এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • নোটেদার জন্মদিনের প্রস্তুতিপর্ব

    Sumeru Mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ০২ অক্টোবর ২০১৩ | ২৪৯৫ বার পঠিত
  • ষ্টুডিওতে 'পুংলিঙ্গ- স্ত্রীলিঙ্গ'এর এক্সপোর্ট বসিয়ে, ঝাড়া হাতপায়ে, লাঞ্চবক্স চালালুম। পাঁচ মিনিটেই বোঝা গেল এ হল ফারুকের সেই 'মৃদু মানুষের' চলচ্চিত্র। কিছু মোমেন্ট টোমেন্ট থাকলেও আসলে দুইপাতাতেই লিখে ফেলা যেত। দুত্তর। বাইরে বৃষ্টি, এদিকে এক্সপোর্ট হচ্ছে রাহুল দ্রাবিড়ের মত। শুভেন্দুদার ফোন ও এসেমেস কড়া নাড়িতেছে। দিল্লী থেকে বহুদিন পর ফিরেছে। রঘু রাই শুটিং এর দ্বিতীয় পর্ব সারা, দিল্লীতে ফোটো ফেস্ট চলছিল, তারও দ্বিতীয় এডিশন। গল্প তো আছেই, ক্যাটালগ-টগ নিয়ে এসেছে, গেলে হয়, কিন্তু মহীরাবনের মত শুভ'র মুখটা ভেসে উঠছে। শুভ আমাদের এক বন্ধু, নাম করা মঁ পেলেয়ার। পাঁইট মারলে তার দুই চোখের মণিই নাক বরাবর হয়ে পড়ে। ৭৫০ বোতল মারলে, তার মারামারি করতে ইচ্ছে হয়। লিটার বোতল মারলে সে বোতল ড্যান্স করে। সে নাচের নামে যত ড্যান্সই থাক তখন ডিস্ট্যান্স মেন্টেন করাই শ্রেয়। গত মাসের ভরা ভাদরে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়ি পৌঁছাতে হয়ে মধ্যরাত্রে, তার গর্জন শুনে মালু একটু গার্জেনগিরি করেছিল বলে। এ হেন শুভজিতের সঙ্গে আমি কিছুতেই বর্ষায় সন্ধ্যায় একত্রে বসে গল্প শুনতে রাজী ছিলাম না, ফলে এস এম এসগুলি রিপ করে রাখা থাকছিল। দুষ্টু উস্কাচ্ছিল, যাও না, এত করে বলছেন। আর কালকে তো স্টুডিও বন্ধ। স্টুডিও বন্ধ কেন? বলল কাল নোটেদার জন্মদিন। আমি বললুম, ও। এক সময় সেও বেরিয়ে চলে গেল।

    এক্সপোর্ট ৯৮% তখন এসেমেস জানান দিল শুভ নাও আসতে পারে। বদ্ধ স্টুডিওতে বসেই দিব্যি টের পেলাম বৃষ্টি ঝপাস করে বিলকুল গায়েব। দোনা-মোনা করে বেরোলাম। সাহস করে চক্রবেড়িয়া। কীসব আছে না, ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে, তখনই পিঠে খাঁচা বেঁধে শুভেন্দুদা ৩ লিটার মদ গীতাঞ্জলির ব্যাগে ভরে রাস্তা পার হচ্ছেন। অনেকে আসছে? বলল না, না। কাল তো দোকান বন্ধ তাই একতু স্টক করে রাখছি। কাল গান্ধীর জন্মদিন। এতক্ষণে বুঝলুম, নোটে যার ছবি থাকে তিনিই আমাদের নোটে দা। এবং আজকের সান্ধ্যবাসরের পরিকল্পনা তার জন্মদিনকে কেন্দ্র করেই, দিল্লী বহুত দূর হ্যায়। শুভেন্দুদা আবার এক্স ছাপ মারা নকশাল, যাকগে, জন্মদিন ইজ জন্মদিন। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে জন্মদিন নয়। অকুস্থলে ঢুকে দেখলাম অনেকেই বসে চাট চাটছে। কুশলদা ফিরেছে লাদাখ থেকে অনেকদিনই, কিন্তু গল্প হয়নি। যারা ভাবছেন লাদাখের টই খুলে দেখে নিলেই হয় তাদের জন্য, কুশলদা প্রতি বছরই লাদাখ যায় বাইকে করে আর সাধারণত সেখানেই অসুস্থ হয়ে পড়ে, আর ঠিক ঠাক ফিরে এলে, এসেই অসুস্থ হয়ে পড়ে। এবং নার্সিং হোমে মাস দুই কাটায়। আর্থাৎ লাদাখে একমাস ও যোধপুর পার্কের নার্সিং হোমে দুইমাস এতা তার ক্যালেণ্ডার। লাদাখের নতুন গল্প শুনতে তাই নার্সিং হোমেই যাওয়া হয় ফি বছর। তার বর্তমান কাজের বিষয় মাইগ্রেটেড পিউপুল ইন লাডাখ, বাকিটা গুগুল দেবে।

    শমিক ফিরেছে অরুনাচল থেকে। জিরোয় গান শুনে আর গাঁজা সেবন করে। কিরন রাও-এর সঙ্গে বন্ধুত্ব করে হেবি স্ফুর্তিতে আছে, ধোবিঘাট সিনেমাটা তার কবিতার মত লাগছে, আরো অনেক কিছুই বলেছিল, তবে সেসব ছয়/সাত পেগের পরে, আমারো পরিস্কার তাই মনে নেই। রাত বারোটায় আবগারি নিয়ম মেনে (ছোলা সহ) হ্যাপি বাড্ডে জানানো হল নোটে দাকে। হ্যাঁ শুভজিৎ এই গিমিকে গা ভাসায়নি, কোন এক জ্যাঠার নাকি ভার্টিগো ধরা পড়ায় পরিবারের সবাই হাসপাতালে। আমারা সবাই নিঃসন্দেহ হলুম, এ সেই মেয়েটি জ্যাঠা হবে, যার সঙ্গে এইবার দিল্লী যেতে গিয়ে দুরন্ত'য় দুরন্ত আলাপ আর তার নাম পরদিন সকাল থেকে সে কিছুতেই মনে করতে পারছে না, মোবাইলে সেভ করা সত্বেও। হ্যাঁ তার আগে শূটিং এর গল্প শুনতে আমাদের বড়ই বেগ পেতে হয়েছে, দুরন্ত একপ্রেসে সন্ধ্যায় কিঞ্চিত মদ্যপান ও নিশীথ রাত্রির উপাখ্যান এতটাই আকর্ষণীয় ছিল দিল্লী পৌঁছাতে পূর্বার মত বিস্তর সময় লেগে যায়।

    নোটেদার জন্মদিনে নিরুপদ্রবে বাড়ি ফেরার জন্য ফুলমনি রাস্তায় দাঁড়িয়ে ছিল, সে শমিকের গাড়ি, অন্য কিছু ভেবে থাকলে আপনার মধ্যবয়সের ফেটাল এরর বলে তাকে উড়িয়ে দিন। ফুলমনি অবশ্য দুই পা গিয়েই থেমে পড়ে, একান্ত তার ইচ্ছেতেই গাঁজা পার্ক থেকে আবার রাম তোলা হয়। এলগিন থেকে সিগারেট আর মিনারেল ওয়াটারের বোটল। আমারই হেঁসেল সামলানো দায়িত্ব পড়ে। হাতে ড্যান্সিং বোটলস। গাড়ি ছোটে আমাদের বর্তমান জমিদারি যেখানে, সেই প্রিন্সেপঘাটের দিকে, ফুলমণি ড্যান্সিং ড্যান্সিং এগিয়ে যেতে থাকে। তাকেও অবশ্য অনেকখানি পেট্রোল কিনে দেওয়া হয়। সবাই চুক চুক করে খায়। ব্রিজের নীচে আমি একটি আমলকি গাছ আবিস্কারের উদ্যেশ্যে নেমে আধ ঘণ্টা ঘুরে একই জায়গায় বিফল মনোরথ যখন ফিরে আসি ও প্রমাণ করি কলমবাসের তৃতীয় সূত্র অনুসারে পৃথিবী আমলকিবৎ। শমিক বলে, বাকিটা ব্যক্তিগত আসলে একটি ল্যাটিন আমেরিকান সিনেমা। আসলেই, নকলে নয়। এটা বোঝাতে হাত-পা নেড়ে সে অনেক কথাই বলছিল, তবে কে বা কারা যেন অনেকটাই মিউট করে দেয়। সম্ভবত উরুগুয়ের সেন্সর বোর্ড। এদিকে বিকট আওয়াজ তুলে চলেছে এক দঙ্গল বাইক। ভেজা পিচ রাস্তায় একটি বাইকে দুইজনের পিছনে দেখি তার জিরো ফিগার নিয়ে নোটেদা বসে। ফ্লোটেলে পার্টি সেরে টেরিটি বাজারে দিকে ব্রেকফার্স্ট করতে যাচ্ছে চাদর উড়িয়ে। ফিস্ফিস করে তাকে জন্মদিনের শুভেচ্ছাটুকু জানাই সকলে, কেমিক্যালের লোচায় যার কিছুই অবশ্য শোনা যায় না।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ০২ অক্টোবর ২০১৩ | ২৪৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 24.96.124.9 (*) | ০২ অক্টোবর ২০১৩ ০৫:১৩47335
  • দিব্য হয়েছে। খাসা। নোটেদা-টা ব্যাপক।
  • pi | 172.129.44.87 (*) | ০২ অক্টোবর ২০১৩ ০৬:২৯47336
  • নোটেদা টা সত্যি গোলা। যাগে, নোটেদাকে হ্যাবাড্ডে।
  • AnirbanRC | 209.67.138.49 (*) | ০৩ অক্টোবর ২০১৩ ০৩:৪৫47337
  • দারুন দারুন ঃ)
    নোটেদা'কে জম্মদিনের শুভেচ্ছা ঃ) ঃ)
  • nina | 22.149.39.84 (*) | ০৩ অক্টোবর ২০১৩ ০৭:৫৬47338
  • নোটেদা বহু সরস ছে ঃ-))
  • debu | 82.130.151.116 (*) | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০৪47339
  • নোটেদা কি ফ্যতারু ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন