এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • উপদেষ্টার নাম সঞ্জীব সান্যাল 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ৩০ মার্চ ২০২৪ | ২৮৭৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • উনিজির কোনো এক অর্থনৈতিক উপদেষ্টার নাম সঞ্জীব সান্যাল। তিনি বাঙালি সম্পর্কে চাড্ডিরা যা বলে এবং ভবে থাকে, আরেকবার বলেছেন। মোদ্দা কথা হল, বাঙালি  ধূমপান করে, মদের গ্লাসে চুমুক দিয়ে সারা বিশ্বের ব্যাপারে জ্ঞান দেয়, আর মৃণাল সেনের সেনের ছবি দেখে, এই হল তার অধঃপতনের কারণ। 

    এইসব অর্থনৈতিক উপদেষ্টাকে কোথা থেকে বেছে আনা হয় কে জানে, উনিজি বলেই সম্ভব। কিন্তু সেটা কথা না, কথা হল এই নিয়ে বাঙালিরও তেমন আলোড়ন নেই। এমনকি মমতাশঙ্কর নিয়েও যতটা আলোড়ন, তার ধারেকাছেও নেই। কারণ, এই গল্পটা দিয়ে দিয়ে শিক্ষিত বাঙালিকে একরকম করে খাইয়ে দেওয়া গেছে। "বাঙালি অপদার্থ" বললে তারা জাতিবিদ্বেষ খুঁজে পায়না, পবন সিং এর মতো লোকে বাঙালি মেয়েদের নিয়মিত ব্যবধানে "মাল" বললে তাদের কিছু এসে যায়না।

    তা, সে যাই হোক, অর্থনৈতিক উপদেষ্টা নামক এই জীবটি মৃণাল সেন এবং সিনেমা-টিনেমা এনেছে যখন, তখন সিনেমা এবং শিল্প নিয়ে একটু কথা বলা যাক। শিল্প অর্থাৎ সংস্কৃতি এবং শিল্প অর্থাৎ বাণিজ্য সম্পর্কে ভুল ধারণা থাকা ঠিক না। ৪৭ এর আগে বাঙলায় অন্তত তিনটে বিরাট বড় সিনেমাশিল্পের প্রতিষ্ঠান ছিল। একটার নাম নিউ থিয়েটার্স, প্রতিষ্ঠাতা বীরেন সরকার, যার কথা সবাই জানে। দুই, ভারতলক্ষ্মী, এবং তিন, ইস্ট ইন্ডিয়া ফিল্ম কোম্পানি। সিনেমায় আজকে যেমন বোম্বে, এদের কল্যাণে কলকাতা সেরকমই ছিল সেইসময়। অর্থাৎ গোটা অবিভক্ত বাংলার বাজার ছাড়াও,  এদের সিনেমা গোটা ভারতে, দক্ষিণ ভারত থেকে হিন্দি বলয় ছাড়িয়ে চলত অন্তত লাহোর অবধি। বাংলার নায়ক-নায়িকা, কানন দেবী, প্রমথেশ বড়ুয়া ব সায়গল, এঁরাও ছিলেন সর্বভারতীয়। এই সময়, সঙ্গের ছবি থেকে দেখতে পাবেন, বাংলায় ১৮ টা ব্যাংকের হেডকোয়ার্টার ছিল। দুই বাংলা মিলিয়ে। এই ব্যাংকগুলো ছিল  সিনেমার ফিনান্সের মূল জোগানদার।
     


    এই ব্যবস্থা দিব্যি চলছিল। কিন্তু তারপর ৪৭ এ এল দেশভাগ। বাজার অর্ধেক হয়ে গেল। সঙ্গের ছবি থেকে দেখতে পাবেন, বাংলার তিন-চতুর্থাংশ  ব্যাংক লাটে উঠল ১৯৫৫ সালের মধ্যে। একমাত্র এলাহাবাদ ব্যাংক ছাড়া আর কেউ অবিক্রিতভাবে টিকেও রইলনা। এই ব্যাংক লাটে ওঠার ছবি আপনারা নানা সিনেমায় দেখতে পান, কিন্তু কেউ বলেনা, যে, ব্যাপারটা অত্যন্ত বেশিমাত্রায় ঘটেছিল কেবলমাত্র পাঞ্জাব আর বাংলায়। এবং তার কারণ দেশভাগ। তা, এর ফল কী হল? সিনেমার বাজার হল অর্ধেকেরও কম, ফিনান্স জোগানোর জন্য কোনো ব্যাংক রইলনা, এবং কেন্দ্রীয় সরকারও দেশভাগ করে হাত ধুয়ে ফেলল। অতএব, প্রায় সঙ্গে সঙ্গেই সিনেমার স্টুডিওগুলো ধুঁকতে শুরু করল। তিনটে বৃহৎ প্রতিষ্ঠানই ওই ৫৫ সালের মধ্যেই কার্যত বন্ধ হয়ে গেল।

    ফলে ওই খানেই বাঙালির সিনেমা ব্যবসার ইতি। যার পিছনে বাঙালির কোনো হাত ছিলনা। ৪৭ এর পরে বাঙালির ফিনান্সের আর জায়গা রইলনা। পড়ে রইল মারোয়াড়ি পুঁজি, যাদের বংশগত সম্পদ এবং যোগাযোগ আছে। তাদের হাত ধরেই কোনোক্রমে টিকে থাকা। উত্তম-সুচিত্রার স্বর্ণযুগ বলে যেটা চালানো হয়, সেটা সম্পূর্ণ ঢপের গল্প। ওই সময় সাদা-কালো ছবি বানাতে হত, কম পয়সার জন্য। এবং উত্তম-সুচিত্রা থেকে হেমন্ত-সলিল বোম্বে যাবার জন্য উদগ্রীব হয়ে থাকতেন, কারণ, কলকাতা ধ্বংস হয়ে গেছে, সক্কলেই জানতেন। যেটা ঢপের নয়, সেটা হল, পুঁজি এবং বাজার কেড়ে নিলেও বাঙালির সৃজনশীলতা কেড়ে নেওয়া যায়নি। অল্প বাজেটে সাদা-কালোতে অসম্ভব কিছু সিনেমা বানিয়েছেন বাঙালি পরিচালকরা, যা অসম যুদ্ধে আরও কিছুদিনে টিকিয়ে রেখেছিল বাংলা সিনেমাকে। রাজনীতি পুঁজি কাড়তে পারে, কিন্তু সৃজনশীলতা  কাড়া মুশকিল। সত্যজিৎ রায়ের ছবির প্রযোজক হতেন জনৈক বনশাল, বাঙালির শিল্পব্যবসা তখন লাটে উঠে গেছে, কিন্তু বনশাল তো সিনেম বানাতে পারবেননা। তাই সত্যজিৎ, তাই মৃণাল, তাই তরুণ মজুমদার, তাই অগ্রদূত।  

    এইটা শুধু সিনেমার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। ব্যাংক উঠে গেলে, কাঁচামাল জোগাড় না হলে, বাজার অর্ধেক হয়ে গেলে, তার প্রভাব তো শুধু একটা জায়গায় পড়েনা। ইঞ্জিনিয়ারিং থেকে পাট সর্বত্রই পড়ে। সবই ধীরেসুস্থে উঠে যেতে শুরু করে ওই ৪৭ থেকেই। কেন্দ্রীয় সরকার এইসব ঠেকাতে, শুরু থেকে এখনও, সহযোগিতা তো নয়ই, চুষে খাওয়া ছাড়া আর কিছু করেনি।

    শিক্ষিত লোকেরা আজকাল কিছু লব্জ ছাড়া বোঝেননা। সেরকম একটা লব্জ হল লেভেল প্লেয়িং ফিল্ড। তা, ৪৭ এর পরে বাঙালির লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু ছিলনা। অনেক অনেক পিছনে থেকে দৌড় শুরু করতে বলে, হ্যা-হ্যা-ব্যাটা-প্রতিবন্ধী-ব্যাটা-পারেনা বলে হাসা একটা কুৎসিত জিনিস। যেটা কেন্দ্র করেই চলেছে। এবং তার চেয়েও কুৎসিত জিনিস হল, শিক্ষিত বাঙালিরা থেকে থেকেই এর সঙ্গে গৌর-নিতাই এর মতো হ্যা-হ্যা-বাঙালি-পারেনা বলে আনন্দ পেয়ে নেচে চলেছেন। এমনিতে তাঁরা বিদ্বান ও বুদ্ধিমান, কিন্তু মস্তিষ্ক প্রক্ষালনযন্ত্র এতই গভীরে ঢুকে কাজ করেছে, যে একট জাতিকে 'পারেনা' বলে দাগিয়ে দেওয়া যে জাতিবিদ্বেষ, সেটা তাঁরা বুঝতে পারেননা, এমনকি এটা যে স্রেফ ব্যক্তিগত পারা-না-পারার ব্যাপার না, সেটাও বোঝেন না। সঞ্জীব সান্যালের মতো উপদেষ্টারা এই অবোধপনারই সুযোগ নেন।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ৩০ মার্চ ২০২৪ | ২৮৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:cad:bb2:785a:5e14 | ০২ এপ্রিল ২০২৪ ১৮:৫৩530159
  • ওব্বাবা এ তো পুরো চল্লিশ মিনিটের ভিডিও! এটা দেখে চল্লিশ মিনিট সময় নষ্ট কে করবে! সেই সমটায় বরং নেটফ্লিক্সে আমব্রেলা অ্যাকাডেমির একটা এপিসোড দেখে নিতে পারি, এমনকি পল ক্রুগম্যানের ফ্রি ট্রেড এর ওপর একটা টেড টক বা য়ুটুব ভিডিও দেখে নিতে পারি! 
  • r2h | 165.1.172.197 | ০২ এপ্রিল ২০২৪ ১৯:৩২530160
  • এমনিতে আর্থিক/ অর্থনৈতিক উন্নতি তো খুবই মোক্ষ, সেসবে সন্দেহ নেই, কিন্তু ঘনবসতিপূর্ন জায়গা, যেখানে ডেমোগ্রাফি গত সত্তর আশি বছরে আমূল বদলেছে, সেসব জায়গাতে ভারি শিল্প হবে, গাড়ি কারখানা হবে, অনুসারী শিল্প হবে, ইন্দাস্ট্রির বান ডেকে যাবে, এইগুলি খুব রূপকথা মূলক লাগে।

    সেদিন ফেসবুকে দেখছিলাম একজন লিখেছেন নিকোবর দ্বীপে নাকি পরিবেশবাদীদের ব্যাগড়ায় গুটিকতক গাছ কেটে রানওয়ে বাড়ানো যাচ্ছিলেন, উনিজি সেসবকে তুচ্ছ করে প্রস্থে ও দীঘে টানা সমান করে দিয়েছে, উনিজির জয় বলো।

    তো এই জিনিসগুলি মজার।

    এমনিতেও এসব নিয়ে বড় সড় গোল বাঁধতে বাঁধতে আমাদের প্রজন্ম হয়তো গতাসু হবে, পরের লোকজন নিজেদের ম্যাও নিজেরা বুঝে নেবে।
  • dc | 2402:e280:2141:1e8:cad:bb2:785a:5e14 | ০২ এপ্রিল ২০২৪ ১৯:৩৮530161
  • "প্রস্থে ও দীঘে টানা সমান করে দিয়েছে" - মানে স্কোয়্যার রানওয়ে? 
  • r2h | 165.1.172.197 | ০২ এপ্রিল ২০২৪ ১৯:৪১530162
  • না, ওটা রেটোরিক, দুই বিঘা জমির রেফারেন্স।
  • dc | 2402:e280:2141:1e8:cad:bb2:785a:5e14 | ০২ এপ্রিল ২০২৪ ১৯:৪৬530163
  • আচ্ছা। আমি ভাবলাম বিশ্বগুরুর লেটেস্ট আইডিয়া বুঝি cheeky
  • cb | 45.139.122.176 | ০২ এপ্রিল ২০২৪ ১৯:৫১530164
  • পয়সা করতে হলে বিশ্বগুরু ও তাঁর টিমই ভরসা। নড়বড়ে ইন্ডি পিন্ডি এলে বাজার এক্কেরে পপাত চ মমার চ হবে।
  • dc | 2402:e280:2141:1e8:cad:bb2:785a:5e14 | ০২ এপ্রিল ২০২৪ ২০:০৫530165
  • না না মার্কেট বিশ্বগুরু এলেও উঠবে, কংগ্রেস এলেও উঠবে। সেনসেক্সের কুড়ি বছরের চার্ট দেখুন, ২০০০ এর পর থেকে কন্টিনুয়াস গ্রোথ দেখতে পাবেন। সরকারে যেই আসুক না কেন, মোটামুটি ফ্রি মার্কেট ফ্রেন্ডলি আর লিবারাল ইকোনমিক পলিসি নিলে গ্রোথ ঠিকই হবে। মনে করে দেখুন, সত্তর বছরে ইন্ডিয়ার সবথেকে ভালো ফিন্যান্স মিনিস্টার মনমোহন সিং কংগ্রেসের, ওনার লিবারালাইজেশান পলিসি না হলে আধুনিক ইন্ডিয়া হতো না।  
  • &/ | 151.141.85.8 | ০২ এপ্রিল ২০২৪ ২২:৫৬530168
  • টাকা করবেন ভালো কথা কিন্তু সে টাকা দিয়ে করবেন কী? ধরুন ভালো খাবেন, বেড়াবেন, নানা বিনোদন নেবেন, এই প্ল্যান করলেন। কিন্তু ধরুন খাওয়াদাওয়া সব ইডলি হয়ে গেল আর বেড়ানো টেড়ানোর ব্যবস্থাও কিচাইন হয়ে গেল, বিনোদন তথৈবচ। ভীষণ করোনা ফরোনা দূষণ ঝড় টর্নেডো মানে যাকে বলে তুমুল টার্বুলেন্স। সেই অবস্থায় টাকা দিয়ে কোন কচু হবে?
  • &/ | 151.141.85.8 | ০২ এপ্রিল ২০২৪ ২২:৫৮530169
  • তারপরে ধরুন সান্যালবাবু এআই লাগিয়ে শাহরুখ খান সেজে এসে হাজির হলেন। :-)
  • আ খোঁ | 2402:3a80:a31:3204:0:4d:f6ba:a201 | ০২ এপ্রিল ২০২৪ ২২:৫৯530170
  • গুরু 
    প্রথমে বলে রাখি প্রচুর পড়াশুনো আর লেখালেখি - কোনোটারই দক্ষতা বা অধ্যবসায় বা সময় কোনোটাই আমার নেই। দুটোই এত কিঞ্চিৎ যে লেখার ব্যাপারে জ্ঞান দেওয়া যে কতটা মূর্খামি শুধু সেটুকু জ্ঞান আমার আছে। আপনি আর চড়াবেন না। পড়লে খুব লাগবে। :-D 
    এবার আপনার প্রশ্নগুলো -
    আপনারটা খুবই চমৎকার প্লট। লিখে ফেলুন। ওটা লেখার জন্য বললাম, এমনিতে ভয়ংকর ডিস্টোপিয়া। তবে বেশি করে লেখা দরকার। আপনি লিখুন। গাজা নিয়ে আপনার টই আমি যথাসম্ভব ফলো করেছি। হীরেন বাবুরও। 
    আর নিজের লেখার ব্যাপারে আর কি বলবো। ইলেভেন্থ আওয়ারে হিমশিম অবস্থায় একমাত্র ভরসা স্টেজে মারা বিদ্যা। ফলে ওই ল্যাপটপেই... শুরু-শেষ আর কি। :-D 
    ও বুশনেল, এই যে - https://www.4numberplatform.com/?p=36153  
  • আ খোঁ | 2402:3a80:a0b:9001:0:1a:76a:4701 | ০২ এপ্রিল ২০২৪ ২৩:১৭530172
  • &/
    সেই টার্বুলেন্সকেও ডিসি স্টক মার্কেটে বেচে দেবেন। এইভাবে আরো টাকা হবে। এইভাবে আমরা ডিসির হাত ধরে মনমোহন সিং যে আধুনিক ভারতের রূপকার তার আধুনিকতর সংস্করণের দিকে এগিয়ে যাবো। নায়কের উত্তমকুমারের মতো আমরা ভারতের যেখানেই পা রাখবো সেখানেই পা টাকায় ডুবে যাবে। আহা। 
  • &/ | 151.141.85.8 | ০২ এপ্রিল ২০২৪ ২৩:১৯530173
  • বাস্তবে যেখানে দমবন্ধ অন্ধকার যক্ষপুরী হয়ে যাচ্ছে আমাদের জায়্গাগুলো, সেখানে সাইফাই গুলোতে আমাদের উল্টো কিছু দেখাতে হবে। কীভাবে সবুজ ফেরানো যাচ্ছে, কীভাবে দূষণ কমানো যাচ্ছে, কীভাবে নদী, দিঘি, ঝিল, বিল ইত্যাদি সংরক্ষণ করা যাচ্ছে- এইসব। সাহেবরা নিজেরা সুখে থাকে আর ভয়ানক সব ডিস্টোপিয়া লিখে লিখে দুনিয়া জুড়ে মার্কেট বানায়, এও একরকম ফাঁদ। আমরা সেই ফাঁদে পড়বো কেন? আমরা বরং উল্টো ধাক্কা দেবো।
  • অরিন | 119.224.61.73 | ০৩ এপ্রিল ২০২৪ ০৩:২৩530185
  • এই থিম কিন্তু এখনকার কালে যারা ক্লাইফাই লিখছেন তারা লেখেন। 
    যেমন এলিনর ক্যাটনের গতবছরের উপন্যাস বার্নাম উড।
    পড়েছেন‌ নিশ্চয়ই।
  • &/ | 151.141.85.8 | ০৩ এপ্রিল ২০২৪ ০৪:৩৬530187
  • 'বার্নাম উড' পড়া হয় নি, সন্ধান দেবার জন্য ধন্যবাদ।
    তবে পজিটিভ ধরণের সাইফাই লেখার আহ্বান করে একধরণের মুভমেন্ট, সেটার কথা শুনেছিলাম। আরও বেশ কিছু পজিটিভ স্টেপ যেমন কিনা বড় বড় নদীকে রক্ষার জন্য তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের ড্যামেজ যাতে মিনিমাম হয় সেসব দেখা ---এই করে কিছু কিছু নদী নাকি সত্যিই দূষণমুক্ত হয়েছে। দেখা যাক, মানুষই তো আমাদের একমাত্র আশা, সমস্ত সদর্থক পদক্ষেপের জন্য মানুষের উপরে নির্ভর করা ছাড়া উপায় তো নেই।
  • Arindam Basu | ০৩ এপ্রিল ২০২৪ ০৫:০৫530189
  • &\, "বড় বড় নদীকে রক্ষার জন্য তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের ড্যামেজ যাতে মিনিমাম হয় সেসব দেখা ---এই করে কিছু কিছু নদী নাকি সত্যিই দূষণমুক্ত হয়েছে"
     
    হয়েছে তো, যেমন আইন করে নদীকে মানুষ বলে ঘোষণা করে তাকে মানুষের মর্যাদা দেওয়া হয়েছে মাওরী ট্র্যাডিশনে আমাদের দেশের ওয়াঙ্গানুই নদীকে, নীচের লেখাটায় বেশ ভাল করে দেখানো আছে,
    তো এই সব ব্যাপার। 
  • dc | 2402:e280:2141:1e8:88d5:5980:b71f:954a | ০৩ এপ্রিল ২০২৪ ০৫:১০530190
  • ফ্রান্স অলিম্পিক উপলক্ষে সেইন নদীকে দূষণমুক্ত করার কাজ চলছে। ওখানে সুইমিং ইভেন্ট রাখা হবে। এই খবরটা পড়ে অবশ্য আমার সাইনফেল্ডের ইস্ট রিভারে ক্রেমার এর সাঁতার কাটার কথা মনে হয়েছিল। 
  • Arindam Basu | ০৩ এপ্রিল ২০২৪ ০৫:১১530191
  • "খবরটা পড়ে অবশ্য আমার সাইনফেল্ডের ইস্ট রিভারে ক্রেমার এর সাঁতার কাটার কথা মনে হয়েছিল। "
    :-), এটা মোক্ষম হয়েছে!
  • Arindam Basu | ০৩ এপ্রিল ২০২৪ ০৫:১৩530192
  •  
    এই যে!
  • &/ | 151.141.85.8 | ০৩ এপ্রিল ২০২৪ ০৫:১৪530193
  • অরিন, অনেক থ্যাংকস। এই নদীর কথাই। এই ট্রেন্ড এই মুভমেন্ট যদি আমাদের গঙ্গা, যমুনা, গোদাবরী ইত্যাদি বড় বড় নদীগুলোর জন্য করা যেত, তাহলে ---
    তবে একটা জিনিস এবারে খেয়াল করলাম পুজোর পরে মূর্তিগুলো নদীতে বা পুকুরে বিসর্জন হয় নি। রেখে দেওয়া হয়েছে মন্ডপপাশের কোনো খালি জায়্গায়, ঝোপের পাশে, গাছতলায়--- এরকম সব। আর গঙ্গার বারোমন্দিরঘাটে স্পষ্ট করে নির্দেশিকা টাঙানো হয়েছে নদীতে কী কী জিনিস ফেলা চলবে না।
    এইসব ছোটো ছোটো সদর্থক পদক্ষেপ ....
  • Arindam Basu | ০৩ এপ্রিল ২০২৪ ০৫:২৬530194
  • অবশ্য কিছু লৌকিক দেবদেবীকে জলে বিসর্জন দেওয়ার রেওয়াজ নেই যেমন কার্তিক ঠাকুর, তারপর শীতলা (যতদূর জানি, আমার জানার পরিধি খুবই কম, ;-) )
    আজকাল কলকাতায় গেলে ঢাকুরিয়া লেকের চারপাশে চক্কর দিতে গেলে অমন দেবদেবীর কাঠামো চোখে পড়ে। 
    তবে আরো বেশী করে হলে তো সার্থক পদক্ষেপ বটেই |
    অনেক রকম ভাবে ভাবা যেতে পারে। 
    এগুলো যেমন হয়েছে, তেমনি ছটপুজোর উৎপাত বেড়েছে মনে হয়। সেও তো ঐ গঙ্গায় ডুব, তারও একটা পলিউশনের ব্যাপার আছে। 
  • dc | 2402:e280:2141:1e8:950b:1614:afe2:7776 | ০৩ এপ্রিল ২০২৪ ০৭:৫৮530196
  • এই পোস্টটা করার সময় আমার একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, সেও নিউ ইয়র্কে থাকে। এখানে পোস্ট করার পর তাকে বললাম সাইন নদীর ক্লিনাপের ভিডিও দেখেছো? সে খুব উৎসাহ নিয়ে বললো হ্যাঁ দেখছি, ওপেনিং সেরিমনিতে আমার পার্টনারের সাথে যাওয়ারও প্ল্যান করছি। তারপর তাকে ইস্ট রিভার এর কথা বললাম, আমরা দুজন মিলে খুব হাসলাম। আমার মতো এই ক্লায়েন্টও ল্যারি ডেভিড এর খুব ভক্ত :-)
  • guru | 115.187.51.111 | ০৩ এপ্রিল ২০২৪ ১২:৪১530213
  • আচ্ছা একটা জিনিস জানাচ্ছি | এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার | গতবছরে নভেম্বরে উনিজি তিনটি রাজ্য জিতে নেবার পরে আমার স্টক মার্কেটে কিঞ্চিৎ লাভ হয়েছিল | তো আমার পছন্দের কলকাতার কিছু রেস্টুরেন্টে বেশ খাওয়া দাওয়া করবার শখ হয়েছিল | নাগা রেস্টুরেন্টে বামবু শুটের এঙ্গারি মাছ , কোরিয়ান বুলগোবী , জাপানী সুশি , অস্ট্রেলিয়ার মালগবি শিরাজ এইসবই চেখে দেখলাম | কিন্তু হঠাৎ করে এই বছরের ফেব্রুয়ারি তে দেখি আমার কোলেস্টেরোল মাত্রা বেড়ে ২০০ ছাড়িয়েছে | ডাক্তারের কড়া নির্দেশ বাইরের সব খাওয়া বারণ আগামী ছয়মাসের জন্য | 
     
    আচ্ছা অতিরিক্ত কনসাম্পশনের ফলেই কি ডায়াবেটিস হয় ? আমি এই নিয়ে জাস্ট একটু আগেই একটা ভিডিও দেখলাম |
    এটা নিয়ে আপনাদের কি মতামত ?
     
     
     
  • Arindam Basu | ০৩ এপ্রিল ২০২৪ ১৩:২৩530217
  • এই ভিডিওটাতে শুধু একটি বিষয়কে কিছুটা সেনসেশনালাইজ করা হয়েছে, ভারতীয় বংশোদ্ভুতদের মধ্যে ডায়াবিটিসের হার কেন বেশী,তার একাধিক কারণ রয়েছে। এদের মধ্যে starvation adaptation একটা থিওরী এর বেশী কিছু নয়। 
    এই থিওরী দিয়ে সবকিছুর ব্যাখ্যা পাওয়া যাবে না। 
    যেমন সব ভারতীয় সমানভাবে দুর্ভিক্ষের কবলে পড়েন নি, কিন্তু ডায়াবিটিসের সমস্যা প্রায় ভারতের সর্বত্র জুড়ে। 
    কাজেই, সমস্যা বহুমুখী,
     
     
    এই লেখাটা দেখলে দেখবেন শুধু দুর্ভিক্ষ বা starvation adaptation এটাই যে কারণ তার কোন মানে নেই সহজ করে ব্যাখ্যা করা আছে |
     
    তাছাড়া দুর্ভিক্ষ শুধু ভারতে হয়নি, আফ্রিকায়, চীনে, এশিয়ার বিভিন্ন দেশে ভারতের মতই দু্ভিক্ষ হয়েছে, বেছে বেছে ভারতের মানুষেরই শুধু এপিজেনেটিক পরিবর্তন হবে কেন তার কোন সঙ্গত ব্যাখ্যা এরা দিতে পারেবেনা। 
     
    শুধু তাই নয়, যে সমস্ত ভারতীয় ভারত থেকে বেরিয়ে ফিজি বা অন্যত্র বসবাস করেছে, ফিজির ভারতীয় সম্প্রদায়ের মধ্যে, যারা দেশজ ভারতীয়দের মত খাওয়া দাওয়া করেন, তাঁদের মধ্যে প্রবল। এরা যে সবাই দুর্ভিক্ষপীড়িত তা নয়, অনেকেই এমন সময় ভারত থেকে ফিজি ইত্যাদি জায়গায় এসেছেন বা এদের নিয়ে আসা হয়েছে, যার পরে আর দুর্ভিক্ষের মুখোমুখি হতে হয়নি। ফিজির অবস্থা ভয়াবহ |
     
    অতিরিক্ত কনসাম্পশন শুধু নয় ,তার সঙ্গে কি "খাচ্ছেন", কিভাবে জীবন কাটাচ্ছেন, অনেকগুলো বিষয় ডায়াবিটিসের সঙ্গে জড়িত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন