এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | ০৩ জুন ২০২০ ১৬:৩০93934
  • পড়লাম।
  • একলহমা | ০৩ জুন ২০২০ ১৯:৫৮93940
  • ধন্যবাদ, দমুদি। 

  • Tim | 174.102.66.127 | ০৪ জুন ২০২০ ০৭:০২93974
  • পড়লাম। আমি আগে এঁর কবিতা পড়িনি। মূলটা খুঁজেও পড়ে নিলাম। পড়লেই অনুবাদ করতে ইচ্ছে হয় এমন কবিতা।
  • একলহমা | ০৪ জুন ২০২০ ০৭:১৬93975
  • অনুবাদ করে ফেলুন। খুব ভালো হয় তা হলে। আগেও নিশ্চয় করেছেন অনেকে। এটাও হয়ত অনুবাদ হয়ে রয়েছে আগেই। আমার জানা নেই, তাই করে ফেললাম। এ কবিতা আজও কি প্রবল ভাবে প্রাসঙ্গিক।  

  • Tim | 174.102.66.127 | ০৪ জুন ২০২০ ০৭:৩৮93976
  • বেশ বেশ। থ্যাঙ্কু। এখানেই টুকে দেব... প্রায় শেষ ঃ-)
  • Tim | 174.102.66.127 | ০৪ জুন ২০২০ ০৭:৪৫93977
  • জানো কি, বকেয়া স্বপ্নের কী হয়?

    তা কি শুকিয়ে যায়-
    রোদে ফেলে রাখা আঙুরের মত?

    নাকি পচে ওঠে-
    যেন গলা পুঁজ, বহমান ক্ষত?
    গলিত শবের গন্ধ ভাসে কি?
    স্খলিত, শুষ্ক, চিনির খোসায়
    নষ্ট শিরার মত সে লাগে কি?

    হয়তো বা ধ্বসে পড়ে-
    বোঝা ভারি হলে সঙ্গোপণে।

    নাকি, শেষ হয় বিস্ফোরণে?

  • সায়ন্তন চৌধুরী | ০৪ জুন ২০২০ ০৮:০৩93979
  • একটা স্বপ্নের কী হয়, যাকে স্থগিত রাখা হল?

          সেটা কি রোদে শুকিয়ে
          কিসমিস হয়ে যায়?
          অথবা পেকে ওঠে ফোঁড়া হয়ে —
          আর তারপর পুঁজ গড়ায়?
          পচা মাংসের মতন দুর্গন্ধ ছড়ায় কি?
          কিংবা লেপ্টে যায় চিনির প্রলেপ হয়ে —
          চ্যাটচ্যাটে রসের মতো?

          হয়তো স্রেফ ঝুলে যায়
          ভারী হতে হতে।

          নাকি ফেটে পড়ে টুকরো টুকরো হয়ে?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8802:c7b5:414b:2c0c:10b1:4fdf | ০৪ জুন ২০২০ ০৮:০৩93980
  • আমার মনোভাব এক্ষেত্রে একেবারেই রাতের লুটেরাদের মত। যা পাওয়া যায় । আরো কয়েকটা হোক, আগাম ধন্যবাদ জানাই। হুতো বাবু একটু রোগ দেবেন না কি। আমেরিকার কবি দের উপর একটা সিরিজ হয়ে যাক।
  • বোধিসত্ত্ব | 2405:201:8802:c7b5:414b:2c0c:10b1:4fdf | ০৪ জুন ২০২০ ০৮:০৪93981
  • **যোগ
  • Somnath Roy | ০৪ জুন ২০২০ ০৮:৪৬93982
  • ফেলে আসা স্বপ্নের করেছ হদিশ?

    রোদ্দুরে শুকোলো সে? মিঠে কিসমিস-
    কিম্বা দাগড়া ঘায়ে পুঁজের দলায়
    শরীরে পচনঘ্রাণে বমি এসে যায়?
    নাকি সে বসানো আছে দিলখুশ-গায়ে?

    অথবা, কিছুই নয়, বসে গেছে, স্থূল দেহভার

    অথবা? বিষ্ফোরণ? ছিন্নভিন্ন ঘরবার!

  • একলহমা | ০৪ জুন ২০২০ ১০:০৮93986
  • সত্যি, কত রকম ভাবেই না অনুবাদ হতে পারে! 

    আজ রাতে মায়া অ্যাঞ্জেলোর একটি আনার ইচ্ছে আছে। 

  • একলহমা | ০৪ জুন ২০২০ ১০:১৪93987
  • লেখার নাম পাল্টে দিলাম

  • অচল | 223.223.135.128 | ০৪ জুন ২০২০ ১০:৩০93989
  • What happens to a dream deferred?

          Does it dry up

          like a raisin in the sun?

          Or fester like a sore—

          And then run?

          Does it stink like rotten meat?

          Or crust and sugar over—

          like a syrupy sweet?

          Maybe it just sags

          like a heavy load.

          Or does it explode?

  • Shuchismita Sarkar | ০৪ জুন ২০২০ ১০:৩৯93991
  • স্বপ্ন জমানো যত সুপ্রাচীন 
    রোদে সেঁকা মৃত সব আঙুরের মত -
    অথবা বিষিয়ে ওঠা পুরনো সে ক্ষত
    পালিয়েছে বহুদূর। জমে আছে গন্ধ তার
    পচিত গলিত শব! রসটুকু মরে গিয়ে 
    শুকনো চিনির শ্বেতে খুলেছে বাহার!

    আহা সে দুর্বহ ভার, স্তোকনম্র, তবু মানে না শাসন 
    অনুগত বাধ্য প্রাণও  পারে কি এড়াতে  বিস্ফোরণ?

  • বোদাগু | 2402:3a80:a78:d7b5:ffb6:18dc:3e2b:8a45 | ০৪ জুন ২০২০ ১১:৩৩93994
  • আরে হুচি ইজ ব্যাক।
  • r2h | 2405:201:8805:37c0:50d6:ff68:541:3a52 | ০৪ জুন ২০২০ ১৪:০০93997
  • গরম ভাত বা সবুজ পার্কে শিশুর দোলনা
    হফ্তা শেষে মিলের গেটের হই হুল্লোড়,
    কোথায় থাকে সেসব স্বপ্ন
    অনেক দিনের পর?

    ধুঁকতে থাকে হাসপাতালের
    মেঝের কোণে?
    পুঁয়ে পাওয়া পাঁজরায়
    পুরনো হাজার দাগে, রেল লাইনে
    ফেলা শুকনো পচা ফল, রোদে পোড়া
    গোঁজ হয়ে, ব্যানাল রাতের শেষে?

    অথবা সশব্দে, বারুদের ঘ্রাণে
    বিক্ষোভে, বিস্ফোরণের কালো ধোঁয়া
    ফেটে পড়ে কাল?
  • ভাবানুবাদ , হার্লেম রেনেঁসার সময়টা মাথায় রেখে যদ্দুর | 103.124.165.168 | ০৪ জুন ২০২০ ২২:৩৬94002
  • ফুলগুলো কি ফুটবেনা আর !

    কালো বস্তি ,
    জ্যাজের সুরেই -
    থাকবে শুধু স্মৃতিরঙিন ?

    কিংবা যেমন পেট
    ফাঁসিয়ে ভাসায় নালা মহল্লাকে -

    গলির মুখে ,

    নগ্ন যুবার মুখটি ঘিরে মাছির ভোঁ ভোঁ -
    নয়কো নিশান ,

    অবহেলার যন্ত্রে যেমন তার কেটে
    যায় নেংটি ইঁদুর -

    নাকি অনেক জমাট ব্যথা
    জমতে জমতে নীচের ঘরে --

    একদিন খুব ভীষণ জোরে ......!
  • Somnath Roy | ০৪ জুন ২০২০ ২৩:৫৪94003
  • অনেক বছর আগে এক ক্যানাডিয়ান কবির লিরিক অনুবাদ করতে শুরু করেছিলাম, সোর্স ফাইলগুলো হারিয়ে গেছে-
    https://www.azlyrics.com/lyrics/leonardcohen/hallelujah.html

  • এলেবেলে | 202.142.71.119 | ০৪ জুন ২০২০ ২৩:৫৯94004
  • বাংলাদেশের একজন একগুচ্ছ ইংরেজি কবিতার অনুবাদ করেছেন। তাতে দেখলাম রবার্ট ফ্রস্ট আছেন।

  • একলহমা | ০৫ জুন ২০২০ ০০:২২94006
  • Somnath Roy | 203.110.242.8 | ০৪ জুন ২০২০ ২৩:৫৪

    বাঃ! খুব ভালো লাগল অনুবাদ।

  • বিপ্লব রহমান | ০৫ জুন ২০২০ ১৭:২৭94026
  • "খাঁচার পাখী যে শোনাচ্ছে গান মুক্তি আকাঙ্ক্ষার।   "...

    বেশ ভাল লাগলো। ব্রেভো 

    #

    সম্পাদনা করে "পাখি"  বানান একরকম করে দিলে খুবই ভাল হয়,  হ্রস্ব-ই /দীর্ঘ-ই  দুরকম বানান এসেছে  

  • একলহমা | ০৫ জুন ২০২০ ২০:৫০94033
  • @বিপ্লবদা 

    অনেক ধন্যবাদ, প্রিয়। পাখির বানান সবখানে একই করে নিয়েছি। ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা। 

  • একলহমা | ০৮ জুন ২০২০ ০৯:৩১94118
  • তৃতীয় কবিতা তুললাম। 'Still I Rise' by Maya Angelou. 

  • b | 117.194.67.22 | ১৯ মে ২০২৪ ১৮:১৯531986
  • এটা আর এগোলো না ? 
  • | ১৯ মে ২০২৪ ২০:৪৮531992
  • হ্যাঁ তাই তো! এটা বন্ধ হল কেন লহমাদা?
  • প্যালারাম | ২০ মে ২০২৪ ০১:৩০532002
  • এই টইটা আবার ওঠানোর জন্যে ধন্যবাদ। কবিতা বেশি পড়ি না, অল্প করে পড়বো। 
    সত্যিই, বন্ধ কেন হল?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ মে ২০২৪ ০৯:১৯532005
  • প্রথমে একটি কৈফিয়ৎ

    এই টইটি বন্ধ হয়ে গিয়েছিল কারণ, আমি
    (১) কুঁড়ে। আমার সাধারণত নিজের থেকে কিছু করতে ইচ্ছে করে না।
    (২) বেশি দিন এক মনে কিছু করতে আমার আগ্রহ থাকে না
    (৩) আমার মনে হয়নি কারো এই টইতে কোন আগ্রহ অবশিষ্ট আছে।
    ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।

    আজ যখন দাবি এসেছে, চালু করা যাক আবার।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ মে ২০২৪ ০৯:২২532006
  • We Are Not Responsible by Harryette Mullen | Poetry Foundation
    https://www.poetryfoundation.org/poems/145281/we-are-not-responsible

    আমরা দায়ী নই

    হ্যারিয়েট মুলেন

    আপনার হারিয়ে বা চুরি হয়ে যাওয়া আত্মীয় স্বজনদের এই পরিণতির জন্য আমরা দায়ী নই।
    আপনি যদি আমাদের নির্দেশ অমান্য করেন তা হলে আর আপনার সুরক্ষার জন্য আমরা কোন নিশ্চয়তা দিতে পারছি না।
    নথিপত্রের জন্য ধর্না দেওয়া লোকদের কোন দাবি-দাওয়া বা  কার্য-কারণ নিয়ে আমাদের কোন অনুমোদন নেই।
    আমরা যে কোন লোককে আমাদের পরিষেবা প্রত্যাখ্যান করার অধিকার রাখি।
     
    টিকিট পেয়ে গিয়েছেন বলে নিশ্চিত করে ধরে নেবেন না যে আমরা আপনার আসন সংরক্ষণকে মর্যাদা দিতে বাধ্য থাকব।  
    আমরা যাতে আরো আতড়াতাড়ি কাজ সেরে ফেলতে পারি, তাই আপনার সঙ্গের বোঝা  কমিয়ে ফেলুন।
    যাত্রা শুরু করার আগে, মনের মধ্যে বাড়তে থাকা সমস্ত ক্ষোভ-অসন্তোষ পুরোপুরি বিদায় করে দিন।

    ইংরাজি বুঝতে না পারলে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে।
    কোন কিছু হারিয়ে গিয়ে থাকলে,  নিজের মালপত্র নিজে খুঁজে নিন।  
    আপনার বীমা বাতিল করা হয়েছে কারণ আপনার ভয়ঙ্কর দাবিগুলি আর আমাদের পক্ষে সামাল দেওয়া  সম্ভব নয়। আমাদের যে সব লোকেরা টানা-হ্যাঁচড়ার কাজ করে তারা আপনার মালপত্র হারিয়ে ফেলেছে এবং আমরা বুঝে পাচ্ছি না যে এতে আপনার আইনি মামলা করার সু্যোগটা কোথায়।

    আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল কারণ আপনি প্রোফাইলের সাথে পুরোপুরি মিলে যাচ্ছেন।  
    পুলিশের যদি সন্দেহ করার কারণ থাকে যে আপনার কাছে একটা লুকোনো মানিব্যাগ আছে, তবে আর আপনাকে নির্দোষ বলে ধরে নেওয়া যায় না।
    আপনি গ্যাং-এর রং-য়ের চামড়া গায়ে জড়িয়ে জন্মেছেন এটা আমাদের দোষ নয়।
    আপনার অধিকারের কথা আপনাকে জানানোটা আমাদের বাধ্যবাধকতা নয়।

    আমাদের অফিসার আপনার খারাপ মনোভাব খুঁটিয়ে দেখার সময় দয়া করে লাইন থেকে সরে দাঁড়ান।
    আপনার এমন কোনো অধিকার নেই, যা আমরা সম্মান করতে বাধ্য।
    দয়া করে শান্ত থাকুন, অন্যথায় আপনার সাথে যা ঘটবে তার জন্য আমাদের দায়ী করা যাবে না।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ মে ২০২৪ ০৯:২৪532007
  • আমি সাধ্যমত মূলানুগ অনুবাদ করেছি। এবার একে নিয়ে আপনারা আরো কিছু সৃষ্টি করতে চাইলে, সুস্বাগতম।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন