পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
কেন্দ্রের কালা কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন চলছে, এ কথা আজ সব্বাই জানি। কৃষকদের সাথে সরকারের একাধিক বৈঠক অসফল হয়েছে। কারন কৃষকদের একটাই দাবি, কালা কানুন রদ করা হোক। কেন্দ্র তা মানবে না। আর মানবেই বা কি করে ? ছেলেখেলা নাকি ? আবদার আর কি ? চাষাগুলোর কি বোধ বুদ্ধি নেই ! আরে আইন পাশের অনেক আগে থেকেই আদানিভাই প্রচুর ইনভেস্ট করে ফেলেছেন। আদানি, আম্বানী গুজ্জুভাইয়েরা আগে নাকি তোদের মত চাষাভুসো ? সেই কবে থেকে ওরা কোটি কোটি টাকা চাঁদা দিয়ে দলটাকে জিইয়ে রেখেছে। ক্ষমতায় এনেছে। ওদের ব্যবসা করার নানারকম ফাঁকফোকর তৈরি করে দিতে হবে তো... নাকি ?
মাঠে ঘাটে ঘুরে আর জলে রোদে পুড়ে তোদের মাথাগুলো গেছে। ওরে গর্ধব আমরা ক্ষমতায় আছি। তাই কি করব, কিভাবে করব সেগুলো কারোর কাছে আমাদের শিখতে হবে না। দেখলি তো কেমন ধ্বনি ভোটে আইন পাস করিয়ে নিয়েছিলাম !
তোদের ঘোষিত কর্মসূচি ট্রাক্টর মিছিল ও কিভাবে বানচাল করতে হয়, সেটাও দেখিয়ে দিলাম। এতদিন ভাল ভাবে বুঝিয়ে বাজিয়ে বলছিলাম। এবার এমন কিস্তিমাত করে দিলাম ! মিডিয়া তোদের আন্দোলনকে কি রকম কালি লাগায়... সেটাই শুধু দ্যাখ। কৃষি আইন মানবি না ? তোদের বাপ মানবে।
____________________
পছন্দ | জমিয়ে রাখুন | গ্রাহক | পুনঃপ্রচার |
খুব সঠিক।
ভেঙ্গে পড়ার মতো কিছু নয়! শুধু কৃষি আন্দোলন বলে নয়, যেকোনো আন্দোলন কে ভেতর থেকে বানচালের চেষ্টা চিরকাল ছিল, আছে আর থাকবেও! শুধু কাঁটা বাছলেই চলে না। মূদ্রাদোষকে ঠেকিয়ে বেচাকেনা বন্ধ করতে হবে। সে বড় শক্ত কাজ। অনেক দিন ধরে ধৈর্যের পরীক্ষা !