এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শঙ্খ | 126.206.220.114 (*) | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৫১64320
  • বইমেলা গেলে খোঁজ করবো
  • aranya | 83.197.98.233 (*) | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৭64322
  • 'বিষধর সাপে কাটা রোগীর চিকিৎসা শেখানো হয় না' - আশা করি, এই দয়াল-বাবু-র মত মানুষদের জন্যই কখনো এটা পাঠ্যক্রমে ঢুকবে।

    কুর্নিশ।
  • Ekak | 11.39.176.185 (*) | ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৪64321
  • ধন্যবাদ, এই বইটা পড়ার তালিকায় যোগ হলো।
  • aka | 79.73.9.37 (*) | ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৮64323
  • এই নিয়ে আমার অভিযোগ বহুদিনের। আমি জানতাম না যে ডাক্তারীতে সাপের কামড়ের চিকিতসা শেখানো হয় না। সাপের কামড়ে ভারতে সবথেকে বেশি লোকের মৃত্যু হয়। কেন? খুব সোজা, আজ ২০১৭ তে শ্যামনগরে গিয়ে জিগ্যেস করুন গোখড়ো কামড়ালে কি করবেন? কেউ জানে না, ডাক্তাররা সমেত।

    এই বই কেনার অপেক্ষায় রইলাম।

    বছর কুড়ি আগে আমার একজন পরিচিত ১০ মিনিটের মধ্যে মারা গিয়েছিলেন গোখড়োর কামড়ে।
  • Du | 182.56.6.235 (*) | ০৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:১২64324
  • ডাক্তারবাবুকে শ্রদ্ধা জানাই অন্তর থেকে।
  • aka | 75.205.190.115 (*) | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫১64329
  • ক্রেইট খুবই ভয়ংকর, নিউরোটক্সিক। গ্রামে বিছানায় ওঠে, কামড়ায়, রোগী ঘুমের মধ্যেই মারা যায়। কোবরা জেনারালি নিউরোটক্সিক। চন্দ্রবোড়া হেমাটোটক্সিক, রাসেল'স ভাইপার।

    এই বইটির অপেক্ষায় রইলাম।
  • sm | 52.110.146.182 (*) | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০১64325
  • সাপ কাটার চিকিৎসা ভালো মতোই পড়ানো হয়।
    তবে দু চারটে বাস্তব সমস্যা আছে।
    এক, সাপে কামড়ানো রোগী অধিকাংশ আসে প্রাইমারী হেল্থ সেন্টারে অথবা সাব ডিভিশন হাসপাতালে।
    প্রচুর সংখ্যায় রোগী আসে।
    এদের মধ্যে বিষধর ও নন বিষধর দুই ধরনের রোগীই থাকে। নন বিষধর এর সংখ্যা ই বেশী।
    এখন কাকে এন্টি ভেনম দেওয়া হবে আর কাকে নয়, এটা ভীষণ কঠিন কাজ। কারণ বহু বিষধর সাপ;যেমন ভাইপার এর বিষ ক্রিয়া অনেক পরে মানে কয়েকদিন পরেও শুরু হতে পারে। সুতরাং এই বিপুল সংখ্যক পেশেন্ট কে অবজার্ভেশন এ রাখা বা নিয়মিত পরীক্ষা নিরীক্ষার পরিকাঠামো নেই বলাই বাহুল্য। আর সবাই কে এক ধারসে এন্টিভেনোম দেওয়া মুশকিল।মনে রাখতে হবে এই এন্টি ভেনম কিন্তু পলিভ্যালেন্ট।
    দুই, এন্টিভেনোম এর সাপ্লাই অপ্রতুল ও সাপ্লাই আসে সাউথ ইণ্ডিয়া থেকে।বাংলার সাপের বিষের চরিত্র অল্প হলেও আলাদা। সুতরাং সব ক্ষেত্রে কাজ করেনা।
    তিন, যেহেতু সাপ্লাই অপ্রতুল, তাই অনেক ক্ষেত্রেই ডাক্তাররা কম সংখ্যক ভায়াল ইনজেক্ট করে। অর্থাৎ ইনএডিকোয়েট ডোজ। রিয়াকশন এর ভয় ও কাজ করে।
    চার, একজাতীয় ভয়ংকর বিষধর, সাপ আছে, যার কামড়ের দাগ থাকে না। আশ্চর্য্য ব্যাপার কিন্তু সত্যি।সম্ভবত এদের বিষ এ এনাস্থেটিক এজেন্ট থাকে।
    পাঁচ, সব থেকে বড় ব্যাপার হলো প্রচুর রোগী ওঝা, ঝার ফুঁক ইত্যাদি করে দেরিতে পৌঁছয়। এখানে বিজ্ঞান ভিত্তিক প্রচার জরুরী।
    ছয়, ভাইপার বাইট এর রোগী কয়েকদিন পর রেনাল ফেইলিওর এ মারা যায়। এদের জন্য দরকার ডাইয়া লিসিস এর সু ব্যবস্থা। যেটা পব তে খুব কম সেন্টারে আছে।
  • b | 135.20.82.164 (*) | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৮64326
  • সম্ভবতঃ করেত/চিতি/ডোমনা চিতির কথা বলছেন।খুব ছোটো সাপ। বিষ হল নিউরোটক্সিন, নার্ভ অকেজো করে দেয়।( গোখরো-ও তাই)। আর, এদের বিষের লেথাল ডোজ খুব কম, অনেক সময় লোকে টের পান না।
  • sm | 52.110.146.182 (*) | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৯64327
  • হ্যাঁ, ক্রেইট! আশ্চর্য্য এদের বাইট। তন্ন তন্ন করে খুঁজে ও পাওয়া যাবেনা। কোন ব্যাথা বা ফোলা থাকে না।
    কামড়ায়, শেষ রাত্রিরের দিকে। ফলে রোগী বুঝতেই পারে না।
    চোখ ঢুলে আসে। যাকে পরিভাষায় বলে টোসিস।
    এটা আর্লি ডিটেক্ট করা অভিজ্ঞ ডাক্তার ছাড়া সম্ভব নয়।
    পেশেন্ট কে বোঝানো ও কঠিন যে সাপে কামড়েছে।
    এনিওয়ে, এক্ষেত্রে খালি এন্টিভেনোম দিলে চলবেক নাই, মাসল প্যারালাইসিস বন্ধ করার ঔষধ ও দিতে হবে।
  • b | 135.20.82.164 (*) | ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩১64328
  • করেতের সাথে খুব মিল আছে, রঙের দিক দিয়ে, উলফ স্নেক-এর। নির্বিষ সাপ। আমাদের বাড়িতে একবার ঘাঁটি গেড়েছিলো। এক চেনাজানা ভদ্রলোক, সাপ নিয়ে কাঅরোবার, এসে ধরে দিয়ে গেছিলেন। উনি-ই বলেছিলেন, এগুলোর সাথে করেতের খুব মিল। আমি জিজ্ঞাসা করেছিলেম, দেখে চিনবো কি করে? উনি বলেছিলেন, অসম্ভব। মানে কামড় খেয়ে দেখতে হবে আর কি।
  • বিপ্লব রহমান | 47.111.202.78 (*) | ১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৩৬64330
  • সব দেশে এই সব পাগলদের খুব দরকার।

    এপারে সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেরও একই অবস্থা। প্রায় কোথাও সাপে কাটা রোগির চিকিৎসা নেই।

    তবে কিছুদিন আগে ব্যতিক্রম দেখলাম টাংগাইলের মধুপুর বনাঞ্চল এলাকায়। সেখানে সাপের উৎপাত বাড়তে থাকায় স্বাস্থ্য কেন্দ্রে এর চিকিৎসার ব্যবস্থা করে পুরো এলাকায় তা ব্যাপক প্রচার করা হয়েছে।

    লেখাটিতে বইটির সার সংক্ষেপ তুলে ধরলে আরো ভাল হতো। চলুক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন