এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪৫ | 122.248.183.1
  • আমার exp তো বেশি ঃ-)

    ১। ২ বার গেছি নিজে হারিয়ে ডয়েরী লিখাতে।

    ২। আরেক বার আমাদের TCS র বাস অ্যাক্সিডেন্ট করেছিল। বরানগর থানায় গিয়েছিলাম।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪৪ | 121.242.160.180
  • তা'লে গেঁজলাম কিসে?
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪৩ | 121.242.160.180
  • আচ্ছা কুমুদি, বেবস্তা বলতে কী বোঝালো? সেইসব? নাকি আজকে গুরুতে বেশীক্ষণ ফিল্ডিং কাটছি বলে? কী করব, এতসব করেটরে কাজ সত্যিই বিশেষ নেই আজ। ঃ))
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪৩ | 122.248.183.1
  • ১। কবিতা লিখলে গেঁজে যায় না

    ২। একটি মেয়ে আগেও দেখতে । আজকে শাড়ী পরিহিত অবস্থায় তার চেঞ্জ দেখতে চাইছো।

    ইত্যাদি,

    আরে ও আমি এক দিন তোমার বয়েসে ছিলাম।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪১ | 121.242.160.180
  • বোতিন্দা, এতে গেঁজে যাবার কী হল? পদ্যটদ্য লিখতে হলে (হাসছ তো? হাসো হাসো। 'মানে, আমি সুনীল গাঙ্গুলী নই বলে আমায় পাত্তা দেবে না তোমরা?' [গৌ-ঘো ইন বা-শ্রা]) একটু ক্লু-টু তো চাই না কি, এগুলো পরে কাজে দেবে। এত কল্পনা পোষায় নাকি সব সময়?
  • m | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৪১ | 50.82.180.165
  • নাঃ, মামাবাড়ির দোরগোড়া অবধি গেছি,ভেতরে যেতে পাই নি।
    আর যদি সব গুছিয়েই সঙ্গে নিয়ে যাও, তাইলে বাড়ি কি বন্ধুবান্ধব,কি পার্টির লোকজন চাইকি উকিল দেখা করবে কি খালি হাতে? নাকি বলছো একেবারে ধরেই অন্ধকূপে চালান দেবে?
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩৭ | 121.242.160.180
  • ক্যাফেটেরিয়ায় এইমাত্র সকল প্রতিযোগীকে একত্রিত করে নাম্বার দেয়া হল। আমার কী ভালো লাগল, আমি সমস্ত আরোপিত দেখনদারির বাইরে স্বাভাবিক অ-সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছি সগৌরবে। যেখানে সবাই পুরষ্কারের পেছনে দৌড়ে অস্বাচ্ছন্দ্যের সাথে আপস করেছে, সেখানে আমি সাধারণ পোষাকে, দাড়ি পর্যন্ত না কামিয়ে আসার সাহস দেখালাম। স্বাভাবিকতাই যে কাউকে মানায়।
  • Blank | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩৭ | 170.153.65.102
  • সন্ধে ৬ টায় যাদবপুরের ৮বি তে জমায়েত আছে। ইচ্ছুক রা যোগ দিন
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩৫ | 122.248.183.1
  • হ্যাঁ আমি ও ভাবলুম মিঠু ও ই ব্যাপারে SME ঃ-)
  • shrabani | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩৪ | 124.124.244.107
  • মিঠু যেন অনেক জেলে গেছে....সে তো সিনেমায় দেখায়, চোদ্দ বছর বাদে পুঁটলি খুলে জিনিস ফেরত দিচ্ছে জেলর.....ওষুধ নিতে দেয় কি না...লামা বলতে পারবে।
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩৪ | 122.248.183.1
  • সৈকত ফিরেছে?
  • m | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩১ | 50.82.180.165
  • মেঘেদের পথ বেয়ে ব্রতীনঃ)
  • m | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩০ | 50.82.180.165
  • কিসুই জানে না বুউকা- জেলে ঐসব নিয়ে ঢুকতে দেয় না।
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:৩০ | 122.248.183.1
  • হ্যাঁ কুমু দি একটু প্লিজ দ্যাখো ছেলে টা কেমন গেঁজে যাচ্ছে ঃ-)
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:২৯ | 122.248.183.1
  • মিঠু আবার কোথ থেকে উদয় হলে ভোর ভোর!!
  • kumu | ১৩ এপ্রিল ২০১২ ১৬:২৮ | 122.160.159.184
  • সময়াভাবে কাজুর এট্টা বেবস্তা কত্তে পাচ্চি না,ইদিকে ছেলেটা---

    ভাবচি এই কাজটা ব্যাংকেই দিই।
  • shrabani | ১৩ এপ্রিল ২০১২ ১৬:২৭ | 124.124.244.107
  • কলকাতার লোকজন মানে যারা ঠিক সবসময় ভালো কথাটথা বলতে পারেনা, অসাবধানে কিছু করে বা বলে ফেলতে পারে, তারা একটা জেল কিট গুছিয়ে রেখো সবসময়.....এই একটা ছোট ব্যাগে টুথব্রাশ, পেস্ট, দরকারী ওষুধপত্র.....পরামশ্যি দেওয়ার জন্যে থ্যাঙ্কস দিতে হবেনা, ফ্রি তে দিলাম!
  • m | ১৩ এপ্রিল ২০১২ ১৬:২৩ | 50.82.180.165
  • তখন আকাশপথে এ মোহ আবরণ শোনা যাবে...
  • Netai | ১৩ এপ্রিল ২০১২ ১৬:১৮ | 121.241.98.225
  • ভালোকথা লিখলে কিছু পুরস্কার আছে?
    সকালে দুটো ভালো পোস্ট করেছি। পুরস্কার কোথায় ক্লেম করবো?
  • aka | ১৩ এপ্রিল ২০১২ ১৬:১১ | 75.76.118.96
  • এইমাত্র খবর পাওয়া গেল গুরুতে মমতা স্‌ম্‌বন্ধে লিখলে আপনার আইপিকে অ্যারেস্ট করা হবে। আইপি মাস্কিঙ্গ করেও পার পাওয়া যাবে না। মা মাটি এবঙ্গ মানুষের সরকার মুখোশ খুলে দেবে। আপন আইপি সামলে রাখুন।
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৬:০৯ | 122.248.183.1
  • বোঝো!!

    কালো সে যত ই কালো হোক
    দেখেছি তার চশমা ছাড়া(পরা) চোখ?
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৬:০৭ | 121.242.160.180
  • আজ একজনকে অনেকক্ষণ দেখার অপেক্ষায় ছিলাম। অন্যদিনই যা লাগে, আজ ভেবেছিলাম হেভেনলি কিছু ব্যাপার হবে। এতক্ষণে দেখা পেলাম। শাড়ি পরলেও নট আপ টু দ্য এক্ষপেক্টেশন। আসলে চশমাটা খুলেছে বলে হয়ত, আর ধেবড়ে কাজল পরেছে। কাউকে আবার চশমায় বেশী ভালো লাগে। যেমন নীরা !
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৬:০২ | 121.242.160.180
  • আমাদের এখেনেও তো পুজো হল, নিঃশব্দে। অন্য আওয়াজ থাকলেও পুজোর কোনো আলাদা আওয়াজ তো ছিল না। কী পুজো?

    পেটপুজো।
  • abastab | ১৩ এপ্রিল ২০১২ ১৫:৪০ | 14.139.163.29
  • নিঃশব্দে ওরা কিছু করতেই পারেনা, সবেতেই জগঝম্প বাদ্যি বাজে। কিন্তু আজ সব ঠান্ডা মনে হচ্ছে।
  • Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ১৫:২৯ | 182.253.0.99
  • পুজো করে, আর কি করবে!!
  • abastab | ১৩ এপ্রিল ২০১২ ১৫:২৭ | 14.139.163.29
  • তামিলরা নববর্ষে কি করে কেউ জানে। সকালের দিকে রাস্তাঘাট একদম শুনশান ছিল।
  • hds | ১৩ এপ্রিল ২০১২ ১৫:২২ | 14.96.77.216
  • এর মধ্যে ফাসাড কি আছে? যা হচ্ছে খুল্লমখুল্লা হচ্ছে। আরও হবে। আরও খারাপ হতে থাকবে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন "চক্রান্ত" করলে গ্রেপ্তার করা হবে। যে যাই বলুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়েপেঁচিয়ে কথা বলার বা কাজ করার অপবাদ কেউ দিতে পারবে না।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৫:১৭ | 121.242.160.180
  • মাঝেমধ্যে মনে হচ্ছে
    বিয়েবাড়িতে কম্পু খুলে
    কে আমি একা উজবুক

    মাঝেমধ্যে মনে হচ্ছে
    কাপে ভর্তি আমি যেন
    আইস্কিরিম এক স্কুপ

    মোহেতাপে গলে শুধু
    পড়ে আছি অভক্ষিত
    আজ যেন দাঁতে করে
    তুলে নিয়ে যাবে না আমাকে
    মস্তিষ্কে রক্তক্ষরা কোনো চ্যালেঞ্জ

    আজ শুধু পাতা উল্টে উল্টে
    আশ্চর্য আবিষ্কার !
  • Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১৪:৫১ | 14.99.42.188
  • ওই নির্বান্ধবপুরে যাওয়ার কথা এখন না, এখনো ওখানে ফাঁকা মাঠ, একটা বড় ক্যাম্পাস হবে, তখন যাবো। যাক বাঁচা গেলো।

    এলসিএম - হ্যাঁ, ফ্যাসাড হওয়া সম্ভব, তবে সেটা হলে আসলে কী সেটা ভাবতেও ভয় হয়।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৪:৪৮ | 121.242.160.180
  • আপনার শনিবারও আপিস না? ওখেনেই পোবলেম।
  • kumu | ১৩ এপ্রিল ২০১২ ১৪:৪৬ | 122.160.159.184
  • ডিডিদারো ছুটি আছে,নাই শুধু এই কুমুর-কোন নববর্ষেই না।

    kc,1:41-হ্যাঁ,যদিও রাজনীতি বুঝি না,তবু সাধারণ বুদ্ধি তাই বলে।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৪:৪৩ | 121.242.160.180
  • উঁউউহু।

    খাওয়াকে পেটের ভেতর থাকতে দাও
    আমি ওগুলো নিজের মত গুছিয়ে নিয়েছি-ই-ই-ই
    যেটা লুকোনো লুকোনো সেটা না বলাই থাক
    সব বললে নষ্ট হজম
  • Bratin | ১৩ এপ্রিল ২০১২ ১৪:৩৯ | 122.248.183.1
  • আহা কী খেলে বলো ই না
  • Kaju | ১৩ এপ্রিল ২০১২ ১৪:৩০ | 121.242.160.180
  • না আজ আপিস না থাকলে এত 'একই অঙ্গে এত রূপ' দেখা হত না। ;-))

    আরেকটা জিনিস বলব? না থাক, বোতিন্দার ওই করে শরীল কাহিল হয়ে গিছিল।
  • Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ১৪:২৪ | 182.253.0.99
  • তামিল নববর্ষ আজকে, একটু আগে আমার এক তামিল কলীগ যেচে এসে জানিয়ে শুভকামনা নিয়ে গেল।
  • Jhiki | ১৩ এপ্রিল ২০১২ ১৪:২২ | 182.253.0.99
  • kc'র 1:41 PM, আম্মো ঠিক তাই ভাবছিলাম..... গল্প এটা নয়, গল্প অন্য কিছু।
  • sinfaut | ১৩ এপ্রিল ২০১২ ১৪:০৮ | 121.241.218.132
  • ডিডিদা তো ব্যাঙ্গালোরের থেকে পূর্ব দিকে থাকেন। আর কে না জানে পূর্ব দিকে সূর্য আগে ওঠে।
  • y | ১৩ এপ্রিল ২০১২ ১৪:০২ | 61.12.12.84
  • তামিল নববর্ষ তো কালকে!
  • Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৪:০১ | 117.194.232.205
  • হ্যাঁ , পিতামাতা ইতিমধ্যেই আমার ছোটবেলার একটা বিশেষ সময়কালের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। আর বলছেন, তখন তো তবু একটা আইনের অপব্যাখ্যা করা হয়েছিল, এরা তো সেই অজুহাত দেবারও দরকার মনে করছে না ঃ)
  • dd | ১৩ এপ্রিল ২০১২ ১৪:০১ | 122.167.32.104
  • হা হা হা হা হা হা
    হা হা হা হা হা হা

    হো হো হি হো হিও হো
    হ্যা হ্যা হ্যা। হি হি হি।

    হি। খ্যা।

    আজ আমাদের ছুটি। কেনো? কেনো? না, তামিলদের নববর্ষ। সেজন্নে ছুটি।

    আপনারা কাজ করেন, খাটেন। ঘামুন। স্ক্রীনে নাক ঠেকিয়ে কাজ করুন।

    হিঁ হিঁ হিঁ।
  • dhs | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৫৫ | 14.96.77.216
  • প্রসঙ্গতঃ, প্রশাসনের মুখপাত্র মদন মিত্র পুলিশের এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন। এবার কি এটা রাজনৈতিক ইস্যু হল?
  • kc | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৫৪ | 178.61.96.29
  • লামা, সত্যিই খারাপ অবস্থা। তোমার পিতামাতার চেনাশোনাদের সঙ্গে বন্ধুত্ব করে গল্পগাছা কোর। আরও ভাল বুইবে। ;-)
  • lcm | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৪৬ | 69.236.167.153
  • লামার দেওয়া লিংক থেকে কার্টুন-টা দেখলাম।
    সত্যজিৎ রায়-এর মুকুলকে নিয়ে ইয়ার্কি! এই অবমাননা সরকার মানতে পারল না। তাই না গেরেপতার...

    তবে আমরো কেসি-র মতনই মনে হচ্ছে। এ সব ফালতু ক্যাচাল। সামনের ফ্যাকাড হতে পারে।
  • Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৪৫ | 14.99.42.188
  • সেটা হতেই পারে। কিন্তু এর ইমপ্লিকেশনটা উড়িয়ে দিও না।
  • Lama | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৪৪ | 117.194.232.205
  • কেসিদা, তাহলে তো আমি যা ভাবছি তার চেয়েও ভয়ংকর অবস্থা ঃ)
  • Netai | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৪১ | 121.241.98.225
  • আর মমতা শিল্পীদের বরাবরই খুব শ্রদ্ধা করেন। সম্প্রতি ফিরোজা বেগমকে খারাপ দেওয়ার জন্য পুলুশকেও রেয়াত করেননি। দিয়েছেন বদলি করে।
    http://epratidin.in/Details.aspx?id=7702&boxid=22144593
  • kc | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৪১ | 178.61.96.29
  • বেন, দ্যাখো এই ইস্যুগুলো কিন্তু যে কোনও সময় হাওয়া ঘুরিয়ে দেবার জন্য এক্কেরে আইডিয়াল। ধর আজকে সন্ধের মধ্যে দিদি মাইক হাতে হাঁটতে হাঁটতে কোথাও বলে দিলেন, কার্টুন ফার্টুন ঠিকই আছে, ওটা আপনাদের অধিকার। এসব নিয়ে কেউ বিরক্ত করবেনা, বা নোনাডাঙার ঐ শ দুয়েক লোককে নিউটাউনের ধারে কোথাও নিয়ে গিয়ে বসিয়ে দিলেন, তাইলে? সব হাওয়া চুপসে যাবে এবং সাথেসাথে কিছু বেগরবাঁই করা লোকদের জেল হাজতে রেখে পচিয়ে দিলেও আর হাল্লাগোল্লা হবেনা।

    আমার কেন জানিনা মনে হছে এইসব ঘটনবলীর পিছনে কোনও বড় থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে।
  • dsh | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৩৮ | 14.96.77.216
  • It's sinister enough for me। শুধু ঐ প্রফেসর নয়, তার প্রতিবেশী সুব্রত সেনকেও পুলিশ অ্যারেস্ট করেছে। এটা কেন কেউ জানে?
  • Ben Arfa | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৩৫ | 14.99.42.188
  • তবে একটা ব্যাপারে কেশীকে ক - something even more sinister is coming
  • Netai | ১৩ এপ্রিল ২০১২ ১৩:৩৫ | 121.241.98.225
  • আসুন, এইসব ভুলভাল ইস্যু বাদ দিয়ে সঠিক ইস্যু নিয়ে হইচই(জয়গান) করি। শিল্পের জোয়ারের কথাই ধরুন। কদিনের মধ্যেই রাজ্যে ৯০ হার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। এতে করে বিপুল কর্মসংস্থান হবে। আর পুরুলিয়াতে গড়ে উঠছে আইটি হাব।
    http://epratidin.in/Details.aspx?id=7701&boxid=21531859
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত