এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ঘরে ফেরা

    Debasis Bhattacharya লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৭ অক্টোবর ২০১৮ | ২৮৬৮ বার পঠিত
  • [এ গল্পটি কয়েক বছর আগে ‘কলকাতা আকাশবাণী’-র ‘অন্বেষা’ অনুষ্ঠানে দুই পর্বে সম্প্রচারিত হয়েছিল, পরে ছাপাও হয় ‘নেহাই’ পত্রিকাতে । তবে, আমার অন্তর্জাল-বন্ধুরা সম্ভবত এটির কথা জানেন না ।] …………

    আঃ, বড্ড খাটুনি গেছে আজ । বাড়ি ফিরে বিছানায় ঝাঁপ দেবার আগে একমুঠো খেয়ে নেবার মত ইচ্ছেটুকুও আর অবশিষ্ট থাকবে কিনা কে জানে ! ট্যাক্সি ধরলাম অফিসের সামনে থেকে । ক্লান্ত, তাই গাড়িতে উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম । অনেক রাত হয়ে গেল আজ । কাল আবার গোটা কুড়ি ই-মেল পাঠাতে হবে, আর সাত-আট জনকে মিট করতে হবে । রোজই চলতেই থাকে এই রকম, চলতেই থাকে । কোনও দিনই কি আর এইসব অর্থহীন ছুটোছুটি শেষ হবে ?

    এইসব ভাবতে ভাবতে চোখটা একটু বুজে আসছিল, এমন সময় হঠাৎ ড্রাইভারের সিটের পেছনে লেখা ট্যাক্সির নম্বরটা চোখে পড়তেই চমকে উঠলাম । মুহূর্তের জন্য যেন এক তীব্র কাঁপুনি শরীরকে গ্রাস করে ফেলল, চোখ দুটো ঝাপসা হয়ে এল । তবে সে কেবল ওই এক মুহূর্তের জন্যই, তারপর আবার সোজা হয়ে বসলাম । কিন্তু মুখ দিয়ে সজোরে বেরিয়ে এল, ‘ওঃ’ !

    ড্রাইভার একটুও মুখ না ফিরিয়ে জিজ্ঞেস করল, ‘কী হল স্যার ?’ বললাম, ‘ও কিছু না, কিন্তু আপনার সিটের পেছনের নম্বরটা কোন ভাষায় লেখা ? দু-তিনটে অক্ষর যেন খুব কায়দা করে লেখা বাংলা আর ইংরিজি, গোটা দুয়েক রাশিয়ান ধাঁচের, আরও গোটা দুয়েক গ্রিক অক্ষরের মত লাগছে, আর বাকিগুলো বোধহয় চিনে-জাপানি গোছের কিছু হবে । গাড়ির নম্বর আবার এ রকম হয় নাকি ?’

    ড্রাইভার মৃদু হাসল কিনা বোঝা গেল না । তবে একই ভঙ্গীতে বলল, ‘আপনি এতগুলো ভাষা জানেন স্যার ?’
    ব্যস্ত হয়ে বললাম, ‘আরে না না, তবে অক্ষর-টক্ষর একটু একটু চিনতে পারি । হাতিঘোড়া ব্যাপার কিছু নয়, অনেকেই পারে । এখন আপনার নম্বরটা কী ধরনের, সেইটা বলুন।’ ড্রাইভার আবারও একই ভঙ্গীতে বলল, ‘গাড়ির নম্বর নয় স্যার, ওটা আমার কোড ।’ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘পশ্চিমবঙ্গ সরকার আবার ট্যাক্সি ড্রাইভারদের জন্য এই রকম আন্তর্জাতিক কোড কবে থেকে চালু করল ?’ একমুহূর্ত স্তব্ধতার পর উত্তর এল, ‘ওটা পৃথিবীর ভাষা নয় স্যার । আপনি আপনার চেনা হরফগুলোর সাথে যে মিলটা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ কাকতালীয় । আমি হচ্ছি একটা স্বয়ংক্রিয় যন্ত্র যার মধ্যে এখন আপনি আছেন । আর, ড্রাইভার যেটাকে বলছেন সেটা স্রেফ একটা হাত-পা নড়া মূর্তি । সাজানোর জন্য রাখা ।’

    আরে ধুত্তোর, কোথায় আরাম করে ঝিমোতে ঝিমোতে বাড়ি পৌঁছব তা নয়, পড়লাম এক বদ্ধ পাগলের পাল্লায় । ভাবলাম লোকটার পিঠে একটা সজোরে থাবড়া মেরে বলি, ওহে হাত-পা নড়া মূর্তি, মুখে কুলুপ এঁটে এখন আমায় চটপট বাড়ি নিয়ে চল দিকিনি ! কিন্তু তা আর করা হল না, কারণ আমায় হতচকিত করে কণ্ঠস্বর ভেসে এল, ‘কল্পনায় সেটা পারলেও বাস্তবে মোটেই পারবেন না । আপনার এখন হাত নেই, পা নেই, গোটা দেহটাই নেই ।’

    হতচকিত হলেও সামলে নিয়ে বললাম, ‘অঅঅ, নেই বুঝি । তো, আমার জলজ্যান্ত দেহটা তাহলে গেল কোথায় ?’

    উত্তর এল, ‘কোত্থাও যায়নি স্যার । যে অবস্থায় আপনি সিটে এসে বসেছিলেন, ঠিক সে অবস্থায়ই ওটা ওখানে পড়ে আছে কাঠের মত শক্ত হয়ে । তবে কিনা, তাতে প্রাণ নেই । ওতে ঢোকানো আছে মাথার চুলেরও কোটি ভাগ সরু সব অদৃশ্য তারের গুচ্ছ, সংখ্যায় কয়েক লক্ষ কোটি হবে । তাই দিয়ে আপনার গোটা শরীর, মস্তিষ্ক আর স্মৃতি আমি পড়ে ফেলেছি । এই যন্ত্রে উঠেই আপনি যে কাঁপুনিটা টের পেয়েছিলেন, সেটা কিন্তু অদ্ভুত ভাষা দেখে নয়, ওই অত তার একসঙ্গে শরীরে ঢোকবার জন্যেই । তারপর আপনি আর মাত্রই সেকেন্ড খানেক বেঁচে ছিলেন । তবে, আপনার সব তথ্য পড়ে নিতে তার বেশি সময় লাগেনি ।’ শুনে একটু ঢোক গিলতে হল, কিন্তু তখনও আমার গলায় খেলা করছে মজা --- ‘ও, আমি তাহলে এখন হলাম গিয়ে ভূত-প্রেত ? অশরীরি ?’ এবার উত্তর এল --- ‘উঁহু, অশরীরি নন । খুব ছোট হলেও শরীর একটা আছে আপনার । তবে সেটা দেখতে মোটেই আপনার ওই পরিত্যক্ত দেহটার মত নয় ।’

    এ প্রলাপে অবশ্য কান দেবার একদমই দরকার নেই, কারণ আমার দেহ এবং বাকি সবকিছুই যেমন ছিল ঠিক তেমনিই আছে । মজার খেলাটা চালিয়ে যাবার জন্য হালকা করে বললাম, ‘আচ্ছা তাহলে, আমার এই পুরোনো দেহের বদলে নতুন যেটা হয়েছে তার চেহারা খুব একটা ভদ্রলোকের মত হয়নি বলছেন ?’ কণ্ঠস্বর বিনীতভাবে বলল, ‘আজ্ঞে তা নয় । ও জিনিসের মত সুন্দর আঁটোসাঁটো ছিমছাম চেহারা এ দুনিয়ায় খুব কমই আছে ।’ হেসে জিজ্ঞেস করলাম, ‘জিনিস ? আমার শরীরকে ‘জিনিস’ বলছেন ?’ জবাব এল, ‘হ্যাঁ বলছি, কারণ ওটা দেখতে একটা খুব ছোট পেন ড্রাইভের মত, যদিও আসলে ওটা পেন ড্রাইভ নয়, একটা গোটা মহাশক্তিশালী কম্পিউটার । পৃথিবীর সব কম্পিউটার এক করলেও ওর সমান শক্তিশালী হবে না । ওতেই আপনার শরীর ও মনের যাবতীয় তথ্য রেকর্ড করা হয়েছে । আর সেইসব তথ্য দিয়ে আপনার ব্যক্তিত্বের অনুরূপ এক প্রক্রিয়া চালু রাখছে ওই কম্পিউটারে রাখা একটা বিরাট বড় ও সূক্ষ্ম প্রোগ্রাম ।’

    ওব্বাবা, মাথায় একটু ছিট থাকলেও এই ড্রাইভারটি দেখছি অনেক কিছু জানে । রদ্দি সায়েন্স ফিকশন পড়ে পড়ে হেড আপিসে গণ্ডগোল বাধিয়েছে বটে, তবে এক সময় হয়ত মেধাবী ছাত্রই ছিল । কোনও কারণে পড়াশোনা শেষ করতে না পেরে ড্রাইভারিতে ঢুকেছে । উল্টোপাল্টা বকলেও গাড়িটা অবশ্য খারাপ চালায় না দেখতে পাচ্ছি । যেভাবে গাড়ি চলেছে তাতে বাড়ি পৌঁছতে আর বড়জোর আধঘন্টা । সেই সময়টুকু ভুলভাল বকে যদি সারাদিনের ক্লান্তিটা ভুলে থাকা যায়, মন্দ কী ? তাই জিজ্ঞেস করতে গেলাম, আমার মত সামান্য লোকের তথ্য লোকে রেকর্ড করতে যাবে কেন, করলেও তার জন্য এত শক্তিশালী কম্পিউটার লাগবে কেন, পেন ড্রাইভের মত ছোট্ট জায়গার মধ্যে অত শক্তিশালী যন্ত্র কী করে বানানো গেল, আর কারাই বা কী উদ্দেশ্যে এত সব বানাল, এই সব নানা কথা । কিন্তু তার আগেই শুনতে পেলাম, ‘কে কেন এ সব বানাল ওসব পরে জানলেও হবে । কিন্তু এইটা কি ভেবে দেখেছেন যে, আপনার এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন আপনি কিছুই বুঝতে পারেন নি, আর আমিই বা কীভাবে আপনি যা ভাবছে সেটা জেনে যাচ্ছি ?’

    আমি এখন কী ভাবছি তা যে কেউই আন্দাজ করতে পারত, কিন্তু এই লোকটির সাথে যুক্তিতর্ক করে মজা মাটি করার কোনও অর্থই হয় না । তাই সঙ্গে সঙ্গে বললাম, ‘ভাবব না কেন, নিশ্চয়ই ভেবেছি । এ তো সোজা ব্যাপার । আমার পরিবর্তন আমি কিছুই বুঝতে পারিনি কারণ আপনার ওই পেন-ড্রাইভ-কম্পিউটারে আমার তথ্য খুব ভালভাবে এবং মুহূর্তের মধ্যে কপি হয়ে গেছে, এবং ওই সব তথ্য নিয়ে যে প্রোগ্রামটা চলছে সেটা আমার বুদ্ধিস্মৃতি-ব্যক্তিত্ব ঠিকঠাকই রেখেছে । আর, আমার মনের কথা যে আপনি জেনে যাচ্ছেন তার কারণ হচ্ছে আমি, মানে ওই ছোট্ট বিদঘুটে কমপিউটারটি, আপনার দেহের মধ্যে ইউ এস বি পোর্ট জাতীয় কোনও এক স্লটে গোঁজা আছি, আর আপনি প্রতি মুহূর্তেই আমার মনের ভেতরকার সব তথ্য পড়ে ফেলছেন । কি, তাই তো ?’

    প্রত্যুত্তরে এবার যেন একটু খুশির আভাস পাওয়া গেল, ‘হ্যাঁ, কাছাকাছি । কথাগুলো ঠাট্টা করেই বলেছেন বটে, তবে মোটের ওপর ঠিকই বলেছেন । আপনি বেশ বুদ্ধিমান । ওরা খুশি হবে ।’

    এ কথার পর যা স্বাভাবিক তাই জিজ্ঞেস করলাম, ‘ওরা মানে ? কারা খুশি হবে ?’

    কিন্তু সে কথার জবাব না দিয়ে সেই আশ্চর্য ড্রাইভার বলল, ‘আপনি ঠিক উত্তর দিলেও আরও কয়েকটা কথা কিন্তু ভাবতেও পারছেন না । এই যে আপনি বেশ নিশ্চিন্তে রয়েছেন তার কারণ হচ্ছে, আপনার নিজের শরীর আর চারপাশের সব কিছুই আপনি অনুভব করতে পারছেন, জানলা দিয়ে চেনা রাস্তার চেনা দৃশ্যও দেখতে পাচ্ছেন । কিন্তু আসলে এগুলো হচ্ছে দেখা-শোনা-ছোঁয়ার তথ্যওয়ালা একটি ফাইল যা আপনার মধ্যে চালানো হচ্ছে, যেভাবে কমপিউটারে সিনেমা চলে।’ দীর্ঘশ্বাস ফেলে বললাম, ‘জানি, ভার্চুয়াল রিয়্যালিটির কথা বলছেন । কিন্তু বন্ধু, আমার বাড়ি তো এসে গেল, আর হয়ত কয়েক মিনিট । এখন কথা হচ্ছে, আপনার গল্পটা পুরো না শুনে তো নামতে পারব না । একটু ছোট করে বলে দিন না, প্লিজ।’

    এবার জবাব এল একটু দেরিতে, গলায় বিষণ্ণতা আছে কিনা বোঝা গেল না, ‘হ্যাঁ, আমি একমত । সত্যিই আমাদের সময় হয়ে এসেছে এবার । তার আগে বিষয়টা আপনাকে বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে । আপনি একটা মহাজাগতিক প্রোজেক্টের অঙ্গীভূত হতে চলেছেন । আমাদের এই গ্যালাক্সি, যাকে আপনারা ছায়াপথ বলেন, তার কেন্দ্রের কাছাকাছি একটা গোটা তারাকে ঘিরে তৈরি হচ্ছে এক মহাকায় জ্ঞানযন্ত্র, ওই তারার সমস্ত শক্তিটুকুই লেগে যাবে ওই যন্ত্র চালাতে । আমাদের জানা যাবতীয় সভ্যতার সমস্ত জ্ঞান-বুদ্ধি দেওয়া হচ্ছে এই যন্ত্রকে, যেটা ঠিকমত বানাতে পারলে ব্রহ্মাণ্ডের কোনও রহস্যই আর অজ্ঞাত থাকবে না । জ্ঞান তখন নিজেই নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে চলবে, কোনও বিশেষ প্রাণি বা সভ্যতার মুখ চেয়ে থাকবে না । এই প্রোজেক্ট-টা চালাচ্ছে এই গ্যালাক্সির সবচেয়ে উন্নত প্রায় একশোটি সভ্যতার এক মহাজাগতিক জোট । সেই জোটের হাতে আছে ফেমটো-টেকনোলজি --- পদার্থের সূক্ষ্মতম মৌলকণা একটা একটা করে সাজিয়ে জটিল সব জিনিস তৈরির ইঞ্জিনিয়ারিং । অনেকটা আপনাদের ‘ন্যানোটেকনোলজি’-র মতই, কিন্তু তার সাথে এর ক্ষমতার তুলনা চলেনা । এ দিয়ে একটা ধূলিকণার সমান জায়গার মধ্যে একটা সুপার কম্পিউটার কিম্বা বিদ্যুৎকেন্দ্র বানিয়ে ফেলা যায় । তাহলে গোটা তারাকে ঘিরে থাকা অতবড় একটা যন্ত্রের ক্ষমতা কেমন হতে পারে ভাবুন । ওরই একটা ছোট্ট স্লটে গুঁজে দেওয়া হবে আপনাকে, আরও ওই রকম লক্ষ-কোটি প্রাণির মত ।

    তাদের মধ্যে কয়েকজন অবশ্য খুবই জ্ঞানী, স্বেচ্ছায় আত্মত্যাগ করেছেন জ্ঞানের অগ্রগতির স্বার্থে । তাছাড়া এ এক ধরনের অমরত্ব, তার লোভও তো কম নয় ! বলা বাহুল্য, আপনিও পাবেন সে অমরত্ব । আপনাদের হিসেবে আর পঞ্চাশ বছরের মধ্যেই আমরা জেনে যাব সংখ্যা, পদার্থ, শক্তি, মন ও সভ্যতার আদি ও অন্ত । সে জানার মধ্যে থাকবেন আপনিও । অনন্তকাল ! শুভেচ্ছা আপনাকে । এবার আপনাকে আমার শরীর থেকে খুলে নেওয়া হবে, কারণ আমরা গন্তব্যে এসে পৌঁছেছি । তার আগে শুধু এইটুকু আপনাকে বলা দরকার, যে, আমি হচ্ছি গ্যালাক্সি ঢুঁড়ে নমুনা সংগ্রহ করার জন্য তৈরি এক যন্ত্র মাত্র । নমুনা সংগ্রহ করে, তাকে কম্পিউটারে কপি করে, ঠিকভাবে কপি হয়েছে কিনা যাচাই করে যথাস্থানে পৌঁছে দেওয়াই আমার কাজ । আমাকে খুব সাবধানে এগুলো করতে হয়, কারণ কপি করার সময় নমুনা শারীরিক বা মানসিক আঘাত পেলে কপি ভাল হয়না । আপনার সঙ্গে গল্প করাটা ছিল ওই যাচাই করবার একটা অঙ্গ । আশা করি আপনাকে আঘাত দিইনি । আচ্ছা, ধন্যবাদ, বিদায় !’

    তার পর মুহূর্তের নিস্তব্ধতা । আর তারও পরে ............ অন্ধকার, অন্ধকার, স্রেফ অন্ধকার ।

    * * *
    ছায়াপথ নক্ষত্রপুঞ্জের কেন্দ্রের কাছাকাছি মাঝারি আকারের এক উজ্জ্বল তারাকে ঘিরে আস্তে আস্তে গড়ে উঠছে নিউক্লীয় ধাতুর তৈরি কল্পনাতীত আকারের এক কাঠামো --- অসাধারণ কারুকার্যওয়ালা । কোথাও কোথাও কাজ সম্পূর্ণ হয়ে এসেছে, তবে বেশির ভাগ জায়গাতেই এখনও শুধুই ধাতুর কঙ্কাল । অসংখ্য রোবট মসৃণ দক্ষতায় চালিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্ন নির্মাণকার্য । মাঝে মাঝে কিছু বিচিত্রদর্শন প্রাণি ইতস্তত ঘুরে ঘুরে কাজকর্ম দেখভাল করছে । দূরে কোথাও দেখা যাচ্ছে ধাতব ছক কাটা ধূ ধূ প্রান্তর, তাতে অহরহ মহাকাশযান উঠছে আর নামছে । এই সমস্ত কিছু পরিচালনার জন্য রয়েছে বেশ কয়েকটি অত্যাশ্চর্য ডিজাইনের প্রকাণ্ড অফিস-বিল্ডিং, মাথায় তাদের মুকুটের মত ঝলমল করছে রকমারি সব জটিলাকৃতি গম্বুজ । তারই একটির মধ্যে এক প্রায় ফাঁকা ঘরে নিবিষ্টমনে কাজ করছিলেন একজন ।

    তাঁর নিচের দিকটা প্রায় একটা উদ্ভিদের কাণ্ডের মত, ঘন সবুজ । আর তার ওপরে অনেক ফুটোওয়ালা রামধনু রঙের এক তাল দেহ, তা থেকে চতুর্দিকে বেরিয়েছে বেগুনি আর মেরুন রঙের উনিশটা শুঁড় । তাঁর সামনে রয়েছে ত্রিমাত্রিক ভিডিও মনিটর, তাতে শূন্যে ভেসে বেড়াচ্ছে বিচিত্র দৃশ্যাবলী । আশ্চর্য ব্যাপার, দৃশ্যগুলো সবই পৃথিবীর । তাঁর সামনে আরও কাছে শুঁড়ের নাগালের মধ্যেই ভাসছে একটি ফুটবলাকৃতি কীবোর্ড । রামধনু-অক্টোপাসের শুঁড়গুলো বিদ্যুৎগতিতে ফুটবল-কীবোর্ডের চতুর্দিকের বোতামগুলোকে টিপতে লাগল, এক অপরূপ লয় ও ছন্দ সহকারে । বার্তা গেল সেই মহাকায় জ্ঞানযন্ত্র-উপনিবেশের বিপরীত প্রান্তে ।

    সেখানে আর এক মুকুট-গম্বুজের মধ্যে আরামদায়ক কিন্তু প্রায়-অদৃশ্য আসনে সমাসীন রয়েছেন এক প্রতিভাধর প্রযুক্তিবিদ, পদমর্যাদায় এই প্রকল্পের সর্বাধিনায়কের ঠিক চার ধাপ নিচে, যদিও অল্পবয়সী যন্ত্র-জাদুকর হিসেবে তাঁর ব্যক্তিগত খ্যাতি সর্বাধিনায়কের থেকে এমন কিছু কম নয় । কম নয় অবশ্য তাঁর বপুটিও --- লেজ ধরলে তাঁর দৈহিক উচ্চতা কুড়ি ফুটের সামান্য বেশিই হবে । তিনি ত্রিমাত্রিক মনিটরে খুঁটিয়ে দেখছিলেন নির্মীয়মাণ জ্ঞানযন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশের নকশা । সাংঘাতিক জটিল । এক প্রথমসারির মহাজাগতিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদল এটি প্রস্তাব করে পাঠিয়েছেন, এবং এটিকে বিবেচনা করে গ্রহণ বা বাতিল করার জন্য তিনি ঘন্টা দুয়েকের বেশি সময় পাবেন না । তাঁর কুমিরের মত লম্বা চোয়াল ঝুঁকে পড়েছে, নিবিষ্ট বাদামী চোখ আর ডিম্বাকৃতি সবুজ তারার চকচকে আস্তরণের ওপর প্রতিফলিত হচ্ছে ত্রিমাত্রিক মনিটরে ভেসে বেড়ানো নকশার টুকরো টাকরা, লেজ রয়েছে টানটান । আঁশওয়ালা আঙুলগুলো চেপে ধরেছে অদৃশ্য চেয়ারের হাতল, সেই আঙুলের ডগায় লম্বা আর বাঁকানো তীক্ষ্ণ নখগুলোতে লাগানো এক অদ্ভুত নেলপালিশ বিকিরণ করছে কচি কলাপাতা রঙের হাল্কা আলো । প্রায়ান্ধকার ঘরটিতে ত্রিমাত্রিক মনিটর ছাড়া আলোর উৎস বলতে ওটাই । হঠাৎ মনিটরের নকশা সরে গিয়ে ভেসে উঠল এক বার্তা --- ‘সুর্যের তৃতীয় গ্রহ থেকে ভাল নমুনা এসে পৌঁছেছে স্যার । আমি পুরোটা দেখেছি, চমৎকার রেকর্ডিং ! সভ্যতা তত উন্নত নয়, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং প্রজাতি । এদের সম্পর্কে আগে থেকেই আমাদের ভাল রিসার্চ আছে ।’

    একবার উচ্চকিত হয়েই ব্যস্ত প্রযুক্তিবিজ্ঞানীর বাদামী চোখ বিরক্তিতে কুঁচকে কালচে হয়ে এল । তাঁর কমলা জিভ আর হলুদ কাঁটার সারির মত দাঁতগুলো একবার দেখা গেল । মাথার মাঝখান থেকে শুরু হয়ে পিঠের মেরুদণ্ডের ওপর দিয়ে প্রায় লেজের শেষপর্যন্ত চলে যাওয়া করাতের দাঁতের মত কালচে কাঁটাগুলো সামান্য খাড়া হয়ে উঠল । আঁশওয়ালা আঙুলগুলো চেয়ারের হাতল থেকে আলগা করে মেঝেতে লেজ আছড়ালেন তিনি । তারপর কচি-কলাপাতা-আলো খচিত নখ দিয়ে প্রকাণ্ড অবতল কীবোর্ডে দ্রুত টাইপ করলেন, ‘এই সামান্য কারণে বিরক্ত করলে ? কত জরুরি কাজ করছি সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা আছে তোমার ? আরে তোমার তো রুটিন কাজ ! নমুনা এসেছে, ঠিকঠাক স্লটে লাগিয়ে দেবে । কোনটা কোন স্লটে যাবে তা যদি নিজে নিজে বুঝতে না পারো তাহলে আর নিজেকে ইঞ্জিনীয়ার বোলো না । সঙ্গে সঙ্গে মনে না পড়লে যে মনিটরে স্কিম্যাটিক সাইট-ম্যাপটা দেখে নিতে হয়, এও বুঝি আমায় বলে দিতে হবে ? যাক গে যাক । ওটা তেরশো একান্ন নম্বর সেক্টরের পঞ্চান্নর দুই সাব-স্লটে ঢুকিয়ে দিতে বল । রোবট বাহিনীর ইনচার্জ-কে নির্দেশ দাও । এক্ষুনি ।’

    --- না স্যার, সে সব তো জানি, চিন্তা করবেন না । কিন্তু বলছিলাম কি ............ আমতা আমতা করেন রামধনু-অক্টোপাস ।

    --- ওফ, আবার কী ? বল বল, তাড়াতাড়ি বল । তাড়া লাগালেন কুমির-মানব ।

    --- বলছি স্যার । রেকর্ডিং প্লেব্যাক-এ দেখলাম, এই নমুনাটি বহুক্ষণ একটানা কাজের শেষে বাড়ি ফিরতে চেয়েছিল । যেখানে শেষপর্যন্ত এসে পৌঁছল সেও তো এক রকমের বাড়িই । প্রকাণ্ড, চিরকালের বাড়ি । এর চেয়ে ভাল বাড়ি আর কোথায়ই বা পেত বলুন স্যার ? ওদের প্রজাতি নিয়ে আমাদের গ্রহের তুলনামূলক সভ্যতাতত্ত্বের বিশারদরা খুব ভাল কাজ করেছেন, আমি অনেকটা পড়েছি । ওদের সমাজ-সংগঠন, ব্যক্তিসম্পর্ক আর আবেগের প্যাটার্ন-টা আমাদের সঙ্গে খুব মেলে, যদিও সভ্যতার স্তরটা অনেক নিচে, আর জীব হিসেবেও ওদের সাথে আমাদের কোনও মিলই নেই । কী আশ্চর্য ব্যাপার, তাই না স্যার ?

    কিছুক্ষণ চুপ থেকে প্রযুক্তি-বিশারদ কুমির-মানব তাঁর আঁশওয়ালা আঙুলে টাইপ করেন, ‘শোন হে, মনে হচ্ছে ডাক্তারের দেওয়া ওষুধপত্তরগুলো ঠিকঠাক খাচ্ছ না, আর তোমার ঘরের কার্বন মনোক্সাইড সাপ্লাইয়েও বোধহয় কোনও গণ্ডগোল হচ্ছে । চিন্তা নেই, তোমার কথা শুনতে শুনতেই আমি জায়গামত খবর পাঠিয়ে দিয়েছি, লোক চলে যাবে । আর তোমার ছুটির ব্যবস্থাও আমি করব, কিন্তু সামনের ডেডলাইন-টা সাক্সেসফুলি মিট করতে পারলে তবেই, তার আগে কিছুতেই নয় । এখন কাব্যি-টাব্যি ছেড়ে দিয়ে মন দিয়ে কাজ কর, আর খুব ক্রিটিক্যাল ব্যাপার ছাড়া আমায় ডেকো না । ওক্‌কে ?’

    --- ওকে, স্যার । জবাব দিলেন রামধনু-অক্টোপাস ।

    --- ওহো, ইয়ে, শোন ! কী মনে করে আবার বার্তা পাঠালেন কুমির-মানব ।

    --- ইয়েস স্যার ? তৎপর হয়ে সাড়া দিলেন রামধনু-অক্টোপাস ।

    --- নমুনার দেহটার কথা আবার ভুলে যেও না, ওটা যেন সম্পূর্ণ অবিকৃত অবস্থায় মিউজিয়ামে চলে যায় । ওর কপিতে পরে কোনও গণ্ডগোল হলে ওই দেহ কিন্তু রেফারেন্স হিসেবে কাজে লাগবে ।

    --- হ্যাঁ স্যার, সে তো স্ট্যাট্যুটরি রুল । করে দেব, চিন্তা করবেন না স্যার । ওভার ।

    --- ওভার ।

    ব্যস্ত প্রযুক্তি-জাদুকর আবার জটিল নকশার খুঁটিনাটিতে মনোনিবেশ করলেন ।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৭ অক্টোবর ২০১৮ | ২৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন