এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ডিমেনশিয়া

    অবন্তিকা লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৫ ডিসেম্বর ২০১৬ | ৯৩২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • কষ্টে আছি। গতকাল বিকেল থেকে জ্বর। কেউ কথা বলার নেই। বা কথা বলার বিস্তর মানুষ আছেন। কিন্তু আমি সোসালাইজেশনে ব্যর্থ হচ্ছি ইদানিং। সোশাল মিডিয়া ভালো লাগছে না। চারপাশের মানুষজনও না। বইয়ের কাজ চলছে একটা। হয়ত বেরোবে। হয়ত বেরোবে না। জানিনা। আমার বাড়ির কেউ সবিশেষ জানেন না আমার লেখালিখি বিষয়ে। কেউ আগ্রহী নন বড় একটা। অনেকদিন হল একা একা লিখি। কাউকে পড়াই বা পড়াই না। সেসব ছাপা হয় অথবা হয়না। টাকা পাই কিংবা পাইনা। মাঝে মাঝে মনে হয় লেখা বন্ধ করলে ভালো হত। মা বলেছিল- একটা ফ্ল্যাট একটা চাকরি একটা বাচ্চা, ব্যস আমি নিশ্চিন্ত হতে পারব। বাবা কিছু বলেনি। না বাবা কিছু বলেনা অনেকদিন হল। সরকারি চাকরির স্থিরতা যারা প্রত্যাখ্যান করে তারা বলার অযোগ্য। সংসারে খুব বেশি টাকা দিতে পারিনা দেড় বছর হল। এটিএম-এ ক্যাশ টাকা থাকে না। ডোমেস্টিক হেল্পকে মাইনে দিতে সমস্যা হয়। কম্পলেক্স এর কেয়ার টেকার আমার ওপর চোটপাট করে যায়। ছাদ থেকে জামাকাপড় নামাতে ভুলে যাই। ভুলে যাই কী কী কেচেছিলাম। ভুলে যাই একদিন আমার অনেকগুলো ডাকনাম ছিল।

    একটা বইয়ের কাজ চলছে। বইটা বেরোবে বা বেরোবে না। একটা ক্লিনিকের কাজ চলছে। সেটা শেষ হবে অথবা হবেনা। আবার একটা সরকারি চাকরির দরখাস্ত দফতরে লাট খাচ্ছে এক বছর। সেটা জুটবে কিংবা জুটবে না।  ফ্ল্যাট বাচ্চা চাকরি - দশটা পাঁচটা। বরের প্রেমিকারা ভুরু কুঁচকে বরকে জিজ্ঞেস করে, ও কী করছে টরছে এখন?

    আমি লিখি টিখি। লিখে টিখে খারাপ থাকাগুলোকে অতিক্রম করার চেষ্টা করি টরি। সেসব কেউ জানেনা। জানারই বা কী আছে। মা কলেজের সময়কার ওই নীল লাল ডোরা ডোরা পাঞ্জাবিটা বেচে বাসন কিনল। আমার প্রিয় পাঞ্জাবি। হঠাত একদিন আলমারি খুলে খুঁজে পেলাম না। এসব রেখে পোকা ধরানোরই বা কী আছে। ডোরা একটা মিষ্টি মেয়ের নাম। সেই মেয়েটাকে আমি চিনিনা। বোধ হয় তার সোনালি চুল। রূপোলি ফ্রক। তার রোগাসোগা মা তাকে শেখায়, ব্ল্যাকদের ঘৃণা করতে নেই। আমার সব ডাকনাম এখন আর মনে নেই আমার।

    জ্বর বাড়ে। পায়ে মোজা গলাই। খিদে পায় অল্প। আমি এখন চারবেলা খাই। আমি যে লেখাগুলো লিখে পয়সা পাই না, সেগুলো খুব পারসোনালাইজড হয়। কেউ কেউ ভাবে বরের নিন্দে। কেউ ভাবে অ্যাটেনশান সিকিং। কেউ টিজার দিচ্ছিও ভাবে শুনেছি। কত কী শুনতে পাই কান পাতলে। হিন্দুদের পুজোয় একটানা ঝমরঝমর। মুসলিমদের পরবে তারস্বর ছিঁচকাঁদুনী। আমার কম্যুনিস্ট বন্ধুরা সংখ্যালঘুদের দোষ ধরেন না। তাঁরা মানিটায়জেশন নিয়ে মোদীবিরোধী ছোট বড় পোস্ট লেখেন ফেসবুকে। আমাজনে কানহাইয়ার বইতে ১৬টা ফাইভস্টার ১৬টা ওয়ানস্টার। একে বলে ভারসাম্য। ভারসাম্য, যা আমার অনেক লেখাতেই থাকে না, বিশেষত সেইগুলোতে, যেগুলো লিখলে পয়সা পাওয়া যায় না।

    জ্বর বাড়ে। খিদে পায়। পাড়া বেপাড়ার শীতকালীন আমোদে বুকের ভেতর চাপ লাগে। একটা কবিতা পড়বেন আমার? না না আমার কবিতার বই বেরোচ্ছে না। টিজার দিচ্ছি না আমি। এত প্ল্যানিং পারিনা, বিশ্বাস করুন। এমনিই। পড়বেন? সেই নতুন বাড়িতে পাঁচ বছর বয়সে এসে প্রথম পদ্য লিখেছিলুম। বাবা বলেছিল ভেরি গুড। এখনও কেউ কবিতা ভালো বললে বাবার ভেরি গুডের মতো ভালো লাগে জানেন

    আজ রাতে আমার স্মৃতিভ্রংশ হোক।
    আজ ভোররাতে আমি একটা গাছের মধ্যে প্রাণ রেখে মরে যাই।
    বারদেউড়ির মাঠে মিড-ডে-মিল স্কুলে
    ওরা আমায় পরিবেশ সচেতনতার
    গরিব পোস্টার বানিয়ে দেওয়ালে টাঙাক।
    প্রাণ শব্দে দন্ত্য-ন দিক।
    কাণ্ডের গা সবুজ আর পাতায় থাকুক প্রাচুর্যবর্জিত বাদামি রংপেন্সিল।
    আমি মরে যেতে যেতে ভুলে যাই আমার না-জন্মনাম,
    আমি ভুলে যেতে যেতে মরে যাই - তাই,

    বিন্যাসবিহীন শাখা প্রশাখায় আমাকে আষ্টেপৃষ্ঠে রাখুক আমার শ্রুতপূর্ব শৈশব।
    ওরা ভুল করুক।
    ভুল ভুল অবিমিশ্র ভুল।
    নিলডাউন দিনভর - খিলখিল হাসতে হাসতে
    জুলজুল তাকিয়ে থাক
    বরাদ্দ আধখানা ডিমসেদ্ধর উন্মুক্ত হলুদের দিকে।
    আমি মৃত্যুর প্রাকমুহূর্তের অভুক্ত রাত্রি ভুলে যাই।
    আমি ভুলে যাই এই সুপ্রাচীন যন্ত্রণার ইতিবৃত্ত।
    যাবতীয় অপমান,
    ঈর্ষা বা ক্রোধ - জাগতিক,

    গালের একপাশে সূর্য-সূর্য কুসুম পুষে রেখে
    পোস্টারওয়ালারা একদিন কাদাজল পার করে
    গাছটাকে বাড়ি পৌঁছিয়ে দেবে ঠিক
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৫ ডিসেম্বর ২০১৬ | ৯৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 176.62.53.94 (*) | ১৬ ডিসেম্বর ২০১৬ ০৫:১৩58754
  • খুবই ছুঁয়ে গেল লেখাটা
  • ছোটোলোক | 176.62.53.94 (*) | ১৬ ডিসেম্বর ২০১৬ ০৫:২৬58755
  • সাংঘাতিক ভাল হয়েছে।
  • রৌহিন | 176.62.53.94 (*) | ১৬ ডিসেম্বর ২০১৬ ০৬:৪৭58756
  • এটা আরেকটা লেখা, যার জন্য পয়সা পাবে না অবু। ও হ্যাঁ ওটাও একটা ডাকনাম - মনে করিয়ে দিলাম আর কি।
  • শিবাংশু | 176.62.53.94 (*) | ১৬ ডিসেম্বর ২০১৬ ০৯:১৮58757
  • লেখাটি ব্যষ্টি বা সমষ্টি, দুই মাত্রারই বাইরে। অথচ কোনও তৃতীয় মাত্রারও নয়।

    ভালো থেকো।
  • aranya | 176.62.53.94 (*) | ১৭ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৭58758
  • ফিরে পড়লাম। লেখাটা হন্ট করছে
  • ছোটোলোক | 176.62.53.94 (*) | ১৭ ডিসেম্বর ২০১৬ ০৬:২৭58759
  • একদম তাই অরণ্য। বারবার পড়ছি এবং মনে হচ্ছে জ্যান্ত একটা লেখা।
  • Prativa Sarker | 176.62.53.94 (*) | ১৮ ডিসেম্বর ২০১৬ ০২:৩২58760
  • একদম ভোর ভোর এলেখা পড়ার পর মনে হলো আজকের দিনটা ভালো যাবে কি যাবে না আমি নিশ্চিত নই। নিশ্চিত নই কোনকিছু নিয়েই। যার লেখা পড়ে মন ভালো হতো,তার লেখা মনের ভেতরে মনখারাপটা উসকে দিল।আর এসব লেখার জের চলে বহুদিন। শুধু এইটুকু, এরকম লেখা পেলে পড়তে হবে, বার বার পড়তে হবে। আর সাঁকো তৈরি হতে থাকবে। যেদিন ছুঁয়ে ফেলা, সেদিন সাঁকোর দুধারে দুই ডাকনাম হারা মানুষ ! আমরা পরস্পরকে নতুন ডাকনামে ডাকবো।
  • de | 176.62.53.94 (*) | ১৮ ডিসেম্বর ২০১৬ ০৩:১৭58762
  • আরো লিখো, ভালো থেকো -
  • | 176.62.53.94 (*) | ১৮ ডিসেম্বর ২০১৬ ১০:১১58761
  • বাহ
  • অবন্তিকা | 126.203.184.11 (*) | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৭58763
  • থাকবো। বা চেষ্টা করব অন্তত। এটা গুরুচণ্ডা৯তে আমার শেষ লেখা ছিল। সে কথা জানিয়ে গেলাম। অনেক সমাপ্তির কথা জানানো হয়ে ওঠে না। সচেতনভাবে। অথবা ভুলবশত। এটুকু জানাতে ইচ্ছে হল। উঁহু, কারো দৃষ্টি আকর্ষণের জন্য এক্কেবারে না। আসলে সমাপ্তিতে একপ্রকার উদযাপন থাকে। অন্তিম সৎকারে যেমন। মৃত্যু হোক, বিচ্ছেদ হোক, তাকে ঘিরে একটা উৎসব থাকে। নিভৃতে বা প্রকাশ্যে। আমি যেদিন অর্গ্যান ডোনেশনের ফর্ম তুলতে গেলাম, ব্রজ রায় বল্লেন- কেন অর্গ্যান, কেন বডি নয়? বললাম- আমার শরীর থেকে অর্গ্যান কিংবা টিস্যু খুলে নেওয়ার পর আমি আমাকে উদযাপিত করতে চাই। ব্রজবাবু খুশি হলেন না। গুরুচণ্ডা৯ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার এই উদযাপন আজ। ব্যক্তিগত, তবু আনুষ্ঠানিক।

    ভালো থেকো/থাকবেন তোমরা/ আপনারাও।
  • pi | 127.194.0.195 (*) | ০১ জানুয়ারি ২০১৭ ০৩:৩০58764
  • মানে ??
  • মনোজ ভট্টাচার্য | 113.218.238.91 (*) | ০৩ জানুয়ারি ২০১৭ ১০:১৬58765
  • অবন্তিকা,

    আমাদের মত বয়স্ক মানুষদের জন্যে মাঝে মাঝে ডিমনেশিয়া নিয়ে সেমিনার হয় ! আমাদের বোঝানো হয় - অনেক কিছু ! যতটুকু বুঝতে পারি - সেটাই কিন্তু শেষ কথা নয় ! - বিশেষ করে আপনার এই লেখার সঙ্গে যে কিছুই মেলে না !

    আমি তো এখনও কনফিউজড - হতবাক - এবং - - !

    আর এও তো বুঝতে পারি না - এত ডামাডোল পিটিয়ে বিদায়কে স্বাগত জানানই বা কেন !

    আপনার লেখাগুলো আমার খুবই ভালো লাগত ! তাই প্রশ্ন আছে কিছু - - ! কিন্তু আপনি কি আর উত্তর দেবেন ?

    মনোজ ভট্টাচার্য
  • শাক্যজিৎ | 233.223.143.253 (*) | ০৫ জানুয়ারি ২০১৭ ০৬:৩১58766
  • সরি একটু তাল কাটছি । সকলে আপনারা ভাল বলছেন, প্রশংসা করছেন, কিন্তু আমি ভয়াবহ ক্লিনিকাল ডিপ্রেশন দেখতে পেলাম । অবন্তিকাকে যারা চেনেন প্লিজ ওনার সাথে যোগাযোগ করুন । লেখাটা ভয়ের ।
  • de | 69.185.236.51 (*) | ০৬ জানুয়ারি ২০১৭ ০৬:১৪58767
  • আমিও বলতে সাহস কচ্চিলাম না - এই মেয়েটিকে যারা এখানে চেনেন - ও লিখুক বা নাইই লিখুক, একটু যোগাযোগ রাখবেন - ওর আগের লেখার সাথে এই লেখার কিন্তু অনেক ফারাক -
  • ranjan roy | 24.99.193.176 (*) | ০৭ জানুয়ারি ২০১৭ ০৮:০২58768
  • এ কী!
    পাই বা কেউ অবন্তিকার লেটেস্ট খবর জানান, চিন্তা হচ্ছে।
  • pi | 233.231.24.197 (*) | ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০৭:২৭58769
  • আচ্ছা, একটা কথা কয়েকদিন ধরেই লিখব লিখব করেও নানা ঝামেলায় লেখা হয়ে ওঠেনি।
    এক হল, অবন্তিকার এধরণের লেখাগুলো পড়ে লোকজন ভয় পেয়ে গিয়ে আমাকে খোঁজখবর নিতে বলেন। আমিও ভয় পাই। কিন্তু এই খোঁজখবর আমার পক্ষে দেওয়া নেওয়া সম্ভব নয়। আর আমার এতে কিছু করারও নেই, এর মধ্যে আমি ঢুকতেও চাইনা
    দুই। এটার সাথে গুরুর সাথে সম্পর্ক শেষের কী মানে, কেন কী বৃত্তান্ত, সেসব নিয়েও লোকে প্রশ্ন করেছেন, তারও উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এব্যাপারে একেবারেই ক্লুলেস আমিও। ক্লু বের করতে হলে আর যা কিছু বেরিয়ে আসতে পারে বা যা কিছু ঘাঁটাঘাটি করতে হতে পারে, সেই চর্চায় আগ্রহ নেই।
    তিন। এই লেখা বা অন্য লেখায় ব্যক্তিহত সম্পর্ক সূত্রে আর কারো সম্বন্ধেও কিছু অভিযোগমূলক কথা বা ইঙ্গিত আছে। এর আগে গুরুতেই এধরণের পোস্ট হলে, মানে এধরণের অভিযোগ বলছিনা, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সূত্রে অভিযোগ নিয়ে লেখালেখি হলে আমি আপত্তি করেছি। অবন্তিকার লেখা নিয়ে কেন সেই অভিযোগ করিনি, সেই নিয়েও গুরুতে প্রশ্ন এসেছে। এই বিষয়ে একটু ক্লিয়ার করার ছিল।
    এর আগে আমার আপত্তির একটা মূল কারণ ছিল ( ব্যক্তিগত প্রসঙ্গ আনা ছাড়াও) অভিযুক্ত ব্যক্তি এখানে নেই, পড়ছেন না, জানাছেন না, নিজেকে ডিফেন্ড করার কিছু থাকলেও সেই জায়গায় নেই, তো এই ক্ষেত্রে মনে হয়েছিল সেটা আছে। এই ধারণা যে ভুল, সেটা এবারে কিছুদিন আগে জেনেছি। অভিযুক্ত/উল্লিখিত ব্যক্তি সাইট পড়েননা জানা ছিলনা।
    সেক্ষেত্রে এরকম লেখা নিয়ে এক্ষেত্রেও আমার আপত্তি রইল।

    নতুন করে কিছু খুঁচিয়ে তুলতে চাইছি, নতুন করে কিছু হয়েছে বলে এদ্দিন বাদে এই পোস্ট, এমনটা কিন্তু আদৌ না। আমার দিক থেকে ক্ল্যারিফিকেশন বেশ কিছুদিন ধরে পেন্ডিং ছিল। যবে থেকে জেনেছি ( যদিও সেটা খুব বেশিদিন নয়)। সময়াভাবে দিতে পারিনি। দিয়ে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন