এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ২৫ এপ্রিল ২০১২ ১২:২৪ | 128.173.39.100
  • সর্দিও আসলে এক রকমের পেট খারাপ।
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১২:২২ | 122.248.183.1
  • তুমি এতক্ষন মন দিয়ে পিঁপড়ে ভাজছিলে? ব্রেশ ব্রেশ!!
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১২:২১ | 122.248.183.1
  • কিন্তু কোয়ার্ক, অত গুলো কলা খেলে তো পেট খারাপ হবার কথা। কিন্তু সর্দি হয়ে গেল ঃ-(
  • quark | ২৫ এপ্রিল ২০১২ ১২:২০ | 14.139.199.1
  • কিন্তু এ কী বলছে ? http://tinyurl.com/89kotdj
  • kumu | ২৫ এপ্রিল ২০১২ ১২:২০ | 122.160.159.184
  • আহা,সায়নটা ভারি ভুগছে তো।ভিটামিন সি নাও।
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ১২:২০ | 59.93.202.207
  • ইসে, মানে এত ডেঁয়ো কালো পিঁপড়ে হয়েচে যে মাছ ভাজতে গিয়ে বেশ কিছু পিঁপড়ে কুরমুরে করে ভাজা হয়ে গেছে।

    মুচমুচে চিংড়ির বিকল্প হিসেবে কেমন হবে এনি আইডিয়া?
  • quark | ২৫ এপ্রিল ২০১২ ১২:১৭ | 14.139.199.1
  • উঁহু, একটি ফ্রিজের কলা শেষ হ'লে আরেকটি (ফ্রিজে কলা ছাড়া আরো কিছু ছিল কিনা জানা নাই)।
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১২:১৫ | 122.248.183.1
  • ইয়ে, একটা কলা কেই সাত খানা ফ্রিজে রাখা হয়েছিল?
  • sayan | ২৫ এপ্রিল ২০১২ ১২:০৭ | 160.83.96.83
  • এমন বিভিষীকাময় গরমে ঠান্ডা লাগানোর জন্য ক্যালি লাগে। তাও টের পাওয়া গেল, তুমুল গরমে পরপর সাতখানি ফ্রীজের কলা খেলে ঠান্ডার বাবাও লাগে। হ্যাঁচ্চোওওও!
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪৮ | 122.248.183.1
  • কিচ্ছু কমন পড়ছে না। ঃ-((
  • rajdeep | ২৫ এপ্রিল ২০১২ ১১:৪২ | 220.227.106.153
  • কালকে এক জার্মানের সঙ্গে কথা হচ্ছিল .... বরুসিয়া ডর্টমুন্ডের সাপোর্টার এবারের বুন্দেশলিগা চ্যাম্পিয়ন

    বলে কিনা বায়ার্ন হারুক ! দেশে দেশে সব একই

    মনে পড়ে গেল নিজের কথা , সেই ডায়মন্ড ম্যাচে ৪-১ হেরে ফাইনালে সালগাঁওকরকে ফুল সাপোর্ট ;)
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১১:৩৬ | 202.91.136.71
  • রাজদীপ,

    মনে হচ্ছে আজ আরেকবার এরকম একটা ম্যাচ হবে।

    http://www.guardian.co.uk/football/2010/apr/07/manchester-united-bayern-munich-champions-league

    যদিও ফার্স্ট লেগে বায়ার্নের অন্তত ৩-১-এ এগিয়ে থাকার কথা। হাওয়ার্ড ওয়েবের জন্য সেটা হয়নি। মনে হয় এইবার জিতলে মোরিনহো আর পক্ষপাতিত্বের রেকর্ড বাজাবে না।
  • rajdeep | ২৫ এপ্রিল ২০১২ ১১:২৬ | 220.227.106.153
  • অর্পণ

    বায়ার্ন কে জেতাও ;)
  • lcm | ২৫ এপ্রিল ২০১২ ১০:৫৯ | 69.236.168.55
  • চেলসি অনবদ্য। বিপক্ষের কারোর পাছয় গোত্তা মেরে একজন লাল কার্ড বেরিয়ে যাবে, টিম সাইজ ইজ রিডিউস্‌ড্‌ টু টেন। ব্যস্‌, তারপর শুরু হবে খেলা...
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১০:৫৫ | 121.241.218.132
  • তার চেয়ে চেলসী হেরে গেলেই ঝামেলা মিটে যায়।
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১০:৫১ | 122.248.183.1
  • আহা ঘুমোনের জন্যে আপিস আছে ই তো ঃ-)
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১০:৩৭ | 112.133.206.20
  • http://www.adifferentleague.co.uk/p6_1_14580_podolski-switch-to-arsenal-given-the-go-ahead-by-koln.html

    তিন্নং ফস্কে গেলে সব মায়া। আর্ভিপি, প্রিন্স পোডোলস্কি সব।

    এই জন্যই ম্যানসির ডার্বি ম্যাচটা জেতা জরুরি। নইলে সেন্ট জেমসে খেলবার জন্য খেলবে।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১০:৩৬ | 121.241.218.132
  • গার্ডিয়ানে এক ভিলা ফ্যানের কমেন্ট -

    Just got back from the game.

    On the way home, I was thinking of a calm, rational response to what I've just seen.

    A way of saying how we did all but score in the first half. A way of saying that despite playing three full-backs, we were the better side and that Bolton (a team whose confidence also looked shot to pieces) were there for the taking. A way of saying that hope, that most fickle of mistresses, had come to the game with me.

    A way of saying how, when Warnock scored, McLeish was clearly signalling for the team to switch to a more defensive style. To defend a 1-0 lead. At home. To a team whose heads dropped the moment we scored.

    A way of saying how, when Bolton scored their first it was obvious who was going to win. We had nothing. No invention. No zip. No ideas. A way of saying how Heskey (who, in fairness, did have his first shot on target since October) stayed on for seventy minutes.

    A way of saying that I hate being proved right about football, and about just how badly McLeish has damaged my club; another ten thousand empty seats tonight.

    And all I can come up with, and with apologies for the cursery, is this:

    Fuck football, and fuck McLeish


    শেষটা যাতা, জাস্ট যাতা।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১০:২৪ | 121.241.218.132
  • উইগ্যানের সঙ্গে জিতিয়ে দে মা, পরের দিন স্পার্স ছয় পয়েন্টে পিছিয়ে নামবে। আর আর্সেনালের খেলা স্টোকের সঙ্গে - অ্যাওয়ে - যেটা কিনা বেশ ইন্টারেস্টিং হতে পারে;-)
  • kc | ২৫ এপ্রিল ২০১২ ১০:২১ | 194.126.37.78
  • কিন্তু ব্ল্যাঙ্কি যে এই কিছুক্ষণ আগেও তো ট্রেনে বসে ধাপাচ্ছিল। না ঘুমিয়েই আপিস চলে এল?
  • kc | ২৫ এপ্রিল ২০১২ ১০:১৯ | 194.126.37.78
  • দাদাঠাউর হারল নাকি? আমিতো শুনলাম কালকে দাদাকে নাকি লবিবাজি করে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১০:১৮ | 121.241.218.132
  • এত তাড়াতাড়ি আপিসে এলে তো আপিসের বাকি লোকজন হার্টফেল করবে;-)
  • Blank | ২৫ এপ্রিল ২০১২ ১০:১১ | 59.93.255.42
  • ইদিকে দাদা হেরে গেল, এরা এখনো ফুটবল নিয়ে পরে আছে। বাঙালীর ইয়ে নিয়ে কোনো ইসে নেই কারুর
  • kc | ২৫ এপ্রিল ২০১২ ১০:০৯ | 194.126.37.78
  • ফাইনাল হবে দুই ম এর মধ্যেই। মোরিনহো আর মাত্তিও।
  • Blank | ২৫ এপ্রিল ২০১২ ১০:০৯ | 59.93.255.42
  • গভীর দুঃখের সাথে জানাই যে ফের আপিস আজ
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১০:০৫ | 112.133.206.20
  • হ্যাঁ, উইগান আর কিউপিআর নেমে গেলে দুঃখ পাব।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১০:০২ | 121.241.218.132
  • তবে আমি প্রভূত আনন্দ পেয়েছি ভিলা হারায়। উঃ ব্যাটাদের নামিয়ে দে মা।
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১০:০১ | 112.133.206.20
  • চেলসি না।

    আজকের ম্যাচ মনে হয় না বেয়ার্ন এক ইঞ্চি জমিও রিয়ালকে ছাড়বে বলে। আমার সিক্সথ সেন্স বলছে বেয়ার্ন-চেলসি ফাইনাল হবে। যদিও মোরেনহো যেদিকে আমার সাপোটও সেদিকে থাকবে।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৫৫ | 121.241.218.132
  • চেলসীকে নয়, কারণ চেলসী জিতলে অন্য চাপ।
  • kc | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৫৩ | 194.126.37.78
  • কালকের ম্যাচটা ইনিএস্তাই টানছিল। তাইলে ফাইনালে কাকে সাপোর্টাবে?
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৪৭ | 112.133.206.20
  • দ্রুতগতির উইং প্লে নেই। মেসি বাদে একটা প্লেয়ারেরও জেনু ড্রিবল করার ক্ষমতা নেই। মেসিও আগের ছায়ামাত্র। তাও একটা দারুণ শট নিয়েছিল। গোলে ঢোকার মুখে চেক আঙ্গুল ছুঁইয়ে পোস্টে ডাইরেক্ট করে।

    কাল ম্যান অব দ্য ম্যাচ চেককে দেওয়া উচিত। কে পেয়েছে কে জানে?
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ০৯:৩৬ | 121.241.218.132
  • প্পনকে ক। ভালো ছেলের দল কাল পরীক্ষার খাতায় চাঁদা-কম্পাস-সেটস্কোয়্যার দিয়ে নিখুঁত জ্যামিতির ছবি এঁকে শেষে টের পেলো পরীক্ষাটা ছিলো সাইকোলজির, জ্যামিতির নয়;-)

    কিন্তু সেফটি রিজনে এবার যে তিনে উঠতে হবেঃ-(
  • pi | ২৫ এপ্রিল ২০১২ ০৮:১১ | 137.187.241.6
  • x-(
    চল্লুম।
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ০৮:০৮ | 219.83.85.197
  • খালি একটা নাকি হ্যাংলা ভুত ছিল, তাকে রোজ থালা সাজিয়ে খেতে দিতে হত ঃ)
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ০৮:০৭ | 219.83.85.197
  • ঃ)

    পাই, এই ভুতগুলো ভাল ভুত, এনারা খালি বাড়ীতে চুপচাপ সোফাতে, সিঁড়িতে বসে থাকতেন, খালি মেইডরাই এনাদের দেখতে পেত..... এনাদের উৎখাত করা উচিত হয়নি। আমি এখন এনাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত।
  • pi | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৫৫ | 137.187.241.6
  • কিকিদির পোস্ট দেখে কিছু জনতা হিঃ নীঃ পালন করবে ঃ)

    জনতাকে অনুরোধ, ভূতের গপ্পো ঐ শীর্ষক টইতে লিখবেন। ভাট ভেবে পড়তে যাবো, তারপর বেরুবে ভূত। তারপর একা বাড়িতে রান্নাঘরে বোতলে ঠুনঠান আওয়াজ শুনতে পেলে তার দায়িত্ব কে নেবে শুনি ?
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৪৯ | 219.83.85.197
  • আমি তো গল্প শুনে বললাম, একটা বোতল নিয়ে এলে তো পারতে, আমার ছেলের সঙ্গী হত!

    কিকি, আমাকে তুমি ফেবুতে স্বনামেই পাবে ঃ)
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৪৩ | 59.93.255.56
  • ঝিকি,
    হায় হায়! দেখতেও দিলো না?

    মিঠু,
    ঃ) , আর কি! কখন থেকে উঠবো উঠবো কচ্ছি। না এবার উঠেই পরি। পাহাড় প্রমান কাজ রয়েছে।
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৩৮ | 219.83.85.197
  • গল্পটা ১০০% সত্যি, ভুতের সত্যতা যাচাই করা হয় নি ঃ)
  • pi | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৩৬ | 137.187.241.6
  • এটা কোন গল্প ? তবে সত্যি ভূতের হলে শুনতে চাই না।
  • m | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৩৫ | 50.82.180.165
  • এই যে কিকি,কি খবরঃ)
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:৩২ | 219.83.85.197
  • ভুত গুলোকে তো ইন্দোনেশিয়ান ওঝা বোতলে পুরে নিয়ে গেল!!

    আমি কি করে দেখব, এমন কি আমার ছানারা, যারা আমাকে এই গপ্প বলল তারাও তখন ওফিস করছিল। শুধু HR থেকে কেউ ছিল, আর মেইডরা, তারাই ভুত আবিষ্কার করেছিল। সবচেয়ে আশ্চর্যের কথা, ঐ পার্টিকুলার বিল্ডিং-এর অনেকগুলো ফ্ল্যাট নিয়ে গেস্টহাউস..... সবতেই নাকি ভুত ছিল..... অবশিষ্ট ফ্ল্যাটে ভুত আছে কিনা জানা যায় নি!
  • pi | ২৫ এপ্রিল ২০১২ ০৭:২৭ | 137.187.241.6
  • এঃ, বেডরুম তো পুরো চাল ডাল চেয়ে চেয়ে থাকা খিচুড়ি বানিয়ে দিয়েছে। জায়াগায় জায়গায় মণ্ড।
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:২৫ | 59.93.255.56
  • হ্যাঁ, হ্যাঁ! জিগাবো ভেবে ভুলেই গেসলুম, তাদের খেতে টেতে দেওয়া হলো? আহা বেচারারা! উহারা পোড়ো বাড়িতেই সুন্দর। ধরতে নেই।

    তুমি দেখলে কি?:P
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:২৩ | 219.83.85.197
  • কিকির গল্প শুনে "জব উই মেট' মনে পড়ে যাচ্চে ঃ)

    কিকি কাল যে আমি বোতলে ভরা ভুতের কথা লিখলাম, সেটা পড়েছ কি?
  • pi | ২৫ এপ্রিল ২০১২ ০৭:২০ | 137.187.241.6
  • আরে আমি আজ ম্যাপে এখুনি দেখলাম,আমার বাড়ি থেকে মেট্রোই তো ৫ কিমি। আর সেতো আমি কুড়ি মিনিটে সাবাড় করতে পারি। হেঁটে হেঁটে । HHB 8-)
  • m | ২৫ এপ্রিল ২০১২ ০৭:১৭ | 50.82.180.165
  • কে হাসলো,কে হাসালো
    হাসি দেখে কে শাসালো,
    কে খেলো বিষম
    সাবধান হাসি মানা,
    হাসলেই জেলখানা
    সাক্ষাৎ যম।

    গম্ভীর হয়ে থাকো
    নাড়িয়ো না এই সাঁকো
    আইনের যাতা
    ধরবে তোমার গলা
    নেতা দেবে কানমলা
    ন্যাড়া হবে মাথা।

    চড়ঘুষি খাবে মুখে
    যদি তুমি ফেসবুকে
    কাউকে হাসাও
    হাসিটা লুকিয়ে ফেলো
    পরিবর্তন এলো
    পালাও পালাও

    http://www.kabirsumanonline.com/home/2012/04/19/roshikota/
  • aka | ২৫ এপ্রিল ২০১২ ০৭:১৬ | 75.76.118.96
  • অদ্ভূত এক দেশ আমাদের অক্সিজেন সিলিণ্ডার নিয়েও ভুলভাল ব্যবসা চলে। যে অক্সিজেন সিলিণ্ডার চার ঘন্টা চলার কথা সেই সিলিণ্ডার চলে দুই ঘন্টা, অথচ দাম দিতে হবে চার ঘন্টার। শালা সিস্টেমকে গালি দিয়ে কি হবে, এ আমাদের জিনে মনে হয়। পারলেই চুরি করুন, লোকের জীবন বেরিয়ে যাচ্ছে তাতে কি আপনার তো দুশ টাকা বেশি আসছে।
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ০৭:১৫ | 59.93.255.56
  • মামু লাঠি নে আমায় খুঁজে বেরাচ্চে কি? সক্কাল সক্কাল ক্ষী চাপ!

    সে যাহোক, যেটা না বল্লে কাজে নামতে মন চাচ্ছে না, সেটা হলো গান্ডুর সিডি বাজারে বেরিয়েছে। আর এগ্গাদা সিন্মার সাথে বেশ কম দামে মানে ষাট টাকায় বিকোচ্ছে দেখে এলুম। এদিকে ক্ষী চাপ, আমি উত্তেজনার চোটে গান্ডু টা যে স্ল্যাং সেটা ভুলে মেরে দিয়ে বেশ জোরে জোরেই জিগালাম, গান্ডু টাকি কাট না আনকাট। ছেলেটি লজ্জারক্ত মুখে কইলো, না না আছে। আমি তখন ও পোশ্নের পর পোশ্ন করে চলেছি। আর সে বেচারা ক্রমশঃ ঘেমে নেয়ে উঠছে। শেষে যখন বললউম ওটা একলা নেই? আমার তো বাকি গুলো কমন পরছে। অথচ একলা থাগলেও একই দাম হতো। কেন যে এই সাইকোলজি কাজ কচ্ছিলো কেনা জিনিস আবার কিনবো না! তখন ছোঁড়া জিগায় কোন সিনিমা? ওটা? বলে আঙুল দিয়ে দেখায়।নাম আর উচ্চারন করে না। তখন আমার টিউব লাইট জ্বলে উঠলো। দাঁত বের করে যেগুলো নিতে গেসলুম নিয়ে চলে এলুম।

    অ! আরেক ক্ষেলো, হেট স্টোরি আছে কিনা জিগিয়েছিলাম। পরের দিন গেলেই না ভুলভাল সিডি এগিয়ে দেয়। অবিশ্যি সেসব দোকানে নিশ্চয় রাখে না।ঃ(

    বাপরে!
  • aka | ২৫ এপ্রিল ২০১২ ০৭:০৯ | 75.76.118.96
  • কুমুদি জিগ্যেস করেছিল কি করে দৌড়লাম। ব্যপারটা শুনতে খুব শক্ত কিন্তু আসলে খুব সহজ। এখানে একটা ফ্রি ট্রেনিঙ্গ প্রোগ্রাম হয় যার নাম কাউচ টু ৫কে। আমরা তাতে। যোগ দিয়েছিলাম। এতে হপ্তায় দুই দিন একটা পার্কে অনেকে এক্সাথে দৌড়ন হয়। প্রোগ্রামটা হল প্রথম হপ্তায় ১ মিঃ দৌড়, ১ মিঃ হাটা এরকম করে আটপাক, একেবারে শেষ উইকে ২৫ মিনিট দৌড়। সব মিলিয়ে নয় উইকের প্রোগ্রাম। ট্রিকটা হল নিজের পেসে দৌড়ন, লক্ষ্য হল নিজের পায়ে অক্ষত থেকে দৌড় শেষ করা। গ্রুপে করার জন্য মোটিভেশন লেভেল টাও ঠিক থাকে। অনেক নতুন বন্ধু হয়। সব মিলিয়ে দৌড়নর সময়টুকু বাদ দিয়ে প্লেজেন্ট এক্সপেরিয়েন্স। দৌড়নর সময়ে কষ্ট হয়, কিন্তু তারপরে সমস্ত স্ট্রেস লেভেল কমে যায় দারুণ ঝরঝরে লাগে। ইনার্শিয়া কাটিয়ে লেগে থাকতে হবে এই যা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত