এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ১১ এপ্রিল ২০১২ ১৪:০৩ | 121.242.160.180
  • তবে ব্ল্যাঙ্কির সাথে ট্যাঙ্কি মিল দেয়াই যেত।
  • Kaju | ১১ এপ্রিল ২০১২ ১৪:০২ | 121.242.160.180
  • বাঃ ভালো কবতে।
  • rajdeep | ১১ এপ্রিল ২০১২ ১৩:৫৩ | 220.227.106.153
  • ছ্যাঃ ছ্যাঃ এ কি বঞ্চনা ব্ল্যাংকি !
    জোরসে প্রতিবাদ করো

    উত্তরবঙ্গ সুইজারল্যান্ড হবে
    কলকাতা লন্ডন হবে
    দীঘা গোয়া হবে

    আর বারুইপুর কিনা সল্লেক ঃ-(

    কোনও একটা লেভেল হল এটা !
  • Blank | ১১ এপ্রিল ২০১২ ১৩:২৯ | 170.153.65.102
  • ওটা কোথায় হচ্ছে কেউ জানে না
  • sayan | ১১ এপ্রিল ২০১২ ১৩:২৮ | 160.83.96.83
  • বারুইপুরের সল্টলেকিয়করণ প্রজেক্টটা আর এগোয়নি?
  • dd | ১১ এপ্রিল ২০১২ ১৩:২৩ | 110.234.159.216
  • বাইবেল না পাঁজি, কোথায় জানি লিখেছিলো অপ্রবাসী হয়ে স্বগৃহে অঋনী হয়ে দিনান্তে কাবাব টুকুন আর দু অ্যাক পেগ যে খায় সেই ই সুখী।

    তাইলে? দিল্লী থাকে আচমকা "প্রবাসী" হয়ে যাবে না?

    আমাদের কলকেতা ছাড়া গতি নেই। আমি গাড়ী চালাতে পারি না। আর নিজের গাড়ী ভিন্ন অল্পো যে দু একটা শহর এখনো টিঁকে থাকা যায় তার মধ্যে কলকেতা পরে।

    আর ওখানে সেটল করলে ঝট করে কোন্নোগরের সী বীচেও ঘুড়ে আসতে পারবে - সেটাও বিবেচ্য।
  • PM | ১১ এপ্রিল ২০১২ ১৩:০২ | 86.96.160.11
  • এটাই কি নতুন গুরু? এতো অনারম্বর উদঘটন কেনো?
  • kumu | ১১ এপ্রিল ২০১২ ১২:৫০ | 122.160.159.184
  • অ কেডিদা,আছেন নাকি।এট্টা বুদ্ধি দেন!

    রিটায়ার্মেন্টের পর দিল্লীতেই থাকব না ফিরে যাব কলকাতা।ছেলেরা থাগবে নিজেদের কাজের জায়গায়,আমরা বুড়োবুড়ি?
  • Blank | ১১ এপ্রিল ২০১২ ১২:৪৮ | 170.153.65.102
  • ব্রহ্মার মানস ফ্ল্যাট ঃ-D। কিন্তু এই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট না কিনে নরেন্দ্রপুর সোনারপুর এইসব জায়গায় জমি কিনে বাড়ি করা তো মনে হয় ভালো। লাখ তিরিশের মধ্যে ছবির মতন বাংলো উইথ অনেকটা জমি হয়ে যাবে।
  • dukhe | ১১ এপ্রিল ২০১২ ১২:৪২ | 122.160.114.85
  • আবার কারা যেন দুখের জন্য বিছুটির বায়না দিচ্ছেন দেখলাম। ই তো মহা গেরো। বিছুটি আমি এট্টুও ভালোবাসি না। এক কথা আর কবার বলব !
  • dd | ১১ এপ্রিল ২০১২ ১২:৩৬ | 110.234.159.216
  • ঐ সব ফ্ল্যাটে যে গ্রাভিটি থাকে সেগুলি অত্যন্ত পাকাপোক্তো ও ব্রহ্মার হ্যান্ড পিকড।

    দাম তো একটু বেশী পরবেই।
  • kumu | ১১ এপ্রিল ২০১২ ১২:৩৬ | 122.160.159.184
  • এত গুরুরা কলিতে ফেলাট কিনছে!!তবে আর চিন্তা নাই,কলি গেলে ।

    কেসি,ফোন থেকে লিখি আলস্যে। কে আবার রাত্তিরে উঠে ল্যাপি খোলে।হয়তো বাংলা লেখা যায়,সিকির কাছে শিখে নেবো কখনো।

    আইফোনের পয়সা কি আমার আছে?কে জানে!উদাস হাসির ইমোটিকন।
  • Blank | ১১ এপ্রিল ২০১২ ১২:২৩ | 170.153.65.102
  • ঐ এক স্কোয়ার ফিটে কি জিনিস থাকে যে এত দাম?
  • kd | ১১ এপ্রিল ২০১২ ১২:২১ | 74.66.241.238
  • ঝিকি, ও'সব বাইপাস-টাইপাস ছাড়ো। যে সময়ের জন্যে দেখছো, তখন তো শুধু ফুর্তি করার সময়।

    চৌরঙ্গী রোডে এডওয়ার্ড কোর্ট যেখানে ছিলো, সেখানে দারুণ ফ্ল্যাট পাওয়া যাচ্ছিলো/যাচ্ছে। রাস্তা থেকে পেছিয়ে, তাই রোড-নয়েজ কম, ওপরের তলার ঘর থেকে ফ্যান্টাস্টিক ভিউ, নন্দন/রবীন্দ্রসদন/মোহর কুঞ্জ দু'পা হেঁটে, হাঁটাপথে ভালো ভালো রেস্টুরেন্ট আর পা বাড়ালেই মেট্রো। আর মোস্ট ইম্পর্টেন্ট, বেলভিউও কয়েক ব্লক গেলেই।

    হ্যাঁ, দাম একটু বেশী কিন্তু সেটা তো ইগনোর করতে বলেছো।
  • a | ১১ এপ্রিল ২০১২ ১২:০৮ | 125.16.135.194
  • কেশীদা পিছিয়ে পড়েছেন!! মুম্বাইতে এখন ম্যাক্স পার স্কো-ফি দর ৭০০০০ টাকা, লুরুতে ৩৩০০০, আজকের TOI

    কলকাতা মুম্বাই/লুরু এজম্মে হবে না।
  • Sudipta | ১১ এপ্রিল ২০১২ ১১:৪৮ | 71.68.123.243
  • ওহ।।বোঝা গেল এবার, ঠিক হ্যায়, আপাতত ব্যাক আপ নেব ঃ)
  • Sudipta | ১১ এপ্রিল ২০১২ ১১:৪৬ | 71.68.123.243
  • টই পত্তরের কি কিছু সমস্যা আছে? শরদিন্দু কে নিয়ে লেখা চলছে দেখে বেশ কিছুটা লিখলাম, পোস্ট করার পরে দেখলাম, পাতা-য় আছে (১১ঃ৩৬ am সময় দেখাচ্ছিল), এরপর কিছুক্ষণ পর বাইরে এসে দেখি ভ্যানিশ! লাদাখের টই তে এক ই জিনিস হয়েছে, শেষ বার লেখার সময় তিন চারবার, উৎসাহ হারিয়ে ফেলেছি!

    এত প্ল্যান করে ব্যাক আপ নিয়ে লেখা চাপের ঃ(
  • quark | ১১ এপ্রিল ২০১২ ১১:৩৩ | 14.139.199.1
  • চৌতিরিশ বছরে সিপিএম রাজ্যটার কি সব্বোনাশ ক'রে গেছে একবার দেখুন!

    http://tinyurl.com/6mugvmr
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১১:২৯ | 72.83.76.34
  • হ্যাঁ। রিস্টার্ট হলে ঠিক হয়ে যাবে, একটু বাদে। কিন্তু তখন আপডেট না হওয়া পোস্টগুলো উড়ে যাবে। আমি একটু আগে অব্দি যা চোখে পড়েছে, ব্যাকাপ নিয়েছি। রিস্টার্ট হবার আগে আর পোস্ট পড়লে সেগুলোর কপি রেখে দিতে হবে। নইলে পাওয়া যাবেনা আর।
  • kallol | ১১ এপ্রিল ২০১২ ১১:২৫ | 119.226.79.139
  • টইয়ে পোস্ট হচ্ছে। কিন্তু টইয়ের লিস্টিতে তার এফেক্ট নাই।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১১:১৫ | 72.83.76.34
  • টইতে কেউ এখন কোন পোস্ট করলে একটু নিজের পোস্টটার কপি রেখে দেবেন। মানে যতক্ষণ না আবার আপডেট হওয়া শুরু হচ্ছে। আমি এখন অব্দি ব্যাকাপ রাখলাম।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১১:০৬ | 72.83.76.34
  • কল্লোলদা, একটু সময় লাগবে। পোস্টগুলোর একট্য ব্যাকাপ রেখে দেবেন ?

    কেউ কি আপডেট না হওয়া পোস্টগুলোর কপি রাখতে পারবে ?
  • d | ১১ এপ্রিল ২০১২ ১০:৫৯ | 14.99.52.158
  • সংকল্প'ই সেইটা না, যেটায় সারি সারি খাড়া খাড়া বাড়ী খালি পড়ে আছে?

    এই শনিবার হাঁটতে হাঁটতে হোম টাউনের সামনে গিয়ে দাঁড়িয়ে পাপড়ি চাট খেতে খেতে কিছু লোমহর্ষক কথোপকথন শুনলাম। বাপস!
  • kallol | ১১ এপ্রিল ২০১২ ১০:৫৮ | 119.226.79.139
  • টই আপডেটেড হচ্ছে না।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১০:৫২ | 72.83.76.34
  • ও একটা জরুরি কথা। ঐ টইতে অত পোস্টের ভীড়ে হারিয়ে গেছে। এখানেও যাবে হয়ত। নোনাডাঙ্গার লোকজনের কমুইনিটি কিচেন, চিকিৎসা ও আরো নানা ব্যাপারে অনেক খরচাপাতি হচ্ছে।
    কেউ টাকা পাঠাতে চাইলে mechsom অ্যাট gmail.com এ একটু মেইল করে দেবেন। অল্পসল্প পাঠালেও ওঁদের জন্য অনেক।

    অবশ্য আজ থেকে অনশন শুরু হচ্ছে। ভাল পরিকল্পনা। খাওয়ার খরচাটা তো অন্তত কমবে।
  • kc | ১১ এপ্রিল ২০১২ ১০:৫২ | 194.126.37.78
  • আর্বানায় যাওয়ার রাস্তাটা চওড়া হওয়া মুশকিল আছে। তবে এখন আরেকটা হেব্বি কমপ্লেক্স হচ্ছে পিয়ার্লেস হাসপাতালের পিছনে। অম্বুজাদের। সেখানেও দেড় কোটি করে দর হাঁকছে। কলকাতা খুব তাড়াতাড়ি মুম্বই হয়ে যাচ্ছে, রিয়াল এস্টেটের দামের পরিপ্রেক্ষিতে।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১০:৪৭ | 72.83.76.34
  • হ্যাঁ, আজই একটা দেওয়াল লিখন দেখলাম। 'বাদ' এর লিস্টি দিয়ে। মার্ক্স বাদ থেকে শুরু লন্ডন থেকে বস্তি বাদ ইত্যাদি।
  • m | ১১ এপ্রিল ২০১২ ১০:৪৬ | 50.82.180.165
  • আর্বানা নোনাডাঙায় নয়। নোনাডাঙা হলো গিয়ে ফর্টিসের পিছন দিকে অনেকটা গিয়ে একটা জায়গা।
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:৪৩ | 121.241.218.132
  • আর্বানার যখন অ্যাড বেরলো তখন নব্বই থেকে শুরু ছিলো। নোনা-ড্যাম্পের গল্প সাউথ সিটিতেও। সেখানে অলরেডি নাকি কিছু ফ্ল্যাটে দেওয়াল বসে গেছে।

    সংকল্পটা কিন্তু দেখতে ব্যাপক লাগে। দক্ষিণে থাকার কমপালশন না থাকলে ওটা চেষ্টা করতুম।
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:৪৩ | 121.241.218.132
  • লন্ডনে বস্তি নাই।

    বাই দ্য ওয়ে - আর্বানাই নোনাডাঙায় নয়তো?
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১০:৪১ | 72.83.76.34
  • নোনাডাঙ্গার উচ্ছেদ করা জমিতে কাঁটাতার বসলো। ল্যান্ড সার্ভে হবে। কে বলতে পারে, আগামী দিনে আমাদের জন্য সর্বসুবিধাযুক্ত বিলাসবহুল কমে্‌প্‌লক্স ওখানেই তৈরি হল।

    বস্তি টস্তি তো সব উঠে যাচ্ছে। কোলকাতার তো বিউটিফিকেশন হচ্ছে। ভিউও নিশ্চয় ব্যাপক হবে।
  • m | ১১ এপ্রিল ২০১২ ১০:৩৮ | 50.82.180.165
  • আর্বানা হেরিটেজের কাছে- কোটি দেড়েক থেকে বোধহয় শুরু।
    একগাদা দাম নিয়েছিলো বটে কিন্তু সিলভার স্প্রিংএর বাড়িগুলো খুব সুবিধের না। দেওয়ালে নোনা , ড্যাম্প ইত্যাদির সমস্যা আছে।

    আর সংকল্প তো কখনো ই কিনো না, রাস্তার উপরে বাড়ি শুরু হয়ে গেছেঃ(

    ব্রতীন, নিশ্চয় ই বলবো।
  • pi | ১১ এপ্রিল ২০১২ ১০:৩০ | 72.83.76.34
  • টই তো আপডেট হচ্ছে না। এখানেই দিয়ে যাই।
    এটাও অবশ্য বছর দুই আগের খবর। তবে খুব কিছু বদলায়ানি। নানা জায়গা থেকে খেদিয়ে দেওয়া আরো কিছু লোক এসে জড়ো হওয়া ছাড়া।
    -------
    বালিগঞ্জ থেকে বজবজমুখী রেললাইনের গা দিয়ে বসা গোবিন্দপুর রেলকলোনির বাসিন্দারা উচ্ছেদ হয়ে পুনর্বাসন পেয়েছিল নোনাডাঙা বলে বাইপাসের ধারের একটা জায়গায় -- এটা খবরের কাগজে বেশ খবর হয়েছিল। প্রায় ১৭০০-র মতো পরিবার গোবিন্দপুর থেকে এখানে এসেছিল, জানালেন নোনাডাঙার অধিকার ও জনকল্যাণ সমিতির বাপি মণ্ডল। খেদানবাড়ির মতো ছোটো ছোটো ত্রিপল ফেলে তাদের থাকবার যে ব্যবস্থা হয়েছিল, তা-ই এখনও আছে। পুনর্বাসনের বিল্ডিং তৈরি হচ্ছে।
    পুনর্বাসনের বিল্ডিং
    কলকাতা পুরসভার ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ -- এইসব ওয়ার্ড থেকে যারা উচ্ছেদ হয়েছিল, তাদের জন্য এই নোনাডাঙাতেই পুনর্বাসনের বিল্ডিং তৈরি হয়ে গেছে। এর জন্য তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছিল, আর নেওয়া হয়েছিল ফটো। মোট সাতাশটা বিল্ডিং-এ তাদের ঠাঁই হয়েছে। বিল্ডিংগুলো বিভিন্ন ব্লকে ভাগ করা। যেমন এ ব্লক, যার নাম শর্ৎ মালঞ্চ আবাসন, সেখানে ১৪টা বিল্ডিং আছে, ৪৪৮টা পরিবার থাকে সেখানে। বি ব্লকে আছে ১৬টা বিল্ডিং, সি ব্লকে ১০টা।
    পুনর্বাসনের বিল্ডিং মানে ৪ তলা উঁচু আবাসন, প্রতিটি তলায় ৮টা করে ৯ ফুট বাই ১৪ ফুটের ঘর, একটা ছোট্ট বারান্দা, আর ঐ বারান্দার এক পাশে এক চিলতে বাথরুম পায়খানা। বেশিরভাগ পরিবারের কাছেই ঐ এক চিলতে বারান্দাও বিলাসিতা। সেখানেই বসেছে রান্নাঘর। স্টোভের উনুন।
    জল, স্বাস্থ্য, রেশন পরিষেবা
    এক একটা ব্লকে জলের জন্য এক-একটা টিউবওয়েল সম্বল। বেশিরভাগ লোক ঐ টিউবওয়েলের জলই খায়। বাড়ির পুরুষ মহিলা যারা শহরের মধ্যে কাজে যায়, সেখান থেকে জেরিক্যান ভর্তি করে কখনও কখনও নিয়ে আসে খাওয়ার জল। এখানে কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র নেই। কাছের রুবি বা অন্যান্য প্রাইভেট হাসপাতালে দেখানোর মতো পয়সা নেই এখানকার বাসিন্দাদের, তাই চিত্তরঞ্জন বা পিজি হাসপাতাল ভরসা। কোয়াক ডাক্তার আছে কাছেপিঠে, আর আছে হোমিওপ্যাথি। এখানকার বেশিরভাগ লোকই নাকি হোমিওপ্যাথি খায়। এখানে অনেকেরই রেশন কার্ড ট্রান্সফার হয়নি, পুরনো বসতি এলাকার কার্ডই রয়ে গেছে। যাদের হয়েছে, তাদের রেশন আনতে যেতে হয় কমপক্ষে দুই কিলোমিটার, চৌবাগা বা ভিআইপি বাজারের রেশন দোকানে।
    পেশার খবর
    বিভিন্ন বস্তি থেকে উচ্ছেদ হওয়া এই মানুষগুলোর আগে পেশা ছিল লোকের বাড়ি কাজ (মেয়েরা), রিক্সা-অটো চালানো বা দোকানদারি। নোনাডাঙা শহর কলকাতা থেকে অনেকটা দূরে। বাইপাসের রুবি হাসপাতালের কাছ থেকে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে আরও পূর্ব দিকে যেতে হয়। এখানে যারা পুনর্বাসন পেয়েছে, দূরত্বের কারণে তাদের কাজ কমেছে। যে আগে পাঁচ বাড়ি কাজ করতে সময় পেত, সে এখন দু'বাড়ি কাজ করে। ছেলে মেয়ে হয়ত স্কুলে পড়ত, এখন আর পড়ে না, কারণ স্কুল অনেক দূর, যাতায়াতে অনেক খরচ। রেশন কার্ডের অভাবে কেরোসিন কিনতে হয় ব্ল্যাকে। আগে কুড়িয়ে বাড়িয়ে জ্বালানি সংগ্রহ করে আনা যেত। এখন তা আর যায় না। তার ওপর ফ্ল্যাটে মাটির উনুন জ্বালানো বেশ মুশকিল।
    এখানেও ঝুপড়ি আছে
    প্লাস্টিক বা টালি দিয়ে ছাওয়া বেড়ার ঘরে আছে অনেকে। তারা এখনও ফ্ল্যাট পায়নি। অদূর ভবিষ্যতে পাবে অথবা পাবে না কখনও, কারণ নাম ওঠেনি। ঘরের চালে উঠেছে লাউ গাছের লতা, অথবা পুঁইশাক। ফ্ল্যাটে এসবের কোনও ব্যাপার নেই। কলসি কাঁখে টিউবওয়েল থেকে জল নিয়ে যাচ্ছিলেন চন্দনা দাস। পঞ্চান্নগ্রাম বস্তি বছর তিনেক আগে পুড়ে যাওয়ার পর এখানে অস্থায়ী বাসা বেঁধেছেন। স্বামী সবজির দোকান দিয়েছে চৌবাগায়। এখনও ফ্ল্যাট পাওয়ার কোনও বন্দোবস্ত হয়নি এখানে। এইরকমই যাদের এখনও পাকা বাসার ব্যবস্থা হয়নি, তারা পুনর্বাসনের দাবি নিয়ে ১৬ মার্চ মেয়রের কাছে যাবে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে।

    https://sites.google.com/site/songbadmanthan/1march2010six
  • Tim | ১১ এপ্রিল ২০১২ ১০:২৬ | 98.249.6.161
  • মিস করে গেছিলাম। ঠিক ঠিক। ঃ-)
  • Bratin | ১১ এপ্রিল ২০১২ ১০:২৪ | 14.96.39.121
  • অ্যাই অ্যাই তোমরা কোথায় এক সাথে ফ্ল্যাট কিনছো মিঠু? অমিও আছি...
  • kc | ১১ এপ্রিল ২০১২ ১০:২৪ | 194.126.37.78
  • ভবিষ্যতে ইন্টার্নেটের জালের থেকেও বেশী ঘন হবে মেট্রোর জাল। দিদির সেরমই প্ল্যান। তাই ও নিয়ে ভাবতে হবেনা।
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:২৪ | 121.241.218.132
  • যে ভুক্তভোগী সেই বলেছে;-)
  • Tim | ১১ এপ্রিল ২০১২ ১০:২২ | 98.249.6.161
  • কেউ মেট্রো অ্যাকসেসের কথা বললোনা?
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:২১ | 121.241.218.132
  • আর্বানা - টলেস্ট টাওয়ার। রুবির পিছনে।
  • Jhiki | ১১ এপ্রিল ২০১২ ১০:২১ | 182.253.0.99
  • থ্যাংকু থ্যাংকু
  • rajdeep | ১১ এপ্রিল ২০১২ ১০:২০ | 220.227.106.153
  • আমার মনে হয় এই গেল হপ্তায় আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট উঠে যাওয়া আর যৌথ উদ্যোগ হলেই প্রচুর জমি কেনা ও হোল্ড করা যাবে এই সংক্রান্ত বিল পাশ হয়ে যাওয়া আর দিল্লীর রাজবাড়ীর সঙ্গে আর পাঙ্গাতে না যাওয়া, বস্তি উচ্ছেদ করা , ধর্মঘটীদের বিরুদ্ধে জয়ললিতা-মোদীর কায়দায় ব্যবস্থা নেওয়া এইসবে আবাপ গ্রুপ মোটের ওপর বেশ খুশি

    তাই আর কি ....
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:২০ | 121.241.218.132
  • অ্যাক্টিভ একরস ধাপার উল্টোদিকের গলি দিয়ে ট্যাংরার দিকে যেতে।
  • kc | ১১ এপ্রিল ২০১২ ১০:১৯ | 194.126.37.78
  • ঝিকি, অ্যাক্টিভ একরটা কোথায়?
    রিসেন্টলি কেম্ব্রিজ রেসিডেন্সি বলে একটার স্পেসিফিকেশন দেখে যাস্ট হাঁ হয়ে গেছি। ওটা তবে ভিতরে আনোয়ার শাহ রোডে, ১৫ তলা থেকে লেকের ব্যাপক ভিউ। দামের কথা চিন্তা না করলে ওটাতেই কেনা উচিত। যাস্ট অসাম।
  • Jhiki | ১১ এপ্রিল ২০১২ ১০:১৯ | 182.253.0.99
  • নাঃ পার্ক স্ট্রীটে থাকা পোষাবে না, ফ্রি-তেও ঃ)
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:১৯ | 121.241.218.132
  • বিন্দাস ভাবলে সোনারপুরের ওদিকে গ্রীন ভ্যালি না কী যেন হচ্ছে - সেটা। বাংলোগুলো ব্যাপক দেখতে। বা নিউ টাউনে সংকল্প কমপ্লেক্সটা - যদি খালি থাকে।
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:১৮ | 121.241.218.132
  • অ্যাটিভ একরস-এর লোকেশন বেজায় বাজে। ভবিষ্যতে কোথায় কতটা রাস্তা পাবে সেটা ভাবতে হবে। অ্যাক্টিভ একর্স এমন জায়গায় যে এপাশে সিলভার স্প্রিং বা উল্টোদিকে ট্যাংরার মুখ অবধি যেতে ফেটে যাবে। ওই রাস্তা কখনোই চওড়া হবে না। বরং সিলভার স্প্রিং-এর লোকেশন ভালো।

    আরো একটা জিনিস মাথায় রাখা ভালো। রাস্তাঘাটের যা অবস্থা আর যেভাবে গাড়ি বেড়েছে তাতে ভবিষ্যতে ট্রাফিকের অবস্থা খারাপই হবে। সেটা ভেবে মেট্রোর কারেন্ট রুট বা ভবিষ্যত রুটের কাছে কেনা ভালো।
  • m | ১১ এপ্রিল ২০১২ ১০:১৭ | 50.82.180.165
  • ওঃ, তাইলে আমাদের গেটেড কমিউনিটি তে নাম লিখিয়ে নাওঃ)
    ভালো করে হাত পা ছাড়িয়ে থাকতে চাইলে জমি কিনে রাখো।
    আর কোলকাতার সব চে ভালো জায়গা বল্লে আমার কেন জানিনা, পার্কস্ট্রীট মনে আসেঃ(
  • Jhiki | ১১ এপ্রিল ২০১২ ১০:১৪ | 182.253.0.99
  • সেজন্যই তো জিগ্গেস করলাম, জাস্ট বিন্দাস ভাবে ভাবলে কোন জায়গার নাম মনে আসে?
  • Ben Arfa | ১১ এপ্রিল ২০১২ ১০:১৪ | 121.241.218.132
  • ছেলেমেয়ে যদি ডিপিএস, হেরিটেজ ইত্যাদিতে পড়ে তাহলে বাইপাসের ধার ঠিক আছে। কিন্তু ট্র্যাডিশনাল ইস্কুল হলেই অধিকাংশ ক্ষেত্রে ওই পথে স্কুলবাস থাকবে না। অবিশ্যি নিজের একটা এক্সট্রা গাড়ি থাকলে সেটা সমস্যা হয় না। তবে স্কুল যাতায়াতের সময়টা কমাতে পারলে ভালো।
  • m | ১১ এপ্রিল ২০১২ ১০:১৪ | 50.82.180.165
  • ঠিক অরি, কোলকাতার প্রথাগত ভালো স্কুল চাইলে দক্ষিণ ভালো, অবশ্য দক্ষিণ এখন সোনারপুর ছড়িয়ে গেছে।আর টিনটিনের জন্যে আমাকে সোম থেকে শুক্র ৫৬ কিমি যাতায়াত কত্তে হতোঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত