এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.14.27 | ০৯ মে ২০২২ ০৯:৪২507451
  • আহা ঃ)

    খুবই ভালো লাগলো। খুব মজা লাগছিলো, শেষ দু'লাইন মজাটা কমে গিয়ে অন্যরকম লাগলো।
    আর ছবিও, যথারীতি!
  • প্যালারাম | ০৯ মে ২০২২ ১০:৫০507453
  • কে বলেছে ডাকে না? এই তো ডাকছি। দেশে ফিরলেই সোজা আমার বাড়ি। এখন তো যদুবাবুর হাতে গিটারও শোভা পায় — এক্কেবারে রেকর্ড করে ফেলবো'খন। 
  • যদুবাবু | ০৯ মে ২০২২ ১৬:২০507458
  • হুতোদা, প্যালারাম: থ্যাংক ইউ :) আসলে লিখতে লিখতে নিজেরই মনে হয় সেই সব যেন একটা অন্য রকম এলিয়েন সভ্যতা ছিল আমি ছিটকে অন্য গ্রহে চলে এসেছি। আমার এক  প্রিয় কবি লিখেছিলেন তাঁর ছেলেবেলা যেন কাঁচের বোতলে বন্দী খেলনা জাহাজের মতোই - beautiful, inaccessible and obsolete। আমার ওই শেষ দুটো adjective বেশি ঠিক মনে হয় আজকাল। 
     
    আর প্যালারাম তোমার বাসায় তো যাবই আমি যাবই :D 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৯ মে ২০২২ ১৭:৪৭507459
  • যদুবাবুরই যদি সেই দিনগুলো এমন লাগে, এই বুড়োদের তাহলে কেমন লাগে ভাবতে পারো! যাগ্গে, গপ ভালো লেগেছে এইটে হল আসল কতা! smiley
  • Ranjan Roy | ০৯ মে ২০২২ ১৮:৪৫507460
  • যদুবাবু | ০৯ মে ২০২২ ২১:০৬507466
  • রঞ্জনদা নির্ঘাত একটা ইমোজী দিয়েছিলে শুরুতেই? টইভুত তাই বাকিটা কপ করে খেয়ে নিয়েছে। 
  • Ranjan Roy | ১০ মে ২০২২ ০০:৩৯507474
  • ঠিক ঠিক!!
  • স্বাতী রায় | 117.194.32.190 | ১১ মে ২০২২ ০২:০৯507494
  • চিরকাল জানতাম ২৫ তারিখ মানেই বাচ্চাদের উপর ঘোর টর্চার, যদুবাবুর বেশ সম্মানিত অভিজ্ঞতা হলে কি হয় ওই ছোট-নদী-ওয়ালার অবস্থাটাও মাথায় রাখার,  আমার তো একখানা স্টেজে উঠে নাচ ভুলে গোমড়াথেরিয়াম হয়ে দাঁড়িয়ে থাকার গল্পও আছে-  শুধু কখন যেন সেগুলো সব স্মৃতি হয়ে গিয়ে একটু চোখ জ্বালা, গলা-ব্যথায় বদলে যায়!  
  • যদুবাবু | ১১ মে ২০২২ ০৬:২৯507501
  • থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ! :) 

    আর টর্চার মানে টর্চার? গান-আবৃত্তি তো ছিলোই। না করলেও সারা সন্ধ্যে বসে বসে শুনতে আর দেখতে হতো। তারপর হতো নাটক। আমাদের পাড়ায় "পেটে ও পিঠে" হচ্ছিলো। আমি হপ্তা দুয়েক নাগাড়ে পিঠে কিল খেয়ে একদিন রেগে গিয়ে উলটো কিলিয়ে দিয়ে বাদ পড়লাম নাটকের দল থেকে। 
     
    অবশ্য পঁচিশের আর দোষ কী? এমনিও সারা বছর-ই সন্ধ্যেবেলা বাড়িতে কেউ এলেই, এমন কি বাবার পার্পিচুয়েল পেটরোগা পেশেন্ট এলেও, ভেতরে ডাক পড়তো। তারপর 'এই কাকুকে তুমি যে গানটা তুলেছো গেয়ে শোনাও একটু' ... এদিকে কাকুর হয়তো দুদিন কোষ্ঠ কিলিয়ার হয়নি, তার সামনে সুর করে নাচার শিশুটি গাইতে আরম্ভ করলো 'ওওরে গৃহবা-আ-সী, খোল দ্বার খোওওওল' ... 

    ভাগ্যের কথা আমি গান জানি না, মানে লেভেল জিরো-ও নয় - নেগেটিভ, আবৃত্তি তো এই কাণ্ডের পরেই পাবলিক কেরিয়ার খতম, আঁকা-লেখা একটু হয়তো পার্তাম, কিন্তু 'বাপ্টু তুমি কাকুকে চট করে একটা গোরু রচনা লিখে দেখাও কিংবা একটি নিসর্গচিত্র এঁকে মুগ্ধ করে দাও' অব্দি ব্যাপারটা গড়ায় নি কোনওদিন। 
  • π | ১১ মে ২০২২ ০৯:১৫507503
  • "... আকাশ, খিদে কাকে বলে,জানে না।
    আকাশ, সংসারের গল্প শুনবে বলে,
    নক্ষত্রসঙ্গ ঘুচিয়ে,
    মাটিতে নেমেছে আজ।
    সেকেলে বাড়ির পাশে লুকিয়ে লুকিয়ে দেখে,
    ভাঙা উনুনের শিক,লুটোনো হাঁড়ির মধ্যে
    অভূক্ত-র কান্না লেগে আছে!
    আকাশ এবার জল হবে..."

    পড়তে থাকুন গুরুচন্ডা৯। ইদের কড়চায় 'আলো, আকাশ' চৈতালীদির কলমে।
  • π | ১১ মে ২০২২ ০৯:১৬507504
  • ধুরর!!  কী লিখছিলাম, গেল আর কী এল৷!! 
  • যদুবাবু | ১১ মে ২০২২ ১৭:০৪507514
  • একটা অট্টহাস্য ইমোজি-ও দিতে পারছি না। টইপোকা খেয়ে নেবে কিন্তু সকাল সকাল খুব একচোট হাসলাম। laugh
  • যোষিতা | ১১ মে ২০২২ ১৮:৩৫507516
  • টর্চার?!
    আমায় কেউ কোনওদিন এসব অনুষ্ঠানের জন্য সিলেক্টই করত না। পেটে পেটে কী ইচ্ছে ছিল স্টেজে ওঠার!
  • যদুবাবু | ১১ মে ২০২২ ২১:৫৭507529
  • এই হয় ! যদি অদলা-বদলি করতে পার্ত্তাম! 
     
    অবশ্য কলেজে পড়তে পড়তে নাটকের জন্য খুব ভালোবাসা জন্মায়। চুটিয়ে থ্যাটার করতাম - তবে স্টেজের বাইরে, স্ক্রিপ্ট লিখতাম, নির্দেশনা দিতাম - নিজে উঠতাম না। সে এতো ভালো লাগতো যে এক সময় ঠিক করেছিলাম মাস্টারস কমপ্লিট করে ফুল-টাইম নাটক করবো। কিন্তু যাকে গুরু বলে মানতাম, তিনি অকথ্য গালি দিয়ে ভাগিয়ে দিলেন। সে আর এক দুঃখের গল্প। এখন ঐ দুধের স্বাদ ঘোলে মেটাই - কাউকে সঙ্গে পেলে শ্রুতিনাটক করি। সামনে অডিয়েন্স উসখুশ করে কখন ডিনার সার্ভ করবে। 
     
    আবার অন্যদিকে, আমার খুব ইচ্ছে ছিলো স্কুলের ফুটবল টিমে খেলবো। মানে স্বপ্ন বললেও কম বলা হবে, ঐটের জন্য সব দিয়ে দিতে পারতাম, কিন্তু ফাইভ-টেন এই পাঁচ বছরে বহুবার ট্রায়াল দিয়েও শিকে ছেঁড়েনি। একবার শেষে কার যেন পেট খারাপ হলো বলে আমি এক্সট্রা হলাম, সাইডলাইনে বসে বসে ৯০ মিনিট ভাবলাম প্লিজ কেউ একটা ফাউল-টাউল করে বাইরে যাক, নিদেনপক্ষে পায়ে খিঁচ লাগুক, একবার মাঠে নামি - আর সেদিন-ই সবাই কি ভদ্রজনোচিত সোশ্যালি ডিস্ট্যান্সড খেলাটাই না খেললো। আমার আর জার্সি গায়ে মাঠে নামাই হ'লো না। 
  • aranya | 2601:84:4600:5410:7dd5:ca34:c50c:f611 | ১২ মে ২০২২ ২২:৪৩507554
  • খুবি উপভোগ্য :-)
  • Nirmalya Bachhar | ০১ জুন ২০২২ ১০:২৩508344
  • কোথায়, "আমি আজ কানাইমাষ্টার..." বলে স্টেজে দাপিয়ে বেড়াবি কাঠি হাতে, তা না লুকোচুরি করতে গেছিস। তাও যদি কিশোরকুমারের মত "শিঙ নেই তবু নাম তার সিংহ" গাইতিস! 
     
    এইফাঁকে বলে রাখি, আমাদের একটা চাঁপা গাছ ছিল। সে গাছে ওঠাও যেত না ফোটাও যেত না। যেমন নরম ডাল তেমনি কাঠপিঁপড়ে। সেই থেকে দাদুর উপরে আমার হেবি রাগ। খুব ভুলভাল ইনফর্মেশান দিতো লোকটা। 
  • &/ | 151.141.85.8 | ০২ জুন ২০২২ ০২:৩৩508388
  • ভাটিয়া৯র আদিগন্ত শ্বশুরবাড়ি পার হয়ে এইখানে এসে শান্তি পেলাম। খুব ভালো লাগল লেখাটা। যদুবাবু, ধন্যবাদ।
    আমাদের প্রচুর মাঠওয়ালা মাত্র কুড়ি-বাইশটি বাড়ির পাড়ায় প্রতি বছর পঁচিশে বৈশাখের আশপাশ দিয়ে রবীন্দ্রজয়ন্তী হত। এক্কেবারে নার্সারি আমল থেকে গোটা প্রাইমারী আমল হয়ে সেকেন্ডারি পর্বেও ক্লাস এইট-নাইন অবধি করেছি। তারপরে তরুণতর প্রজন্মের হাতে মশাল তুলে দিয়ে আমরা সরে পড়ি। ততদিনে মাঠ কমে কমে বাড়ি বেড়ে বেড়ে পাড়ার চেহারা বদলে গেছে। তবুও ছিল কিছু কিছু পুরনো স্পর্শ, পুরনো প্রথা, পুরনো ভালোলাগা।
    তারপরে যা বদল ঘটল সে এক্কেবারে ----
  • Asit Ghosh | ১৬ এপ্রিল ২০২৩ ১০:৫৭518722
  • বেশ ভালো। ছোটবেলাতে ফিরিয়ে দিলে। চালিয়ে খেলো। 
  • | ১৬ এপ্রিল ২০২৩ ১২:২৩518725
  • ওহ আমার ছিল আফ্রিকা। সে ইস্কুলের রবীন্দ্রজয়ন্তী হোক কি প্রাইজ ডিস্ট্রিবিউশান কি পাড়ার রসুনসন্ধ্যা চান্স পেলেই 'উদভ্রান্ত সেই আদিম যুগে ' শুরু করে দিতাম। তাই শুনে শুনে বোর হয়ে গিয়ে সবাই বলতে লাগল ওরে অন্য কিছু একটা মুখস্ত কর রে। মাতৃদেবীও কটমট করে তাকিয়ে বললেন --- থাক কী বললেন সে এখন উহ্য থাকুক, শুধু এইটুকু জেনে রাখুন যে আমাদের বাড়িতে রীতিমত ম্যাট্রিয়ার্কি চলত। তো যাই হোক আমি তখন বেশ চাপ নিয়ে দাদুর 'বাঁশিওয়ালা' মুখস্ত করলাম। তদ্দিনে আমি প্রায় কলেজ ছাড়ব ছাড়ব করছি। আমার আবার অ্যাটেনশান ​​​​​​​পেতে ​​​​​​​দিব্বি ​​​​​​​লাগত, ​​​​​​​ফলে ​​​​​​​কেউ ​​​​​​​বললেই ​​​​​​​আবৃত্তি ​​​​​​​শুনিয়ে ​​​​​​​দিতাম। 
     
    এবার পাড়ার রসুন জয়ন্তীতে উঠলাম বাঁশিওয়ালা বলতে। এদিকে আমার বয়স বাড়লেও কোনও কারণে আমার গলার আবাজের বাড়ে নি, তো এই জন্য আজীবন নানা বিচিত্র সব হেনস্থা হতে হয়েছে। তা সেই সময়ও পাড়ার মাইকে শুনে পাড়ায় নতুন আসা এক জ্যেঠু নাকি তেড়ে এসেছিলেন বাচ্চা মেয়েকে দিয়ে এমন পাকা পাকা কবিতা বলানো হচ্ছে কেন বলতে। এসে দেখেন স্টেজে দিব্বি  শাড়ি পরা এক বেণী করা বড়সড় মেয়ে। তবে ​​​​​​​এই কবিতা ​​​​​​​পড়ার ​​​​​​​কিছু ​​​​​​​সাইড ​​​​​​​এফেক্ট ​​​​​​​হয়েছিল ​​​​​​​ শ্রোতামন্ডলীর ​​​​​​​মধ্যে। ​​​​​​​ফলে ​​​​​​​মাতৃদেবী ​​​​​​​আবারও ​​​​​​​হুকুম ​​​​​​​দেন ​​​​​​​এইটা ​​​​​​​ আর ​​​​​​​যেন ​​​​​​​না ​​​​​​​পড়ি। 
     
    তদ্দিনে অ্যাটেনশান পাবার শখ মিটে গেছে, অতএব আবৃত্তিই বাদ দিলাম। তবে আফ্রিকা এখনো মাঝে মাঝে আপনমনে আউড়ে ফেলি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন