এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • রাজনৈতিক প্যারডি

    Abhijit Majumder লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৪ জুলাই ২০১৮ | ২৩৫০ বার পঠিত
  • কয়েকটি পলিটিক্যাল প্যারডি

    1.
    কখনো বদল আসে, সময় মুচকি হাসে,
    চারিদিকে সব কিছু সাজানো ঘটনা,
    দেখব না ভুলগুলো, কানেতে অহং তুলো,
    শুনব না আমি কোনও সম-আলোচনা।
    পার্ক স্ট্রীট-কামদুনি, গুন্ডা-মাফিয়া-খুনি,
    ছাড়া পায়, ধরা পড়ে শিলা-মৌসুমি,
    চোপ! চোপ! চিৎকার, বেয়াদব কোথাকার,
    প্রশ্ন করলে জানি মাওবাদী তুমি।
    সন্ধ্যে নিবিড় হতে, বারোভুতে লুটেপুটে
    ছিঁড়ে খাক, তা হলেও মুখ খোলা মানা,
    পুলিশ আজ্ঞাবহ, জীবন যে দুঃসহ,
    ফেসবুকে পোস্টালে হবে জরিমানা,
    চারিদিকে সবকিছু সাজানো ঘটনা,
    আমি জানি সবকিছু বিরোধী রটনা।

    2.
    অমিতবাবু
    অমিতবাবু, অমিতবাবু, তোমার কাছে যাব,
    টিভি-তে দেখি তুমিও না কি আমার কথা ভাবো?
    অমিতবাবু, দূরদর্শন, ছবির নাম শোলে
    দেখিয়েছিল, আমি তখন সদ্য ইস্কুলে।
    খালের ধারে বস্তি আমার, ছোট্ট টালির ঘর,
    বাইরে খোলা নর্দমা আর মায়ের মাতাল বর।
    বাপ বলতে তাকেই বুঝি, কয়টুকু আর আমি?
    আমায় বড় করবে মায়ের স্বপ্নটুকু দামি।
    টিভি দেখতে যেতে হত, পাড়ার ক্লাবঘরে,
    বাড়ির টিভি? আমার মা রান্নার কাজ করে।
    কুঞ্জে অলি গুঞ্জে শুধু, ফোটে না মঞ্জরি,
    স্কুলের পাট চুকিয়ে দিলাম ভিন রাজ্যে পাড়ি।
    আমি তখন গোঁফের রেখা, আমি তখন ষোলো,
    তোমার রাজ্যে অমিতবাবু, আমার ঠাঁই হল।
    অমিতবাবু, অমিতবাবু, তারই ক-মাস পরে,
    সেই দিনটা, চোখ বুজলে এখনো মনে পড়ে।
    সেসব কথা বলেছো তুমি তোমার বিজ্ঞাপনে?
    আমার কথা একটি বার-ও আসলো না কি মনে?
    দেখেছিলাম গলির মুখে চোখ ধাঁধানো আলো,
    বোমা, আগুন, হাতে ত্রিশুল, মুখে কাপড় কালো।
    পুড়লো কত বাড়ি আর মরল কত লোক,
    মনে মনে চেয়েছিলাম, ওদের বিচার হোক।

    রাতে এখন ঘুমোতে যাই, সেই টালির ঘরে,
    কনুই কাটা হাতে আমার, জোছনা মজাক করে।
    মায়ের স্বপ্ন মিলিয়ে গেছে চোরাপথের বাঁকে,
    গরীব লোকের স্বপ্ন কোথায়, কবে বেঁচে থাকে?

    আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘর ধু-ধু,
    আর কিছু না, আল্লাহতালা চাইছি বিচার শুধু।
    তবু বিচার, অমিতবাবু, বিচার হল কই?
    কেমন হবে, আমিও যদি রাষ্ট্রদ্রোহী হই?

    কুছ দিন তো ঠাহ্রিয়ে, মেরে ইস ঘর মে...

    3.
    মনে পড়ে রুবি রায়,
    চ্যাট শোতে তোমাকে,
    একদিন কত ভাল বলেছি,
    আজ হায় রুবি রায়,
    দেখি যবে তোমাকে,
    মনে হয়, ভুল করে ফেলেছি।
    ধর্ষিতা নারীকে,
    সীতারানি আড়ি-কে,
    ভরে দিতে তুমি ফের আশাতে
    ভেবেছি কি কোনদিন,
    শাসকের লাজহীন,
    কন্ঠ শুনব এই ভাষাতে?
    দীপ জ্বালা সন্ধ্যায়,
    কালপেঁচা ডেকে যায়,
    বলে যায় তোমাকে-ই রুবি রায়,
    মানুষের অধিকার
    ইতিহাসে বারবার
    শাসককে ছুঁড়ে ফেলে রাস্তায়।

    4.
    শুনতে পেলাম পোস্তা গিয়ে,
    বাইক-রা যায় ভয় দেখিয়ে।
    গঙ্গারামকে প্রার্থি পেলে,
    সাচ্চা জোয়ান, তাজা ছেলে।
    ভাই-টি আমার প্রার্থী ভাল,
    গুনের ছটায় জগত আলো।
    তার ওপরেই দলের ভার,
    দোষের মধ্যে একটু গোঁআর।
    বিদ্যে-বুদ্ধি? অপার মশায়,
    পাস না দিয়েও কলেজ চালায়।
    হাতের টিপটি জলের জাগে,
    করন-অর্জুন কোথায় লাগে?
    তুলনাহীন ভাইগুলি তার,
    ভোটবাক্সের পাহারাদার।
    বিরোধীহীন প্রার্থি পেলে,
    শেয়ার করলে, পুরবো জেলে।

    5.
    ঊঠছে জেগে বাঁদরগুলো
    চোখে আগুন, পায়ে ধুলো,
    এবার তোকে গদিচ্যুত করবে সে।
    মিথ্যেকথা কতরকম,
    কার গাঁজাতে কে দিল দম,
    কাঁপছে শহর…কড়া নজর চারপাশে।

    আয় চলে আয়, হোক কলরব গান ধরে,
    হোক কলরব ছড়িয়ে পড়ুক প্রান্তরে,
    হোক কলরব চোখরাঙ্গানি যাক সরে,
    হোক কলরব তোর সাথে আজ একসুরে…

    গেঞ্জী পুলিস তোমার লাঠি, বুক পেতেছে মানুষ মাটি
    মারনাস্ত্র গীটার বাঁশি রাখছে তাল,
    শাসক দেখায় তার ভ্রুকুটি, আমার আছে হাতের মুঠি
    কিম্বা চোখে স্বপ্নমাখা রংমশাল…

    আয় চলে আয়, হোক কলরব গান ধরে,
    হোক কলরব হোক কলরব দেশজুড়ে,
    ভয় দেখানো এক ফুঁয়েতে যাক উড়ে
    লাঠির মুখে হোক কলরব একসুরে।

    6.

    পিসিমাসঙ্গীত

    দাদার পায়ের জুতোর ফিতে, বাঁধ রে জনগন।
    আমার দাদার পায়ের জুতোর ফিতে বাঁধ রে জনগন।
    আমার ভাইঝি সোনা,
    আমার ভাইঝি সোনা চড় কষালেও সইবি সে আচরন,
    দাদার পায়ের জুতোর ফিতে বাঁধ রে জনগন।

    কত সুমন-সুবোধ হায়, চেয়ার মুছে যায়,
    ভূষন পেলেই দিদির পায়ে নিজেরে বিকায়।
    ও মন, অন্যদিকে চলছে দেখি ঝালমুড়িতে আলাপন,
    দাদার পায়ের জুতোর ফিতে বাঁধ রে জনগন।

    ওরে যেন ভুলিস না, আছেন তোদের পিসিমা,
    তার সেলাই করা শাড়ির আঁচল ছুপায় কালিমা।
    ও মন, তাই বলি আয় ওই হাওয়াই পায় কর রে আত্মসমর্পন,
    পিসির পায়ের হাওয়াই চটি মোছ রে জনগন।
    আমার দাদার পায়ের জুতোর ফিতে বাঁধ রে জনগন।
    আমার ভাইঝি সোনার চড়টি খেয়েও হাস রে জনগন।

    7.

    এক মোদী ঘরে ফেরে।
    বাকিরা চুকিয়ে দেয়
    ব্যাংকের সব লেনদেন।
    থাকে শুধু অন্ধকার
    আর অংক কষিবার
    নিবভাঙা ফাউন্টেন পেন।

    8.

    আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে
    পোড়াদেশ আরও পোড়ে ধর্মের আগুনে।
    রোদে জলে টিঁকে রঙ, পাকা কই তাহারে
    ভেদভাব বেড়ে চলে আচারে ও আহারে।
    রাঁধুনি বসিয়া পাকে, পাক দেয় হাঁড়িতে
    গোপনে সন্ধি হয়, টিকিতে ও দাড়িতে।
    পাকায়ে পাকায়ে দড়ি, টান হয়ে থাকে সে-
    ত্রিশূল ও চপার খোঁজে, খোঁচাবে কাকে সে।

    9.

    আমাদের ছোট মোদী চলে আঁকে-বাঁকে
    দাভোসের বৈঠকে শোভা হয়ে থাকে।
    ষোলোখান গাড়ী তার বারোখানা বাড়ি
    খেটেখুটে ব্যাংক লুটে, দূরদেশে পাড়ি।

    মেহুভাই মামা তার, মনে নাই কাদা
    দুইজনই লোক ভালো, বড় সিধাসাধা।
    একমনে প্রানপণে দেশ করে ফাঁক-
    নীরব চৌকিদার, চুপ হাঁকডাক।

    সবে মিলি সাফ করে যত কালাধন
    সাদা দাড়ি সাথে তারই, আপনার জন।
    দেশ হয় ক্যাশলেস, চলে ডিজিটালে
    টাকাকড়ি আপনার পকেটেতে ঢালে।

    ওপারেতে পিটে চলে ছাপ্পন ছাতি,
    এপারেতে কুঁড়েঘর, কোথা নাই বাতি।
    বড় মাছ পার হয়, ছোট জালে পড়ে
    ধান যে ফলাত, আজ বিষ খেয়ে মরে।

    অথচ কর্পোরেটে অনাদায়ী ঋণ
    বেড়ে চলে ক্রমাগত দিন প্রতিদিন।
    রাঘববোয়াল তবু উৎসবে মাতে
    কমে শুধু বরাদ্দ শিক্ষার খাতে।

    এইভাবে ঘুরে চলে সময়ের চাকা
    একদিকে উপচোয়, একদিক ফাঁকা।
    ভোট আসে ভোট যায়, পাল্টায় গদি,
    খেয়ে যায় ক্ষীরটুকু গান্ধী ও মোদী।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৪ জুলাই ২০১৮ | ২৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | 340112.231.126712.74 (*) | ০৪ জুলাই ২০১৮ ০৩:১৭64930
  • বাপ্রে! কি লিখেছ ভাই! টুপিটা খুলে রাখলাম!
  • Kakali Sinha Roy. | 342323.181.4545.10 (*) | ০৪ জুলাই ২০১৮ ০৬:২৫64931
  • ওহ্ ! দারুণ ! দারুউউউণ ! কোন কথা হবে না।
  • | 453412.159.896712.72 (*) | ০৪ জুলাই ২০১৮ ০৯:৩১64929
  • :-)))
  • Mahua | 566712.225.670112.49 (*) | ০৬ জুলাই ২০১৮ ০৬:২৬64932
  • চোখে জল এসে গেলো।
  • Ramit Chatterjee | ২৩ নভেম্বর ২০২০ ১২:১৯100562
  • অসাধারণ !

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন