এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ধরা যাক দু চারটে মাউস এবার....

    Rouhin Banerjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১১ ফেব্রুয়ারি ২০১৫ | ১৫৩৪ বার পঠিত
  • নগর কলকেতার সেই এক্কেরে পূবপ্রান্তে মিলনমেলা৷ সেখেনে পাবেন আগমার্কা খাঁটি 508 নং গুরুচন্ডাঌ৷ আর তার সঙ্গে ফাউ হিসাবে পাচ্ছেন একটা আস্ত বইমেলা৷ প্রোলোগ আগেই সারা - এবার আগে আগে দেখো হোতা হ্যায় কেয়া৷ গুরুতে যে কি হয় আর কি না হয়৷ কখনো গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে তো কখনো তুমি যা জিনিস গুরু আমিই জানি আর শিলাদা জানে৷ কখনো গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেবো মহেশ্বরো আবার কখনো বায়্গুরু দা খালসা বায়গুরু দা ফতেহ৷ তা এহেন মহাগুরুর দিনপঞ্জিকা লেখা সুকান্ত হলে পারতো - এ অধম কলমচীর কম্ম নয়৷ সাড়ে বত্রিশবার কলম ভাঙবে৷তার চে' একটু উঁকিঝুঁকি মেরে সস্তায় বাজীমাত করাটাই মনে হয় স্বাস্থ্যের পক্ষে স্বাস্থ্যপ্রদ৷ জয়গুরু৷
    গুরুর স্টলের আশেপাশে যদি পৌঁছতে পারেন তো প্রথমেই (এবং শেষেও) যেটা চোখে পড়বে তা হল ছ'ফুট দু-ইঞ্চির বৃষস্কন্ধ এক শালপ্রাংশু মহাভূজ৷ সেই মহাপুরুষকে তালব্য শ'য়েরা "মুকুজ্জে" নামে ডেকে থাকে৷ বাঙালীর নর্থ পোল৷ তাঁর 'আসুন আসুন' গর্জনে মেদিনী প্রকম্পিত৷ গুরুর স্টলে কোন মশা নেই৷ মশারা ভয়ে এদিক মাড়াচ্ছে না - পাছে বিক্রী হয়ে যায় এই ভয়ে৷ তবে খাটিয়া তো একজনে বয় না - বাহক বাহিকার অভাব নাই৷ এরকম আরেকটি শক্তপোক্ত কাঁধের মালিক (থুড়ি 'মালকিন') এক ফুটফুটে পাইকিশোরী৷ এমনিতে সাত চড়ে তার রা কাটে না কিন্তু শেষে যদি রা একবার দেয় তো পাগোল পা ছেড়ে ধরে পথ পাবে না৷ পিসি ল্যাপটপ নিয়ে ঘোরেন৷ টিপিন বাসকে রুটি থাকে৷ আর থাকে আলুভাজা৷ কিন্তু আলুতে কোন দোষ নেই মোটে৷ তিন নম্বর কাঁধটি যার তিনি বীচ৷ উঁহু আই টি নয় ই এ - পুরো ইয়ে ব্যপার৷ শিকাগোর বন্দ্যো - আকাশ বাতাস ডেকোরেটর সবের গায়েই পান টক টক গন্ধ৷ তবে বইমেলা গড়ালেই আর টক টক থাকে না কো - চেটে মিষ্টি করে দিতে পারেন৷জনশ্রুতি তিনি এমনিতে গম্ভীর লোক কিন্তু গুরুদেব লোক তো তাই গম্ভীর থাকতে পারেন না৷ এথিকস এ বাঁধে৷ চার নম্বর কাঁধের মালিক অন্তঃপুর লেখিকা৷ তাঁর হাতের রান্না খাবার সুযোগ যদি না-ই পান তো অন্ততঃ হাতে কাটা বিলটি অবশ্যই সংগ্রহ করুন৷ বইএর যৎসামান্য দাম মিটিয়ে বিলটি নিয়ে ভালোভাবে পরখ করে দেখুন - উল্টে দেখুন, পাল্টে দেখুন, তারপরে ব্যাগে পুরুন (এটা লম্বকর্ণ পালা নয়)৷পরের বার বইমেলায় এক্সচেঞ্জ অফার পাবেন কি না সেটা তার পরের বার বইমেলার আগেই জানিয়ে দেওয়া হবে৷
    মিঠু স্টিকার সাঁটতে ওস্তাদ৷ পুরো বইমেলায় এত ভালো স্টিকার আর কেউ সাঁটতে পারবে না - গ্যারান্টি৷ চ্যালেঞ্জ নিবি না শালা - ভাবাবেগে বেগ এসে যাবে৷ এদিকে গুরু হল ছাপার ভুলে ওস্তাদ৷ কোয়ান্টিটেটিভ ভুল নয় - কোয়ালিটেটিভ৷ আর ওস্তাদের মার তো সব সময়ে শেষ রাতেই হয়৷ বই ছাপবে আমার , ভূমিকা হবে তানিম রাজুর৷ তা এমন বিপদে কে আর আছে রক্ষাকর্তা মিঠু 'দি' ছাড়া? তোমার চরণে আজি দিও ঠাঁই, তারও ছবি চাই - মিঠু গো বলো কবে কফি খাবো? কফি খেতে গেলেই অবশ্য গুরুর আরেক পিলারের কথা চলে আসে - সে আবার নিজেকে বলে ব্ল্যাক প্যান্থার৷ মাইরি, এত ফর্সা ব্ল্যাক প্যান্থার আমি তো কোন ছার বারাকবাবুও বাপের জন্মে দেখেনি শিওর৷ দশ না কুড়ি কটা যেন হাত - তাই দিয়ে বইমেলা - পি এইচ ডি - হোক্কলরব সব সামলাচ্ছে৷ মাথায় প্যাঁচালো কিলিপ, ঠোঁটে লিপিস্টিক - তবে আধা৷ বাকি আধা পাবেন কফির কাপে অথবা সিগারেটের নিতম্বে৷
    পরকীয়ায় ব্যর্থ? পরস্ত্রী তাকাচ্ছে না? দীর্ঘাঙ্গীরা পাশে দাঁড়িয়ে ছবি তুলছে না? হতাশায় না ভুগে গুরুর স্মরণ নিন - রণে বনে বইমেলা প্রাঙ্গনে সর্বত্র বিশেষজ্ঞ চন্ডালেরা আপনার জন্য নিয়ে আসছেন অব্যর্থ মহৌষধ - পরস্ত্রী / পরপুরুষ বশীকরণ মহামন্ত্র৷ চটি পড়ুন ও পড়ান - চটি খাবার সম্ভাবনা নির্মূল করুন৷ চটি পড়ার অনেক উপকার - যেমন ধরুন গোপালের গেঞ্জি জাঙ্গিয়া পরলে গোপাল বেচারা কি পরে - কিন্তু চটি পড়ায় এরূপ কোনপ্রকারের রিস্ক নাই৷ আগামী বইমেলায় না হোক পরের কোন না কোন বইমেলায় ঠিক পেযে যাবেন গুরুর নতুন চটির বারি - "দু'জন লম্বা মেয়ের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলবেন কি করে?" আগামী মার্চ থেকে বইটির অগ্রিম বুকিং শুরু হচ্ছে৷ ধরুন কত মাউস ধরবেন৷
    গুরুর পিলারদের কথা হচ্ছিল - থুড়ি ওই খাটিয়া বাহকদের কথা আর কি৷ তা গুরু হল মাল্টিস্টোরিড - পিলারের কোন অভাব নেই - তাতে একটা এল দেবেন না দুটো তা ভানুবাবুকেই জিজ্ঞেস করুন গিয়ে৷ এখন এখানে একটা ভাইটাল পিলারের কথা হবে - তাপস পাল৷ ন্যা ন্যা - চন্দননগরের মাল নয় - ছেলে টেলে পাঠায় না৷ মানে ওই একবারে জোড়া পিলার হল গে আর কি - বুঝ সাধুজন৷ তবে ছেলে না পাঠালেই বা কি - তার দাপটে বাঘে হাতিতে এক ঘাটে জল খায় (বারলিন ঘাট) - খালি বিড়ালদের বশে আনতে কিঞ্চিৎ সমস্যা৷
    ইদিকে বইমেলা জমজমাট৷ কবীর সুমনের সঙ্গে দিদির সব মিটমাট হয়ে গেছে - মাঠে জাতিস্মরের গানে মাতোয়ারা৷ সিডি শেষ হলে অবশ্য আরো দু'টো সিডি গিল্ডের সংগ্রহে আছে - হেমলক আর নচিকেতা৷ অতএব বৈচিত্র্য নাই এমন দুর্নাম ছিপিয়েমও দিতে পারবে না৷ বইমেলায় স-অ-অ-অ-ব পাবেন - লাজীজের বিরিয়ানী বা পদ্মাপারের পুলিপিঠে - দুলালের তালমিছরি থেকে পিসি চন্দ্রের গয়না - বিকানীরের ভুজিয়া কিম্বা হেলথ কোর্সের প্রস্পেক্টাস, উইকিপিডিয়া থেকে জাতীয় কংগ্রেস - কী নেই! 34 বছরের অপদার্থ বামশাসনে যা করা যায়নি এবার তা-ও হয়ে গেল - বইমেলার বিসেস আকর্সন - বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে বাঁদর নাচ৷ স্টল ফল বন্ধ করে সে কী নাচ গো দাদা - ভাবা যায় না৷
    ভাগো বাংলার সামনে ভীড়ে ভীড়াক্কার (কি-বোর্ডটা গন্ডগোল করছে - বর্গীয় জ টা মাঝে মাঝেই কিভাবে যেন ভ হয়ে যাচ্ছে - হতচ্ছাড়া মার্কিন টেকনোলজি)৷ বেটা বাপকে শুধায় হাত উঁচু করে কারা দাঁড়িয়ে - বাঁটুলের গল্পের সেই বাচ্চু-বিচ্ছু নাকি? বাবা রেগে কাঁই - শিওর বিরোধীদের চক্রান্ত - দেখ বেটা এরা মামাসিমানুস (উফফ - কি বোর্ডটা নিয়ে আর পারা গেল না)৷ উদিকে আনন্দ আর দেজের সামনে লাইন লেগেছে যেন গ্যাসের কাগজ জমা দেবে - ভত্তুকি ফসকে যাবে নইলে৷ বাংলাদেশ প্যাভিলিয়নও বাঁদরামো সামলে আবার কেরোসিনের ডীলার৷ তবে বাঙালীর সমস্কিতি মনসকতা দেখতে হলে চলে আসুন স্টার জলসা কিম্বা জী বাংলায় - কি ভীড় কি ভীড় - এক্কে বলে বইমেলা৷
    শহরের এসব কোলাহল থেকে দূরে, যেমন প্রমিস করা গেছিল, নির্জন এক ফালি দ্বীপের মত স্টল নং 508 - ভাটের মহাতীর্থ৷ সেখানেও কি রঙ্গে কিছু কমতি আছে নাকি? হিন্দি কবিতার আসর হয়ে গেল - শুনতে শুনতে আমোদগেঁড়ে জনগণ প্রচুর আহ্লাদিত হলেন৷ বই উদ্বোধন - তা-ও হল - খাওয়াদাওয়া - তা-ও৷ পেয়ারা তুমি খাও? আনার্দানা খাও? ফুচকা চাট, কফি-কচুরী, তাও? ছোঁচা তুমি - টইপত্তর বিক্রি করো যাও৷
    গুরুর স্টলে সব পাবেন৷ রোজকার ধম্মকম্মের জন্য "বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি" কিম্বা হাঁচি কাশি গলাজ্বালা বুকজ্বালা পটি বন্ধ সবের গাইডবুক "অসুখ সারান", গো-পালন (ভক্ষণ পড়লেন না তো?) বিষয়ক পরামর্শের জন্য "হাম্বা", হাইব্রিড চাষ বিষয়ে বুঝতে "বর্ণশংকর" বা পরম আধ্যাত্মিক ভাবে পূর্ণ "অরূপ তোমার ---", কুড়কুড়ে এস এম এস সমৃদ্ধ "আমার ৭০", ইতিহাস পরীক্ষার সাজেশন "লা জবাব দিললী", ছোটদের জন্য "শিন্টু রাজা ---", ইঞ্জিনীয়ারদের জন্য গাইডবুক "কাঠপাতার ঘর" - মানে এক কথায় বলা যায় আলপিন টু এলিফ্যান্ট ভায়া এলিফ্যান্টা - সব আছে৷ গুরুরা সব জানে - জানতে জানতে সবজান্তা গামছাওয়ালা হয়ে গেছে৷ আসুন, দেখুন, পড়ুন, জানুন - তারপর অন্য স্টলে চলে যান ফুচকা খেতে৷
    বইমেলা গইড়ে চলেচে৷ যেমন ভীড় বাড়ছে তেমনি খাওয়া৷ এমন কি বইও বিকোচ্ছে দেদার৷ কেউ লিটল ম্যাগে উইকিপিডিয়া খুঁজছে কেউ ভাষাবন্ধনের স্টলে ইংলিশ সাজেশন৷ নর্থ পোলের ক্যাম্পেনের আওতায় অন ডিউটি পুলিশেরাও আছে৷ রোজ অতিথিরা আসছেন৷ স্বামী-স্ত্রী, পরস্বামী-পরস্ত্রী, প্রেমিক-প্রেমিকা, অন্যের প্রেমিক-অন্যের প্রেমিকা, বাপ-বেটি, পিসী-ভাইপো সবাই আসছে যাচ্ছে, কফি খাচ্ছে ছবি তুলছে৷ যারা ছবি তুলতে পারছে না তারা বাড়ি গিয়ে ফেসবুকে স্ট্যাটাস তুলছে - খিস্তি মারছে৷ কমপ্লিট ক্যাকাফোনি৷ ন্যাকাফোনিও বলা যায়৷
    তাই বলে শুধু ন্যাকামি করলেই হবে? গানও তো গাইতে হবে? তাই গীটারে গীটারে গর্জন - ত্ফাৎ যাও হেমলক৷ "আরেকটা বাউল শোনান" বলার এর চেয়ে ভালো ময়দান আর কই? পনিটেল থেকে টাকে তেল সুরের সুড়সুড়িতে সবার সুরাসক্ত দশা৷ বাউল, কীর্তন, রবিবাউল, বিটলস, ভেঙ্গা বয়েজ সব চলবে - শুধু দাদা প্লীজ ওই হেমলক আর জাতিস্মর আপাততঃ দুমাস আর শুনতে চাই না৷ একের পর এক দিন ভেসে যায় গানে ভীড়ে বইবেলায় বইমেলায় - আড্ডা বা গান শেষ হয় যখন, বইমেলা বইমেলা মন কেমন৷
    এবাগে একবার দেকেচেন গুরুর অবস্থাখানা? এমন স্টলটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি৷ মাল্টিলেয়ারড ইউনিভার্স এর মতো এরও বহু লেয়ার একই সময়ে এক্সিস্ট করে৷ কোন লেয়ারে হয়তো আপনি দেখলেন বেলা সাড়ে তিনটেয় স্টলে জনা পাঁচ সাত লোক, তার জনা তিনেক বই কিনছে - আবার আরেকজন দেখলেন লোকই নেই - ফুচকা খেয়ে বাঁচা টাকায় যে কটা বৈ তিনি কিনলেন, সেটাই সারাদিনের বিক্রি৷ তবু কী উৎসাহ - সন্ধ্যে হতে না হতে সব হুলিয়ে ছবি তুলতে চলে আসছে - তাদেরকেও কেউ দেখছে কেউ দেখতে পাচ্ছে না - কেউ আবার ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছে না৷ হাইট অফ বহুমাত্রিকতা৷
    আর হাইটে উঠতে না উঠতেই ঘ্যাচাং - শেষের ঘন্টি৷ মিলনমেলা প্রাঙ্গন যেন দশমীর প্যান্ডেল৷ ভাঙবে - ভাঙছে - ভাঙলো৷ পড়লো৷ উঠলো৷ প্যান্ডেল না - বই উঠলো গাড়িতে৷ বইএর চোখ নেই তাই জল আসে না৷ মানুষের চোখ আছে কিন্তু হাসি আসে না৷ তবু হাসি৷ গাড়িতে ঠাসাঠাসি করে বসি স্লিপ ডিস্ক সামলে৷ খুব তাড়াতাড়ি পুনর্মিলনের প্রমিস - আরো অনেক না রাখা প্রমিস এর মত৷ কেউ কথা না রাখলেও বই রাখে৷ কথা রাখাতেই তার অস্তিত্ব৷ সব কথা তাই ধরা থাকে পাতায় পাতায়৷
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১১ ফেব্রুয়ারি ২০১৫ | ১৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন