক জীবনে কিছু খাইছে? সব নষ্ট নারীর কাজ। আর সব আকামের পিছনে যে নারীই যে দায়ী এইটা কে না জানে! আমরা কি জানতাম না র‍্যাবের রেইড দেওয়ার আগেই কী কী পাওয়া যাবে নায়িকার বাসায়? যে না জানত সে বাংলাদেশের বাসিন্দা না।

    আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে আমাদের তারকা শিল্পীদের আচারনে। কেউ এই নায়িকাকে চিনেই না এখন! আরও কয়েকজনকে যখন আগে ধরা হয় তখন এরা সবাই একটা পোস্ট গণহারে কপি করে পেস্ট করেছে। সবাইকে মডেল বলা যাবে না, শিল্পী বলা যাবে না। তাদের প্রতিবাদ ছিল কে শিল্পী কে মডেল তা নিয়ে! এরা কোন বিষয়টাতে প্রতিবাদ হওয়া উচিত তাই জানে না! তারা এখন কী বলবে? এই নায়িকাকে তো শিল্পী না, নায়িকা না, মডেল না এগুলা কিছুই বলা যাচ্ছে না। তো? তো আর কী, চুপ করে থাকা! তাই করছে সবাই। মিডিয়া নিয়ে দারুণ কল্পনা করে সাধারণ মানুষ। আপনারা যারা ভাবছেন আপনি তো সতী নারী সাবিত্রী, আপনার কোন চিন্তা নাই। আপনে বোকার স্বর্গে বাস করছেন। আপনে জানেন না আপনেও ভাড়া খাটেন, আপনার তদবিরের জোর বেশি তাই আপনারে ধরছে না, আর কিছু না। আমরা জানি না ভাবছেন? ভাল মানুষ নাটক সিনেমায় অভিনয় করে?

    তার মানে কি আমি নিঃশর্তে মুক্তি চাই নায়িকার? না। অন্য অনেকেই করে দেখে আমার অপরাধ মাফ হয়ে যায় না। হিসাব ছাড়া বিদেশি মদ পাওয়া গেলে পুলিশ ধরতেই পারে আপনাকে। তখন খালেদা জিয়ার বাসায়ও মদ পাওয়া গেছিল বা মওদুদের বাসায় রাশি রাশি বোতল উদ্ধার হয়েছিল বলে পার পাওয়া যাবে না। আমি দীর্ঘ লেখায় শুধু বলতে চাইলাম এর চেয়ে জরুরি অনেক অনেক কাজ আছে। ম্যালা ম্যালা দাগি অপরাধী ঘুরে বেড়াচ্ছে। সব রেখে যাদেরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন তারা বাঁচতে পারবে তো? পৃথিবীর ইতিহাস তা বলে না, মানুষের ইতিহাসে তেমন নজির নাই। এক নায়িকা থেকে উদ্ধার করবেন এরা আরেক নায়িকার কোলে গিয়া উঠবে। খাটিয়ায় চড়ার আগ পর্যন্ত এরা এই কাজেই করে যাবে। আর আপনেরাও রক্ষা করে যাবেন। কিন্তু এই ভাবে আর কত দিন?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ০৬ আগস্ট ২০২১ | ১৭৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন