এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:2341:2ef1:d025:ec78:6026:fe17 | ১৭ মার্চ ২০২৪ ১১:১৫529498
  • এইটা তামিলনাড়ুর ভিডিও, যদিও পুরোটাই তামিলে। প্রথম বক্তা আন্নামালাই, তামিল নাড়ুর বিজেপি চিফ। উত্তর দিয়েছেন আলুর শাহ নভাস, উনি একজন এমেলে। ​​​​​​​ওনার ​​​​​​​পার্টি ​​​​​​​ডিএমকের ​​​​​​​সাথে ​​​​​​​অ্যালায়েন্সে ​​​​​​​আছে ​​​​​​​আর ​​​​​​​পেরিয়ার রাজনীতি ​​​​​​​ফলো ​​​​​​​করে, অর্থাত কিনা ভয়ানক কাস্ট বিরোধী। বিজেপি ​​​​​​​ক্ষমতায় ​​​​​​​এলে ​​​​​​​ওনাকে ​​​​​​​জেলে ​​​​​​​পুরবে ​​​​​​​বলে ​​​​​​​শাসিয়ে ​​​​​​​রেখেছে। ​​​​​​​এই ​​​​​​​ভিডিওটা ​​​​​​​আমার ​​​​​​​বন্ধু ​​​​​​​কাল ​​​​​​​রাতে ​​​​​​​পাঠিয়েছিল, ​​​​​​​এটা ​​​​​​​নাকি ​​​​​​​এখানে ​​​​​​​ভাইরাল ​​​​​​​হয়ে ​​​​​​​গেছে। ​​​​​​​ভিডিওটায় ​​​​​​​শুধু ​​​​​​​ইলেক্টোরাল বন্ড ​​​​​​​না, পিএম ​​​​​​​কেয়ার ​​​​​​​ফান্ড ​​​​​​​নিয়েও প্রশ্ন তোলা ​​​​​​​হয়েছে 
     
     
  • PRABIRJIT SARKAR | ১৭ মার্চ ২০২৪ ১৫:১৬529504
  •  ধনতান্ত্রিক গণতন্ত্রে লবি নিয়ে টাকার খেলা আমেরিকাতেও হয়। এই যে অপিওড crisis কত টাকা সেনেটর রা পেয়েছে? অনেক সময় দু পক্ষ ই টাকা পায়। কোসচেন করার বা না করার জন্য। এককালে ভারতে চিনি কল মালিকরা কংগ্রেসে টাকা ঢালতো। ভোটের পর চিনি অমিল থাকতো কিছুদিন। সরকার আমদানি করবে করবে করেও করত না। ওরা টাকা লাভ সহ তুলে নিলে তারপর সব ঠিকঠাক হত। এখন বিদেশে বাতিল ওষুধ বেশ কিছুদিন চলে তারপর হয়তো ব্যান নোটিফিকেশন হয়। এখনতো ED লাগিয়ে তোলাবাজি চলে।
  • tp | 2a0b:f4c2:3::73 | ১৭ মার্চ ২০২৪ ১৭:০৬529505
  • পেরিয়ার মানে ব্রাহ্মণদের নিয়ে হেট স্পিচ দেওয়া লোক? নেহরু যাকে পাগলাগারদে দিতে চেয়েছিল?
  • | ১৭ মার্চ ২০২৪ ১৭:৫০529506
  • পাতি হফতা তুলে বেরিয়েছে চৌকিদাররূপী চোর
     
  • Pk | 49.207.219.133 | ১৮ মার্চ ২০২৪ ০৮:৫৪529526
  • bjp, congress আর তৃনমুল, সব থেকে বেশী যারা পেয়েছে, তারা কেউই কোনো ডেটেইল দেয় নি।

    dmk তো লটারী ওয়ালা আর মেঘার কাছ থেকে পেয়েছে। নিজের থেকেই জানিয়েওছে।

    বড় তিনজনেই চুপ।
  • লিমিটেড কোম্পানির ফান | 2409:40e7:f:e9c6:c4bb:b0ff:fed9:9884 | ১৮ মার্চ ২০২৪ ১৪:০৭529547
  • At least 43 firms newly incorporated in the year 2018 or later have bought electoral bonds worth over Rs 384.5 crore. Of them, four companies, all established in 2023 in Hyderabad, bought bonds worth crores of rupees, just a few months after getting established. As many as nine firms in 2020 and eleven companies in 2021, which were formed in the middle of the pandemic, had cumulatively purchased bonds worth close to Rs 100 crore, in just one or two years after getting formed.
  • আবারো সুপ্রিম ধাক্কা | 2409:40e7:e:c373:c82c:26ff:fee0:d269 | ১৮ মার্চ ২০২৪ ২১:৪০529567
  • The Supreme Court on Monday asked the State of Bank of India (SBI) to be “candid and fair” and not selective while directing it to make a “complete disclosure” of electoral bonds’ data, including their unique hidden alphanumeric and serial numbers, to the Election Commission of India (ECI) for publication.
    “The State of Bank of India was expected to give every conceivable detail with it regarding the electoral bonds. Your attitude seems to ‘you tell us to give the details, then we will give’. SBI should not be selective. SBI has to be candid and fair to the court,” Chief Justice of India D.Y. Chandrachud, heading a five-judge Bench, addressed the SBI, represented by senior advocate Harish Salve.
    Also Read | Why did SBI not give ECI electoral bonds’ numbers to be made public, SC asks
    The court said the information on electoral bonds forwarded to the ECI should contain “all details in terms of purchase and in terms of receipt of contributions” to political parties under the electoral bonds scheme.
  • এসবিআইর আচরণ যা যা প্রশ্ম তুললো | 2409:40e7:e:c373:c82c:26ff:fee0:d269 | ১৮ মার্চ ২০২৪ ২১:৫৩529568
  • On matching electoral bonds to their recipients, financial experts noted that while the bank would have donor names and amounts of electoral bonds purchased, it would be impossible to match each bond to its recipient. This meant that either the bank had been playing at deception and subterfuge with the court in its initial responses, or that it had been storing this data about bearer bonds, which by their basic definition have no registered owners, illegally.
    Documents shared by Reporters Collective, however, revealed that SBI, on the Union Finance Ministry’s bidding, had been collating data on electoral bonds within 48 hours after the redemption deadline ended. This information was regularly shared with the Union finance ministry, indicating that SBI had maintained a data trail of the bonds sold and redeemed by political parties, using a serial number on each bond.
    Had the country’s most widely used and trusted bank been untruthful in its responses to the Supreme কোর্ট? 
     
  • সুপ্রিম বকুনি! | 2409:40e7:e:c373:c82c:26ff:fee0:d269 | ১৮ মার্চ ২০২৪ ২২:৩৯529573
  • শুনুন, শোনান! 

  • লটারি রাজার ছেলে বিজেপিতে! | 103.77.139.98 | ১৮ মার্চ ২০২৪ ২৩:৩৫529576
  • কর্পোরেট হইতে স্বাধীন একটি সংবাদ মাধ্যম থেকে
  • তাহলে এরা মোট কত কোটির সরকারি বরাত পেল? | 2409:40e7:1c:bc6c:3818:3bff:fe1b:676d | ১৯ মার্চ ২০২৪ ২০:২৫529598
  • A company that says it’s “one of the protagonists of Prime Minister Narendra Modi’s dream of India becoming a $5 trillion economy” bought electoral bonds worth Rs 30 crore, according to data published by the Election Commission on March 14.
    The company in question, APCO Infratech Private Limited, bought these bonds from January 15, 2020 to October 12, 2023. 
    APCO, headquartered in Lucknow, is owned by one Anil Singh. It’s been awarded a plethora of projects in Uttar Pradesh and Maharashtra, spanning roadways, transport, irrigation and water sanitation.
    These prestige projects include the Rs 1,500 crore Bundelkhand expressway project in Uttar Pradesh in November 2019 and the Rs 9,000 crore Versova-Bandra sea link project in Mumbai in 2022.
    In 2021, APCO got a contract for the Bengaluru-Chennai expressway project and another for four-lane construction between Munger and Mirzachauki. In 2022, it won a contract for road construction on highways including through Chandauli-Sakaldiha-Saidpur, Mohansarai-Upadhyaya Nagar-Chakia, Junjwani to Sidhara, Faridabad-Ballabgarh bypass, Shyamali-Ambala expressway, and Naidupeta-Turpu Kanupur.
    In 2020, APCO was given a contract to build over-bridges on Dr E Moses Road and Keshavrao Khade Marg in Mumbai. Last year, a Comptroller and Auditor General report said “undue favour” amounting to Rs 27.14 crore was given to all the contractors involved in the project.
    In 2022, the UP government, under its State Water & Sanitation Mission, awarded APCo a contract for “design, drawings, DPR and construction of multi-group of villagers water supply scheme” in Agra and Mathura. The contracts were worth Rs 1,840.7 crore and Rs 892 crore.
    In January this year, Maharashtra State Road Development Corporation nominated APCO to  develop wayside amenities along Samruddhi Mahamarg corridor. 
    In total, APCO has been awarded two road projects by the UP Public Works Department, three by the UP Expressway Industrial Development Authority, one by the Municipal Corporation of Greater Mumbai, two by the Maharashtra State Road Development Corporation, nine by the National Highways Authority of India, and one by Indian Railways Construction International Ltd, a PSU.
     
  • সিএস | 2405:201:802c:7815:6dd4:d8b6:4c50:79cc | ১৯ মার্চ ২০২৪ ২০:৩৩529599
  • এই মালগুলোকে কি রামবালকের মন্দিরেও টাকা দিতে হয়েছে ? ট্রাস্ট না কী যেন একটা আছে, তার হিসেব পাওয়া যায় না ?
  • বকলম -এ অরিত্র | ২১ মার্চ ২০২৪ ২২:৫৭529653
  • ফিউচার গেমস এর ডোনেশন
     
    Of the bonds worth ₹1,368 crore purchased by Future Gaming and Hotel Services, 39.6% went to AITC, followed by the Dravida Munnetra Kazhagam (DMK, ₹503 crore, 36.7%), and the YSR Congress Party CP (₹154 crore, 11.2%). The Bharatiya Janata Party received ₹100 crore from the firm (7.3%).
     
     
    অর্থাৎ কলকাতার মারওয়ারিদের টাকা সবটা তৃণমূল পায়নি। সেটাই হওয়ার, অবাক নই!
  • বকলম -এ অরিত্র | ২১ মার্চ ২০২৪ ২২:৫৯529654
  • মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রা
     
    MEIL donated ₹584 crore to the BJP (60% of its donations) – its most for any party – followed by ₹195 crore to the Bharat Rashtra Samithi (20%), and ₹85 crore to the DMK (8.8%). Its subsidiary Western UP Power Transmission Company, Ltd. donated ₹110 crore to the Indian National Congress (INC), the most for any party, followed by ₹80 crore to the BJP.
  • বকলম -এ অরিত্র | ২১ মার্চ ২০২৪ ২৩:০১529655
  • কুইক সাপ্লাই 
     
    Qwik Supply Chain Pvt. Ltd. – the third biggest donor via the electoral bond route – gave ₹375 crore to the BJP and ₹25 crore to the Shiv Sena. (Three Reliance Group companies own 50% of Qwik.) 
     
    সঞ্জীব গোয়েনকা
    Haldia Energy bought bonds worth ₹281 for the AITC and ₹81 crore for the BJP. Vedanta, Ltd. gave ₹226 crore to the BJP, followed by ₹104 crore to the INC.
  • বকলম -এ অরিত্র | ২১ মার্চ ২০২৪ ২৩:০১529656
  • জালান
     
    Keventer Food Park Infra, Ltd., MKJ Enterprises, Ltd., and Madanlal, Ltd. – all three firms registered with the same address in Kolkata and with at least one director in common – donated ₹573 crore together. Of this, 60%, or ₹346 crore, went to the BJP and 21% (Rs 121 crore) went to the INC.
  • দীমু | 182.69.177.55 | ২১ মার্চ ২০২৪ ২৩:৪০529657
  • ফরোয়ার্ড সূত্রে প্রাপ্ত। যাচাই করি নি।  
     
     
     
  • বকলম -এ অরিত্র | ২১ মার্চ ২০২৪ ২৩:৪৬529658
  • Electoral Bonds: Many Owners of Big Media Are Also in List of Heftiest Political Donors
     
    Owners of many large and influential news television networks, radio stations, newspapers, magazines, portals and OTT have emerged as political donors. Questions about media being an effective ‘fourth pillar of democracy’ have sprung up as its ties with big business and now political funding have been partially unveiled.
     
    https://thewire.in/media/electoral-bonds-big-media-donors
  • পুরো ডাটা | 2409:40e7:1d:d5c1:8c49:27ff:fea3:aadc | ২২ মার্চ ২০২৪ ০১:২০529661
  • ধন্যবাদ!  :)
  • কাদের জন্য ছাপিয়ে রেখেছিল! | 2409:40e7:1d:d5c1:8c49:27ff:fea3:aadc | ২২ মার্চ ২০২৪ ০১:২৮529662
  • কী বিপুল পরিমাণ টাকা এবারের নির্বাচনে ঢুকতে চলেছিল! 
     
    BJP Govt Printed EBs Worth Rs 8,350 Cr After SC Reserved Verdict on স্কিম 
     
    তাও আবার আমার আপনার মত ট্যাক্সপেয়ারের টাকায় এগুলো ছাপানো হয়েছে!
  • r2h | 165.1.200.98 | ২২ মার্চ ২০২৪ ০১:২৯529663
  • ফিউচার গেমিং মোটামুটি সর্বত্রই নৈবেদ্য চড়িয়েছে!
  • FG | 223.29.193.99 | ২২ মার্চ ২০২৪ ১৫:২৪529681
  • রাজ্য অনুযায়ী যেখানে যেখানে ব্যবসা করছে সেই সেই সরকারে নৈবেদ্য চরার কথা। নচেৎ লটারির প্রথম ​​​​​​​পুরস্কার ​​​​​​​অভিষেককে ​​​​​​​২১ ​​​​​​​বার ​​​​​​​দেওয়ার ​​​​​​​মতো ​​​​​​​পরিস্থিতি ​​​​​​​হবে। 
    কিন্তু ইলেকটোরাল বন্ডের টাকাগুলো এবার  যাবে কোথায়? ডোনারদের কাছে  ফেরৎ যাবে? তাহলে তো কর্পোরেটের লাভ ই লাভ সোনায় সোহাগা। আর পার্টির কাছে থাকলে সে টাকা ইলেকশনে না ঢোকার গ্যারান্টি কী ?
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ মার্চ ২০২৪ ১৬:৪৩529686
  • নির্বাচনী বন্ড নিয়ে ডঃ কুণাল চট্টোপাধ্যায় এর বক্তব্য (গুরুর হোয়্যাটস্যাপ গ্রুপ থেকে)
     
    প্রশ্ন হল এই ইলেক্টোরাল বন্ড বস্তুটা কী ? আমার যে চুল ছাঁটে বাবলু তার সব কিছুতেই আগ্রহ। আমার কাছে এই বন্ড সম্পর্কে জানতে চায়। বাবলুকে বলি,' তুই আদার ব্যাপারি কেন এসব নিয়ে ভাবছিস?'

    মনে মনে ভাবি এসব নিয়ে ভাববো আমরা, যাদের কবির ভাষায়-
    মাসান্তে মাসান্তে আছে পেনশন প্যাকেট
    তাতে কেনা হয়ে যায় গ্রীষ্মে বাতাবি লেবু, শীতের জ্যাকেট।
    আমরাই তো ফেসবুক ভরাবো।

    এখন দেখা যাক এই বন্ড বস্তুটা খায় না গায়ে মাখে।
    এই বন্ড হল এক ধরণের প্রোমিসারি নোট যেটা কিনা সুদমুক্ত। অর্থাৎ অন্য সব বন্ড থেকে যেমন আমরা নিশ্চিত শতাংশের ডিভিডেন্ড বা সুদ পাই এখানে তার সম্ভাবনা নেই। এটা ১০০০, ১০০০০ প্রভৃতি সংখ্যার গুনিতকে যেকোন বৈধ নাগরিক বা কোম্পানি স্টেট ব্যাঙ্কের কিছু বিশেষ শাখা থেকে কিনতে পারে এবং কিনে পছন্দের মত এক বা একাধিক রাজনৈতিক দলকে দান করতে পারে, তবে সেই দলটিকে অন্তত মোট ভোটের এক শতাংশ পেতে হবে। সেই রাজনৈতিক দলটি বন্ড পাওয়ার ১৫ দিনের মধ্যে নির্দিষ্ট স্টেট ব্যাঙ্কে গিয়ে সেটা ভাঙিয়ে টাকাটা দলের account এ রাখতে পারবে। নির্দিষ্ট ১৫ দিনের মধ্যে টাকাটা না তুললে সেই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়বে। এখানে এই বন্ড দিচ্ছে কে সেটা কেবলমাত্র সেই প্রাপক রাজনৈতিক দল জানবে, আর জানবে স্টেট ব্যাঙ্ক। আমজনতা বা ভোটাররা জানতে পারবে না। এখানে যেটা বলার তা হল কোন ব্যবসায়িক সংস্থা তার লভ্যাংশের ৭.৫ শতাংশ কিংবা বিক্রয়লব্ধ আয়ের ১০ শতাংশের বেশি টাকার মূল্যের বন্ড কিনতে পারবে না।

    আগে রাজনৈতিক দলগুলো ২০০০০ এর বেশি টাকা চেকের সাহায্যে নিতে পারতো। দাতার নাম প্রকাশ করাটা তাদের বার্ষিক প্রতিবেদনে বাধ্যতামূলক ছিল না।

    প্রশ্ন হল এটা কি সত্যি অজ্ঞাতনামা(anonymous )? এর উত্তরে বলা যায় technically হ্যাঁ। কারণ যখন সেটা redeem করা হবে তখন সেই বন্ডে দাতার নাম নেই। কিন্তু রাজনৈতিক দলকে দান করার সময় নাম জানাতে হবে।

    একটা হিসেব বলছে এ পর্যন্ত এই বন্ড থেকে সব চেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি। তারা প্রায় অর্ধেক টাকা পেয়েছে। কয়েকটি দলের প্রাপ্ত টাকা নিম্নরূপ:
    বিজেপি।   ৬৯৮৬.৫ কোটি
    টিএমসি।   ১৩৯৭.০ কোটি
    কংগ্রেস।    ১৩৩৪.০ কোটি
    স্ট্যালিনের
    দল               ৫০৯.০ কোটি

    যে ব্যবসায়ী গোষ্ঠীগুলি কলিযুগের এই কুরুক্ষেত্রে দাতা কর্ণের ভূমিকায় সব থেকে এগিয়ে এসেছে তাদের মধ্যে আছে লটারি, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার, মিডিয়ার মত ক্ষেত্রগুলি।

    সম্প্রতি এই বন্ডের সাংবিধানিক ও আইনগত প্রশ্নে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কিছু আইনজীবী। এরা হলেন প্রশান্তভূষণ, নিজাম পাশা, কপিল সিব্বাল, বিজয় হাঁসারিয়া, সঞ্জয় হেগড়ে ও সাজান ফারাশাত। এদের কজনের কটা করে হাভেলি আছে? কোন কোন মডেলের গাড়ি আছে? চাটার্ড বিমান আছে কি না, কিংবা ক জন কতো টাকা করে আয় কর দেয় সে সব প্রশ্ন তোলা বাতুলতা। কিন্তু এরা কিছু প্রশ্ন তুলে সরকারকে বিলক্ষণ আতান্তরে ফেলেছে সে কথা বলা ই যায়। তাদের যুক্তি এক, এই আইন জনগনের রাইট টু ইনফরমেশন violate করেছে। দুই, ঘুর পথে বোঝাপড়া এবং quid-pro-quo অর্থাৎ দাতা গ্রহীতার মধ্যে এক ধরণের give and take এর পথ খোলা রেখেছে। তিন,  shell company গুলির ( সেইসব নিষ্কৃয় কম্পানি যাদের নানান কৌশলে অর্থ পাচারের শকট হিসেবে ব্যবহার করা হয় যেমন লিপ্স অ্যান্ড বাউন্ডস) সুবিধার পথ প্রশস্ত করেছে। চার, এই টাকা নির্বাচন ছাড়া অন্য উদ্দেশে ব্যবহার করা হতে পারে। পাঁচ  কালো টাকার দুর্নীতি বাড়বে। ছয় রাজনৈতিক দলগুলির মধ্যে level playing field এ ব্যাঘাত ঘটাবে।

    নিরপেক্ষ ভাবে দেখতে গেলে সবকটি সম্ভাবনা ই সত্য। কিন্তু যেটা বলার তা হল এই বন্ড আসার আগে কি এর কোনটার সম্ভাবনা ছিল না? একটা কথা বলা হয়ে থাকে ভারতের মত বিশাল জনসংখ্যা ও অর্থনীতির দেশে সাধারণ নির্বাচন  হলে পশ্চিমী বেশ কিছু দেশের স্টক মার্কেট নাকি প্রভাবিত হয়। একটা কথা বলা ই যায় প্রয়াত অরুণ জেটলি র সময়কালে আনা এই বন্ডের ভাবনা কিছুটা হলেও সংগঠিত টাকার বাজারে বিপুল পরিমাণ বেহিসেবী টাকাকে (পড়ুন কালো টাকাকে) ব্যাঙ্কবন্দি করার চেষ্টা করা হয়েছে। ভারতে নির্বাচনের সাথে যুক্ত আর্থিক দুর্ণীতির এ হেনো সন্ধান প্রথম হলেও অতীতে ইউ পি এর আমলে VIDS (Voluntarily Income, Discloser Scheme) এর দৃষ্টান্ত আছে। তখন অঘোষিত আয় প্রকাশ করলে কোন রকম শাস্তিমূলক পদক্ষেপ না গ্রহন করার সরকারি প্রতিশ্রুতি  দেওয়া হয়েছিল। ফলে এই বাবদ আয়ের যে পরিমান সরকার অনুমান করেছিল তার চেয়ে অনেক বেশি টাকা দেশের অর্থভান্ডারে জমা পড়েছিল। এই বন্ড ব্যবস্থা চালু হওয়ার আগে রাজনৈতিক দলগুলির ঘোষিত আয় ব্যয়ের হিসেব পাড়ার যুবক সংঘের বারোয়ারী পুজোর হিসেবের চেয়ে ইতর বিশেষ ছিল না। এক দিনে কয়েক কোটি টাকা সংগ্রহের মাধ্যমে কোন দলের নেতার নামে চারতলা ভবন নির্মাণের মত ঘটনা অনেক ঘটেছে। রাজীব গান্ধী ফাউন্ডেশনে অর্থ সাহায্যের মধ্যে কর্পোরেট হাউসগুলির যেমন quid-pro-quo স্বার্থ ছিল তেমন স্বার্থ এই নির্বাচনী বন্ড ক্রেতাদের মথ্যে থাকবে না এটাও আশা করা ভুল। 

    কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাসট্রির শতবর্ষে এই কলকাতায় যখন বিশ্বের তাবড় তাবড় নেতা ও বনিকসভার চাঁদের হাট বসেছিল তখন ওডিশা, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্রর মত রাজ্যগুলো বিশাল বিশাল মৌ স্বাক্ষর করেছিল। সেদিন খালি হাতে তাকিয়ে তাকিয়ে দেখে মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এমন ই level playing field এর কথা বলেছিলেন। Fiscal Federalism এর মতো political Federalism এর কথা না ভেবে competitive Federalism এর কথা ভাবলে বড় দলের বেশি বন্ড ঘরে তোলার ব্যাপারটা বোঝা যায়। সেখানে আমাদের রাজ্যে মহাশক্তিধর শাসক দলকে শিল্পপতিরা শূণ্য আসনের বিরোধী দলের তুলনায় বেশি গুরুত্ব দেবে সেটাই স্বাভাবিক। তাই শূণ্য আসনের দলকে চাঁদার বিল বই নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। আই পিএল কে যদি মেনে নিতে হয় তা হলে সফল প্লেয়ারের বাজার দরকে ও মানতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে এই প্লেয়ার কেনা বা বায়নার বিষয়টার মধ্যে যেনো স্বচ্ছতা থাকে। অতীতে প্রায় সবটাই যেখানে নগদে হতো সেখানে বন্ডের মাধ্যমে কিছুটা হলেও লাগাম দেওয়ার চেষ্টা হয়েছে।

    সামগ্রিক ভাবে যদি বিষয়টা দেখা যায় তা হলে লক্ষ্য করা যাবে বামপন্থীরা যাঁকে 'বানিয়া' বলে কটাক্ষ করে তাঁর অনুসৃত আর্থিক নীতি গুলোর অভিমূখ গোড়া থেকেই capitalistic. সেটা জি এস টি, নোটবন্দী, মেক ইন ইন্ডিয়া, ইলেক্টোরাল বন্ড যেটাই হোক না কেনো। প্রতিশ্রুতি মতো সাত শতাংশে মুদ্রাস্ফীতি কে রাখা, বিদেশী মুদ্রার ভান্ডার ভরানো, থেকে ২৩-২৪ অর্থ বর্ষের শেষ কোয়ার্টারে আট শতাংশ জিডিপি বৃদ্ধির এসব ই সেই পূঁজিবাদী  ভাবনার ফল। এই ফল গোড়ার দিকে নোবেলজয়ী ভারতীয় অর্থশাস্ত্রীদ্বয়, প্রণব বর্ধন, কৌশিক বসু প্রমুখের আশংকাগুলোকেও মিথ্যে প্রমান করেছে। রঘুরাম রাজনের সাম্প্রতিক এক সাক্ষাতকারেও এটার সমর্থন মিলেছে।
  • ডাক্তার বাবুর কী রাগ! | 2401:4900:7066:3db1:85f6:8cf3:923:d51a | ২২ মার্চ ২০২৪ ১৭:৩৭529687
  • শোনা যাচ্ছে ফার্মা আর হসপিটাল থেকে সাড়ে চার হাজার কোটি টাকা এসেছিল। কেন রে জাহাজের খবর রাখিস অশিক্ষিত বাবলু সব! জাক্তার কুণাল ছিল ফুলে গোল হল রেগে লাল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন