এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • মাসকাবারি বইপত্তর - ২

    লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৭ ডিসেম্বর ২০১৪ | ৬০৫ বার পঠিত
  • বই পড়া যদি বা হয়, বই নিয়ে দুই কলম লেখা আর হয় না মোটে| কয়েকটা বই সম্পর্কে অন্তত দু'চারলাইন লিখে না রাখলে বইগুলোর প্রতি বোধহয় একটু অবিচারই হয়| আপাতত তিনটে বই নিয়ে বলি|

    ১) বাঁকাউল্লার দপ্তর সটীক সংস্করণ - সম্পাদনা প্রসেনজিত দাশগুপ্ত, সৌমেন পাল
    ২) ভারতে রাজনৈতিক কার্টুনচর্চা - সুমিত ঘোষ
    ৩) ঈষ্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনৈতিক ইতিহাস - তীর্থংকর রায়

    তিনটি বই একটু সময় নিয়ে পড়তে হয়, থ্রীলার পড়ার মেজাজে পড়ে ফেলা যায় না| কাগজে ছাপা বইয়ের মুদ্রণসৌকর্য আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বই কেনার সময় সেটি বিবেচনার একটি বিষয়ও হয়ে দাঁড়ায় বটে| সেদিক থেকে দেখলে তিনটি বইয়েরই মুদ্রণসৌকর্য চমৎকার| ভাল কাগজে যত্ন করে ছাপা, বোঝা যায় বানান ও ভাষার দিকেও তীক্ষ্ণ নজর দেওয়া হয়েছে সম্পাদনার সময়|

    ১) বাঁকাউল্লার দপ্তর সটীক সংস্করণ - সম্পাদনা প্রসেনজিত দাশগুপ্ত, সৌমেন পাল; প্রকাশক - চর্চাপদ; দাম - ১৮০/- টাকা|

    সম্পাদকদ্বয় জানাচ্ছেন বাংলা সাহিত্যের প্রাচীনতম ক্রাইম কাহিনী হল পুলিশের দারোগা বাঁকাউল্লা ওরফে বরকতউল্লার কীর্তিকলাপ| 'বাঁকাউল্লার দপ্তর' নামে দারোগাবাবুর বারোটি কাহিনীর প্রথম প্রকাশ ঠিক কবে, সে সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায় না, তবে অনুমান করা যায় যে বইয়ে বর্ণিত কাহিনীর সময়কাল খুব সম্ভবত উনবিংশ শতাব্দীর ত্রিশের দশকের শেষের দিক কিম্বা চল্লিশের দশকের শুরুর দিক| অনুমানের কারণ ঠগীদমনের জন্য নির্দিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান স্লীম্যানসাহেব কমিশনার পদে উন্নীত হয়েছিলেন ১৮৩৯ খ্রীষ্টাব্দে| অধ্যাপক সুকুমার সেনের মতে কোনও দেশে প্রকৃত গোয়েন্দাকাহিনী লেখা শুরু হয় সেই দেশে পুলিশী ব্যবস্থা প্রচলনের পরেই| ভারতে পুলিশী ব্যবস্থার প্রচলন হয় ১৮৩০ এর দশকেই|

    বাঁকাউল্লার জীবন ও তাঁর সময়কাল সম্পর্কে তথ্য খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তিনি নিজের সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন বইটির প্রথম অধ্যায়ে| এছাড়া অধ্যাপক সেন এই খাঁটি বাঙালি দারোগা সম্পর্কে কিছু তথ্য আহরণ করেন ১২৪৪ বঙ্গাব্দে প্রকাশিত মহম্মদ মিরণ রচির 'বাহাদারনেস' গ্রন্থ থেকে| এছাড়া দারোগাবাবু নিজেও বইটির অন্যান্য অধ্যায়ে নিজের সম্পর্কে টুকটাক দু'চারকথা লিখেছেন| তো, এই সমস্ত তথ্য একত্র করে মোটামুটি বলা যায় বাঁকাউল্লার সম্পূর্ণ নাম বরকতউল্লা খাঁ, স্বচ্ছল পরিবারে তাঁর জন্ম, গ্রামের বাড়ীতে থাকাকালীন কিছু লেখাপড়া সেরে এসে শহর কলকাতায় বা কোনও জেলাসদরের মাদ্রাসায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন| মাদ্রাসা শিক্ষা শেষ হবার সঙ্গে সঙ্গেই দারোগার চাকরীতে যোগদান| 'বাঁকাউল্লার দপ্তর' বইয়ের প্রকাশকাল সম্পর্কে অধ্যাপক সুকুমার সেন নিশ্চিত সিদ্ধান্তে আসতে পেরেছেন যে এটি ১৮৯৬ সালের পূর্বে ছাপা, কিন্তু কত পূর্বে, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না| এমনকি বইখানি স্বয়ং বরকতউল্লা রচনা করেছিলেন নাকি অন্য কেউ তাঁর মুখে শুনে অথবা পুলিশ ফাইল থেকে উদ্ধার করে লিখেছিলেন সে সম্পর্কেও নিশ্চিত কোনও প্রমাণ পাওয়া যায় না| একটি অনুমান হল 'দারোগার দপ্তর'এর লেখক প্রিয়নাথ মুখোপাধ্যায় এটিও রচনা করেছিলেন| তবে যিনিই লিখে থাকুন না কেন তাঁর তৎকালীন আইন, আইনি ভাষা ও পুলিশী কার্য্যপদ্ধতি সম্বন্ধে স্বচ্ছ ধারণা ছিল তা বইটি পড়লেই বোঝা যায়|

    উত্তম পুরুষে বর্ণিত কাহিনীর বাঁকাউল্লা শিক্ষিত বাঙালি যুবা, গ্রাম ও শহর দুই অঞ্চলেরই জীবনযাত্রা, আদবকায়দা, সামাজিক রীতিনীতি বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল| সহজেই সমাজের যে কোনও স্তরের মানুষের সঙ্গে মিশে যেতে পারেন তিনি| নিজে মুসলমান, অন্য ধর্মের বা জাতের মানুষের প্রতি তাঁর কোনও অশ্রদ্ধা বা বীতরাগ কখনও প্রকাশ পায় নি, বরং দেখা গেছে বাঁকাউল্লার জগতে ধর্ম ও জাতিগত বিতৃষ্ণা প্রায় অমিল| 'প্রায়' লিখলাম কারণ কোথাও কোথাও দেখছি অপরাধী বা ষড়যন্ত্রী দলের লোকজন বাঁকাউল্লা সম্পর্কে 'নেড়ে' বা 'নেড়েটা' ব্যবহার করছেন, তাচ্ছিলার্থেই | বাঁকাউল্লা অবশ্য নির্বিকারভাবে সেসব লিখে যাচ্ছেন| গল্পগুলি অত্যন্ত আকর্ষণীয় ও সুখপাঠ্য| গল্পগুলির নামের সাথে একলাইন সংক্ষেপে লেখা আছে অপরাধের চরিত্র বোঝাতে| ফলে বইটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময়ই পাঠক আগ্রহী হয়ে উঠতে পারেন|
    গল্পগুলি যথাক্রমে

    হাতকাটা হরিশ - ভীষণ নরহত্যা, তিন খুন
    নবীন নবেসেন্ধা - অদ্ভুত জালিয়াতি, সরকারি নথি জাল
    রায় মহাশয় - ভীষণ ষড়যন্ত্র, দলাদলির কান্ড
    দেওয়ানজি - ভীষণ উৎপীড়ন-প্রজার ধর্মঘট-প্রাচীরের গায়ে গাঁথিয়া খুন
    হারানী - চুরি!-খুন!
    কেঁচো খুঁড়িতে সাপ! - কুলটার বুদ্ধি -পাপের ভীষণ পরিণাম
    হরিদাস বনাম কৃষ্ণদাস - সিন্দুকের ভিতর মানুষ খুন!
    বহুরূপী - চেহারা জাল!-আকার জাল!-মানুষ জাল!
    গহনাভোজী কুমীর - জলপন্থী ঠগীর অদ্ভুত কৌশল
    উমোকান্ত - ভীষণ ষড়যন্ত্র!-শিশু বলি!
    নিস্তার - তপ্তঘৃতে মানুষভাজা! মশালে মানুষ খুন!
    মামুদ হাতি - জলপন্থী ঠগীর অদ্ভুত বিক্রম

    সঙ্গের সংক্ষিপ্ত বর্ননা দেখে গল্পগুলি সম্পর্কে যে আগ্রহ জাগে, পড়তে গিয়ে সে আগ্রহ আগাগোড়াই বজায় থাকে| অত্যন্ত সুখপাঠ্য কথনভঙ্গী| কিছুক্ষেত্রে কিছু শব্দ আমাদের অপরিচিত লাগে, যেগুলি আইনি লব্জ হিসেবে সেকালে বহুলব্যবহৃত হলেও একালে অচল| এইজন্য প্রতিটি গল্পের শেষে এই শব্দগুলি নিয়ে একটি করে টীকা যুক্ত করেছেন সম্পাদকদ্বয় ও প্রকাশক| এই টীকাগুলি এবং বইয়ের শুরুতে সম্পাদকীয় 'কিসসা বাঁকাউল্লা-কা' মূল্যবান সংযোজন|

    চর্চাপদ প্রকাশনার আগে প্রকাশিত 'মিয়াজান দারোগার একরারনামা' এবং এই 'বাঁকাউল্লার দপ্তর' শুধু যে পুলিশী গোয়েন্দাকাহিনী তা নয়, এই দুটি বই আমাদের সামনে উনবিংশ শতকের ত্রিশ, চল্লিশ, পঞ্চাশ, ষাটের দশকের তৎকালীন বাংলার সামাজিক অবস্থা ও অপরাধের ধরণ ও বাহুল্যের চিত্রও তুলে ধরে| গোয়েন্দাকাহিনীর পাঠকের কাছে যেমন এই বই দুটি সংগ্রহযোগ্য, তেমনি উনবিংশ শতকের সমাজ সম্পর্কে উৎসাহী পাঠকেরও বই দুটি ভাল লাগবে বলেই মনে হয়|

    চলবে.....
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৭ ডিসেম্বর ২০১৪ | ৬০৫ বার পঠিত
  • আরও পড়ুন
    ইঁদুর  - Anirban M
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 107.81.101.128 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০১:৩৪74749
  • রাজনৈতিক কার্টুনচর্চা আর অর্থনৈতিক ইতিহাস চর্চাপদের না।
  • Abhyu | 107.81.101.128 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০১:৩৬74750
  • সোসেন মেয়েরা খালি নভেল পড়বে এটাই বোধহয় বিদ্যাসাগরের স্ত্রীশিক্ষা আন্দোলনের এগেনস্টে মেন বক্তব্য ছিল :)
  • ranjan roy | 113.242.197.251 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০২:০৭74741
  • দ'য়ের বিবরণ ও টীকা যথাযথ।
    বাকি বইদুটো? কবে?
  • | 24.97.152.103 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০৩:৪০74751
  • না না অন্য দুটো বই আনন্দ পাবলিশার্সের।
    দুটোকেই গুডরিডসে দেওয়া আছে।
  • anag | 208.182.52.26 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০৩:৫০74742
  • এই বইটা আমি গত বছর পড়েছি । রঞ্জন দার সঙ্গে আমি একমত যে বই এর বিবরণ এবং টীকা খুবই যথাযথ। আর একটা কথা বলতে চাই যে বই টি অতিশয় সংগ্রহ যোগ্য. অনেক দিন আগের বই হলেও সাসপেন্স এর কোনো কমতি নেই, বরং অনেক সময় climax একটু দ্রুত.

    বাকি রিভিউ এর জন্যে অপেক্ষা করছি.
  • sosen | 113.225.177.26 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০৪:২১74752
  • যাক এতদিনে সোসেন যে মে তার একখানা জব্বর প্রমাণ পাওয়া গেছে।
  • | 24.97.240.87 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০৪:৩২74743
  • এহে আমি ভাবলাম কেউ পড়ছে না, তাই ল্যাদ খাচ্ছিলাম। :-) দু'চারদিনের মধ্যেই লিখে দিচ্ছি বাকীটা।
  • Abhyu | 107.81.101.128 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০৪:৩৭74744
  • না না এই সিরিজটা তো মন দিয়ে পড়ি
  • K | 130.59.90.101 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ০৯:৫২74745
  • আরে পড়ি তো !
  • de | 69.185.236.54 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ১০:০৪74746
  • এই বইগুলো তিনটেই চর্চাপদের?
  • sosen | 24.139.199.11 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ১০:৪৩74747
  • আমি খালি নভেল পড়ি আর অন্যরা কতো নন ফিক্শন পড়ে দেখে হেব্বি ফ্রাস্ট্রু খাই।
  • sinfaut | 131.241.218.132 (*) | ১৪ জানুয়ারি ২০১৫ ১০:৫২74748
  • আমি আবার শুধুই নন ফিকশন পড়ি, কিন্তু কিছুই খাই না।
  • ranjan roy | 24.97.206.93 (*) | ১৭ জানুয়ারি ২০১৫ ০৩:২৬74753
  • হিন্দি বলয়ে দেখেছি ( এক ইউপি পুলিশের বক্তব্য) -- মেয়েরা নেকাপড়া শিখলে খুব প্রেমপত্র লিখবে, সমাজ উচ্ছন্নে যাবে।!!!!
  • সুদীপ | 106.192.194.73 | ০৬ জুন ২০২১ ২১:১২494675
  • বাহ। ভাল লিখেছেন। আগ্রহ জন্মাল।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন