এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ১০ এপ্রিল ২০১২ ১৭:৩১ | 122.160.159.184
  • ঠিকই,শুকনো পাতার কথা হয়েচে কি হয়নি,ঝড় নেমে এসেচে।আর বিকেল পাঁচটাতেই কেমন অন্ধকার!
  • bratin | ১০ এপ্রিল ২০১২ ১৭:৩১ | 112.79.36.77
  • কাল কে বাইরে খেয়ে চুষে গেছি। বার দশেক বমি ।এখন স্যালাইন চলছে
  • shrabani | ১০ এপ্রিল ২০১২ ১৭:২২ | 124.124.86.27
  • ঝড় উঠেছে...এরকম ঝড়, কালো মেঘ কবে এখানে দেখেছি মনে পড়েনা...
  • Ben Arfa | ১০ এপ্রিল ২০১২ ১৭:১৮ | 59.90.249.32
  • ভারী ব্যাগ নয়, স্কুলে এ বার ট্যাবলেট কম্পিউটার
    ================================

    সিলেবাসের চাপে এমনিতেই ক্লান্ত ও বিধ্বস্ত শিশুদের বাড়তি বোঝা হচ্ছে তাদের স্কুলের ভারী ব্যাগ। এ বার গোদের উপর বিষফোঁড়া সেই ব্যাগের ভার কমানোর আশ্বাস দিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল। আজ কলকাতায় একটি অনুষ্ঠানে এসে শিশুদের ভারী ব্যাগের পরিবর্তে ‘ট্যাবলেট কম্পিউটার’ ব্যবহারের কথা বলেন তিনি। বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাগ দিন দিন আরও ভারী হয়ে উঠছে, সেটা যেমন তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনই মনের উপরও বেশ প্রভাব ফেলে বলে মনে করেন সিব্বল। তাই কেন্দ্রীয় সরকার উদ্যোগী হচ্ছে, যাতে স্কুলব্যাগের পরিবর্তে ঐ ছোট ও অপেক্ষাকৃত হালকা ‘বৈদ্যুতিন ব্যাগ’ নিয়ে তারা স্কুলে যেতে পারে। ঐ একটি জিনিসেই সব কিছু থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। এ ক্ষেত্রে বিভিন্ন ইন্টারনেট পরিষেবাকারী সংস্থার ভূমিকাও উল্লেখযোগ্য বলে মনে করেন সিব্বল।

    http://www.anandabazar.com/10sironam.html
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৭:০৮ | 121.242.160.180
  • কী আর হবে তাতে? কিসুই ** ছিন্ন হইবে না আমার তাতে। ঃ))
  • pi | ১০ এপ্রিল ২০১২ ১৭:০৬ | 72.83.76.34
  • কাজুকে সদারও কাজুখোকা বলেই ডাকা উচিত ঃ)
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৬:৪৬ | 121.242.160.180
  • নাঃ হইল না সদা।ঃ))
    আট্টু ভাবো।

    আমারে দাদা কইয়ো না। তাইলে এঁয়াদের মত বুড়ো হইয়া যাব। ঃ-P
  • d | ১০ এপ্রিল ২০১২ ১৬:৪৫ | 14.96.81.148
  • শরদিন্দুর টইটায় বেশ খোরাক চলছে তো। ঃ-))
    কিন্তু এঁচোড় আর মায়ের হাত সম্পর্কে আমার মূল্যবান মতামত দেবার একটা সময় বের করতে হবে। কিছুতেই হচ্ছে না।
  • sda | ১০ এপ্রিল ২০১২ ১৬:৪৩ | 59.97.138.184
  • কাজুদা, ছেলেটার নাম - পুরোটাইলস।
  • Ben Arfa | ১০ এপ্রিল ২০১২ ১৬:৪৩ | 59.90.249.32
  • whinging, nagging ইত্যাদি বলতে পারো। তবে *প্রেক্ষিত*-ই আসল।
  • d | ১০ এপ্রিল ২০১২ ১৬:৩৫ | 14.96.81.148
  • কেসি আসলে কী বলতে চাইলেন?

    কুমু, হুম! দু চারবার ব্যবহার করলেই লোকে 'ন্যাকা' শব্দটা শিখে যাবে। ভাল আইডিয়া।

    ঝিকি, ঃ-))
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৬:২৩ | 121.242.160.180
  • সে তো পরে, আগের কোচ্চেনের উত্তর দিন, তবে না ওইসব ৩৬০০০/- স্পা, ৪০০০০/- বোঁচা নাক খাড়া করানো তেনাদের নিয়ে কথা !
  • dukhe | ১০ এপ্রিল ২০১২ ১৬:২২ | 202.54.74.119
  • কুমুদি লিচ্চয় কাজুর মনোবাঞ্ছা ধরতে পারলেন । এবার একটা বিহিত করেন দিকি ।
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৬:২১ | 121.242.160.180
  • বলুন তো, একটা পিজে দিই, বলুন তো...

    কারুর বাড়ি টাইলস লাগাতে একজনকে দেয়া হয়েছিল। তাইলস তো লাগায়ই নি, সব ভোঁ ভা। ছেলেটির নাম কী?
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৬:১৮ | 121.242.160.180
  • কুমুদি সাইড বিজিনেস হিসেবে ঘটকালি করে জানতাম, লন্ড্রী-ও আছে !!
  • kumu | ১০ এপ্রিল ২০১২ ১৬:১৫ | 122.160.159.184
  • কেমন চটপট কেচে দিলুম সেইটে দ্যাখো!!
  • dukhe | ১০ এপ্রিল ২০১২ ১৬:১৩ | 202.54.74.119
  • কুমুদিকেও কি বেঙীর রোগে ধরল ? রোজ সমস্ত চাদর, বালিশ, তোষক, মশারি, ঝুলঝাড়ু মেশিনে কেচে রোদে দেওয়া, আবার পরদিন তুলে এনে মেশিনে -

    ব্বাপরে কী খাটুনি !
  • sinfaut | ১০ এপ্রিল ২০১২ ১৫:৫৪ | 121.241.218.132
  • অ ওমনাথ। একদিন এসো না। কেমন আছ?
  • omnath | ১০ এপ্রিল ২০১২ ১৫:৫৩ | 59.160.210.2
  • আমরা "ভোলাটাইল" দিয়ে কাজ চালাই।
  • kumu | ১০ এপ্রিল ২০১২ ১৫:৫৩ | 122.160.159.184
  • টইগুলো এট্টু মেশিনে দিইচি,রোদ থাকতে থাকতে কেচে শুকিয়ে দিচ্চি।

    ততক্ষণ নাহয় এখানেই লেখেন।
  • kallol | ১০ এপ্রিল ২০১২ ১৫:৪৪ | 119.226.79.139
  • টই হাওয়া।
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৫:৩৬ | 121.242.160.180
  • কাজের জায়গায় ন্যাকা শব্দ প্রয়োগ করাটা পলিটিকালি ইন্‌কা নয় কি? কারণ এতে উদ্দিষ্ট ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য খুব একটা কিছু প্রকাশ পেল বলে মনে হয় না। অনেকটা 'জ-বা-ফে'-তে জটায়ুর 'জমজমাট' বিশেষণ প্রয়োগের মত। কিসুই বোzhআ গেল না।
  • Blank | ১০ এপ্রিল ২০১২ ১৫:২৫ | 170.153.65.102
  • নাহ বাড়ি যাই
  • Jhiki | ১০ এপ্রিল ২০১২ ১৫:১৩ | 219.83.85.197
  • হ্যাঁ, শুকনো গাছ ঃ-), পাতি বাংলায় কেঠো।
  • kc | ১০ এপ্রিল ২০১২ ১৫:১১ | 194.126.37.78
  • দমুর আপিসে, প্রোঅ্যাকটিভ, রিয়্যাকটিভ, সিনার্জি, ৩৬০ ফিড ব্যাক, ভার্টিক্যাল ইϾট্রগ্রেশন, গ্যাপ ক্লোজার, ওয়ার্ক প্রসেস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ডব্লু আই পি, এইসব টার্মগুলোর ব্যভার নাই বুঝি?
  • sinfaut | ১০ এপ্রিল ২০১২ ১৫:০৭ | 121.241.218.132
  • শুখে পের মানে? পেড়? শুকনো গাছ?
  • Jhiki | ১০ এপ্রিল ২০১২ ১৫:০০ | 219.83.85.197
  • কঠিন সমস্যা! তবে এক্ষেত্রে নখরা-ই চলবে মনে হয়।

    বসকে এভাবে বলতে পারো - মেরে টীম মেঁ থোড়া শুখে পের য্যায়সে বন্দে দিজিয়ে। ম্যয় জাদা নখরে নেহীঁ ঝেল সকতি!

    আর মুনমুন সেনের মত স্যাম্পল অফিসে থাকলে তার রেফারেন্স-ও দিতে পারো ঃ)
  • sinfaut | ১০ এপ্রিল ২০১২ ১৪:৫৯ | 121.241.218.132
  • :-D

    দমদি আপিসেও কিসব শুরু করেছে। ঃ-))
  • d | ১০ এপ্রিল ২০১২ ১৪:৫২ | 14.96.65.144
  • ঝিকি, মনে করো আমাকে জিগ্যেস করলে যে 'কী ধরণের লোকের সাথে তুমি একেবারে কাজ করতে চাও না?' তো, আমি বলতে চাই 'ন্যাকা টাইপের লোক আমার প্রোজেক্টে দেবেন না ম্যাডাম'। এইবারে তুমি তো টকাস করে বুঝে গেলে, দিল্লী কিম্বা সেন্নাইয়ের কাউকে বোঝাবো কেমন করে?
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৪:২৬ | 121.242.160.180
  • কেয়া আদা? না কেয়া খয়ের? ওই নামে কোনো আদা কোনোক্কালে ক্কেউ শোনেনি।

    আবার কেয়া মানেই কেয়াতলা, ব্যোমুর সেকেন্ড বাড়ি।

    ইয়ে বোতিন্দা...
  • kc | ১০ এপ্রিল ২০১২ ১৪:১৫ | 194.126.37.78
  • কেয়া আদা কেয়া জলবে তেরে পারো
    দিলকে টুকরে হো গয়ে হাজারো।
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৩:৫৯ | 121.242.160.180
  • না না, আদা কী করে কলা হবে? কথায় বলে, আদায় কাঁচকলায়...যেমন আমার ও তোমাদের। ;-))
  • Jhiki | ১০ এপ্রিল ২০১২ ১৩:৫৭ | 219.83.85.197
  • "অদা' কথা ছলাকলা বোঝাতেও ব্যবহৃত হয়।
  • Jhiki | ১০ এপ্রিল ২০১২ ১৩:৫৪ | 219.83.85.197
  • দম দি, তুমি ঠিক কি লিখতে চাও, মানে বাক্যটা কি? সেটা জানলে প্রতিশব্দ পাওয়া যেতে পারে।
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৩:৪৭ | 121.242.160.180
  • নৌটঙ্কি আসলে রূঢ়ি শব্দ। এর প্রত্যয়গত প্রকৃত অর্থ হল - যে টঙ্কা দিয়ে নৌকা করে পারাপার করে। তো তারা বেশীরভাগ সময়েই মহিলা হত পুরাকালে, সেই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনী...

    তারা পাটনীকে এইভাবে বলত, 'মাঝিভাই, আমাদের একটু পার করে দেবে?' যার ভেতর একটু আদায়েঁ প্রচ্ছন্ন থাকত। সেই ধরণটাই পরে নেকুভাব হয়ে গেল লোকের চোখে বা শান্তিনিকেতনী ধরণ।

    বৃথাই লিখলাম। তবু সকলের ** জ্বালাতে বেড়ে লাগে তো, তাই। ঃ))
  • sinfaut | ১০ এপ্রিল ২০১২ ১৩:৪৩ | 121.241.218.132
  • অবশ্য ককেটিশ সব সময়েই ঢলানি অর্থে ব্যবহার হয়। ন্যাকা সব সময় ঢলানি নয়।
  • sinfaut | ১০ এপ্রিল ২০১২ ১৩:৪১ | 121.241.218.132
  • ঐ নৌটঙ্কি টাই সব থেকে কাছাকাছি। ইংরাজিতে ককেটিশ?
  • a | ১০ এপ্রিল ২০১২ ১৩:৪১ | 125.16.135.194
  • নৌটনকি
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১৩:৪০ | 121.242.160.180
  • প্রতি শব্দের কি প্রতিশব্দ হয়?
  • d | ১০ এপ্রিল ২০১২ ১৩:২৫ | 14.96.228.9
  • আদাঁয়ে মানে স্টাইলই তো। না ঝিকি, ওতে চলবে না। যেমন মুনমুন সেনরা তিন প্রজন্ম ধরে ন্যাকার ন্যাকা তস্য ন্যাকা। বা অপন্না সেন। ন্যাকামি আমার কাছে একটু নেগেটিভই লাগে। তবে ন্যকামির সাথে অভিমানের বেশ ঘনিষ্ঠ যোগ। যারা ব্বেশ গাছন্যাকা হয় তারা কথায় কথায় 'অভিমান'ও করে।

    কিন্তু প্রতিশব্দ পাওয়া গেল না। ধুস্‌স্‌স
  • lcm | ১০ এপ্রিল ২০১২ ১৩:০০ | 69.236.167.153
  • কোলাভরি ডি
  • lcm | ১০ এপ্রিল ২০১২ ১২:৫৯ | 69.236.167.153
  • টেস্ট। হোয়াই দিস সার্ভার প্রসেস ডাউন, হোয়াই দিস্‌....
  • dd | ১০ এপ্রিল ২০১২ ১১:৩৬ | 122.167.26.217
  • আর ঢং ?

    এটাও শুধু বাঙলীরা করে।
    আর জানেন সাহেবরা আতাক্যালানে হয় না।
  • sinfaut | ১০ এপ্রিল ২০১২ ১১:৩৬ | 121.241.218.132
  • নেগেটিভ ভান বললাম। যেখানে ভানের আগে আছে বুঝেও না বোঝা আর জেনেও না জানা। এ দুটোকে নেগেটিভই মনে হয়। ন্যাকামি আলাদা শিল্প। শিল্প ও শিল্পী দুটোকেই সম্মান করি।
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১১:৩৬ | 121.242.160.180
  • আসলে কল্পনায় কত কী ভাবতে ভালো লাগে ! সব কি আর সত্যি? লেখক মানুষ। ;-))
  • Jhiki | ১০ এপ্রিল ২০১২ ১১:৩৪ | 182.253.0.99
  • ন্যাকামি নেগেটিভ বুঝি?? বু-গু আর সু গা তো তাঁদের লেখাপত্তরে হুলিয়ে ন্যাকামিকে সাপোর্টিয়ে গেছেন।
  • Kaju | ১০ এপ্রিল ২০১২ ১১:৩২ | 121.242.160.180
  • আরে সেই বলে না, উফ্‌ তেরি ইয়ে আদা ! কথাটা তেমন কাউকে বলতে কিন্তু হেব্বি লাগে। সামনে না হোক, মনে মনে।

    কিন্তু কথা হচ্ছে, আদার মত একটা ঝাঁঝালো জিনিস, গলা খুসখুস করলে চায়ে দিয়ে খে' কী আরাম ! সেটাকে তেমন কারুর জন্যে ব্যবহার করা কেমন যেন না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত