এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • সিঙ্গেল মাদার

    জান্নাতুল ফেরদৌস লাবণ্য লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৬ মে ২০১৯ | ৯৭৮ বার পঠিত
  • "লাবণ্য! লাবণ্য!! লাবণ্য!!! আমি মা হতে চলেছি!"

    নীরা আপুর কথায় আঁতকে উঠলাম। নীরা আপু আমার ফুপাতো বোন।‌ এখনো বিয়ে হয়নি তার। সেই মেয়ে মা হতে চলেছে আর সেটা এত আনন্দের সাথে বলছে!

    আমি ভীতু গলায় বললাম, কি বলো এইসব তুমি! তোমার এখনো বিয়ে হয়নি আর তুমি এই আকাম করে এসেছো! ছিঃ আপু ছিঃ!

    নীরা আপু ঠাস করে আমার গালে একটা চড় কসিয়ে দিয়ে বললেন, বাচ্চা হতে বিয়ে হ‌ওয়া লাগে? বাচ্চা হতে যদি বিয়ে হ‌ওয়া লাগতো তাহলে বিয়ের আগে বাচ্চা হ‌ওয়ার সিস্টেম‌ই থাকতো না।‌ এইসব সমাজের অন্ধ কানুন।

    -আপু তুমি বুঝতে পারছো না। ফুপা জানতে পারলে তোমাকে জানে মেরে ফেলবে।

    নীরা আপু মুখ বেঁকিয়ে বললেন, হুস! জানে মেরে ফেলা এত সহজ? কেস খেয়ে হাজতে যাবে না? পত্রিকার ফ্রন্ট পেজে নিউজ ছেপে যাবে, ''কি দোষ ছিল নীরার! একটা অসহায় বাচ্চাকে সমাজের ভয়ে এবোর্ট না করে তাকে পৃথিবীতে নিয়ে আসতে চাইছিলো এই কি দোষ ছিলো তার?"

    এলাকায় এলাকায় মানববন্ধন হবে, জাস্টিস ফর নীরা। নীরা হত্যার বিচার চাই।

    আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলবো বুঝতে পারছি না। খানিকক্ষণ আমতা আমতা করে আবার বললাম,

    ছেলেটা কে আপু?

    :কোন ছেলে?

    -যে তোমার এই সর্বনাশ করেছে!

    নীরা আপু আবার আমার গালে একটা থাপ্পড় বসাতে গিয়েও নিজেকে সামলালেন। তারপর দুঃখী গলায় বললেন,তুই আমার বোন হয়ে এতবড় কথা বলতে পারলি? তুই আমাকে চিনিস না? তুই জানিস না আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী না? তুই কি করে ভাবতে পারলি আমি কোনো ছেলের সাথে আকাম কুকাম করে আসবো? এই ছিল আমার সম্পর্কে তোর ধারনা! ছিঃ!! লাবণ্য ছিঃ!!!

    আমি রাগী গলায় বললাম, এদিকে বলছো পেটে বাচ্চা ওদিকে বলছো কারোর সাথে প্রেম করো না, বাচ্চাটা কি আকাশ থেকে পড়লো?

    নীরা আপু চুল আঁচড়াতে আঁচড়াতে বললেন, আকাশ থেকে বাচ্চা পড়ে? কখনো শুনেছিস? 'সিঙ্গেল মাদার' মুভি দেখিসনি? বাচ্চা কি শুধু বিয়ে করলেই আসে? মান্ধাতার আমলের ধ্যানধারণা নিয়ে বসে থাকবি না। Be smart... আমি টেস্টটিউব বেবী নিয়েছি।

    আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। অনেকক্ষণ ধরেই আমতা আমতা করে কি একটা বলতে গিয়েও বলতে পারলাম না।

    আমার অবস্থা দেখে নীরা আপু‌ আবার নিজে থেকেই বললেন,

    আমি জানি তোর মনে প্রশ্ন উঠেছে টেস্টটিউব বেবী কেন নিলাম।‌ তুইতো জানিস আমার একটা বাচ্চার কতো‌ শখ।‌ ফুটফুটে একটা মেয়ে অথবা ছেলে থাকবে, সারাদিন চোখের সামনে ছোটাছুটি করবে উফ! কিউট!

    এতক্ষনে আমি কোনোমতে নিজেকে সামলে আবার বললাম, তার জন্য তোমার টেস্টটিউব বেবী নেয়ার কি দরকার ছিল? কয়দিন পরেই তো তোমার বিয়ে হয়ে যেত। ফুপা তোমার জন্য ছেলে ঠিক করেও ফেলেছেন।

    নীরা আপু ঠোঁট উল্টে বললেন, আমার বিয়েটিয়ে ভাল্লাগে না জানিস‌ই তো। আমি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি। কারোর ওপর নির্ভর হ‌ওয়া পছন্দ করি না। ইভেন আমিতো বাবার থেকেও হাত খরচা নেই না। টিউশনি করে নিজের খরচ নিজে চালাই। বিয়ে মানেই অন্যের আশ্রয়ে বাস করা,এসব আমার পছন্দ না।

    এবার আমি কোনমতে উঠে দাঁড়ালাম, তারপর মাথা ঘুরে পড়ে গেলাম।

    যখন জ্ঞান ফিরলো তখন সবকিছু জানাজানি হয়ে গেছে। ফুপু মাথায় আইসব্যাগ দিয়ে বসার ঘরে বসে আছেন। ফুপার ছোটখাটো একটা স্ট্রোক হয়ে গেছে।সে হাসপাতালে ভর্তি। আমি বিছানায়,আমার হাতের মধ্যে স্যালাইন দেয়া।

    নীরা আপুকে দেখলাম নির্বিকার ভঙ্গিতে টেবিলে বসে বসে হাতে নেইলপলিশ লাগাচ্ছে।

    আমি উঠে বসে বললাম, তোমার লজ্জা করে না নেইলপলিশ লাগাচ্ছো বসে বসে? আজ তোমার জন্য কতগুলো জীবন নষ্ট হতে বসেছে। রায়হান ভাইয়া বিদেশ থেকে সপরিবারে আসছে তোমার সাথে বিয়ের কথা পাকা করতে। রায়হান ভাইয়া এত ভালো একটা ছেলে।‌ তার সাথে বিয়ে হলে সে কি তোমাকে বাচ্চা দিতো না?

    নীরা আপু বিরক্তস্বরে বললেন, এক কথা তোকে কয়বার বলতে হয় বলতো? ইন্ডিপেন্ডেন্স! স্বাধীনতা,সিঙ্গেল লাইফ... আমি এগুলো চাই।‌অন্যের বাচ্চা আমি কেন নিব? আমি আমার নিজের বাচ্চা নিয়ে নিজের মতো থাকতে পারি না? রায়হানকে বিয়ে করতে আমার বয়েই গেছে।

    -আপু তুমি.......

    নীরা আপু আমাকে আর পাত্তা দিলেন না। হাতে নেইলপলিশ লাগানো শেষ করে সে এখন পায়ে লাগাতে বসেছে।

    ফুপা হাসপাতাল থেকে ফিরেছেন। ফুপাকে দেখতে বাসায় অনেক আত্নীয়-স্বজন এসেছেন। রায়হান ভাইয়া‌ও এসেছেন। সবাই ফুপার ঘরে বসে আছেন আর বারবার তীব্র ঘৃণার সাথে বিষদৃষ্টিতে নীরা আপুর দিকে তাকাচ্ছেন। নীরা আপুর তাতে কোনো ভাবান্তর হচ্ছে না।

    ফুপা বারবার নীরা আপুর দিকে ধেয়ে যাচ্ছেন। আত্নীয় স্বজন সবাই মিলে তাকে আটকাচ্ছে আর বলছে, এতবড় মেয়ের গায়ে হাত তুলতে নেই।

    রায়হান ভাইয়া একবার নীরা আপুর দিকে তাকিয়ে ফুপাকে বললেন, নীরাকে আমি ছোটবেলা থেকে চিনি। ও পরিবারের মুখ কালো করার মতো মেয়ে না। আমি বিশ্বাস করি এটা টেস্টটিউব বেবী। নীরাকে আমি বিয়ে করবো। আমার পরিবার একটু ঝামেলা করবে সেটা আমি সামলাবো আপনাদের দুঃশ্চিন্তা করতে হবে না। নীরার সন্তানকে আমি নিজের পরিচয়ে বড় করবো।

    ফুপা আদ্র চোখে তাকিয়ে আছেন রায়হান ভাইয়ের দিকে।

    নীরা আপু বললেন, আমার মতামতের কোনো মূল্য আছে নাকি নাই? আমার মতটা কেউ কেন জিজ্ঞেস করছে না? আমি রায়হানকে বিয়ে করবো না। I will be a single mother... আমার সন্তানকে পালার জন্য কোনো পিতৃপরিচয় দরকার নেই।

    নিজেকে সামলাতে না পেরে আমিই নীরা আপুর গালে একটা চড় বসিয়ে দিলাম। বললাম,তুমি আর একটা কথাও বলবা না।

    নীরা আপু বললেন, আমার জীবন! আমি কথা বলবো না তো কে বলবে? তোর এত শখ হলে তুই বিয়ে কর রায়হানকে। আমি বিয়ে করবো না।‌ এইটা আমার ফাইনাল ডিসিশন।

    ফুপা বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, বেরিয়ে যা! এক্ষুনি এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা।

    নীরা আপু সাথে সাথে বেরিয়ে গেলেন। গেটের পাশে দেখলাম তার স্যুটকেস প্যাক করাই ছিল। তিনি স্যুটকেস তুলে নিয়ে হনহন করে হাঁটা ধরলেন। আর পেছনে ফিরে তাকালেন না।

    ***
    একসপ্তাহ হয়ে গেল নীরা আপু চলে গেছে। ফুপার কড়া নির্দেশে আমরাও কেউ আর তার খোঁজখবর করতে যাইনি।

    একসপ্তাহ একদিন পর কলিংবেলের শব্দে দরজা খুলে দিয়ে চমকে উঠলাম। নীরা আপু বধূবেশে দাঁড়িয়ে আছেন। পাশে সুন্দরমতো এক যুবক।

    আমি কিছু বলার আগেই তারা আমাকে পাশ কাটিয়ে ফুপুর ঘরে ঢুকে গিয়ে ফুপা-ফুপুর পায়ে হাত দিয়ে সালাম করে মাথা লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইলো।

    ফুপা ফুপু ঘুমাচ্ছিলেন।‌ সদ্য ঘুম ভেঙ্গে নীরা আপুকে এভাবে এতদিন পর দেখে তারা কিছু বুঝে উঠতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন।

    নীরা আপু ভাষন দেয়ার ভঙ্গিতে গলা উঁচিয়ে বললেন,

    বাবা-মা! আসসালামুয়ালাইকুম! এই ছেলেটা হচ্ছে তোমাদের জামাই।

    নীরা আপুর বর মাথা নিচু করে তাদের দ্বিতীয়বার সালাম করলেন। তারপর বললেন,

    আসসালামুয়ালাইকুম আব্বা-আম্মা।

    নীরা কখনোই প্রেগন্যান্ট ছিলো না। এই বুদ্ধিটা আমি ওকে দিয়েছিলাম। একবারে তো আমাদের বিয়ে আপনারা মেনে নিতেন না তাই আমার তরফ থেকে এটা একটা শকিং ট্রিকস। অবিবাহিত মেয়ে প্রেগন্যান্ট হ‌ওয়ার থেকে গোপনে বিয়ে করা নিশ্চয়ই ঢের ভালো মনে হচ্ছে এখন? এজন্যই এত কিছু করা।

    লেখা- জান্নাতুল ফেরদৌস লাবণ্য
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৬ মে ২০১৯ | ৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | 340112.231.126712.75 (*) | ১৭ মে ২০১৯ ০৫:৪১48192
  • হার্ট এটাক করিয়ে ফুপাকে মেরে ফেললেই বোধহয় টিক টক স্ক্রিপ্ট ভালো জমতো।
  • জান্নাতুল ফেরদৌস লাবণ্য | 3445.245.232312.225 (*) | ২১ মে ২০১৯ ০৪:১৭48193
  • আর যদি বাবা বলতে, যাঃ তুই যা করেছিস তাতে আমি খুশি, আমাকে শুধু নাতির মুখটা দেখতে দে।তাইলে কি হইতো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন