এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৫৭ | 121.242.160.180
  • তারা পাল্টা মামলা করবে গৃহযুদ্ধে ইন্ধন দেবার অপরাধে ! লাভ ইজ বর্ণান্ধ। সে না দেখিবে লাল, না চেনে নীল-সাদা। মুড়ো ঝাঁটা আছে কী কত্তে, অ্যাঁ?
  • kc | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৫৫ | 194.126.37.78
  • কিছু লোকে কবিতা বোঝে, বাকিরা বোঝেনা। প্রথম জন বলে বাকীরা শোনে, নিরুৎসাহীরা কাটিয়ে দ্যায়।

    কিছু লোকে কম্প্যুটার বোঝে, বাকিরা বোঝেনা। প্রথম জন বলে বাকীরা শোনে, ভাবের আদানপ্রদান করে, নিরুৎসাহীরা কাটিয়ে দ্যায়।

    কিছু লোকে গানবাজনা নিয়ে কথা বলে, বাকিরা বোঝেনা। প্রথম জনেরা বলে বাকীরা শোনে, ভাবের আদানপ্রদান করে, নিরুৎসাহীরা কাটিয়ে দ্যায়।

    কিছু লোকে ফুটবল বোঝে, ক্রিকেট বোঝে, বাকিরা বোঝেনা। প্রথম জনেরা বলে বাকীরা শোনে, ভাবের আদানপ্রদান করে, নিরুৎসাহীরা কাটিয়ে দ্যায়।

    দুটো লোকে পোমো বোঝে, বাকিরা বোঝেনা। প্রথম জন বলে বাকীরা শোনে, ভাবের আদানপ্রদান করে, নিরুৎসাহীরা কাটিয়ে দ্যায়।

    কিছু মেয়েরা নারী স্বাধীনতা বোঝে, বাকিরা বোঝেনা। প্রথম জনেরা বলে বাকীরা শোনে, ভাবের ঘরে তক্কাতক্কি করে, নিরুৎসাহীরা কাটিয়ে দ্যায়।

    সব্বাই শালা রাজনীতি বোঝে। সব্বাই বকে। বকেই চলে, বকেই চলে, বকেই চলে, বকেই চলে,

    মা মা গো মা তুলে নে মা। এবার তুলেই নে।

    ম্যাগো। (ফন্ট সাইজ ৩২, বোল্ড, আন্ডারলাইন)
  • kumu | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৫১ | 122.160.159.184
  • পঞ্চাশ বচ্ছর আগে যারা বিয়ে করেচে তাদের জন্য আইন কী বলচে?

    ডিভোস পেয়ে গেলে আমি মাঝেসাজে শ্রাবণীর বারান্দায় বসে থাকব।
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪৯ | 117.239.15.102
  • সব জিনিসেরই একটা ভালো দিক থাকে, যারা ছুটকারা পেতে চায় তারা চিন্তা করে দেখতে পারে, অপরপক্ষকে সিপিএম ঘোষণা করে দিলেই সহজে নিখরচায় বা সরকারী অনুদানে ডিভোর্স!
  • aka | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪৮ | 168.26.215.13
  • ইসে হয়েছে মামু, আইপিগুলো *২*.*২*.১**.১৪৫ এমন কিছু করা যায় না? জ্বালাময়ী প্রবন্ধগুলো মাঠে মারা যাচ্ছে যে।
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪৬ | 121.241.218.132
  • উঁহু, সবার ইতিহাস ভূগোল চেক/ক্রসচেক/ক্রসক্রসচেক করা হবে।

    তুমি কী ভাবছো - একটা তিনো একটা সিপিএমকে হয়তো বিশ বছর আগে বে করেছিলো। নতুং নিদান হল কথা বলা যাবে না, সম্পক্কো রাখা যাবে না ইত্যাদি। আইপিসি অনুযায়ী সবকটা ডিভোর্সের আইনে আসে।
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪৪ | 117.239.15.102
  • আমার বর বলল তোমাদের বোধহয় ভাষাটাও এবার পালটে যাবে গ্রামারটামার সহ, বেঙ্গলীর জায়গায় তিনোমূলী.....সত্যজিতের বাবা কী দূরদর্শী ছিলেন, সেই কবে একুশে লিখে গেছেন দ্যাখো....
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪২ | 121.242.160.180
  • যাঃ যে বে গুলো হয়ে গেছে ক-অ-অ-বে, তাদের ওপর কখনো খাঁড়া চালায় কেউ? মিচিমিচি দোষারোপ কোরো না। এতে বিপদ আরো বাড়তে পারে !

    আর কে দিনের কোন সময় এখেনে কোন তিনোকে কী বলল, কিছুত্তেই বার কত্তে পারবে না। বলে আমরাই পিছিয়ে পড়ি না ! লিং হাতে ধরে দিলেও খুঁজবে না। পাগল হয়ে যাবে তো আরো !
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৪১ | 117.239.15.102
  • কিন্তু রাজা রানীরা যা বলছে তো বলছে, পারিষদরাও যে শতগুণ বলতে আরম্ভ করে দিয়েছে তাল ঠুকে!;)
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৩৬ | 121.241.218.132
  • কী আবার? দুই ধরণের উকিলের ফোং নম্বর খুঁজে রাখুন হাতের কাছে।
  • kumu | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৩৫ | 122.160.159.184
  • গম্ভীর ইমো

    আমি সিপিএম বিয়ে করিচি,আর এদানী টিএমসিতে আমার বড় ভক্তি হয়েচে।
    মহারাণী হো তো অ্যায়সা!!
    তবে কী?
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৭:৩১ | 203.199.33.2
  • আচ্ছা! বোতীনকে পু সিও কি বলা চলবে না আর? :))), তাইলেও কি বোতীনকেই পিটবে?

    এছাড়াও যেসব টিমসিরা অলরেডি সিপিয়েম বে' করে ফেলেচেন, তেনাদের ডিভোর্সের ব্যাপারেই বা পাট্টির কি লাইন?
  • omnath | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০৮ | 59.160.210.2
  • ওক্কে ক্লীয়ার।
  • omnath | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০৭ | 59.160.210.2
  • ন্যাড়াদার সাইট থেকে নামানো বঙ্গলিপি তো কাজ করছে দেখছি কিন্তু বালেনক তে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখে সাবমীট করলে, যেমন আসত, জিজ্ঞাসা চিহ্নই এলো এটা বাআমদি তে লিখলাম, ব্র্যাকেটে । দাঁড় পাইপ দিয়ে দিলাম।
  • omnath | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০৪ | 59.160.210.2
  • ন্যাড়াদার সাইট থেকে নামানো বঙ্গলিপি তো কাজ করছে দেখছি কিন্তু বালেনক তে অ্যাঙ্গুলার ব্‌র্‌যাকেটের মধ্যে লিখে সাবমীট করলে, যেমন আসত, জিজ্ঞাসা চিহ্নি এলো
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০৩ | 121.241.218.132
  • আমার টাকে না, মামুর এই সাধের পাতায় - ১৪৪ ধারা ভঙ্গ, ব্লাসফেমি ইত্যাদি।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০৩ | 121.242.160.180
  • কোথায়? বেঙ্গল ফ্লাইটে তো প্রশ্নের বান ডেকেছে। ইউনিতে হচ্ছে বটে।
  • omnath | ১৭ এপ্রিল ২০১২ ১৭:০২ | 59.160.210.2
  • ????????? ???? ???? ?????? ???????? ?? ??? ???? ?????
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৫৯ | 121.242.160.180
  • দুবার? কাগে? বোঝো ! মাথাটা ধুয়ে এসো। এই গরমে বাইরে বেরোনোরই বা দরকার কী? ফারনেস তো বাইরে !
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৫৬ | 121.241.218.132
  • আর দ্যাখেন আমি ক্ষীঃ সাবধানী। অনিষ্ট চাই না বলে নাম নিই নাই;-)
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৫৫ | 121.241.218.132
  • যাঃ। সকাল থেকে দুবার অপকম্মো করলো। এবার জেলে ভরলে বা প্যাঁদালে আমারে দোষ দিয়েন না;-)
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৫০ | 122.248.183.11
  • কবি বলেছেনঃ

    'মুনীনাঞ্চ মতিভ্রম'। আর এ তো আমদের সেদিনের ছেলে অরি ঃ-)
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৫০ | 121.242.160.180
  • আরে দে-দি, সাড়ে তেরোর হিসেবটা তো অ্যানেকডোটাল। আসলে কতগুলো শর্মা নিজেও জানে না। সেই আকাশে কতগুলো তারা, না ৮৮৯৩৮৯৪৮৯৩৭৪৫৭। বিশ্বাস না হলে নিজে গুণে নিন, ওইরকম।
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৪৮ | 121.241.218.132
  • নাঃ এরা আরো গুলিয়ে দেবে। বরং ইসি ব্র্যাঞ্চের সুন্দরপানা মেয়েটার কাছ থেকে ঘুরে আসবো কাল পোশশু।
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৪৭ | 160.83.96.83
  • না। ওটা রাজদীপের echo-logical কবিতা ঃ-প
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৪৫ | 160.83.96.83
  • ইঃরেঃ বাড়লে ইএমাই স্ট্যাটিক রেখে টেনিওর টেনে লম্বা করে দেয়। একদিন অচানক এনক্যোয়ারিয়ে দেখি লোন এন্ড ডেট দু'বছর এগিয়ে গেছে! যদি ইএমাই বাড়ালে (আর টেনিওর আনচেঞ্জড রাখলে) ডিফল্ট করে বসি।
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৪৩ | 203.199.33.2
  • ইকি, একেও কি দিদির্ভূতে ধল্লো?
  • d | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৪২ | 14.99.33.239
  • আমার প্রথম তিন চার বছর কিস্যু কমে নি খালি ধাঁই ধাঁই করে বেড়েছে। তারপর কমলো কিন্তু সে শামুক গতিতে। তারপর গতবছর আমি হঠাৎ খুব বিষয়ী হয়ে প্রচন্ড দেখাশোনা, ফলো আপ ইত্যাদি প্রভৃতি করে যখন সব্বার বাড়ল তখন নিজেরটা কমিয়ে ফেললাম। কিন্তু তখন ই এম আই কমায় নি, সেইটা আবার ৩-৪ মাস বাদে কমালাম।
  • rajdeep | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৩৭ | 220.227.106.153
  • ফ্লোটিং এও সুদ কমে

    কমে কমে কমে কমে কমে কমে
    কমে কমে কমে কমে কমে কমে
    কমে কমে কমে কমে কমে কমে
  • shrabani | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৩৬ | 124.124.86.27
  • ফ্লোটিং য়ে ইঃ রেঃ কমেছে কিন্তু ই এম আই কমেনি!
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৩৫ | 203.197.30.4
  • হহপাপ্রে আর কে না করেচে কুমুদি, ওর জন্য আর কাজুকে বল্লাম না -- তবে সাড়ে-তেরোটা আজকের হিসাবে বড্ড কম :))
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৬:৩৩ | 203.197.30.4
  • আমার একবারো কমে নি দমদি, তাই দুক্কে লিখলাম -- আমি যখন নিছিলাম তখনো ফিক্সড ছিলো, আই (সি আই(২)) এর ফুটফুটে দুটো ছেলে-মেয়ে কিসব হিসাব কষে মাথা ঘুলিয়ে দিলো, আমিও ব্যোমকে গিয়ে ফ্লোটিংঅই নিয়ে বসলাম!
  • bvd | ১৭ এপ্রিল ২০১২ ১৬:২৫ | 122.248.183.1
  • ফ্লোটিঙে ইন্টারেস্ট রেট কমে, যদি পাওনাদার ব্যাঙ্ক কমায় তবে অবশ্যই কমে, কিন্তু ই এম আই কমে না।
  • d | ১৭ এপ্রিল ২০১২ ১৬:২৫ | 14.99.33.239
  • না রে বাবা ফ্লোটিং এও কমে। আমারই কমেছে বেশ ক'বার
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:২২ | 121.242.160.180
  • অস্থায়ীর আবার গড় বয়েস ! কী zএ কয় !
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:১৯ | 122.248.183.11
  • ১৩. ৫?

    তাহলে একটি প্রেমের গড় বয়েস কতো? নাকি আজকাল ছেলে/মেয়ে রা প্যারালাল প্রসেসিং এ বিশ্বাসী ঃ-)
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৬:১৮ | 160.83.96.83
  • ফ্লোটিং ঠিকই তো। শুধু আপওয়ার্ডলি।
    বেশ কিছুকাল ধরেই ফিক্সড রেট তুলে দিয়েছে। বছরখানেক আগে তবু হাইব্রীড রেট ছিল, প্রথম দু'বছর ফিক্সড তারপর ফ্লোটিং এখন সেটাও নেই বোধহয়।

    একমাত্র রাস্তা ফোরক্লোজ করা, লিমিটের মধ্যে থেকে যাতে ফোরক্লোজারের রিবেটটা পাওয়া যায়।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:১৭ | 121.242.160.180
  • ও দে-দি, তাড়াহুড়োতে বুইদে পারি নাই।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৬:১৫ | 121.242.160.180
  • যাঃ কী লজ্জায় ফেলে দিল কুমুদি আমারে ! তবে উঠলই যখন কতা, তখন কই,

    ওকে কি আর প্রেম বলে? সবই তো 'তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জা-আ-আ-নো-ও-ও- না-আ-আ-ই'। সাড়ে তেরো না, সত্যি বলতে তার অনেক বেশী। রোজই তো সকাল সন্ধ্যে, গুনতির বাইরে।
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৬:১২ | 121.241.218.132
  • ফিক্সড দেয় না কেউ আর, এসবিআই-ও না। ওরাই বললো।
  • kumu | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৯ | 122.160.159.184
  • কাজু ছোট? কে কইল?সাড়ে তেরোখানা প্রেম করেচে,তা জান?

    হহপাপ্রে তো গোনার্বাইরে।
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৭ | 203.197.30.4
  • ফ্লোটিং অতি জঘন্য জিনিস, তারথেকে ফিক্সড বেটার -- ও জিনিস কখনো কমে না, বেড়েই চলে!
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৬ | 203.197.30.4
  • লিখলাম "পড়া", বলচে পরা -- কাজুটাই যা একটু ছোটমতো ছিলো, সেটাও বিগড়ে গ্যালো --
  • Bratin | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০৪ | 122.248.183.1
  • এ ই যে পটকে, কী খবর?
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৬:০১ | 121.241.218.132
  • দুশ্‌শালা তাইলে ঘটা করে ফ্লোটিং বলার মানে কী?
  • sayan | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৫৯ | 160.83.96.83
  • আর্বিআই'এর রেট কাটের সঙ্গে এক্সিস্টিং লেন্ডার্দের ইএমাই কমে না। শুধু নিউ বরোয়ার্দের জন্য নতুন রেট প্রযোজ্য। এক যদি ব্যাঙ্ক খুব দয়াপরবশ না হয়।
  • kc | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৫০ | 194.126.37.78
  • ইএমাই শুধু বাড়ে, কমে না। এমনকি যদি হঠাৎ করে কিছু থোক টাকাও দিয়ে দেওয়া হয়, তাও ইএমাই কমেনা। শুধু ব্যালান্স পিরিয়ডটা কমে যায়।
  • Kaju | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৪৫ | 121.242.160.180
  • জামা পরার না খোলার? দে-দি ভদ্দোতা করে উল্টে বলল। ঃ))
  • de | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৩৬ | 203.197.30.4
  • ই এম আই নয় বোধহয়, কত বছরের লোন সেই সময়টার হেরফের হয়!
  • Ben Arfa | ১৭ এপ্রিল ২০১২ ১৫:৩২ | 121.241.218.132
  • রিজার্ভ ব্যাঙ্ক রেট কাট করলে এগজিস্টিং হোম লোনের ইএমআই কি কমে? ফ্লোটিং স্কীম হলে? নাকি শুধু বাড়ানোর বেলায় আছে, কমানোর বেলায় নাই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত