এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • সুর ই ঈশ্বর

    Tapas Kumar Das লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২৫ জানুয়ারি ২০১৯ | ২১০৮ বার পঠিত
  • দীক্ষা (স্থানীয় উচ্চারণে দীকষা) রাণী। বাড়ি হরিয়াণা রাজ্যের সোনীপত্ জেলার প্রত্যন্ত এক গ্রাম এ। ছোটবেলা থেকেই উচ্চাঙ্গ সঙ্গীত এ অগাধ উত্সাহ। কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক ভাবে অনগ্রসর শ্রেনীর হওয়ার ফলে, সেভাবে কোনো সুযোগ সুবিধা পান নি তথাকথিত কোন এলিট জায়গায় সঙ্গীতশিক্ষার। নিজে নিজে যতটা পারেন, এগিয়েছেন - এবং অনেকটাই এগিয়েছেন।

    পরিচয় হলো প্রয়াগ সঙ্গীত সমিতি তে, গতকাল বিকেলে আমার মেয়ের বার্ষিক পরীক্ষা ছিলো তবলা`র (দ্বিতীয় বর্ষে ওঠার), তাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়ে। বড়দের (সপ্তম বর্ষ থেকে) খেয়াল এর বার্ষিক পরীক্ষা ও ছিলো এক ই দিনে।

    `থাকেন কোথায় ? ' - প্রশ্ন করি।

    উত্তরে দীক্ষা উপরোক্ত তথ্য দেন।

    `বাবা ! অত দূর থেকে এসেছেন পরীক্ষা দিতে?' - অবাক হই। সঙ্গীতের প্রতি প্রভূত ভালবাসা না হলে তো এমনটি সম্ভবে না।

    তবে অবাক হওয়ার অনেক বাকি ছিলো। ভারতবর্ষ কে চেনার` ও। আমার প্রশ্নের উত্তরে উনি লাজুক হাসেন মাথা নামিয়ে। 'কি করব বলুন, আমাদের ওখানে তো সুযোগ সুবিধা নেই, নিজে নিজে যা শিখি, পরীক্ষা টা দিতে তো এখানে আসতেই হবে। তাছাড়াও, এই সুত্রে এখানে কত বিভিন্ন কলাবত্ - তাঁদের সাথে আলাপ হলে বা দু পাঁচ মিনিট তাঁদের শুনতে পেলেও ধণ্য হই। '

    `এলেন কিভাবে?'

    `আর বলবেন না ভাইয়া। ট্রেন এর টিকেট পাওয়া মুশকিল এত...'

    `ঠিক`ই তো।' মাথা নাড়ি। দিনরাত ইলাহাবাদ কোলকাতা করা এই অধমের সেটা কি আর জানতে বাকি আছে ?

    `তত্কাল এ এলেন নিশ্চই ?'

    `সেটা কি?' - অবাক দেখায় ওনাকে।

    `আরে তৎকাল ! তৎকাল এ`ই তো কাটলেন টিকেট তার মানে, যদি এমনি না পেয়ে থাকেন?'

    বেশ অসহায় দেখায় ওনাকে - `ওই তৎ না কি একটা বললেন সেটা কি ভাইসাব? গ্রামের মেয়ে খুব একটা তো জানিনা কিছু আমি আসলে ...'

    এবারে বিস্মিত হওয়ার পালা আমার `আরে এলেন কি করে তাহলে তৎকাল জানেন না তো ?'

    'কেন? ট্রেন`এ উঠে মেঝেয় বসে পড়লাম?'

    `মানে?! আন-রিসার্ভড এ এলেন ?'

    `হাঁ জী। মেঝেয় বসে আসতে হলো। বাব্বাঃ, যা গরম !' - মিয়নো স্বর এ বলেন উনি।

    আন-রিসার্ভড! আন-রিসার্ভড! সারাদিন ধরে আন-রিসার্ভড এ! মাথার মধ্যে টা ঝিমঝিম করতে থাকে আমার - এখন যে ৪৭ ডিগ্রী চলছে এইসব অঞ্চলে!

    `হোটেল এ ভালো করে চান টান করে খেয়ে নিয়েছেন তো পৌঁছে গতকাল ?'

    'হোটেল?' - ঠুংরী`র মতো দানায় দানায় হেসে ওঠেন - 'ভাইয়া, অত পয়সা খরচ করলে চলে? এমনিতেই একটা ভৈঁশ মারা গেছে আমাদের এ বছরে ...

    ট্রেন লেট ছিল কিনা অনেক, সকাল পৌনে সাতটায় এসে পৌঁছেছি তাই। ভালই হয়েছে অবশ্য সেটা একদিন থেকে, না হলে স্টেশন এ বসে থাকতে হত রাত টা। সাড়ে সাত টা থেকে টানা প্র্যাক্টিকাল, থিওরী - আলাদা আলাদা ঘর এ ঘুরে ঘুরে। মাঝে একবার ছাতু আর জল খেয়ে আসতে পেরেছি। এখনো একটা সেশন বাকি।'

    `কেমন দিলেন প্র্যাকটিকাল?' - জিজ্ঞাসা করি।

    ` কি জানি ভাইয়া। আগে তো কখনো এত বড় জায়গায় গাই নি এভাবে পরীক্ষায়। কে জানে কেমন হলো। ' - উপরওয়ালার উদ্দেশ্যে জোড়হাত কপালে ঠেকান - `যেন পাশ হয়ে যাই ভাইয়া। তাহলে তো আরো শিখতে পারবো ' - চোখমুখ স্বপ্নালু হয়ে ওঠে গ্রামের মেয়েটির। কি সুন্দর যে দেখায় ওনাকে তখন? এক অদ্ভুত নরম আলোয় ভরে ওঠে চারপাশ। সেই আলোয় আমিও আলোকিত হই।

    স্বর ই ঈশ্বর - এই মেয়েকে দেখে মনে হয় কাঠ নাস্তিক এই অধমের।

    মলিনবেশী এক পুরুষ ঘুরঘুর করছিলেন ধারেকাছে খানিক্ষণ থেকেই - ইতিউতি চাইছিলেন। দীক্ষা হাত নেড়ে ডাকেন সেই মহোদয় কে - `এই - পাণি দেখো না একটু ঠান্ডা পাও কিনা কোথাও - চোখেমুখে দিতাম। '

    লোকটি সম্মতির ভঙ্গিতে মাথা নেড়ে চলে যান।

    `চেনেন নাকি?'

    এই প্রথম মহিলা কে লজ্জা পেতে দেখি - 'আমার মরদ। ' লাল হয়ে ওঠেন।

    পরক্ষণে সামলে উঠে বলেন - 'আমাদের অতোটা বিরক্ত লাগে না তাও, পরীক্ষার টেনশন নিয়ে মাথা ঘামিয়েই সময় টা কেটে যায় কোথা দিয়ে বুঝতে পারি না। কিন্তু আমার বর এর অবস্থাটা ভাবুন। বেচারা। এত কষ্ট নিতে হচ্ছে। '

    `বিরক্ত হচ্ছেন হয়ত উনি। ' - স-সংকোচে জানাই।

    `কে বলেছে?' গ্রীবা উঁচু করে ঝাঁঝিয়ে ওঠেন দীক্ষা - ' কত সাথ দেয় জানেন? মরদ না থাকলে একপাও এগোতে পারতাম নাকি?' গর্বে, আনন্দে, ভালবাসায় জ্বলজ্বল করতে থাকে মহিলার মুখ। `কে দিত উত্সাহ এতো? ভৈঁশ এর গোবর পরিস্কার করে গোয়ালেই জীবনটা কেটে যেত হয়তো । '

    কারা যেন বলে থাকেন ভারতীয় পুরষ মাত্রেই শভিনিস্ট?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২৫ জানুয়ারি ২০১৯ | ২১০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • San | 015612.242.6789.231 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ০১:৩১50545
  • এই লেখাটা আমি দু-এক বছর আগে পড়েছি। খুব ভাল লেগেছিল। এটা কি অন্য কোথাও প্রকাশিত ?
  • San | 015612.242.6789.231 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ০১:৩১50544
  • এই লেখাটা আমি দু-এক বছর আগে পড়েছি। খুব ভাল লেগেছিল। এটা কি অন্য কোথাও প্রকাশিত ?
  • Tapas Kumar Das | 785612.40.56.120 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ০৭:১১50546
  • সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালো লেগেছে জেনে খুব আনন্দ হলো। হ্যাঁ এটা দু বছর আগের ঘটনা। তবে প্রকাশিত নয় কোথাও। ওখানে বসেই ফেসবুকে স্ট্যটাস দিয়েছিলাম, সেই লেখাটা কেই মডিফাই করে এখানে দিলাম।

    বেনারসের ঘাটে এরকম আরেক অভিজ্ঞতা হয়েছিলো আমার। নিজের দেশ কে চেনার। আপনারা চাইলে সেটাও লিখতে পারি এখানে আলাদা করে
  • anandaB | 670123.29.677812.52 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ০৭:৩৮50547
  • এই লেখাটার অনেকগুলি আঙ্গিক, তাপস কিছুটা ইঙ্গিত ও দিয়েছেন

    কিন্তু সেসব বিশ্লেষণে মন সায় দেয় না

    ধন্যবাদ তাপস, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য

    সুর যে কখন কিভাবে পাগল করে, বাঁধাধরা ছকে ফেলা মুশকিল
  • hu | 3478.58.6712.94 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ০৮:০৬50548
  • খুব ভাল লাগলো লেখাটা। আনরিজার্ভডে ঘুরেছি ছোটবেলায় অনেকবার। বাবামায়ের দেশ ঘোরার শখ ছিল। তবে সবসময় রিজার্ভ কামরায় টিকিট কাটার সামর্থ্য হত না। মেঝেতে বসিনি কখনো। বেডিং বা ট্রাংক বা কারোর কোলে। ভারতবর্ষকে যেটুকু চেনা তা ওভাবেই।
  • dc | 232312.164.7823.173 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১০:৪৭50537
  • খুব খুব ভাল্লাগলো। অসাধারন।
  • র২হ | 342323.186.7823.66 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১১:২৫50539
  • খুব ভালো লাগলো। স্বপ্ন পূর্ণ হয় যেন ওঁর।
  • সুকি | 348912.82.2323.227 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১১:২৫50538
  • খুব ভালো লাগল - উনি যেন সাফল্য লাভ করেন নিজের চাওয়াতে।
  • de | 90056.185.673423.54 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১১:৩৭50540
  • কারা বলেন?

    লেখাটা খুবই ভালো, শেষ লাইনেও ঔৎসুক্য জাগিয়ে রাখলো - ঃ)
  • সিকি | 670112.215.1289.255 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১২:০৭50541
  • লাভ বাটনটা কোথায়?
  • শঙ্খ | 2345.110.125612.160 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১২:৩৬50542
  • এখানে
  • শিবাংশু | 340112.249.45.41 (*) | ২৫ জানুয়ারি ২০১৯ ১২:৫৪50543
  • সুরের নেশার মধ্যে একটা 'নার্কোটিক' ব্যাপার থাকে। চলিত গণিতে তার হিসেবটা সবসময় করা যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন