এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 52.108.231.152 (*) | ৩০ মে ২০১৮ ০৩:০১62446
  • কালকে টিভিতে উদ্ভাসিত মুখগুলির কিটক্যাট মোমেন্ট দেখতে দেখতে এই কথাগুলোই প্রায় ভাবছিলাম।
    চাপ চাপ অসহনীয় চাপ .....
  • dc | 132.164.45.2 (*) | ৩০ মে ২০১৮ ০৩:২১62447
  • কাল সকালে কাগজ পড়তে পড়তে দেখলাম সিবিএসই তে এবার পাশের হার ৮৬%। মেয়েকে বল্লাম তোর পড়াশুনোর যা অবস্থা, তুই কি আর ৮৬% নম্বর তুলতে পারবি, নির্ঘাত ফেল করবি। তার চেয়ে চল স্কুল টুল ছাড়িয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। হিচহাইকারদের মতো দেশে দেশে ঘুরে বেড়াবো, তুইও রোজ পড়াশুনোর যন্ত্রনা থেকে মুক্তি পাবি। তো মেয়ে খানিক ক্ষন গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে বললো, আমার তো নাহয় পড়াশুনো হবেনা, তোমার কি করে হয়েছিল? ওটা নম্বরের হার না, পাশের হার, কতোজন পাশ করেছে তার হার। তুমি মাকে বিয়ে করলে কি করে?

    বাবা আর মা দুজনেই তারপর পরষ্পরের দিকে তাকিয়ে কয়েক মিনিটের নীরবতা পালন করলো।
  • S | 194.167.2.96 (*) | ৩০ মে ২০১৮ ০৩:৩৭62448
  • যে ছেলেটি বা মেয়েটি পড়াশুনায় ভালো না, এমনকি কোনও কিছুতেই ভালো না তার কি হবে? তাকে কে দেখবে? কোনও কিছুই যে তার করতে ভালো লাগেনা। তার কি ভবিষ্যত? সে আয় করবে কি করে? তার মুখে খাওয়ার জোটাবে কে? তার বিয়ে হবে? কেউ ভালোবাসবে তাকে কোনওদিন?
  • | 144.159.168.72 (*) | ৩০ মে ২০১৮ ০৪:৩৩62449
  • হা হা হা হা ডিসিকন্যাকে ডাবল হাই ফাইভ
  • বিপ্লব রহমান | 53.243.207.145 (*) | ৩০ মে ২০১৮ ০৯:০০62450
  • ”তোমার সন্তানেরা তোমার সন্তান নয়।
    জীবনের নিজের প্রতি নিজের যে তৃষ্ণা, তারা হলো তারই পুত্রকন্যা।
    তারা তোমাদের মাধ্যমে আসে, তোমাদের থেকে নয়।
    এবং যদিও তারা থাকে তোমাদের সঙ্গে, কিন্তু তাদের মালিক তোমরা নও।
    তুমি তাদের দিতে পারো তোমার ভালোবাসা,
    কিন্তু দিতে পারো না তোমার চিন্তা, কারণ তাদের নিজেদের চিন্তা আছে।
    তুমি তাদের শরীরকে বাসগৃহ জোগাতে পারো, কিন্তু তাদের আত্মাকে নয়।
    কারণ তাদের আত্মা বাস করে ভবিষ্যতের ঘরে। যেখানে তুমি যেতে পারো না,
    এমনকি তোমার স্বপ্নের মধ্যেও নয়।”...

    সন্তান/ খলিল জিবরান
  • ষষ্ঠ পাণ্ডব | 113.91.129.156 (*) | ৩০ মে ২০১৮ ০৯:২৭62451
  • যে আমলে মানুষ পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতো সেই আমলে আমি ঊচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম। সেবার পাশের হার ছিল ২৪%, মানে ৭৬% পরীক্ষার্থী ফেল। পত্রিকাতে উপসম্পাদকীয় বের হয়েছিল - "পাশ নয়, ফেলের খবর প্রকাশিত হয়েছে"। ৭৬% ফেল মানে যে গোটা শিক্ষাব্যবস্থার দোষ সেটা ভাবার মতো কেউ সেই আমলে ছিল না। এই আমলে ৭৬% পাশ করে বটে, কিন্তু ২৪% ফেলের দায়ও যে শুধু পরীক্ষার্থীর একার নয় এটাও কেউ মানতে চায় না। অর্থলোভী বুড়ো শকুনগুলো প্রশ্ন ফাঁস করে, খ্যাতিলোভী বাবা-মায়েরা সেসব প্রশ্ন কেনে আর ফাঁস হয়ে যাওয়া প্রশ্নের পরীক্ষার ক্ষতি-দায়-দুর্নাম পুরোটাই পরীক্ষার্থীকে বইতে হয়।

    কেন সবাইকে গতানুগতিক পড়াশোনা করতে হবে?
    কেন সবাইকে চাকুরী করতে হবে?
    কেন সবাইকে বিয়ে করতে হবে?
    কেন সবাইকে বাচ্চা নিতে হবে?

    ছাঁচের মধ্যে ফেলতে না পারলে আমাদের শান্তি হয় না। কেউ বাক্সের বাইরে চিন্তা করলেই জাত-কূল-মান চলে যায়!
  • pi | 24.139.221.129 (*) | ৩১ মে ২০১৮ ০২:২১62452
  • এইটা আর যশোধরাদির লেখা একসাথে পড়ে কিছু কথা মনে হল। লিখছি পরে।

    আজ ফেবু মেমরিতে ভেসে এল।

    'বছর দুই আগে, বাসে বসে। পাশে বসা আর দাঁড়ানো তিন চার জন মহিলা খুব ই সিরিয়াস মুখ করে আলোচনায় মগ্ন। এক মা অন্যজনকে জিগেশ করছেন, ওদের সেকশনে কতদূর এগিয়েছে। বাড়িতেই বা কতটা এগোলো। স্কুলের এক্সামে কতটা অব্দি থাকতে পারে ইঃ। প্রথম প্রথম অত মন দিয়ে শুনিনি, খানিক বাদে হ্রস্ব ই , দীর্ঘ ই এসব কানে যেতে একটু ঘাবড়ে দিয়েই উৎসুক হলাম। তো কানে এল, তোমার মেয়েদের সেকশনে দীর্ঘ ঊ অব্দি করিয়ে দিয়েছে ? এদিকে আমার মেয়ের সেকশনে তো এখনো হ্রস্ব উ চলছে। পরীক্ষায় এ অব্দি আছে, কী যে হবে !
    মুখের দিকে তাকালাম। প্রচণ্ড উদ্বিগ্ন , সিরিয়াস একটি মায়ের মুখ।

    অয়ন্তন অইত্য এই ছবিটা শেয়ার করেছিল। দেবার লোভ সামলাতে পারলুম না ঃP
    https://www.facebook.com/TheMinistryOfHumor/photos/a.195708433801452.41783.193625767343052/915912221781066/?type=1&theater'
  • Srijita Sanyal Sur | 52.110.151.120 (*) | ৩১ মে ২০১৮ ০৪:২৫62453
  • ছাঁচের মধ্যে ফেলতে না পারলে আমাদের শান্তি হয় না। কেউ বাক্সের বাইরে চিন্তা করলেই জাত-কূল-মান চলে যায়!

    এইটুকুই বলতে চাওয়া ছিল। ধন্যবাদ।
  • S | 194.167.2.96 (*) | ৩১ মে ২০১৮ ০৬:১৯62454
  • এক আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রান্জিটের জন্য এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাচ্ছি। ট্রেন নিয়েছি। সেখানে বহু ভারতীয়রাই রয়েছে। দুটি ভারতীয় কলেজ পড়ুয়া ছেলে মেয়ের মধ্যে কথাবার্তা চলছে। দুজনেই হয় ইয়োরোপে জন্মেছে বা খুব ভালো অ্যাকসেন্ট রপ্ত করেছে। তারা বেশ জোড়ে জোড়েই তাদের ফিউচার নিয়ে আলোচনা করছে। একজন বলছে যে সে ডাক্তারি পড়বে লন্ডনে। আরেকজন মাইক্রো বায়োলজি বা ঐরকম কিছু একটা নিয়ে পিএইচডি করবে ইয়োরোপের কোনও বড় বিশ্ববিদ্যালয়ে। সবই অবশ্যি প্ল্যান, এখনো গ্র্যাজুয়েশন হয়নি।

    তা কিছুক্ষন পরে তারা অন্য কোনও একদিকে চলে গেলো। আমি এসকেলটরে করে নামছি। অনেকটা উঁচু। সামনে এক বাঙালী দম্পতি আর তাদের বছর দশেকের একটি ছেলে। ভদ্রলোক ছেলেটাকে বকতে শুরু করে দিয়েছেন। দেখলি ছেলে মেয়ে দুটো কেরকম? কতো ব্রাইট? জীবনে কতো এগিয়ে রয়েছে? কতো প্ল্যান? এইরকম আরকি। আর তুই? যেমন হয় বাঙালী বাবারা। তারপরে স্ত্রীর দিকে তাকিয়ে দেখলে তুমি? শুনলে তুমি? আর তোমার/আমাদের ছেলে কি করছে? এইরকম আরকি।

    ভদ্রমহিলা ভালো জবাব দিয়েছিলেনঃ "এখন এই এয়ারপোর্টে ও কি করবে?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন