এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  অপর বাংলা

  • বাংলা ব্লগের ওপর খড়গহস্ত বিটিআরসি

    বিপ্লব রহমান লেখকের গ্রাহক হোন
    অপর বাংলা | ২৮ মার্চ ২০১৩ | ১১৮৬ বার পঠিত
  • ০১. ফেসবুক, ইউটিউব-এর পর এবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-- বিটিআরসি'র খড়গ নেমে এসেছে বাংলা ব্লগের ওপর। শীর্ষ স্থানীয় ব্লগ সাইটগুলোর ওপর সরকারি এ হস্তক্ষেপে ব্লগে ব্লগে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ নিয়ে ব্লগ সাইটগুলোতে লেখা হচ্ছে অসংখ্য প্রতিবাদী নোট। ব্লগাররা সরকারি খবরদারিকে মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশের ওপর হস্তক্ষেপ বলেই মনে করছেন। বিটিআরসি'র পক্ষ থেকে ব্লগারদের ব্যক্তিগত তথ্য দেওয়ার পাশাপাশি কিছু 'আপত্তিকর পোস্ট' সরিয়ে ফেলার নির্দেশের পরিপ্রেক্ষিতে বাংলা ব্লগে এ অসন্তোষ দেখা দিয়েছে।

    প্রধান সারির ব্লগ সাইটগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের এই 'বেআইনী' আদেশ তো মানবেই না, বরং দেশের সংবিধান, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক সাইবার আইন অনুসরণ করে প্রতিটি ব্লগারের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাদানের পাশাপাশি ব্লগারের স্বাধীন মত প্রকাশকে তারা যে কোনো মূল্যে সমুন্নত রাখবে। বিটিআরসি বা অন্য কোনো সংস্থা স্বাধীন ব্লগিং তথা মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশের ওপর কোনো রকম খবরদারির চেষ্টা করলে তারা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এছাড়া কোনো ব্লগারকে কোনো রকম হয়রানী করা হলেও তারা তাকে প্রয়োজনীয় আইনগত সহায়তা দান করবে।

    অন্যদিকে, বিটিআরসি বলছে, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যাবহার নিশ্চিতকরণের লক্ষে বিটিআরসি, টেলিযোগাযোগ লাইসেন্সধারী,ইন্টারনেট ব্যবহারকারী  কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রয়োজনীয় তথ্য  পাওয়ার এখতিয়ার রাখে এবং উক্ত তথ্য চাহিদানুযায়ী  প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীর আর্থিক জরিমানা ও শাস্তির বিধান রয়েছে।

    ০২. 'বাংলা ব্লগ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি' শীর্ষক এক পোস্টে আমারব্লগ ডটকম-এর তথ্যকেন্দ্র জানাচ্ছে:


    আমারব্লগ ডট কম (www.amarblog.com) ২১ মার্চ ২০১৩ সকালে বাংলাদেশ বিটিআরসি(www.btrc.gov.bd) থেকে একটি ইমেইল নির্দেশ পেয়েছে।সহকারী পরিচালক স্বাক্ষরিত এ নির্দেশনায় আমার ব্লগকে বেশ কয়েকজনের ব্লগ অ্যাকাউন্ট বাতিল এবং উল্লেখিত ব্লগারদের ব্যাক্তিগত তথ্যাদি- আই পি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যাক্তিগত নাম পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিটিআরসি কার্যালয়ে ইমেইলে জমা দিতে বলা হয়েছে! নির্দেশনামায় বিটিআরসির সহকারী পরিচালক কোন আইন কিংবা আদালতের আদেশের ভিত্তিতে এ নির্দেশ দিচ্ছেন তা উল্লেখ করেননি!

    প্রিয় ব্লগার, আন্তর্জালে বাংলায় বাক স্বাধীনতা রক্ষায় শুরু থেকেই দায়বদ্ধ আমারব্লগ। আর তা যে কোনো মূল্যে অক্ষুন্ন রাখতে আমারব্লগ দৃঢ়প্রতিজ্ঞ ছিলো, আছে এবং থাকবে! সেই দায়বদ্ধতা থেকে আমারব্লগ বিটিআরসি উপরের নির্দেশ প্রত্যাখান করছে। আমার ব্লগ কোন ব্লগারের ব্লগ বাতিল করবে না- আন্তর্জাতিক প্রাইভেসি আইন অনুযায়ী কোন ব্লগারের আই পি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যাক্তিগত নাম প্রকাশ করবে না।

    প্রিয় ব্লগার, এ ব্যাপারে আমরা দেশের একাধিক প্রথিতযশা আইনজীবির সঙ্গে যোগাযোগ করেছি এবং কোন আইনবলে বিটিআরসি কোনো ব্লগারের ব্যক্তিগত তথ্য এবং তাঁর লেখার আর্কাইভের কপি দাবি করেছেন সে ব্যাপারটি খতিয়ে দেখছি। জনপ্রশাসনের এখতিয়ার বহির্ভূত যেকোন হস্তক্ষেপকে আমরা আইনগতভাবে চ্যালেঞ্জ করব। আমারব্লগ.কম-এ লেখালেখির জন্য যদি কোনো ব্লগার সরকারি রোষাণলে পড়েন তাহলে আমারব্লগ কর্তৃপক্ষ তাঁর সাধ্যমত সকল প্রকার সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করছে। কোনো ব্লগারের ব্যক্তিগত তথ্য সংগ্রহের মাধ্যমে হয়রানি করা হলে সেই সংক্ষুব্ধ ব্লগার যদি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিপূরণ সহ যেকোনো আইনগত ব্যবস্থা নিতে ইচ্ছুক হন, আমারব্লগ.কম এর পক্ষে তাঁকে লিগ্যাল সাপোর্ট দেয়ার যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


    আমারব্লগ ডটকম-এর এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন আরেক প্রধান সারির ব্লগ সাইট মুক্তমনা ডটকম-এর নির্মাতা ও বিশিষ্ট বিজ্ঞান লেখক অভিজিৎ রায়। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন:


    আমি ‘আমার ব্লগ’-এর এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই। এটা দরকার ছিল। দেশের চরম দুর্দিনে দরকার এই ঋজু মনোভাবের। কেন তারা ব্লগারদের নাম ধাম, লগইন বৃত্তান্ত, ঠিকানা খোঁজার জন্য উঠে পড়ে লেগেছেন? ভয়টা কোথায়? যেখানে লাগা দরকার সেটা তারা করতে পারছেন না।

    ফেসবুকে এখনো বাঁশের কেল্লা আর নিউ বাঁশের কেল্লার মতো সাইট উগ্র সাম্প্রদায়িকতা ছড়িয়ে যাচ্ছে। তাদের এই সাম্প্রদায়িক উস্কানির বলি হয়ে নির্যাতিত হয়েছেন শত শত সংখ্যালঘু পরিবার। ধর্ষিতা হয়েছেন, গুম খুন হয়েছেন। রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, হয়েছে হাজার হাজার বৃক্ষ কর্তন। চাঁদে সাইদীর মিথ্যা ছবি  প্রচার করে গ্রামগঞ্জের সাধারণ মানুষকে সম্মোহিত করার প্রচেষ্টা করেছে। তাদের সাইট বন্ধ হয়নি, বন্ধ করা যায়নি তাদের কর্মকাণ্ড। 

    আর বাঁশের কেল্লাই বা বলি কেন? বাঁশের কেল্লার চেয়েও উগ্র সাইট বহাল তবিয়তে রাজত্ব করে যাচ্ছে। বন্ধ করতে পারেনি হিযবুত তাহরীরের মত উগ্রবাদী দলগুলোর প্রচারণাও। 


    অন্যদিকে সচলায়তন ডটকম'কে বিটিআরসি কর্তৃপক্ষ এখনো কোনো নির্দেশ না দিলেও তারা আগেভাগেই অনড় অবস্থান নিয়েছে। তারা এক পোস্ট বার্তায় বলেছে:


    সচলায়তনে লেখকদের নাম, ইমেইল অ্যাড্রেস এবং প্রকাশিত পোস্টের আইপ অ্যাড্রেস ছাড়া আর কোনো তথ্য সংরক্ষণ করা হয় না। কিন্তু আমরা লেখক এবং পাঠকসহ সংশ্লিষ্টদের এটুকু আশ্বাস দিতে চাই যে সচলায়তন সংশ্লিষ্ট সকলের ব্যক্তিগত তথ্য খুব গুরুত্বের সাথে সংরক্ষণ করে এবং বেআইনী কোনো অনুরোধ বা হুমকিতে সচলায়তন এই তথ্য উন্মুক্ত করবে না।


    ০৩. এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিটিআরসি'র ২৪ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে [স্মারক নং-বিটিআরসি/প্রশাঃ প্রচার ও বিজ্ঞাপন/২০১২-৫৫৬] জানায়,                                                  


    সাম্প্রতিককালে গভীর উদ্বেগের সাথে পরিলক্ষিত হচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, টুইটার এবং ব্লগ সাইটে  ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে এক শ্রেণীর কুচক্রী মহল  উস্কানিমুলক ও কুরুচিপূর্ণ পোস্ট, কমেন্ট,ছবি, কার্টুন ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের সহজ, সরল ও ধর্মভীরু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে বিটিআরসি এসব ঘটনায় তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করছে। সরকার এসব বিভ্রান্তিমূলক অপপ্রচারও ধর্মীয় সংহতিতে আঘাতকারী প্রচারণা বন্ধে  বদ্ধপরিকর। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক এ বিষয়ে একটি কমিটি গঠিত হয়েছে, যার সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বিটিআরসির কর্মকর্তাও নিয়োজিত রয়েছেন। তাছাড়াও ইন্টারনেটের অপব্যবহার রোধকল্পে বিটিআরসি কর্তৃক নিয়মিত এস এম এস এর মাধ্যমে   জনগণকে  অবহিত করা হচ্ছে।

    মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে এবং মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশের স্বার্থে বিটিআরসি জনগণকে সাথে নিয়ে কাজ করার ব্যাপারে সর্বদা সচেষ্ট এবং এ সম্পর্কিত কোন অপপ্রপচারে বিভ্রান্ত না হয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক,টুইটার, এবং বিভিন্ন ব্লগ থেকে প্রাপ্ত ধর্মবিদ্বেষী ও কুরুচিপূর্ণ পোস্ট, কমেন্ট ,ছবি, কার্টুন ইত্যাদি সম্পর্কিত তথ্য বিটিআরসিকে অবহিত করে  সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

    ইন্টারনেটের মাধ্যমে এসব অপপ্রচার বাংলাদেশ দণ্ডবিধি ২৯৫/২৯৫(ক)/২৯৮ ধারা ও আইসিটি অ্যাক্ট ২০০৬ এর ৫৭ ধারা এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ এবং ২০১২ সালের রিট পিটিশন নং- ৮৮৬ এর নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৩০(১)(ছ)/৩১(২)(ণ)/৭৩(২)/৮৪(২)-ধারা অনুসারে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যাবহার নিশ্চিতকরণের লক্ষে বিটিআরসি, টেলিযোগাযোগ লাইসেন্সধারী,ইন্টারনেট ব্যবহারকারী  কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রয়োজনীয় তথ্য পাওয়ার এখতিয়ার রাখে এবং উক্ত তথ্য চাহিদানুযায়ী  প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এ ক্ষেত্রে আইন অমান্যকারীর আর্থিক জরিমানা ও শাস্তির বিধান রয়েছে।


    ০৪. বলা ভালো, অন্য যে কোনো সময়ের চেয়ে 'ব্লগ', 'ব্লগার', 'ফেসবুক' ইত্যাদি এখন সাধারণজনের কাছে অনেক পরিচিত শব্দ। কারণ, স্বাধীন বাংলাদেশের ৪২ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট তরুণরা যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগ মোড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। অভূতপূর্ব এই গণজাগরণটি খুব শিগগিরই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। কারণ ৪২ বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া তথা ১৯৭১ এর অমিমাংসিত অধ্যায়টির যৌক্তিক মিমাংসা না হওয়া জনমনে ব্যপক ক্ষোভের সঞ্চার করেছিলো। চিহ্নিত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় না হওয়ায় এটি গণবিস্ফোরণে পরিণত হয়। দেশে-বিদেশে ছড়িয়ে পড়ে তারুণ্যের এই জাগরণ। শহীদ জননী জাহানারা ইমাম ১৯৯২ সালে প্রধান যুদ্ধাপরাধী ও জামাতে ইসলামের তৎকালীন আমীর গোলাম আজমের বিরুদ্ধে গণআদালত গঠন এবং তাকে প্রতীকী ফাঁসির রায় দিয়ে চলমান আন্দোলনটির প্রেক্ষাপট তৈরি করেছিলেন।

    এদিকে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে অপর পক্ষও বসে নেই। ১৯৭১ এর যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বিরুদ্ধে জামাত ও ছাত্র শিবির শুরু থেকেই জঙ্গী জেহাদী ভূমিকায় নেমেছে। তারা আগে থেকেই এই ট্রাইবুন্যালের বিরুদ্ধে অবস্থান নিয়ে 'দেশে গৃহযুদ্ধ বাঁধানো'র হুমকি দিয়ে আসছিলো। প্রজন্ম শাহবাগের অভাবনীয় উত্থানে তারা ঠিকই বুঝেছে এখন তাদের অস্তিত্ব রক্ষাই দিন দিন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তারা শাহবাগ আন্দোলন নস্যাত করতে তাদের নিয়ন্ত্রিত মাদ্রাসাগুলোকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধাপরাধী কাদের মোল্লা, দেলোয়ার হোসেন সাঈদীসহ অপরাপর যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা বিএনপিকে সঙ্গে নিয়ে একের পর এক সহিংস হরতাল দিতে থাকে। দেশজুড়ে জামাতি তাণ্ডবে ছয়জন পুলিশসহ নিহত হন অন্তত ৬০ জন। আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে ৩৬ টি জেলায় অসংখ্য হিন্দু জনপদে হামলা চালানো হয়। ধ্বংস করা হয় মন্দিরসহ ধর্মীয় সংখ্যালঘুদের অন্তত দুহাজার বাড়িঘর।

    দৃশ্যতই এসব সহিংসতায় ১৯৭১ সালের মতোই ধর্মীয় উস্কানিকে সমাবেশ, লিফলেট, ফেসবুক ও জামাত নিয়ন্ত্রিত ব্লগ সাইট ব্যবহার করা হয়েছে। প্রধানত ব্লগাররাই যেহেতু শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দানকারী, তাকে জামাত ও হেফাজত ইসলাম নামক দুই দলের পক্ষ থেকে এই আন্দোলনকে 'নাস্তিক মুরতাদ'দের আন্দোলন বলে জেহাদী জোয়ার তৈরি করা হয়। গলা কেটে খুন করা হয় আন্দোলনের দুজন সংগঠক ব্লগারকে। গণজাগরণের সংগঠক দুজনের ঘনিষ্ট আত্নীয়কেও জীবন দিতে হয় নৃশংস কায়দায়। জামাতি এই প্রচারণাটি আরো হালে পানি পায় যখন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া নিজেই শাহবাগ আন্দোলনটিকে 'নাস্তিক-নষ্টদের আন্দোলন' বলে চিহ্নিত করেন


    তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ‘আন্তর্জাতিক মান’ বজায় রেখে যুদ্ধাপরাধীদের বিচার হবে।

    “আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। তা হবে আন্তর্জাতিক মানের। ক্ষমতায় গেলে সে বিচার করব।”“এই স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই রাজাকার, আওয়ামী লীগেও বহু রাজাকার আছে, তাদের ধরতে হবে, আওয়ামী লীগের ‘এক’ থেকে সবাইকে।”

    যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের দিকে ইঙ্গিত করে খালেদা বলেন, “সরকার একদিকে শান্তিপূর্ণ মিছিলে গুলি করছে, অন্যদিকে ‘বিধর্মী-নাস্তিকদের’ পাহারা দিয়ে লালন-পালন করছে।

    “এইসব মঞ্চ-ফঞ্চ বন্ধ না হলে জনগণের মঞ্চ তৈরি হবে।


    ০৫. এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের বিটিআরসি এখন ব্লগারদের তথ্য-তালাশে মাঠে নেমেছে। শাহবাগ আন্দোলনের চাপে প্রথমে তারা জামাত নিয়ন্ত্রিত ব্লগ সোনারবাংলা ডটকম-সহ ফেসবুকের কিছু পেজ ব্লক করে দিয়েছে। এখন আবার বিএনপি-জামাতের চাপে ১৯৭১ সালের পাকিস্তানি সামরিক জান্তার মতো বিটিআরসি ব্লগারদের লুঙ্গি খুলে মুসলমানিত্ব পরীক্ষায় নেমেছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান না নিয়ে সরকারের এই ভ্রান্তনীতি ও দ্বি-চারিতা মৌলবাদী হাতকেই শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট ব্লগাররা মনে করছেন।

    সরকার পক্ষ একদিকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, মুক্তি চিন্তার চর্চা ও তথ্যের অবাধ প্রবাহ -- ইত্যাদি গালভাড়ি কথা বলছে। অন্যদিকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় তারা ২০১০ সালে বেশ কিছুদিনের জন্য বাংলাদেশে ফেসবুক দেখা বন্ধ করে দেয়্। হয়রত মোহাম্মদকে (দ.) নিয়ে অসন্মানজনক চলচ্চিত্র প্রকাশের দোহাই দিয়ে গত ছয় মাস ধরে বন্ধ রাখে টুইটার। এখন আবার অযাচিতভাবে ব্লগের ওপর নেমে আসছে নিত্য নতুন খবরদারি। অবশ্য বাংলা ব্লগ সাইটগুলোকে নিজ নিজ নীতিমালার বাইরে সরকারি শেকলে বাঁধার প্রক্রিয়াটি শুরু হয়েছে বেশ আগেই।  এক বর্ণ ব্লগ না বুঝেই সরকারি আমলারা বরাবরই এর অন্তর্নিহিত অমিত শক্তিতে ভীত-সন্ত্রাস


    ২০১১ সালের ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এক আলোচনা সভায় প্রথম বলেন, কোনো ওয়েবসাইটে রাজনৈতিক নেতাদের নিয়ে অশ্লীল বা কুরুচিপূর্ণ কোনো ব্যঙ্গচিত্র প্রকাশ করা হলে সেই সাইটটি বন্ধ করে দেওয়া উচিত।


    অন্যদিকে, দেশের প্রথম অনলাইন দৈনিক বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম-এর প্রধান তৌফিক ইমরোজ খালিদীও সরকারি এই মতটিকে প্রকাশ্যে সমর্থন জানান


    তিনি বলেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হলে মাশুল গুণতে হবে সবাইকে। আইন বা বিধিবিধানের বিষয়টি তখনই সামনে আসে যখন স্বাধীনতার অপব্যবহার হয়। স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা হয়। আমাদের সতর্ক থাকবার প্রয়োজন আছে। ইন্টারনেটে, সামাজিক যোগাযোগের মাধ্যমে অসতর্কতার পরিণতিতে সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। বেশি দূর যেতে হবে না, বাংলাদেশের গত ৪০ বছরের ইতিহাস পর্যালোচনা করলেই দেখা যাবে বিভিন্ন সময়ে কিভাবে গণবিরোধী কাজে কিংবা আইনের শাসনবিরোধী কাজে গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা ইতিহাস থেকে শিখি না, শিখতে চাই না।


    সে সময়ও শৃঙ্খলার নামে সরকারি নিয়ম-নীতিতে বাংলা ব্লগকে বেঁধে ফেলার সুপ্তফনার বিরুদ্ধে ব্লগাররা ব্যপক সোচ্চার হন। এখন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সব জনমতকে উপেক্ষা করে শেষ পর্যন্ত নানান আইনের ধারা-উপধারায় ব্লগিং-কে বন্দী করার পথেই সরকার হাঁটছে। মুখে তাদের যতোই গণতন্ত্র, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা, স্বাধীন মত প্রকাশ ইত্যাদি সুমিষ্ট বচন থাকুক না কেন। ...
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • অপর বাংলা | ২৮ মার্চ ২০১৩ | ১১৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | 213.202.241.82 (*) | ৩১ মার্চ ২০১৩ ০২:৩৮77378
  • সংযুক্ত:

    সহব্লগার আসিফ মহিউদ্দীনের ফেবু নোট:
    ___
    ["১৯৭১ সালে উপমহাদেশে ইসলামের রক্ষক এবং সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য জামাত ইসলামির নেতৃত্বে দেশের প্রগতিশীল, মুক্তমনা, অসাম্প্রদায়িক বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত করা হয়েছিল। এরপরে পাকিস্তান সরকার সেই তালিকা অনুসারে এদেশকে চিরতরে বুদ্ধি-প্রতিবন্ধী করে দেয়ার জন্য ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সূচনা করে। পরাজয় জেনেও তারা এই কাজটি করে, কারণ তারা চাইছিল ধর্মান্ধতা, মৌলবাদ, সাম্প্রদায়িকতায় আচ্ছন্ন হয়ে এই দেশ একটি মিনি পাকিস্তানে পরিণত হোক। তাদের সেই চেষ্টা একেবারেই ব্যর্থ হয়েছিল তা বলা যায় না।

    ২০১৩ সালে আবারো সেই তালিকা দেখা যাচ্ছে। তালিকাটি তৈরি করে দিয়েছে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। মুক্তমনা নাস্তিক অজ্ঞেয়বাদী সংশয়বাদীদের হত্যার যেন প্রতিযোগিতা শুরু হল, জামাত শিবির হিজবুত হুজি থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপি পর্যন্ত এই প্রতিযোগিতায় নেমে গেছে, কে কার আগে তাদের হত্যা করতে পারে, কে কার আগে তাদের মুখ বন্ধ করতে পারে!

    ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পরে জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। কর্নেল তাহের এবং কয়েকজন বিপ্লবী অফিসার সেসময়ে জিয়াউর রহমানকে মুক্ত করেন, এবং পুরষ্কার হিসেবে তাদের সবাইকে হত্যা করা হয়। সেই বিপ্লবে যারা অস্ত্র ধরেছিল, যারা সেই বিপ্লবের অন্যতম নায়ক ছিলেন, বিপ্লবের সুফল ঘরে তুলে তাদের প্রত্যেককেই নিষ্ঠুরভাবে হত্যা করে জিয়া সরকার। কারণ সেই সকল বিপ্লবীরা জিয়া সরকারের জন্য ভয়ের কারণ ছিল।

    ২০১৩তে শাহবাগে জামাত শিবির বিরোধী বিপ্লব হয়ে গেছে। এই বিপ্লবে যারা সরকারের আনুগত্য প্রকাশ করেছে, তারা পরবর্তীতে ক্ষমতাশালী হয়ে উঠবে। এবং যারা সরকারের সাথে সমঝোতা করে নি এবং সুযোগ সুবিধা নেয় নি, তাদেরকে জিয়াউর রহমান স্টাইলেই হত্যা অথবা দমন করার সমস্ত পরিকল্পনা পাকাপোক্ত হয়ে গেছে।

    বিপ্লবের পরে বিপ্লবীদের হত্যা করা ইতিহাসে প্রচুর সংখ্যকবার দেখা গেছে। বিপ্লবীরা যেকোন ভ্রষ্ট রাজনীতির জন্যেই আতংকের, তাই তাদের গলা নামিয়ে দেয়ার মধ্যেই ক্ষমতাসীনদের মঙ্গল নিহিত। বেগম খালেদা জিয়া এবং গোলাম আজমদের আজ শ্রদ্ধা করতে ইচ্ছা হচ্ছে, কারণ তারা সরাসরিই ধর্মান্ধতা, মৌলবাদ, সাম্প্রদায়িকতার রাজনীতি করেন, সততার সাথেই অপরাজনীতি করেন। আওয়ামী লীগ সরকার তা করে প্রগতিশীলতার ছদ্মবেশে।

    ছদ্মবেশি আততায়ীর চাইতে প্রকাশ্য আততায়ী শ্রেয়।"]
    https://www.facebook.com/atheist.asif/posts/505508986163201
  • বিপ্লব রহমান | 212.164.212.20 (*) | ০৭ এপ্রিল ২০১৩ ০৭:৪১77379
  • সংযুক্ত:

    হেফাজত ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে আসিফ মহিউদ্দীনসহ চারজন "নাস্তিক ব্লগার"কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। প্রতিবাদে চলছে সব প্রগতিশীল বাংলা ব্লগে অনির্দিষ্টকালের জন্য ব্ল্যাক আউট। তবে করপোরেট ব্লগ সাইট সামহোয়ারইনব্লগ ডটনেট, বিডিনিউজ, প্রথম আলোসহ কয়েকটি ব্লগ এই তালিকায় নেই। ওদিকে হেফাজতে ইসলাম ঢাকার মতিঝিলে সমাবেশ করেছে। সেখান থেকে তারা উত্থাপন করেছে "ধর্ম নিয়ে কটুক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান"সহ ১৩ দফা দাবি। শাহবাগের গণজাগরণ মঞ্চ, রুমী স্কোয়াড, '৭১ এর ঘাতক-দালাল নির্মূল কমিটিসহ কয়েকটি সংগঠন তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। হেফাজতীরা ঘোষণা করেছে হরতাল ও ঢাকা অবরোধের (৫ মে) কর্মসূচি।

    এরই পরিপ্রেক্ষিতে সহব্লগার, তরুণ বাম রাজনৈতিক কর্মী ফিরোজ আহমেদ লিখেছেন চিন্তাশীল নোট:
    _______
    সাইবার জগত থেকে হেফাজত: সমীকরণ সহজ নয়

    ["...আওয়ামী লীগ ধোঁয়াশা ছুপা রুস্তমের রাজনীতি করছে, সে গাছেরটা খেতে চায়, তলেরটাও কুড়িয়ে নেয়ার তালে আছে। বিএনপি তলারটাকে পায়ে মাড়িয়ে নষ্ট করে গাছেরটা খেতে চায়। লীগ একদিকে তাই শাহবাগকে ঘুরিয়ে দিয়েছে হেফাজতের দিকে; দলও সম্পূর্ণ তাই চায়, আস্তিক-নাস্তিকের সংঘাতে তার বড় লাভ। অন্যদিকে লীগ হেফাজতকেও বেশ খানিকটা নিজের হেফাজতে নিতে চায়, প্রমাণ করতে উদগ্রিব নিজেই সত্যিকারের ইসলাম-পসন্দ। সত্যি বলতে কি, ব্লগারদের বিরুদ্ধে সাম্প্রতিকতম মামলাটি সংবিধানের সাম্প্রদায়িক পঞ্চদশ সংশোধনীরই প্রথম আইনী বাস্তবায়নের উদ্যোগ।

    অন্য আর একটি সহযোগী পক্ষ, কার্যত এরাও বিএনপিরই পক্ষভুক্ত, দেখাতে চাইছেন হেফাজতের সদস্যরা সব গরিব মানুষ। কিন্তু গরিব মানুষেরা কিভাবে ব্যবহৃত হতে পারেন নিজেদের স্বার্থেরই বিরুদ্ধে– মাদ্রাসাকেন্দ্রিক ক্ষমতার বলয় কিভাবে কার্যকর থাকে, সেটা যারা বোঝেন, তাদের কাছে অজ্ঞাত থাকার কথা নয়। ভিন্ন আরও একটি সহযোগী পক্ষও আছেন, যারা সচেতন কিংবা অসচেতনভাবে আওয়ামী রাজনীতির তলেরটা খাওয়ার কর্মসূচির সহযোগিতা করছেন শাহবাগকে ধর্মীয় শক্তিগুলোর দিকে ঘুরিয়ে দিয়ে। মাওলানা শফির ‘রাজনৈতিক’ শক্তি অনেকটাই কৃত্রিম, তাকে তৈরি করা হয়েছে, ফুলিয়ে ফাঁপিয়ে বড়ও করা হয়েছে, অন্যদিকে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে তাদের একটা বাস্তব ‘অরাজনৈতিক’ ধর্মীয় প্রভাব আছে। এই অরাজনৈতিক প্রভাবটির জন্ম হতে পেরেছে, কারণ ৪২ বছর ধরে শাসকেরা কোটি কোটি শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা করেননি, এরা প্রত্যেকেই এই মওদুদ বাহিনীর রাজনৈতিক সুফলভোগী। লাগাতার আক্রান্ত হলে এই অরাজনৈতিক প্রভাব দ্রুতই রাজনৈতিক হয়ে উঠে শাহবাগকে নাস্তিক-আস্তিক লড়াইয়ের কুঠুরিতেই বিভক্ত করতে আরও সহায়তা করবে, জামায়াতে ইসলামীর লক্ষ্যও এই মূহুর্তে তাই। হেফাজতে ইসলামের প্রচারিত দাবিগুলোই বরং আলোচনায় নিয়ে এসে সেগুলোর অন্তঃসারশূন্যতা এবং অকার্যকারিতা দেখিয়ে দেয়ার প্রচারমূলক কৌশলই হতে পারে বর্তমান সময়ে যথাযথ উদ্যোগ। জামায়াত অন্যদের আড়ালে আশ্রয় নেয়ার যে কৌশল গ্রহণ করেছে, তাকে সেই কৌশলে ধারাবাহিক সহায়তা করাটা আত্মঘাতী হতে পারে । এর আগেও জামায়াত বায়তুল মোকাররম মসজিদকে কেন্দ্র করে একই ধরনের কায়দায় মাঠে নেমেছিলো, সেটা ব্যর্থ হয়েছে। এবার তুলনামূলক একটা সাফল্য জামায়াত পেয়ে গিয়েছে। শাহবাগের মঞ্চ-নেতৃত্ব আর শাহবাগের চেতনা দুইয়ের মাঝে কখনো কখনো যে গড়মিল দেখা যায়, তার কারণ এইভাবে কখনো কখনো শাসকদের প্রয়োজনে ব্যবহৃত হওয়া। আস্তিকতা-নাস্তিকতার বিভাজনের জাল সরিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবির নিষিদ্ধ করাই এই মূহুর্তে সবচে জরুরি কাজ।..."]

    http://bangla.bdnews24.com/opinion_bn/article610721.bdnews
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন