পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
#ডিপ্রেশনের গৌরচন্দ্রিকা
#মহুয়া দাশগুপ্ত
সময় বড় কঠিন। আকাশ ও মাটির মধ্যবর্তিনীর মতো রোদের ভিতর থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে অ্যালুমিনিয়াম। রোদের আলো গায়ে মাখতেও প্রাণ ডরাচ্ছে। সাত মাস ধরে সময় থমকে আছে আশ্চর্য ছ্যুৎমার্গে। স্পর্শ আর মৃত্যু যেন বিম্ব প্রতিবিম্বের মতোন চেয়ে আছে পরস্পর। দিঘির মতো মাঝে বয়ে চলেছে ভয়ের সরোবর!আমাদের সময় ছুঁয়ে নেমেছে মাঘের শীত। জীবনের স্পন্দন অনুভব করতে করতে মনে আসছে আশ্চর্য সব মৃত্যুর ছবি। ভীষণ ভিড়ে পিষ্ট হবার ভয়, মনের বনে হরিণীকে জড়িয়ে ধরছে বিষাক্ত ময়াল,বঞ্চনার অভিমানে নীল হয়ে যাওয়া অবোলা রাত্রির মতো মূক নারী। আমি ডিজিটাল অভ্যস্থ জীবনযাপনের মধ্যে থেকেও অল ক্লিয়ার বাটনটা প্রেস করতে পারছি না। কিছুতেই! বুকের ভিতরে হারানোর আর হারিয়ে যাওয়ার ভয় থেকে ঝাঁকড়াপাতাওয়ালা গাছের মতোন জেগে উঠছে জীবন। আমি বেশি পাওয়ারের চশমা হাতড়ে হাতড়ে দেখছি দূর নস্টালজিয়ায় পাহাড় , আকাশ , জল , অনন্ত প্রান্তর কী ভীষণ উৎস থেকে জেগে ছিল। জেগে আছে! আমি স্বর্গীয় জ্যামিতির ছবির মতোন মেপে মেপে পথ আঁকছি—পালিয়ে যাবার! অথচ যে পথেই যাচ্ছি মৃত্যুর গন্ধ এসে চোখে এঁকে দিচ্ছে আগুন। এক অন্তহীন অগ্নিজন্মদাতার মতো নিয়তির ছায়া আমাকে অনুসরণ করছে।আমি সাদা চোখে দেখতে পাচ্ছি সূর্যে লেগেছে আকাশী গ্রহণ,আমি চেষ্টা করেও দেখতে পাচ্ছি না হরিয়ালী প্রান্তর! আমাকে কর্মোৎসাহী ব্যাপারীর মতো ছিঁড়ে খাচ্ছে একাকিত্বের ভয়! সব আলো নিভে যাবার আগেই ভাবছি, সূর্য নিভে গেলে সে আঁধার আমি সইবো কেমন করে?আমি হৃদয় থেকে বিচূর্ণ কাচের টুকরো খুঁজে একজোট করছি, কিন্তু হৃদয় হারিয়ে গেছে , সন্ধ্যার হাঁসের মতোন ফিরে গেছে নীড়ে। আমি আকাশরেখায় মৃত্যু দেখে ভেবেছি , ভাঙা হৃদয়ের কোয়ারেন্টাইন হোক। এই সাংকেতিক ডিপ্রেশনে আমি ম্লান সাদা ধুলোর ভিতর অশ্বত্থের ছেঁড়া পাতার মতোন লুটিয়ে পড়ে থাকছি রোজ! নিজেকে কমলারঙ রোদ্দুরে জীবনানন্দের কবিতার মতোন অপার্থিব মনে হয়। যেন এক্ষুণি একটা মায়াবী ট্রাম আসবে আর আমি অস্থি মজ্জা আর মনখারাপের বাক্স নিয়ে মিলিয়ে যাবো , চলে যাবো শুকনো পাতা ছাওয়া ঘাসে। মিলিয়েই যেতে চাই। সুররিয়ালিস্ট কবির মতোন আমাকে তুষারে , পাথরে, মৃত্যুতে খুঁজতে যেয়ো না।
ইচ্ছাপত্র লিখে দিলাম!
পছন্দ | জমিয়ে রাখুন | গ্রাহক | পুনঃপ্রচার |
রূপকথা আর বাস্তবে মাখামাখি লেখার ভাষাটাই অনেক উঁচুমানের।মনে হয় নিজের মনেই বারবার গলা ছেড়ে পড়ি।
ভালো লাগলো !
দুজনকেই ধন্যবাদ!❤❤
Khub bhalo lekha ETA.. chaliye jao bondhu
খুবই বাস্তব। অনেক অভিনন্দন।