এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • পুঁটিকাহিনী ৩- প্রাণেশ্বর

    San Gita লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০৮ মে ২০১৭ | ১৩৮৪ বার পঠিত
  • আজ পুঁটির নিজের আর নিজের চারিদিকের বন্ধুবান্ধবের ইংরেজী না বলতে পারার হীনমন্যতার কথা মনে পড়ল। সে পড়েছে এক মিশনারী স্কুলে, তাদের কেজি থেকেই ইংরেজি পড়তে হয়েছে, তবুও স্কুলটা তো শেষমেশ বাংলা মাধ্যমের! লেখায় কোনদিন সমস্যা হয়নি, শুধু গড়গড় করে বলতে পারত না। অবশ্য, কলেজ ছাড়ার সময় নাগাদ পুঁটি নিজেকে মোটামুটি চলনসই করে গড়েপিটে নিয়েছে, কোথাও আর তেমন অসুবিধে হত না। তবে হীনমন্যতায় যে তারা জাস্ট কিস্যু না, তা হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়লেন পুঁটিরানীর প্রাণেশ্বর!

    তিনি নাকি জয়েন্টে ইঞ্জিনীয়ারিং-এর জন্য পরীক্ষায়ই বসেননি। শুধু ডাক্তারির জন্যই বসেছিলেন। কেন? না, তাঁর মতে তিনি অংকে খারাপ! উচ্চমাধ্যমিকে পেয়েছিলেন ২০০তে মাত্র ১৯৮। যাগ্গে, ঐসব পাগলামি পুঁটির সাথে দেখা হওয়ার বহু আগের। পুঁটির মাথাব্যথাও ছিল না। কিন্তু পড়াশুনার কি আর শেষ আছে রে ভাই? জ্বালা তখনও অ-নে-ক বাকি ছিল!

    তিনি বিলেত যাওয়া মনস্থির করলেন। ডিগ্রীও নেওয়া হবে আর পাশাপাশি চাকরি করা ছাড়াও গতি নেই, কারণ খরচ বহু। চাকরি পেতে গেলে বাকি পরীক্ষার সাথে একটা ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হত তখন, ব্রিটিশ কাউন্সিলে। বাড়িতে এসেই তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে, বাড়ির লোকের যদি তাঁকে পাস করাবার বিন্দুমাত্র ইচ্ছে থাকে, তাহলে যেন সেই মুহুর্ত থেকে সবাই ইংরেজিতে কথা বলে। নাহলে বাংলা মিডিয়ামে পড়ে নাকি তিনি কোনমতেই ব্রিটিশ কাউন্সিলকে কাবু করতে পারবেন না। পুঁটি যতই বলে, হলই বা বাংলা মিডিয়াম, পড়াশুনায় অনেক ইংরেজি মিডিয়ামের কান কেটে নিতে পারে রামকৃষ্ণ মিশন! বা দেওয়াল আলমারীতে যে গোল্ড মেডেলগুলো শোভা পাচ্ছে, সেগুলো তো শোনা যায় আরো নানা কারণের সাথে উচ্চমাধ্যমিকে বাংলা আর ইংরেজিতে টপার হওয়ার সুবাদে পাওয়া। তাহলে এত বাড়াবাড়ি কেন? তো কে শোনে কার কথা!!

    তাঁর বাবা-মা কথা যথাসম্ভব কম বলতে লাগলেন। পুঁটি আর তার ননদ ভদ্রলোকের সামনে যতটা সম্ভব ইংরেজিতেই বাক্যালাপ করতে লাগল, আর আড়ালে আগের মতই বাংলায় হাহাহিহি।

    পরীক্ষায় ছিল ইংরেজী বলা, লেখা আর শুনে বোঝা। ভদ্রলোক বাড়ির লোককে অতিষ্ঠ করে প্রস্তুতি নিতে লাগলেন। সঙ্গে চলল ডিগ্রী নেওয়ার পড়া। তার প্রস্তুতির পর্ব হিসেবে পড়া ছাড়াও ছিল রুগী আর তার আত্মীয়দের কাউন্সেলিং। পুঁটির প্রচুর দায়িত্ব বেড়ে গেল। ওনার লেখা দেখে মতামত দেওয়া ইত্যাদি ছাড়াও কাউন্সেলিং সেশানের জন্য পুঁটি কোনদিন ৮০ বছরের অসুস্থ বৃদ্ধের, কোনদিন ১৭ বছরের ড্রাগ অ্যাডিক্ট কিশোরীর, কোনদিন বা ৩২ বছরের মাতাল যুবকের ভূমিকায় অভিনয় করতে লাগল। যথাসময়ে ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা সুসম্পন্ন হল।

    একদিন তিনি যখন অ্যাপোলো হাসপাতালে, তখন সেই বিতর্কিত ইংরেজি পরীক্ষার ফল বেরনোর খবর পেলেন। পুঁটির সেদিন ছুটির দিন, হয়তো শনিবার, অতএব তার ওপরেই দায়িত্ব পড়ল ইন্টারনেট খুলে অনলাইন রেজাল্ট দেখার। তখনকার দিনে ডায়াল-আপ কানেকশান, খুলতেও খুব সময় লাগত। ওদিকে তিনি উত্তেজনায় টগবগ করে ফুটছেন। আর ফেল যে করেছেন সে ব্যপারে একদম নিশ্চিত হয়ে যাচ্ছেন যত সময় যাচ্ছে আর পুঁটি তার ফোন বারবার কেটে দিচ্ছে দেখে। অনেক কসরতের পর নেট লাগায় রোল নম্বর মিলিয়ে পুঁটি দেখল যে, ঐ ভদ্রলোক আর আরেকজন সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এমনিতে সদাশিব মানুষ, দিব্যি মৃদুভাষী, কিন্তু তাঁকে রেজাল্ট বলতেই তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন। পুঁটির দ্বারা নাকি কোন কাজই ঠিক করে হয় না, যত্ত ভুলভাল খবর দেওয়াই নাকি পুঁটির কাজ! উনি কিভাবে টপ করতে পারেন, বাংলা মিডিয়াম ইত্যাদি প্রভৃতি!! তারপর দায়িত্ব পেল পুঁটির ননদ। নেট পুরো অফ করে আবার কেঁচে গন্ডুষ করেও দেখা গেল ফল একই আছে। ওদিকে তাঁর এক বন্ধুকেও লাগিয়ে দেওয়া হয়েছিল ঐ একই কাজে, সেও এক কথাই বলল। তখন মুখ কাঁচুমাচু করে ঐ রেজাল্ট মেনে নেওয়া ছাড়া তাঁর আর উপায় রইল না। হুঃ, গরিবের কথা বাসী না হলে....

    ©sangitaghoshdastidar
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০৮ মে ২০১৭ | ১৩৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Titir | 138.210.106.68 (*) | ০৮ মে ২০১৭ ০৩:২৭59756
  • এই না হলে পুঁটি! জমজমাট এক্কেবারে।
  • Du | 182.58.108.9 (*) | ০৮ মে ২০১৭ ০৩:৩৮59757
  • পুঁটির অভিনয়গুলো দেখার ইচ্ছে রইলো ঃ))
  • San Gita | 53.251.173.6 (*) | ০৮ মে ২০১৭ ০৪:০১59758
  • আনন্দ আমারই বেশি। ধন্যবাদ!
  • San Gita | 53.251.173.6 (*) | ০৮ মে ২০১৭ ০৪:০৫59759
  • অভিনয় পুঁটি নেহাৎ মন্দ করে না!
  • de | 192.57.106.233 (*) | ০৮ মে ২০১৭ ০৪:৫৫59760
  • দিব্য হয়েচে - কিন্তু একের পর তিন কেনো?
  • San Gita | 57.15.4.45 (*) | ০৮ মে ২০১৭ ০৫:১৭59761
  • আরে, একের নিচে দুই আছে তো! "আহা আজি এ বসন্তে"।
  • PM | 52.110.164.171 (*) | ০৮ মে ২০১৭ ০৫:৩১59763
  • ডায়েরির মাঝের পাতাগুলো নিখোজ ঃ(
  • PM | 52.110.164.171 (*) | ০৮ মে ২০১৭ ০৫:৩১59762
  • ডায়েরির মাঝের পাতাগুলো নিখোজ ঃ(
  • Suhasini | 213.99.208.12 (*) | ০৯ মে ২০১৭ ০৫:৫৯59764
  • পরের পর্বে যে আর কিছু বলবে শেষ করলে? :-)
  • Shn | 213.99.208.12 (*) | ০৯ মে ২০১৭ ০৬:০০59765
  • *বলবে বলে শেষ করলে*
  • de | 24.139.119.173 (*) | ০৯ মে ২০১৭ ০৬:০৫59766
  • হ্যাঁ, ঠিক - চোখ এড়িয়ে গেসলো -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন