এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সংকেত ধর | 236712.158.1234.155 (*) | ১৬ অক্টোবর ২০১৯ ০৩:৫৫79862
  • অসামান্য লেখা। এককথায় এমন প্রতিবেদন খুব কম পড়তে মেলে।
  • টিটিদাদা | 236712.158.565612.211 (*) | ১৬ অক্টোবর ২০১৯ ০৫:২৬79863
  • এসব বামৈস্লামিক লেখক ষড়যন্ত্রকারীদের জন্যই আচ্ছে দিন উলটে একশো তিন হয়ে গেল। যত্ত দেশদ্রোহী
  • S | 890112.162.674523.58 (*) | ১৬ অক্টোবর ২০১৯ ০৫:২৯79864
  • আমাকে একজন জানালেন যে এইসব বামপন্থী জে-এন-ইউর বাঙালী ইকনমিস্টরাই শুধুমাত্র নোবেল পায় কারণ অমর্ত্য সেন ওখানে বসে নোবেল বিলোচ্ছেন।
  • এলেবেলে | 236712.158.455612.210 (*) | ১৬ অক্টোবর ২০১৯ ০৫:৪৭79865
  • যেহেতু অমর্ত্য সেনের সময়েই একচোট বলে নেওয়া গেছে যে অর্থনীতিতে নোবেল আসলে সহি নোবেল নহে, তাই মিত্রোঁওওওরা এ বার সেই ব্যাপারে আর উচ্চবাচ্য করছেন না। তবে এই বাজারে হঠাৎই মনমোহন সিংকে তাঁদের অর্থনীতিবিদ বলে মনে হচ্ছে এবং সুব্রহ্মণ্যম স্বামী না পাওয়ায় তাঁরা প্রবল ক্ষুব্ধ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তাঁরা বীর সাভারকরকে ভারতরত্নে ভূষিত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।
  • কমল কুমার দাশ | 236712.158.1234.161 (*) | ১৬ অক্টোবর ২০১৯ ০৫:৫৭79866
  • অনবদ্য লেখা।পাহাড়ের ছেঁদা খোজার স্বভাব আর গেল না,,
  • | 236712.158.1234.151 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০১:২৫79873
  • চাবুক লেখা। কিন্তু যাঁদের উদ্দেশ্য লেখা, তাদের বোধদয় হবে কি?
  • | 236712.158.895612.20 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০১:৪৯79867
  • রঞ্জন | 124512.101.89900.39 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৪৩79874
  • ্দুটো লেখাই খাসা।
    ছত্তিশগড়ের এক শহরের বাঙালি হোয়া গ্রুপের সঙ্গে কিঞ্চিৎ তিক্ততা হোল ওই ভাইরাল পোস্টটি সার্কুলেট করায় আমার প্রতিবাদে। বিশেষ করে 'লম্পট' শব্দটি নিয়ে ।
    বললাম এক্সট্রা মারিটাল রিলেশন ( দুই প্রাপ্তবয়স্কের কন্সেন্সুয়াল ইত্যাদি) অপরাধ নয় , লাম্পট্য নয় ।
    তাহলে মহানায়ক , রবিশংকর , সমরেশ বসু, মামীর সাথে পরেম করা কৃষ্ণ সবাইকে বাদ দিতে হয় । এমনকি শিবপুরাণের শিবকেও। এবং নির্দোষ সীতাকে দু দুবার আগুনে নামানো এবং গর্ভবতী অবস্থায় বনে পাঠানো রামচন্দ্রকেও।
    দরকার অভিজিতের বরোদা, হরিয়ানা, দিল্লিতে 'প্রথম' নামের এনজিও র সঙ্গে করা কাজগুলো নিয়ে কথা বলা এবং পুওর ইকনমিক্স পড়া।
    আরও বললাম যে কারও প্রাইভেট স্পেসে উঁকি মারা !
    এবং যে প্রথম স্ত্রীর দুঃখ এবং সহানুভূতি নিয়ে কথা হচ্ছে উনি কি অনুমতি দিয়েছেন যে পাবলিক ফোরামে তাঁর ব্যক্তিগত 'আঘাত' নিয়ে কাঁটাছেঁড়া হবে ?
    জবাবএ শুনলাম নেহরু ভারত ভাগের জন্যে দায়ী। প্রমাণ হিসেবে এল একটি ভিডিও যাতে জনৈক রসিয়ে রসিয়ে বলছেন যে নেহেরু রাতে এডুইনার সাথে শুতেন , একদিনের জন্যেও মাউন্টব্যাটেন বেডরুমে যান নি । সাংঘাতিক মহিলাটি জিন্না এবং নেহরুকে খেলিয়ে রেষারেষি করিয়ে ভারত ভাগ করালেন। এটা নাকি পিয়ারেলাল গান্ধীজিকে আন অফিসিয়ালি বলেছেন।
    ভিডিওর বাচক আমার আদ্দেক বয়েসি।
    আমি এমন ভালগার ডকু দিয়ে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নের সরল সমাধান করা দেখে হতভম্ব।
    তখন একজন এসে বললেন যে এইসব ফালতু ফেক ভিডিও নিয়ে তর্কাতর্কি না করে ইগ্নোর করতে ;সেটাই প্রতিবাদ।
    তাঁকে ধন্যবাদ দিলাম।
    এই গ্রুপটি আগে নোবেল খবরটি নিইয়ে কোন উচ্চবাচ্য করছিল না । আমি তোলায় এল ওই ভাইরালটি।
  • | 236712.158.1234.151 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০২:৫৬79875
  • আরে রঞ্জন দা যে!! কেমন আছো? অনেকদিন ব্যাটে বলে হয় নি। গুছিয়ে আড্ডা পেন্ডিং স্যার।
  • sm | 236712.158.565612.25 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:০৬79876
  • আশ্চর্য্য।ওনার প্রথম স্ত্রী এর কোন বক্তব্য কোথাও পেলাম না।
    নবনীতা দে সে,কিন্তু বেশ খোলা মেলা ছিলেন এ ব্যাপারে।
  • রঞ্জন | 236712.158.455612.162 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:২৫79877
  • ব্রতীন,
    বইমেলায় আসছি। চুটিয়ে আড্ডা দেব। আপাততঃ গুরুগ্রামে। ভাল থেক।
    এস এম,
    সেটাই তো কথা ! আম্মাদের কারও অধিকার নেই কোন মহিলার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাপাতায় আহা রে করে তাঁকে ছোট করার। অন্ততঃ তিনি আগ্রহী না হলে, অনুমতি না দিলে।
    এই প্রাইভেট স্পেসের ব্যাপারটা বাঙালিদের নেই , আমরা ভীষণ জাজমেন্টাল ।
  • Kaushik | 236712.158.1234.161 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:২৯79868
  • এক ঘর!
  • S | 890112.162.564523.249 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:৩৫79878
  • রঞ্জনদা, কিচ্ছু করার নেই। এখন এইটাই বাস্তব। লোকে ট্রাম্প আর মোদির মধ্যে মিল দেখে বটে। কিন্তু প্রচুর পার্থক্য। আম্রিগার ইয়ং জেনারেশন ট্রাম্পকে দুচক্ষে দেখতে পায়্না। ভারতের যুবকদের কাছে মোদিই ভগমান।
  • রঞ্জন | 236712.158.565612.211 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:৪৯79879
  • এস,
    হ্যাঁ, এর মধ্যেই বেঁচে থাকব। কিন্তু চুপ করব না । ঢের হয়েছে।

    ' বোল কি লব আজাদ হ্যায় তেরে , বোল ইয়ে সবা তেরা হ্যায়!'
  • sm | 236712.158.565612.241 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৩:৫৯79880
  • আমেরিকার ইয়াং জেনারেশন দুচক্ষে দেখতে পারে না।তাহলে বয়স্ক লোকজন নিশ্চয় পছন্দ করে।
    অভিজ্ঞ লোকজন ট্রাম্প কে ভোট দিচ্ছে কেন?
    আগের ডেমোক্রেট নেতাগণ নিশ্চয় বিস্তর ঢপ দিয়েছেন,তাই লোকজন ট্রাম্প কে পছন্দ করে ভোট দিয়েছে বা দেবেও।
  • চেখর | 236712.158.786712.145 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:০১79869
  • চরম।
  • সঞ্জীব চক্রবর্তী | 236712.158.1234.155 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:০৭79871
  • # যত দোষ দিলীপ ঘোষ #

    আরে ভাই কোন অভিজিতে নোবেল জিতল, দিলীপবাবু খেলেন চাপ। বেচারা কিচ্ছুটি না করা সত্বেও পাইকারি হারে সব ওনাকে ঝাড়তে শুরু করেছে। কি করেছেন উনি, অভিজিতের নোবেল চুরি করেছেন? হাফ কবি (মুছলমান দ্যাশের জাত-ইয়ো সঙ-গিত গাঁওয়ার জন্যে) রবি থাকরের নবেল চোর ধরা পড়লে তারও এই হাল হত কিনা কে জানে।

    অথচ দেখুন 'দাবাং দিলীপ' সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কুলের মত কি প্রশংসাটাই না করলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের। এক বারেও দাঁত খিচিয়ে বলেছেন যে কোন বন্দোপাধ্যায়ই উপযুক্ত হতে পারে না? দিলীপবাবু কি একবারও বলেছেন যে হাবার্ট হল কুঁড়েদের আস্তানা আর ওখানে এক নোবেলজয়ী অভিজ্ঞ ব্যভিচারীর কাছে ওই অভিজিৎ কেবল বহু বিবাহের ট্রেনিং নিত? এক বারের জন্যেও বলেননি যে সুইস রয়াল অ্যাকাডেমী আদতে ভগবান শ্রী রামের ডাংগুলি খেলার জায়গা এবং সেটা ফেরত চাই, আর তা না পেলে কয়েক ট্রাক লোক নিয়ে গিয়ে তিনি সেটা বাবরি মসজিদ বানিয়ে ছাড়বেন? অত্যন্ত প্রাসঙ্গিক হলেও তিনি একবারের জন্যেও এই প্রশ্ন তোলেননি যে ওই অভিজিতের কাজ মাটি খুঁড়তে কি কাজে লাগবে? এমনিতেই এর আগে তিনি আইনস্টাইনের মাধ্যাকর্ষণ খুঁজতে গিয়ে বহু জমি কর্ষণ করে বিফল হয়েছেন। তাই এই নোবেলওয়ালারা যে ফালতু খাটায় আর ভুলভাল বকে তা উনি বহু আগে থেকেই জানেন। এমনকি জিব নিশপিশ করলেও এই বিদেশি নাগরিক বাঙালিটিকে একবারের জন্যেও বলেননি যে ঘুসপেটিয়াটিকে তিনি ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে জীবনভর সিনেমার টিকিট থেকে দেশের গ্রোথ পরিমাপের সূত্র মুখস্ত করাবেন। তবে শুধু শুধু দিলীপবাবুর পেছনে লাগা কেন? ভদ্রলোক বলেননি পর্যন্ত যে জেএনইউ-এর "টুকরে টুকরে গ্যাং" এর পান্ডা অভিজিৎ বি মুখুজ্জে আদতে জেল খাটা কয়েদি।

    আপনারাই বলুন হক কথা হলেও স্রেফ বিনয়ী বলে এই অসপিসিয়াস ডে তে সাসপিসিয়াস প্রশ্নগুলি তোলেননি তিনি যে, ডিমনিটাইজেশন এর মত আশ্চর্য পদ্ধতি দ্বারা দেশের সমস্ত কালাধন নিমেষে ফটফটে করে তোলার পদ্ধতি আবিষ্কার করলেও, টিকিটের গ্রোথ থেকে জিডিপি গ্রোথ আবিস্কারের পরেও, জিএসটি-র মত কাঁঠালের আমসত্ত্ব রচনার পরেও অর্থনীতিতে কেন তাদের মন্ত্রীদের প্রত্যেককে নোবেল দেওয়া হবে না?

    তিনি কি একবারের জন্যেও বলেছেন যে সাহিত্যে ওনাকে নোবেল দেওয়া উচিত কারণ উনি বাংলা ভাষাটাকে হিন্দি মিশিয়ে পুরো গুবলেট করে দিয়ে ভোজপুরি হিংলায় পরিণত করেছেন?

    সবাই জানা সত্বেও তিনি বহু ক্ষেত্রে নোবেল দাবি করেননি। এই ধরুন মেডিসিনে বা জীবনবিজ্ঞানে একবারও বলেননি যে গরুর নিঃশ্বাস থেকে অক্সিজেন প্রস্তুত করেও, গরুর পিঠে চাপ দিয়ে রক্ত চাপ কমিয়েও, চুনা নামক হেলথড্রিঙ্ক প্রস্তুত করে, চোখের জল থেকে সন্তান জন্ম দিয়ে, বিবর্তনকে সম্পূর্ন পরিবর্তন করে প্যারাস্যুটে মানব আবির্ভাবের যুগান্তকারী আবিস্কারের পরেও তাদের মন্ত্রীদের কেন নোবেল দেওয়া হল না?

    ভাবুনতো একবার দিলীপবাবু কি এক বারেও বলেছেন যে নোবেল কেন অঙ্কে দেওয়া হয় না? আর দেওয়া যখন হয় না তখন পদার্থ বিজ্ঞানের অপদার্থদের নোবেল না দিয়ে (a+b) এর গর্তের বর্গ বের করার পদ্ধতি আবিষ্কার করা বিজ্ঞকে সেটা দেওয়া দরকার? কই উনিতো মেঘ দিয়ে রাডার ঢাকার জন্যেও পুরস্কার চেয়ে বসেননি।

    ভারতমেড আমেরিকান অভি যেন আমেরিকান মেড ভারতীয় সমরাস্ত্রের পাল্টা জবাব। দিলীপবাবু সব জেনেও টু শব্দটি করেননি শুধু ভাম (ভারত-আমেরিকা) সম্পর্কের কথা ভেবে। নইলে তিনি প্রশ্ন করতেই পারতেন যে আমাদের এনআরআই প্রধান মন্ত্রী নিজের দেশকে ডকে তুলে সারা বিশ্বের রাষ্ট্র প্রধানদের চা বানানো শিখিয়ে বেড়ালেও তাকে শান্তি পুরস্কার কেন দেওয়া হচ্ছে না? ভদ্রলোক পরিষ্কার সমুদ্রতটে নোংরা ফেলিয়ে তা পরিষ্কার করে বেড়াচ্ছেন বিশ্বের পরিবেশ রক্ষার তাগিদে তাও কি নোবেল আসে? কেন আসে না? আর যদি ওই ছাতার নোবেল না আসে তবে গো মাতার ঘুটে দিয়ে প্রস্তুত পবিত্র নোবেল যার একপাশে গান্ধী, আরেক পাশে গডসের ছবি আঁকা, সেটা তো আছেই।

    দিলীপবাবু কিছু বলেননি, তবু যে কেন লোকে এসব বলে। যত দোষ দিলীপ ঘোষ!
  • সঞ্জীব চক্রবর্তী | 236712.158.1234.135 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:০৭79870
  • # যত দোষ দিলীপ ঘোষ #

    আরে ভাই কোন অভিজিতে নোবেল জিতল, দিলীপবাবু খেলেন চাপ। বেচারা কিচ্ছুটি না করা সত্বেও পাইকারি হারে সব ওনাকে ঝাড়তে শুরু করেছে। কি করেছেন উনি, অভিজিতের নোবেল চুরি করেছেন? হাফ কবি (মুছলমান দ্যাশের জাত-ইয়ো সঙ-গিত গাঁওয়ার জন্যে) রবি থাকরের নবেল চোর ধরা পড়লে তারও এই হাল হত কিনা কে জানে।

    অথচ দেখুন 'দাবাং দিলীপ' সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কুলের মত কি প্রশংসাটাই না করলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের। এক বারেও দাঁত খিচিয়ে বলেছেন যে কোন বন্দোপাধ্যায়ই উপযুক্ত হতে পারে না? দিলীপবাবু কি একবারও বলেছেন যে হাবার্ট হল কুঁড়েদের আস্তানা আর ওখানে এক নোবেলজয়ী অভিজ্ঞ ব্যভিচারীর কাছে ওই অভিজিৎ কেবল বহু বিবাহের ট্রেনিং নিত? এক বারের জন্যেও বলেননি যে সুইস রয়াল অ্যাকাডেমী আদতে ভগবান শ্রী রামের ডাংগুলি খেলার জায়গা এবং সেটা ফেরত চাই, আর তা না পেলে কয়েক ট্রাক লোক নিয়ে গিয়ে তিনি সেটা বাবরি মসজিদ বানিয়ে ছাড়বেন? অত্যন্ত প্রাসঙ্গিক হলেও তিনি একবারের জন্যেও এই প্রশ্ন তোলেননি যে ওই অভিজিতের কাজ মাটি খুঁড়তে কি কাজে লাগবে? এমনিতেই এর আগে তিনি আইনস্টাইনের মাধ্যাকর্ষণ খুঁজতে গিয়ে বহু জমি কর্ষণ করে বিফল হয়েছেন। তাই এই নোবেলওয়ালারা যে ফালতু খাটায় আর ভুলভাল বকে তা উনি বহু আগে থেকেই জানেন। এমনকি জিব নিশপিশ করলেও এই বিদেশি নাগরিক বাঙালিটিকে একবারের জন্যেও বলেননি যে ঘুসপেটিয়াটিকে তিনি ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে জীবনভর সিনেমার টিকিট থেকে দেশের গ্রোথ পরিমাপের সূত্র মুখস্ত করাবেন। তবে শুধু শুধু দিলীপবাবুর পেছনে লাগা কেন? ভদ্রলোক বলেননি পর্যন্ত যে জেএনইউ-এর "টুকরে টুকরে গ্যাং" এর পান্ডা অভিজিৎ বি মুখুজ্জে আদতে জেল খাটা কয়েদি।

    আপনারাই বলুন হক কথা হলেও স্রেফ বিনয়ী বলে এই অসপিসিয়াস ডে তে সাসপিসিয়াস প্রশ্নগুলি তোলেননি তিনি যে, ডিমনিটাইজেশন এর মত আশ্চর্য পদ্ধতি দ্বারা দেশের সমস্ত কালাধন নিমেষে ফটফটে করে তোলার পদ্ধতি আবিষ্কার করলেও, টিকিটের গ্রোথ থেকে জিডিপি গ্রোথ আবিস্কারের পরেও, জিএসটি-র মত কাঁঠালের আমসত্ত্ব রচনার পরেও অর্থনীতিতে কেন তাদের মন্ত্রীদের প্রত্যেককে নোবেল দেওয়া হবে না?

    তিনি কি একবারের জন্যেও বলেছেন যে সাহিত্যে ওনাকে নোবেল দেওয়া উচিত কারণ উনি বাংলা ভাষাটাকে হিন্দি মিশিয়ে পুরো গুবলেট করে দিয়ে ভোজপুরি হিংলায় পরিণত করেছেন?

    সবাই জানা সত্বেও তিনি বহু ক্ষেত্রে নোবেল দাবি করেননি। এই ধরুন মেডিসিনে বা জীবনবিজ্ঞানে একবারও বলেননি যে গরুর নিঃশ্বাস থেকে অক্সিজেন প্রস্তুত করেও, গরুর পিঠে চাপ দিয়ে রক্ত চাপ কমিয়েও, চুনা নামক হেলথড্রিঙ্ক প্রস্তুত করে, চোখের জল থেকে সন্তান জন্ম দিয়ে, বিবর্তনকে সম্পূর্ন পরিবর্তন করে প্যারাস্যুটে মানব আবির্ভাবের যুগান্তকারী আবিস্কারের পরেও তাদের মন্ত্রীদের কেন নোবেল দেওয়া হল না?

    ভাবুনতো একবার দিলীপবাবু কি এক বারেও বলেছেন যে নোবেল কেন অঙ্কে দেওয়া হয় না? আর দেওয়া যখন হয় না তখন পদার্থ বিজ্ঞানের অপদার্থদের নোবেল না দিয়ে (a+b) এর গর্তের বর্গ বের করার পদ্ধতি আবিষ্কার করা বিজ্ঞকে সেটা দেওয়া দরকার? কই উনিতো মেঘ দিয়ে রাডার ঢাকার জন্যেও পুরস্কার চেয়ে বসেননি।

    ভারতমেড আমেরিকান অভি যেন আমেরিকান মেড ভারতীয় সমরাস্ত্রের পাল্টা জবাব। দিলীপবাবু সব জেনেও টু শব্দটি করেননি শুধু ভাম (ভারত-আমেরিকা) সম্পর্কের কথা ভেবে। নইলে তিনি প্রশ্ন করতেই পারতেন যে আমাদের এনআরআই প্রধান মন্ত্রী নিজের দেশকে ডকে তুলে সারা বিশ্বের রাষ্ট্র প্রধানদের চা বানানো শিখিয়ে বেড়ালেও তাকে শান্তি পুরস্কার কেন দেওয়া হচ্ছে না? ভদ্রলোক পরিষ্কার সমুদ্রতটে নোংরা ফেলিয়ে তা পরিষ্কার করে বেড়াচ্ছেন বিশ্বের পরিবেশ রক্ষার তাগিদে তাও কি নোবেল আসে? কেন আসে না? আর যদি ওই ছাতার নোবেল না আসে তবে গো মাতার ঘুটে দিয়ে প্রস্তুত পবিত্র নোবেল যার একপাশে গান্ধী, আরেক পাশে গডসের ছবি আঁকা, সেটা তো আছেই।

    দিলীপবাবু কিছু বলেননি, তবু যে কেন লোকে এসব বলে। যত দোষ দিলীপ ঘোষ!
  • রঞ্জন | 236712.158.565612.115 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:১২79881
  • @ এস এম,
    ্ট্রাম্প কি মোদীর মত একতরফা জিতেছেন?
    নাকি প্রায় সমানে সমানে ছিল? জানতে চাই ।
  • S | 890112.162.564523.225 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:১৪79882
  • হিলারী ট্রাম্পের থেকে ৩ মিলিয়ন ভোট বেশি পেয়েছিল। ২০১৮র মিড টার্ম হাউস ইলেকশনেও ডেমরা রিপাব্লিকানদের থেকে বেশি ভোট আর সীট পেয়েছে।
  • | 237812.69.563412.223 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:১৬79883
  • ট্রাম্প আর মোদীর মধ্যে আমার মতে সবচেয়ে বড় পার্থক্য যেটা সেটা হল ট্রাম্প এখনো কোন জেনোসাইড ঘটিয়ে উঠতে পারে নি।
  • sm | 236712.158.565612.241 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:১৬79884
  • ট্রাম্প হিলারির চেয়ে সংখ্যায় একটু কম ভোট পেয়েছিলো।
    ট্রাম্প যে অত্যন্ত জঘণ্য ব্যক্তি নিশ্চয় এই তিন বছরের মধ্যে সক্কলে জেনে গেছে।
    কিন্তু ট্রাম্প আবার জিতবে।মানে ভালো সম্ভাবনা আছে।তো তখন কি সিদ্ধান্তে আসবেন?
  • শঙ্খ | 236712.158.786712.145 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:২৩79885
  • ফেবুতে কৌশিকের ওয়াল থেকেঃ

    আচ্ছা, তুলি বৌদিকে নিয়ে এই যে আপনাদের এত, এত্ত কন্সার্ন - সেটা এতদিন কোথায় ছিলো একটু বলবেন?
    কী বললেন? আগে নাম জানতেন না? স্বাভাবিক! যে লোকটার নাম এই তিনদিন আগেও জানতেন না (আমি শিওর, আপনি জানতেন না!)তার প্রথম পক্ষের স্ত্রীর নামও যে জানবেন না - সেটাই স্বাভাবিক।
    আর হ্যাঁ, ভদ্রমহিলার যে ছবিটা আপনারা ছড়িয়েছেন, সেটা ওঁনার অনুমতি নিয়ে ছড়িয়েছেন তো? না? তবে আর কি বলবো, তবু একটা কথা বলি। চারিদিকে পড়ে যা বুঝলাম, ভদ্রমহিলা একজন ইন্দেপেন্দেন্ত, েল্ল এদুতেদ এবং দিগ্নিফিএদ মহিলা। আপনাদের এই সস্তা কাঁদুনির ওঁনার কোনো প্রয়োজন নেই।

    শেষ একটা কথা শুনুন। অভিজীৎ বাবু বেস্ট হাজব্যান্ড বা বেস্ট ড্যাড -এর পুরস্কার পাননি। ঊর োনোমি্স বইটার প্দ্ফ পাওয়া যাচ্ছে। বিনি পয়সায়। চলুন না, সবাই মিলে অন্তত একটা হলেও চ্যাপটার পড়ে কিছুটা পাপ স্খলন করি!
  • | 237812.68.454512.132 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:৪২79886
  • "রিপোর্টার খুব চেষ্টা করল নির্মলা ব্যানার্জির ভেতর থেকে তেলে ঝোলে স্নেহে মাখোমাখো বাঙালি মাতৃত্ব জাগিয়ে তুলতে। পারল না কিছুতেই। এই মা রাঁধে না, ছেলেকে দেখতে আকুল হয় না, ছেলেকে নিজের মতো করে বড় হতে দেয়, মা কী রেঁধে খাওয়ায় জিজ্ঞেস করলে বলে ছেলে নিজেই অনেক ভালো রাঁধে।
  • | 237812.69.563412.223 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৪:৫৯79887
  • আরো যেটা ভাল্লাগল সাংবাদিক ড্যুফলোর কথাটা কাটিয়ে দিয়েছিল, উনিই বললেন আমার ছেলে বৌ দুজনেই পেয়েছে আমি খুশী।
  • r2h | 236712.158.786712.67 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৫:৩২79888
  • হাহাহা, দারুন লাগলো! ছবি নিয়ে বসে থাকার মা নই, আমরা দু'জন মিলে কেক করতাম - এইগুলো চমৎকার।
    মায়ের হাতের রান্না আর হলুদ মাখা আঁচল এইসবের বাইরে যেন কোন অস্তিত্বই নেই।
  • শিবাংশু | 237812.69.453412.8 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৬:০২79872
  • খাসা লেখা।
    কিন্তু এই পর্যায়ের সূক্ষ্মতা কি গোমূত্রে বুদবুদ তুলতে পারবে?
  • অর্জুন | 236712.158.566712.59 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৮:১৪79889
  • গত দুদিন ধরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনচর্চা অনেক বেশী খোরাকের তাঁর গবেষণার কাজের চাইতে। হয়ত এটাই স্বাভাবিক। গবেষণার বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটা সারটেন এক্সপারটিজ, মেধা এবং ইন্টারেস্ট লাগে।

    অভিজিৎ বিনায়ক বাবুর প্রথম স্ত্রী অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনও অবধি একটি বাক্যও আসেনি। তিনি মিডিয়াতেও কিছু বলেছেন বলে জানা যাচ্ছেনা। সবটাই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটা যেটুকু জানা যাচ্ছে সেটা টেরিবলি আনফরচুনেট, বিশেষ করে পুত্র কবীরের মৃত্যু। কিন্তু সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার তাঁদের দুজনের।

    অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায় নামটি গুগলে সার্চ দিলেই তাঁর সম্পর্কে জানা যায়। সেখানে তিনি যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সেটার উল্লেখও নেই। উল্লেখ আছে তাঁদের এক সঙ্গে একটি ডকুমেন্টরি ফিল্ম বানানোর তথ্য। পরিচয়াবদ্ধ হয়ে না থেকে স্বাধীনভাবে কাজ করে যেতে চান ইংরেজি ভাষা ও সাহিত্যের এইঅধ্যাপিকা। বর্তমানে পড়াচ্ছেন ইংল্যান্ডের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে।

    কলকাতার টেলিগ্রাফে শুধু এই খবরটি প্রকাশিত হয়েছে।

    Abhijit has two children now and on Monday evening amid the joy and euphoria, mother Nirmala remembered a grandchild she lost three years ago. “Abhijit had a child from his earlier marriage who is no more… it is something sad for the family.”

    Abhijit had met his first wife, Arundhati Tuli Banerjee, at South Point. She is the senior director of MIT’s Office of Global Initiatives and a lecturer in Studies in International Literatures and Cultures.

    Arundhati had co-directed a documentary film titled The Name of the Disease (2006) about health care in India with Abhijit.

    অভিজিৎ র মিডল নেম 'বিনায়ক' নিয়েও এক বিজেপি রাজনীতিবিদ যাচ্ছেতাই শুরু করেছে বলেও পড়লাম।

    নবনীতা দেবসেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই খোলামেলা এবং তাঁর মত লেখিকাই বোধহয় প্রাক্তন স্বামীর নোবেল জয় নিয়ে লিখতে পারেন 'জারা হটকে, জারা লটকে ইয়ে নোবেল মেরি জান' বা 'সেদিন দুজনে' র মত লেখা।

    ২০১৯ এ তাঁর একটা ইন্টার্ভিউ নেবার সময়েও একবার বললেন 'আমার বিয়েটাও ভাঙল, আর ঠিক করে রাখা গবেষণাটাও হল না' বলতে শুনেছি।

    অনেক ব্যাপারেই আমাদের ডিগনিটি দেখাতে হয় যেটা আমরা পারিনা বা জানিই না।
  • অর্জুন | 236712.158.786712.59 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ০৮:৫৩79890
  • না এই বয়েসে আনন্দে নাচা তাঁর পক্ষে আর সম্ভব নয়, তিনি খুব খুশী, এর ভাইতে বেশী আর কি করবেন? ছেলে দুর্দান্ত রান্না করলেও মা ছেলেকে বিশেষ রান্না কিছু শেখাননি, শুধু ছেলে যখন ছোট তখন দুজনে একসঙ্গে কেক বানাতেন। পুত্র বা পুত্রবধূ একজন নোবেল পেলে তাঁর মনটা একটু খারাপ হত কারণ গবেষণাটা খাটাখাটনি করে দুজনেই করেছেন।

    ছেলে ভাল ভাবে পাশ করে যেত এর বাইরে খুঁটিনাটি আর কিছু তিনি জানতেন না ছেলের ব্যাপারে কারণ তিনি তাঁর কর্মজীবন নিয়ে ব্যস্ত ছিলেন।

    অমর্ত্য সেনের সঙ্গে পারিবারিক বন্ধুত্বের ব্যাপারেও খুব নির্লিপ্ত নির্মলা বন্দ্যোপাধ্যায়।

  • Amit | 236712.158.23.209 (*) | ১৭ অক্টোবর ২০১৯ ১১:২৯79891
  • তবে অভিজিৎ ব্যানার্জী কে নিয়ে গুচ্ছের স্ল্যান্ডারিং হোয়াটস্যাপ পোস্ট এ বিজেপির নোংরামি একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছে এবারে।

    ভালোই হয়েছে অবশ্য, লোকের চোখ খুলুক। যদি খোলার ইচ্ছে থাকে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন