এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  স্বাস্থ্য

  • বদ্ধ ঘর, মেলা, এবং সুপারস্প্রেডারদের সমস্যা - কোভিড ছড়িয়ে পড়া ও তাকে আটকানো নিয়ে দু-চার কথা

    অরিন লেখকের গ্রাহক হোন
    আলোচনা | স্বাস্থ্য | ২৩ এপ্রিল ২০২১ | ২৩২০ বার পঠিত
  • আমরা গত এক বছরে জেনেছি যে কোভিড শুধু থুতু শ্লেষ্মা কফ ইত্যাদির বড় বড় কণা থেকেই ছড়ায় না, সে অতি সূক্ষ্ম কণাবাহিত হয়েও বাতাসে, বিশেষ করে বদ্ধ ঘরে, প্রায় কিছু না হলেও ঘন্টাতিনেক কাটিয়ে দেয়। ওই সময়ের মধ্যে সে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, এবং সেই ব্যক্তি যদি ভ্যাকসিনের মাধ্যমে বা পুরনো ইনফেকশনের প্রভাবে ইমিউন থাকেন তাহলে এক কথা, না হলে মানুষটি কোভিড পজিটিভ হবেন। অতএব বদ্ধ ঘর, ভিড় ঠাসা ঘর, যেখানে ঠিকমতন ভেন্টিলেশনের অভাব, জানলা দরজা বন্ধ, সেই রকম একটি জায়গায় কোভিড আক্রান্ত কোন মানুষ মাস্ক না পরে যদি চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলেন, ঝেড়ে কাশেন, হাঁচেন, তাহলে তাঁর চারপাশের অনেকেই আক্রান্ত হবেন, ও শুধু তাঁরাই নন, কোভিড যেহেতু ঘরে দীর্ঘক্ষণ ক্ষুদ্র কণাবাহিত হয়ে অবস্থান করতে পারে, সেই জন্য অন্যেরাও, যাঁরা তার সমীপবর্তী নন, ঘরের অন্য কোণায় রয়েছেন, তাঁরাও আক্রান্ত হবেন, এমনকি যাঁরা ওই ঘরে পরে প্রবেশ করবেন, তাঁদের মধ্যেও অসুখ ছড়াতে পারে। তার মানে, একজনের সূত্রে অনেকে আক্রান্ত হলেন। যাঁরা আক্রান্ত হলেন, তাঁরা নিজেরা হয়ত বড়জোর আরো  একজন কি দুজনের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হলেন, কিন্তু যেহেতু এই একজন বা এনার মত আরো অনেকে হয়ত রয়েছেন, দেখা যাবে কোভিডের সংক্রমণ জনসমাজে বেড়েই চলেছে। বছর খানেক আগেও এই ব্যাপারটিকে ব্যতিক্রম মনে করা হত, যার জন্য কোভিডের নিয়ন্ত্রণের জন্য যে ধরণের মডেল বৈজ্ঞানিকরা ব্যবহার করে দিক নির্দেশ করতেন, সেই মডেল কিছুটা সরলতর ছিল। আমরা এই সুযোগে একটু দেখে নিই ওভারডিসপারশন আর হাইপারস্প্রেডার বলতে কি বোঝাতে চাইছি, আর কেনই বা বদ্ধ ঘর, বহু লোক সমাবেশ জমায়েত, বার, রেসটুরেনট, ক্লাসরুক, বড়/ছোট বাস, এরোপ্লেন এতে করে সমস্যা হতে পারে, ও কি করলে ব্যক্তিগত ভাবে এবং সরকারের তরফে এর সুরাহা সম্ভব। 


    কোভিড ছড়ানোর গল্প


    কোভিড যে ভাবে ছড়িয়ে পড়ে  লক্ষ করে দেখবেন, খুব অল্প সংখ্যক মানুষ একযোগে একেবারে অনেককে রোগ ছড়ান, ধরুন প্রায় ২০% মানুষ ৮০% অসুখ ছড়ানোয় সক্ষম। এর মানে, একযোগে সবাই আক্রান্ত হন না,আবার এরকমও নয় যে একজন লোক কেবল আরো একজনকেই সংক্রমিত করতে পারেন | কোভিড ছড়ানোর এই প্যাটার্ণটিকে আমরা ইংরেজীতে বলব overdispersion, এর উপযুক্ত বাংলা প্রতিশব্দ আমার জানা নেই, বাংলায় বললে বলা যেতে পারে অতিমাত্রায় ছড়িয়ে পড়া। একটা সহজ গল্পের মাধ্যমে ব্যাপারটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। 


    মনে করুন 'ক' বাবু একজন ভারি চেহারার লোক, বাজখাঁই কণ্ঠের অধিকারী, পাড়ায় একা থাকেন | তাঁর প্রিসিমপটোম্যাটিক কোভিড, তিনি এই অবস্থায় পাড়ার ক্লাবে সন্ধ্যাবেলা আড্ডা মারতে এলেন। তখন সন্ধ্যা সাতটা, ক্লাবে তাঁর আরো পাঁচজন বন্ধু ছিলেন (ধরুণ তাঁদের নাম অ, আ, ই, ঈ,  উ) | ক্লাবঘরের দরজা বন্ধ, জানলাও খোলা রাখা নেই, শীতের সন্ধ্যা | তবে ঘরটা বেশ বড়, প্রায় কিছু না হলে বিশফুট মতন। ক বাবু বেশ খানিকক্ষণ কাটিয়ে গেলেন, হা হা করে উচ্চস্বরে হাসলেন, কথা বললেন, দু একবার ঝেড়ে কাশলেনও | ক-বাবু বিশেষ মাস্ক পরেন না, কারণ তাঁর ধারণা আজকাল যেহেতু কোভিডের সংক্রমণ কমে আসছে (এ ধরুণ ২০২১ এর জানুয়ারী মাসের কথা বলছি) | ক্লাবের আড্ডা ধরুণ ঘন্টাখানেক পর ভেঙে গেল (একটু সরল করার জন্য লিখছি), বাকিরা যার যার বাড়ি ফিরে গেলেন। কিন্তু এর মধ্যে হল কি, ক বাবুর বন্ধু বান্ধবদের প্রত্যেকে ক বাবুর সূত্রে আক্রান্ত হয়ে গেলেন। 


    এর দু-দিন পর, ক বাবুর জ্বর এল, তিনি কোভিডের পরীক্ষা করিয়ে দেখলেন, যে তাঁর কোভিড পজিটিভ বেরিয়েছে। ইতিমধ্যে তাঁর যে সমস্ত বন্ধুবান্ধব ("অ" থেকে "উ"), তাঁরাও তাঁদের নিজ নিজ বাড়িতে একজন করে অজান্তে ইনফেকট করে ফেলেছেন। ক-বাবুর কোভিড পজিটিভ বেরোনর পরে তাঁরা নিজেরাও পরীক্ষা করিয়ে দেখলেন, তাঁদেরও কোভিড পজিটিভ, এবং তাঁদের বাড়ির একজন করে সব পজিটিভ বেরোল। তার মানে ক-বাবু ৫ জনকে কোভিড দিলেন, পাঁচজনের একেক জন একজন করে আক্রান্ত করলেন, সব মিলিয়ে ১১ জন কোভিড আক্রান্ত হলেন, কিন্তু এঁদের মধ্যে ক বাবু একাই ৫ জনের আক্রমণের জন্য দায়ী (চিত্র ১ দেখুন):


    চিত্র ১: ইনফেকশনের প্যাটার্ণ, ১, ২, ৩, ইত্যাদি = ক বাবু, অ বাবু , থেকে উ বাবু; কত শতাংশ আক্রান্ত অন্য একসিসে দেখা যাচ্ছে 



    এই ছবিটি একটি মাত্র ছ'জনের একটা ছোট গ্রুপের, এ থেকে কয়েকটি ব্যাপার দেখুন: 


    ১) ক-বাবুর সূত্রে ৫০% ইনফেকশনের হদিস পাওয়া যাচ্ছে
    ২) অথচ, মাথা গুনলে দেখবেন ৬ জন মানুষের সূত্রে ১১ জন আক্রান্ত, কাজেই, সাবেক সংক্রমণের পরিমাপ (R0) মাপ করলে মনে হবে গড়ে ১ জন মানুষ দু-জনকে আক্রান্ত করেছেন, কাজেই R0 = 2 
    ৩) ক বাবু থেকে  উ বাবুদের পরিবার মিলিয়ে একটি বৃত্ত তৈরী হয়েছে , মারী বিজ্ঞানের পরিভাষায় ক্লাসটার | প্রথম দিকে বৃত্তটিতে শুধু ক বাবু এবং অ থেকে উ বাবু পর্যন্ত ছ জন ছিলেন, পরে সেখানে আরো পাঁচ জন যুক্ত হলেন। একই সময়, বৃত্তটি বাড়বার কালে সংক্রমণও ছড়িয়ে পড়ল।
    ৪) আরো একটি ব্যাপার, এটিকে যদি নেটওয়ারক রূপে দেখেন, দেখবেন


    চিত্র ২: নেটওয়ার্ক চিত্র, দেখুন নেটওয়ার্কের কেন্দ্রে ক বাবু, এখানে "X" বলে চিহ্নিত করা হয়েছে



    ধরুণ আমরা যদি ক বাবুদের কোভিড নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ক-বাবুর সঙ্গে তাঁর আড্ডার বন্ধুদের প্রথম যোগাযোগটিকে সুপারস্প্রেডার ঘটনা রূপে বিবেচনা করা চাই। অর্থাৎ, মাথা গুনে ক'জন আক্রান্ত, তার হিসেব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু দ্রুত সম্প্রসারণ রোধ করতে গেলে যেটি আশু কর্তব্য, সেটি এই ধরণের সুপারস্প্রেডার ঘটনাগুলোকে দ্রুত চিহ্নিত করে তাদের যতটা সম্ভব রোধ করার বন্দোবস্ত করা চাই | মেলা, সমাবেশ, বিশেষ করে যেখানে একত্রে বহু মানুষ জমায়েত হবেন, এবং তারপর তাঁরা দূরান্তে ছড়িয়ে পড়বেন, সেখানে সুপারস্প্রেডিং ঘটনা (নাকি অঘটন), তার হদিশ পাওয়া দুরূহ শুধু নয়, অমন ঘটনার আয়োজন করার অর্থ কোভিডকে ডেকে আনা!


    মেলা, সমাবেশ ইত্যাদি কেন সাংঘাতিক?


    এই ধরণের যে কোভিডের ছড়িয়ে পড়া, সেখানে কোভিড নিয়ন্ত্রণ করতে গেলে শুধুই হাত ভ্যাকসিন, মাস্ক ব্যবহার, ওষুধ, পারস্পরিক দূরত্ব, ইত্যাদির সঙ্গে ভিড় এড়ানোর এবং চাপা ছোট জায়গায় সমাবেশ না করা, বা আদৌ মেলা সমাবেশ এড়ানোর একটি ভূমিকা রয়েছে, এবার সেই আলোচনায় আসা যাক। 


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ২৩ এপ্রিল ২০২১ | ২৩২০ বার পঠিত
  • আরও পড়ুন
    Duck in Bangla  - Argha Bagchi
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ramit Chatterjee | ২৩ এপ্রিল ২০২১ ১১:১২105050
  • খুব ভালো অনালজি, ধন্যবাদ।

  • Somnath Roy | ২৩ এপ্রিল ২০২১ ১১:২০105051
  • "ওই সময়ের মধ্যে সে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, এবং সেই ব্যক্তি যদি ভ্যাকসিনের মাধ্যমে বা পুরনো ইনফেকশনের প্রভাবে ইমিউন থাকেন তাহলে এক কথা, না হলে মানুষটি কোভিড পজিটিভ হবেন"
    "কিন্তু এর মধ্যে হল কি, ক বাবুর বন্ধু বান্ধবদের প্রত্যেকে ক বাবুর সূত্রে আক্রান্ত হয়ে গেলেন। "


    শরীরে অ্যান্টিবডি না থাকলে কোভিড ভাইরাসের সংস্পর্শে এলে প্রত্যেকেই সংক্রমিত হবেন, এই ধারণাটা কি বাস্তব? এক একজনের সংক্রমিত হওয়ার ক্ষমতা একেক রকম না? আমি আর শোভন দুজন একই মেসে খাওয়া দাওয়া করলাম, এমন কী চা-ও এক দোকান থেকে খেলাম, শোভনের কলেরা হল আমার কিচ্ছু হল না, এরকম তো আমরা দেখেই থাকি।

  • অরিন | ২৩ এপ্রিল ২০২১ ১১:৪০105053
  • @Somnath Roy, আপনি ঠিক | সংক্রমণের ব্যাপারটি সত্যি অত সরল নয়। তবে এটা সহজ করে লেখার জন্য লিখেছিলাম। ক্ষমাঘেন্না করে নেবেন প্লিজ।

  • Somnath Roy | ২৩ এপ্রিল ২০২১ ১৩:১১105055
  • আমার ভিন্নতর প্রশ্ন পাচ্ছে, সুপার স্প্রেডারের মতন সুপার রেসিস্ট্যান্ট একটা গোষ্ঠী থাকতে পারে তাহলে। সেই গোষ্ঠীকে চিহ্নিত করতে পারলে একটা সুরাহা মেলে।

  • অরিন | 161.65.237.122 | ২৩ এপ্রিল ২০২১ ১৩:১৪105056
  • সুপার রেসিসটান্ট বলতে ঠিক কাদের কথা বলছেন? অল্প বয়েসিদের?

  • Somnath Roy | ২৩ এপ্রিল ২০২১ ১৩:১৮105057
  • সেটা জানিনা, দশজনের মধ্যে একজন যেমন (ক বাবু, ভারি চেহারা বাজখাঁই গলা) সুপারস্প্রেডার, তেমনি একজন সুপার রেজিস্ট্যান্টও থাকা উচিৎ। ক-বাবুর সামনে ছেরে দিলেও যার করোনা হবে না।  তার বৈশিষ্ট্য কী হবে, সেগুলো জেনে নিলে তাকে চিহ্নিত করার সুবিধা।

  • Somnath Roy | ২৩ এপ্রিল ২০২১ ১৩:১৮105058
  • সেটা জানিনা, দশজনের মধ্যে একজন যেমন (ক বাবু, ভারি চেহারা বাজখাঁই গলা) সুপারস্প্রেডার, তেমনি একজন সুপার রেজিস্ট্যান্টও থাকা উচিৎ। ক-বাবুর সামনে ছেরে দিলেও যার করোনা হবে না।  তার বৈশিষ্ট্য কী হবে, সেগুলো জেনে নিলে তাকে চিহ্নিত করার সুবিধা।

  • গোরু | 182.76.110.171 | ২৩ এপ্রিল ২০২১ ১৯:০৩105063
  • সুপার রেজিস্ট্যান্ট তো জানাই আছে। কুম্ভস্নানের সাধু, বিজেপি সমাবেশের ভক্ত, সনাতন হিন্দুধর্মের প্রতি শ্রদ্ধাশীল ইয়ে...এমনকি করোনাগ্রস্ত গোমাতার কথাও কি জানা গেছে এখনও?

  • kk | 97.91.195.43 | ২৩ এপ্রিল ২০২১ ২১:০৮105066
  • এই সিরিজটা খুবই ভালো লাগছে। সহজ করে বুঝিয়ে লেখার জন্য অরিনকে অনেক ধন্যবাদ। চলতে থাকুক। মন দিয়ে পড়ছি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন