এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • মার্কিন হাত | 165.225.8.91 | ১২ আগস্ট ২০২৪ ১০:৫৯536221
  • পাকিস্তানকে হাত কতটা থাকা সম্ভব (আপনি যেমন দাবি করেছেন) বলা শক্ত, কারণ পাকিস্তানকে চীন গভীর কব্জায় রেখেছে। বাংলাদেশে ঘোলা জল চীনকে সাহায্য করল বলে তো মনে হচ্ছে না! 
    আমেরিকার হাত বিপ্লব রহমান আপনিও দেখেছেন বটে, কিন্তু পলিটিশিয়ানের প্রশ্নটা আপনার কাছে শিশুসুলভ কেন মনে হচ্ছে, আমিও জানতে আগ্রহী।   বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি করতে না দিলে তত্ত্বাবধায়ক সরকারকে আনা কেন - এ তো সরাসরি স্বার্থ, উভয়তঃ! 
  • বিপ্লব রহমান | ১২ আগস্ট ২০২৪ ১৫:৫১536235
  • @মার্কিন হাত,
    "বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি করতে না দিলে তত্ত্বাবধায়ক সরকারকে আনা কেন - এ তো সরাসরি স্বার্থ, উভয়তঃ! "
     
     
    শেখ হাসিনা ওই বিবৃতি দেয়ার অনেক আগেই অধম অন্ততঃ দুটি পোস্টে এদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের জয় ও স্বার্থ নিয়ে লিখেছে। 
     
    মার্কিন পরাশক্তি প্রক্সি যুদ্ধে জয়ী হওয়ার পর তাদের পছন্দের সেনা সমর্থিত ইউনূস সরকারের নৌঘাঁটিতে "সরাসরি" স্বার্থ নাই-- এ কথা বলা হয়েছে মাত্র, তাই বলে তারা এ কাজে বাঁধা দেবে -- এমন কথা কোথাও বলা হয়নি। 
     
    ৩ 
    ইউনূস সরকার স্পষ্ট দুটি মিশন নিয়ে এসেছে,  প্রথমত,  রাষ্ট্র সংস্কার, দ্বিতীয়ত, বিশ্বাস যোগ্য নির্বাচন করা। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:3bd4:8409:22f6:dade | ১২ আগস্ট ২০২৪ ১৭:২৬536240
  • বিপ্লববাবু, আপনি বিরক্ত হচ্ছেন। আপনাকে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয়। তবু বলছি কারণ এটা উপমহাদেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
     
    নৌঘাঁটি তৈরী করতে সরকারের একটা অনুমতি লাগে। হাদিনা সরকার যে অনুমতি দেয়নি। ইউনুস সরকার কি সেটা দিয়ে দেবে?
  • সিএস | 2401:4900:7071:9089:5457:6d75:6508:40fc | ১২ আগস্ট ২০২৪ ১৮:৫০536244
  • শেখ হাসিনা এই আম্রিকা নিয়ে অভিযোগটা কবে, কোথায় করেছে ?

    - আবাপে খবর ছিল উনি ভারত সরকারের অফিসারদের বলেছেন।

    - একোনমিক টাইমস না কোন একটা টাইমস গ্রুপের কাগজ নাকি ওনার আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে লেখা একটা চিঠিতে এসব দেখেছে। সেটা নাকি পদত্যাগপত্র।

    - ওনার ছেলে আজ বলেছে শেখ হাসিনা কোন ইন্টারভিউ দেননি, যা উনি বলেছেন বলে বলা হচ্ছে সবই ঢপ। ইন্টারভিউ কোনটা ?

    মনে হয় আম্রিকাই ওনাকে ফেলে দিয়ে এখন নিজেদের নিয়ে ভারতের মিডিয়া দিয়ে খবর বার করে লোক নাচাচ্ছে।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ১৯:৩৫536245
  • আচ্ছা, লিখে রাখি, ছেলে 'ইন্টারভিউ' - এর কথা লেখেনি, resignation statement লিখেছে, মানে যেটা ইকোনমিক টাইমস, প্রিন্ট, এরা দেখেছে বলে খবর করেছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6545:ec81:eacc:c880 | ১২ আগস্ট ২০২৪ ২০:০১536249
  • https://www.bbc.com/bengali/articles/c723v634xwvo
     
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ বা দেশ কাউকে 'লিজ' দিলে ক্ষমতায় থাকার কোন অসুবিধা নেই। বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন
     
    এটা বিবিসির খবর। গত বছরের।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২০:০৯536250
  • Sajeeb Wazed
    @sajeebwazed

    The recent resignation statement attributed to my mother published in a newspaper is completely false and fabricated. I have just confirmed with her that she did not make any statement either before or since leaving Dhaka

    10:25 PM · Aug 11, 2024
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6545:ec81:eacc:c880 | ১২ আগস্ট ২০২৪ ২০:১৩536252
  • অন্ততঃ গত বছর হাসিনা যে সেন্ট মার্টিনের কথা বলেছিলেন সেটায় সন্দেহ নেই। অন্য প্যাচাল পারাটা ডাইভারসন।
     
    বিবিসির লিংকটা দিয়েছি।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২০:২১536254
  • আচ্ছা, এখানে অনেক ইতিহাস আছে, ১৯৭১ এ নাকি মুজিক কোন একটা দীপ আম্রিকাকে দিতে চেয়েছিলেন, চীনপন্থী বামেদের অভিযোগ ছিল।

    ১৯৮০ তেও এরকম একটা অভিযোগ ছিল।

    তারপর শেখ হাসিনার এখনকার অভিযোগ।

    https://www.business-standard.com/external-affairs-defence-security/news/bangladesh-why-is-st-martin-s-island-in-news-and-what-sheikh-hasina-said-124081201401_1.html

    ডাইভার্শন অনেক দিনের বোঝা যাচ্ছে, পলিটিশিয়ানদের দিক থেকে। যে যখন পারে সুবিধে মত ব্যবহার করে, অন্যদের প্যাঁচে ফেলার জন্য। হাসিনা ভোটের আগেও তাই করেছে এবারে আর ক্ষমতা যাওয়ার পরেও।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২০:২৪536255
  • * মুজিব
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6545:ec81:eacc:c880 | ১২ আগস্ট ২০২৪ ২০:২৬536256
  • বঙ্গবন্ধু খুন হয়েছিলেন আর তার খুনি কানাডায় আশ্রিত। দ্বীপ না দেবার সাথে সম্পর্ক? 
     
    ডাইভার্সন তো বটেই।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২০:৩২536258
  • ছেলেকে আম্রিকায় থাকতে হবে বা বাংলাদেশে ফিরবে, আম্রিকাই ফেরাবে। সেই জন্যই মা বলেনি বলছে ?
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6545:ec81:eacc:c880 | ১২ আগস্ট ২০২৪ ২০:৩৫536259
  • ছেলে কী বলছে সেটা কথা নয়। কথা হল হাসিনা সেন্ট মার্টিন লিজ নিয়ে গোলমালের কথা বলেছেন। এটা নিয়ে কোন সন্দেহ নেই। সেটা গত বছর থেকেই বলছেন। ওয়েল ডোকুমেন্টেড।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২০:৪২536260
  • হ্যাঁ, সে তো ১৯৮০ থেকে ঐ দ্বীপ নিয়ে প্যাচাল চলছে। বিএনপি ওটা বেচে দিয়ে ভোটে জিততে চায়, এটা ছিল ২০০৩ এ তাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের, ২০২৩ এ শেখ হাসিনা ঐ জুজু দেখিয়েই ভোটে জিততে চেয়েছিল। ভোটের বাজারে বোঝা যাচ্ছে এটাকে ইস্যু করা হয়।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6545:ec81:eacc:c880 | ১২ আগস্ট ২০২৪ ২০:৫১536262
  • তার মানে দ্বীপটার ওপর মার্কিনী নজর অনেকদিন। এখন ইউনুস কি করবে সেটা জানা জরুরী।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২০:৫৩536263
  • কিস্যু হবে না, যেমন আছে তেমন থাকবে, দু'দল সুবিধে মত ফুটবল খেলবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6545:ec81:eacc:c880 | ১২ আগস্ট ২০২৪ ২১:০৪536264
  • দুই নয় তিন দল। ইউনুস নুতন দল করবে তার সম্ভাবনা আছে। আগেও চেষ্টা করেছিল। উনি একেবারেই নিরপেক্ষ পার্টি নন। শুধু সেই কারণেই ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে নামিয়ে দেওয়া উচিত।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২২:০৭536270
  • সেন্ট মার্টিন দ্বীপটা আম্রিকাকে দেওয়া নিয়ে বাংলাদেশের রাজনীতিতে মনে হয় দীর্ঘদিনের তর্ক আছে। ১৯৬০ র দশকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৭১ র পরে জিয়া - উর - রহমান বা এর্শাদের আমলে বিরোধী দলেরা অভিযোগ করত, ২০০৩ এ বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ ছিল, ২০২৩ এ শেখ হাসিনা ব্যবহার করেছে সেটাই এবং এখনো কেউ না কেউ ঐ খবরই ব্যবহার করছে।

    https://daijiworld.com/news/newsDisplay?newsID=1098336

    দ্বীপটার ইকোলজি কিন্তু সুবিধে নয়, আদৌ মিলিটারি বেস করা যায় কিনা সে নিয়ে মত আছে।

    অন্যদিকে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে ঐ দ্বীপ নিয়ে ডিস্পিউট আছে, ১৯৭৪ এ একটা চুক্তিমত হয়েছিল বাংলাদেশের পক্ষে কিন্তু মায়ানমার মনে হয় দাবী ছেড়ে দেয়নি, গুলিটুলি চলত, ২০১২ তে ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল বাংলাদেশের পক্ষেই রায় দেয়, ২০১৮ তে মায়ানমার জায়গাটা নিজের ম্যাপে দেখায় ও বাংলাদেশ প্রতিবাদ করে, ২০২৪ র জুন মাসেও মায়ানমার থেকে ওখানে কিছু করা হয়।

    ২০১৮ র খবর

    https://m.thewire.in/article/south-asia/myanmar-bangladesh-saint-martins-island

    ২০২৪ র খবর

    https://thediplomat.com/2024/06/myanmars-conflict-reaches-the-doorstep-of-bangladeshs-saint-martins-island
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২২:৩৬536271
  • ITLOS র ২০১২ র জাজমেন্ট নিয়ে এখানে রিপোর্ট আছে।

    https://www.thedailystar.net/news-detail-230381

    প্রথম প্যারাতেই বোঝা যায় ঐ জাজমেন্ট নিয়েও বিএনপি - আওয়ামী তর্ক হয়েছিল।

    কেউ চাইলে ITLOS SAINT MARTIN দিয়ে সার্চ করে দেখতে পারেন, টেকনিকাল ডকু আছে এই ডিসপিউট সংক্রান্ত।

    যা মনে হয়, দ্বীপটি বাংলাদেশের রাজনীতিতে বিশেষ প্রভাবশালী, সুবিধেমত ব্যবহার হয়।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:dbce | ১২ আগস্ট ২০২৪ ২২:৫৪536272
  • আন্দাজ করি পলিটিক্সটা মনে হয় এরকম যে বিএনপি - জামাত অভিযোগ করে আওয়ামী লীগ ভারতকে সুবিধে দিচ্ছে। কাউন্টার করতে আওয়ামী অভিযোগ করে বিএনপিও ভারতে গ্যাস বেচে ক্ষমতায় আসবে ভেবেছিল (একটা লিংক এ আছে) অথবা আম্রিকাকে দ্বীপ বেচে। দুপক্ষ সুবিধে মত বিদেশী বড় শক্তির কাছে অন্য পক্ষ নতজানু, এই লাইনটা নেয়।
  • বিপ্লব রহমান | ১৩ আগস্ট ২০২৪ ২১:৪৭536307
  • পুনশ্চঃ 
     
    "সিএস | 2401:4900:7071:9089:5457:6d75:6508:40fc | ১২ আগস্ট ২০২৪ ১৮:৫০536244
    শেখ হাসিনা এই আম্রিকা নিয়ে অভিযোগটা কবে, কোথায় করেছে ?"
     
    সেকি! এই লেখার শেষেই এ সংক্রান্ত লিংক রয়েছে তো! আর এখন মার্কিন সরকার তা সরাসরি নাকচ করেছে। সে লিংকও দেয়া আছে। অনুগ্রহ করে দেখুন ভাই। 
  • বিপ্লব রহমান | ১৪ আগস্ট ২০২৪ ০৭:৫৯536352
  • @দ, 
    আপনার তথ্য ঠিকই আছে। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হচ্ছে ছাত্র রাজনীতি। 
     
    এ যেন বেহাত ছাত্র-গণঅভ্যুত্থান এখন তার পিতৃত্বকেই অস্বীকার করতে চাইছে! 
     
     
    কালক্রমে পুরনো মৌলবাদী দাবি মেনে কাদেয়ানীদের অমুসলিম ঘোষণা বা ব্লাসফেমি এক্ট চালু হলে বিস্ময়ের কিছু থাকবে না! 
     
     
  • সিএস  | 103.99.156.98 | ১৪ আগস্ট ২০২৪ ১০:৪৮536366
  • @বিপ্লব রহমান - হ্যাঁ, আপনার লিংক দেখেছি, তার খবর ভারতের মিডিয়া থেকেই নেওয়া। তো সেই নিয়েই আমার প্রশ্ন ছিল, ভারতের মিডিয়া খবরটা পেল কোথা থেকে।

    সেন্ট মার্টিন নিয়ে দেখতে গিয়ে তবে অনেক কিছু বেরোল, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে ব্যবহার হয় বলে মনে হল। বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি, না সে নিয়ে কিছু খুঁজিনি।
  • lcm | ১৪ আগস্ট ২০২৪ ১১:১৩536368
  • সেন্ট মার্টিন দ্বীপ সম্বন্ধে জানতাম না। গুগল সার্চ  করে প্রথমে একই নামে ক্যারিবিয়ানে একটা দ্বীপের উল্লেখ এল, অবশ্য তার পরেই দেখা গেল এই সেন্ট মার্টিন দ্বীপ ।

    খুবই ছোট্ট জায়গা, সাকুল্যে ৩ বর্গ কিমি। মায়ামার থেকে খুবই কাছে, মাত্র মাইল পাঁচেক, মায়ামারের পাহাড় দেখাও যায়। বাংলাদেশ  থেকে আর একটু দূরে। এই দ্বীপ কোন দেশের তাই নিয়ে টলবাহানা হয়েছে বহুদিন। মায়ামারের দাবী ছিল যে এটা ওদের দেশের মধ্যে। ম্যাপ দেখলে অবশ্য কিছুটা সেরকম মনেও হয়। এই দ্বীপ নিয়ে মায়ামারের সঙ্গে সংঘাত লেগেই ছিল, বার্মিজ নেভির হাতে বেশ কিছু বাংলাদেশি মৎস্যজীবির প্রাণ গেছে। ২০১৮ সালে মায়ামার গভর্নমেন্টের এক ম্যাপে নাকি এই দ্বীপকে দেখানো হয় ঐ দেশের অন্তর্ভুক্ত বলে, পরে অবশ্য মায়ামার সরকার ভুল স্বীকার করে।



    যাই হোক, এই দ্বীপ নিয়ে ইউএস কেন ইন্টারেস্ট দেখাবে সেটা ক্লিয়ার নয়। জেনারেলি, মিলিটারি বেস অন্য দেশের সমুদ্রতট থেকে একটু দূরে হলে ভাল হয়, আর একটু বড় হলেও, আর নির্জন হলেও ভালো, এই দ্বীপে অলরেডি প্রায় পাঁচ হাজার মানুষ থাকেন। মালদ্বীপের কাছে দিয়েগো গার্সিয়া দ্বীপে ইউএস-এর এয়ারবেস আছে, সেখান থেকে মিলিটারি কাজকর্ম চালায়। চিনের ওপর নজর রাখার জন্যেও ফিলিপিন্স (৭০০০ দ্বীপের দেশ) তো আছেই,  ঐ উদ্দেশ্যে তার চেয়ে ভালো লোকেশন এই দ্বীপ নয়। অবশ্য যদি বাংলাদেশ, মায়ামার আর ভারতের ওপর নজর রাখতে হয়, তাহলে এই লোকেশন ঠিক আছে। তবে নজরদারির জন্য আজকাল আর তেমন বেস লাগে না, স্যাটেলাইট দিয়ে মোটামুটি সবই দেখা যায় আজকাল, এমনকি জুম করে রাস্তায় পরে থাকা সিগারেটের প্যাকেটের ব্র্যান্ড পর্যন্ত। 

    যাই হোক, হাসিনা বলেছেন যে জানুয়ারিতে একজন "হোয়াইট ম্যান" ওনাকে অ্যাপ্রোচ করে বলেছিলেন যে এই দ্বীপে মার্কিন ঘাঁটি বানাতে দিলে ভোটে জিততে সুবিধে হবে। ইউএস গভর্নমেন্ট এই দাবী অস্বীকার করেছে।
  • বিপ্লব রহমান | ১৭ আগস্ট ২০২৪ ০৭:১৭536504
  • @ICM, 
     
    আপনার গভীর পর্যবেক্ষণ মোটামুটি 
    ঠিকই আছে। 
     
    সিআইএ'র গোপন নথিপত্র ঘাঁটলে দেখা যাবে ১৯৬৫ থেকে ১৯৭১,  এ সময়ে বংগোপসাগর ও সেন্ট মার্টিন অঞ্চলে  সামরিক ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্র খুবই আগ্রহ দেখিয়েছে।  
     
    ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ নস্যাৎ করতে তারা সপ্তম নৌ বহর প্রস্তুত রাখেছিল। এমনকি মার্কিনিরা বংগোপসাগর হয়ে কর্ণফুলী নদীতে সাবমেরিনও পাঠিয়েছিল, যা বীর মুক্তিযোদ্ধার ধ্বংস করে, ইতিহাসে এই গেরিলা একশন "অপারেশন জ্যাকপট" নামে পরিচিত
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন