এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • দ্বেষপ্রেম

    জারিফা জাহান লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১০৫৯ বার পঠিত
  • 'দেশপ্রেমী হবার সহজ উপায়', পাঁচ বছর আগে মোড়ক উন্মোচিত হওয়া আইটি সেল প্রণীত একটি ভরা মুখোশে ঢাকা মাগ্গিরবাজারে 'সেলিং লাইক হট কচুরিজ' মার্কা গাইড বুক। কোন এক্সট্রা খরচা নেই, সময়ের 'ফালতু' ইনভেস্টমেন্ট নেই...জরুরি বলতে ডিগ্রি-বেডিগ্রি-পেডিগ্রিসমূহ গোবর-মগজীদের 'হর হর মোদীদেব' বলে 'মিত্রোঁওওও' হুঙ্কারে 'রণক্ষেত্রে' অবতরণ ও গালিবিতরণ। যদিও তথাকথিত 'শিক্ষিত/বোধ-বুদ্ধিসম্পন্ন আঁতেল' জনগণ, যারা এতদিন কেন্দ্রে মধ্যপন্থা- পরিধিতে বামপন্থার চক্করে নিজেদের মধ্যে লালায়িত তীব্র 'আমরা-ওরা/মানুষ বনাম কাটার বাচ্চা/শুধুমাত্র দু'টি সন্তান হওয়া ভদ্র প্রজাতি ভার্সেস তিনটে বিয়ে-পনেরোটা বাচ্চা কালো জাম্বুবান বোরখায় চেপে কবুল-তালাক তিনবার বলতে বলতে চু-কিতকিত খেলা কুক্কুট প্রজাতির দু'পেয়ে ভার্সন/এপার বাংলা হিন্দুদের বাপের সম্পত্তি- আরবি নাম নিয়ে এখানে উড়ে এসে আবার বাঙালিয়ানা ছিঁড়ছে' কনফিউশনটি মুখ ফস্কে স্রেফ 'লোকে কী ভাববে'র চাপে আটকে রাখতেন, তাদের হয়েছে পোয়া-বারো। আর মুখোশ পরার ভয় নেই, তক্কে-তক্কে সত্যরূপ বেরিয়ে আসা সামলে রাস্তা-ঘাটে কথা বলার চাপ নেই ইনফ্যাক্ট এহেন উঁচুতলার নাকউঁচু ধ্বজাধারীদের বাড়ফট্টাই মারা নেটপ্যাক ভরা বাতেলা এখন পরম শিরোধার্য, চায়ের কাপে তুফান তোলা 'মন-কি-বাত'। এনারা দু'পেগ ঢেলে পাকোড়াটায় মিশমিশে কাঁচালঙ্কা ফ্লেভারটা পাক্কা তিনমিনিট দশ সেকেন্ড ম্যারিনেশন হবার ফল ঘোষণা করে আঙুল চাটতে চাটতে যে 'শাইনিং ইন্ডিয়া'র হুব্বা টানেন তা আদতে বর্ডারে সেনা মরছে টু মুসলমান খেদাও দেশ বাঁচাও রুটের স্ক্রিপ্টেড কচকচি, মধ্যিখানে আগাম খবর থাকা সত্ত্বেও জওয়ানদের 'শহিদ' ট্যাগিয়েই স্রেফ দায় তথ্যচিত্র শুটিংয়কালীন ব্যস্ত ছাপ্পান্ন-ইঞ্চির ছাতিতে রাখা যায় না সদলবলে ক্যামেরাম্যানের খিঁচিকসহযোগে কুম্ভমেলায় পা-ধোয়াধুয়ি কেসে মহান সাজা যায়...সেসব অবশ্যি জিপিএসের 'অ্যাড স্টপেজ' জিরোনো টাইমপাস। এখানে ফিসফাস চলে তবে গলা তোলা বারণ। যাবতীয় প্রশ্ন যা মোদীবিরোধী তাই দেশবিরোধী...এই সহজ ইকুয়েশনটুকু না বুঝলে সিঁড়িভাঙা অব্দি পৌঁছবেন কীভাবে!

    অতএব কী বোঝা গেল প্রশ্ন = দ্বেষপ্রেমী এবং হেঁ হেঁ = দেশপ্রেমী।

    এর মধ্যে আরবি নামধারী হলে ডাবল মুশকিল। এই যেমন ধরুন, সে সারাবছর বাংলায় লেখে বলে বাংলাদেশি নাকি বাকিদের মতন পাবজি খেলতে খেলতে কর্নেলবাবুর কথায় কাশ্মীরি শাল বয়কটের মেসেজ ফরোয়ার্ড না করেই কাশ্মীরি আলুরদম খেয়েছে বলে বিনা টিকিটের পাকিস্তানযাত্রী; সেই নিয়ে এইসব সময়ে বড্ড আতান্তরে পড়তে হয়। তাই এমন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর একটাই উপায়-সবক শেখাও। এযাবৎকাল যত ফ্রাস্ট্রেশন, নিজেদের অকর্মণ্যতা, অঢেল সময়, বীরত্ব যা আছে উজাড় করে হাজির হও 'মোল্লা' বাড়ির চাতালে আর তারপর "দ্যাখাচ্ছি শালা, কত ধানে কত চাল! দু'টো থাকার জায়গা দিয়েছি (গোটা দেশ নিজের বাপের সম্পত্তি যখন) তাতে কোথায় চুপচাপ পা চেটে কৃতার্থ হবে তা না বড় বড় কথা, আরবের না'হয় তেল আছে তাই আমাগো দ্যাবতা দাঁত খিঁচিয়ে তার গাল টেপে তোর বাল আছেটা কী আবার বাকস্বাধীনতা মারাচ্ছিস!" অবশ্য এসবক্ষেত্রে 'মোল্লা' শুধুমাত্র আরবি নামধারীই নয়, বাম-মধ্য-'শখের আঁতেল সাজা' ছুপা ডান যে কেউ প্রশ্ন করা পাব্লিকই 'মুসলমান দরদী মোল্লা' দাগানো 'আরবান নকশাল'।

    ক্ষমতায় সোস্যালিস্ট এর বদলে ক্যাপিটালিস্ট প্লাস উদাত্ত চরমপন্থী মানসিকতা জায়েজ থাকার সুবিধা হল এই যে আপামর 'সাধারণ লোক'কেও রেখে-ঢেকে দেখনদারির ঠমকে 'শিক্ষিত' ট্যাগের আড়ালে গুছিয়ে-বিছিয়ে কথা বলতে হয়না আর। দুনিয়া আদতে সংখ্যাগুরুর আস্ফালনের ক্রীড়াঙ্গন, তা সে ধর্ম-ভাষা-জাতি-বর্ণ... যে কাঠামোতেই বেঁধে ফেলার চেষ্টা করা হোকনা কেন। সমস্ত ক্যাটাগরিকে একেকটা সেটের গোল্লায় ফেললে দিনের শেষে সেই সবচেয়ে সিকিওর্ড, নিশ্চিন্তে ঘুমোতে যায়, যে সমস্ত সেটের ইন্টারসেকশনের গণ্ডিটুকুতে আরামসে বন্দী। বাকিদের মধ্যে কোথাও না কোথাও ধুকপুক। হরিণের যেমন বাঘের ভয়, মাছের ভয় মাছরাঙার...মানুষ উন্নত প্রাণী; 'সামাজিক জীব' এর মোড়কে তাই মানুষের ভয় অন্য মানুষে...।

    সবশেষে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে বক্তব্যটুকুই তুলে ধরি, সারসংক্ষেপ হিসেবে,"কিছু স্বার্থান্বেষী লোক, চিরকালই যারা সংখ্যায় কম, তারাই পৃথিবীর শান্ত বাতাবরণকে চঞ্চল করে তোলে। এখানে যুদ্ধ, ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে বসে থাকে। জোর করে বিশাল সংখ্যক মানুষের ঘরে চাপিয়ে দেওয়া হয় ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ। জঙ্গী শাসকরা পছন্দ করেন যুদ্ধ। নিজের দেশকে সবসময় যুদ্ধে লিপ্ত রেখে দেশের সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগ ধামা চাপা দিয়ে সাম্প্রদায়িকতায় উস্কানি দিতে ধর্মান্ধ মানুষদের কাজে লাগলেন। একই সঙ্গে শুরু হল সংখ্যালঘু নিপীড়ন ও শোষণ। আমদানি করা হল বিদেশি টেরোরিজম। রাজনীতির বৃত্ত ছেড়ে পালাতে লাগলেন ভদ্রলোক। নির্বাচন হয়ে দাঁড়াল প্রহসন...সীমান্ত হয়ে উঠল অশান্ত।সংবিধান রইল, সাংবিধানিক অপরাধীদের কোনও সাজা দেবার ব্যবস্থা রইল না।রাজনীতি হয়ে দাঁড়াল খুনের নীতি।"


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১০৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 453412.159.896712.72 (*) | ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৬79325
  • যে যত দ্বেষপ্রেমী সে তত দেশপ্রেমী।
  • Prativa Sarker | 670112.199.120112.142 (*) | ২৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৪৬79326
  • আমরা যে কতো সংখ্যালঘু এই যুদ্ধখেলা না হলে টের পেতাম না। লেখাটা ভাল লেগেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন