এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১৭:২৬ | 122.248.183.1
  • কেসি র সাথে কাল রাতে অনেকক্ষন চ্যাটালাম জি টকে।
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৭:২৫ | 202.91.136.71
  • কিন্তু কেসি কোথায় গেল? সে কি দুয়ার এঁটে গান শুনছে?
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১৭:২৪ | 122.248.183.1
  • হ্যাঁ বাচ্ছা ছেলে গুলোর কথা শুনলে মটকা গরম হয়ে যায়। কী যে ভাবে নিজেদের!!
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৭:২১ | 202.91.136.71
  • উঁয়ারা "প্রচারমিবুখ'। ;-)
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১৭:১৯ | 122.248.183.1
  • আর বালতি?
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৭:০৯ | 202.91.136.71
  • আহা, কাবুলি না। মগ দস্যু। বাংলাদেশে হার্মাদ আর মগ এদেরই তো চিরকাল উৎপাত ছিল। ;-)
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১৬:২৮ | 121.241.218.132
  • কাটি। যাদপ্পুরে IEEE কলকাতা চ্যাপ্টারের মিটিন (এবং সঙ্গে ইটিন) আছে।
  • quark | ২৫ এপ্রিল ২০১২ ১৬:০৫ | 14.139.199.1
  • চুপচাপ কেন হবেন? গতকালই তো লালগড়ে বলে এসেছেন - "আপনারা যা চেয়েছিলেন, তা দিয়েছি। যা চান নি তাও দিয়েছি। আরো দেব। শুধু খেয়াল রাখবেন বাইরে থেকে কেউ এসে সংগঠন না করে যেন।"
  • aka | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৫৫ | 75.76.118.96
  • কেসি মহীনের গান ইউটিউবে প্রচূর আছে। ভালো গান। তবে তারপরে সুমন শুনলেই বোঝা যায় কেন সুমন ট্রেণ্ড সেটার।
  • de | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৫০ | 203.199.33.2
  • আরাবুল শুনলেই তো কেমং কাবুলী দস্যু মতো মনে হয় --
  • dd | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৯ | 110.234.159.216
  • আর আবাপের খপরে দেখলাম আরাবুলের লোকেরা কালেজ ঘেরাও করেছে এখন।
    আরাবুলের বিরুদ্ধে নালিশ করার প্রতিবাদে।

    আরাবুলের হাঁটা চলা বাচনভঙ্গী - পুরো বডী ল্যাংগুয়েজ কি ভয়ানক অভদ্র ও খোকা গুন্ডা গোছের। সিনেমায় অমন কোনো অ্যাকটিং করলে বলতাম ওভার অ্যাক্টিং করছে।

    গতো দু দিন ধরে দিদি একটু চুপচাপ, যাহোক, চমচারাই বাইট দেবে তাইলে।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৮ | 121.241.218.132
  • মেশিন লার্নিং শিখছি, তার মধ্যে আছেঃ-(
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৭ | 122.248.183.1
  • হায় হায় পড়ার কিছু না পেয়ে বেচারা অরি লিনিয়ার অ্যালজেবরা পড়ছে । ঃ-((
  • rajdeep | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৪ | 220.227.106.153
  • টুমার খুলা হাওয়বা

    কেউ শুনেছেন ? না শুনলে কিছু করার নাই , লিংও নাই
  • Netai | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৪ | 121.241.98.225
  • আহা
    বয়েস হচ্ছে বলেই তো দিয়েছে।
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৪ | 202.91.136.71
  • না, তা হয়ত শুনত না। তবে মেজরিটি শুনত। যারা শুনত না তারাও পিয়ার প্রেশারে শুনত।

    বছরে তিনটে করে সংস্কৃতি হত। আর্টস, সায়েন্স আর সবশেষে ইঞ্জিনিয়ারিং। সেইখানে এইসব ব্যতিক্রমী ধারার গায়ক/দল (দু' বাংলারই) নিয়ে আসা ছিল ধরা বাঁধা। অবশ্য চোদ্দ বছর আগের কথা কইছি, এখন পাল্টে গেছে কিনা জানি না।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৪ | 121.241.218.132
  • সরি, দমু না, ডিডিদা।

    আরে আমার মাথায় এখন gradient descent, linear regression আর linear algebra ঘুরছে। এখন অক্টেভ শিখে প্রোগ্রামিং এক্সারসাইজ করতে হবে। বাঁশ তো নাওনি নিজে ডেকে...
  • de | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪৩ | 203.199.33.2
  • শিলাজিতকে আমার অতি অখাদ্য লাগে -- কি গান, কি সিনিমা!

    "এগলা চলো" কিন্তু বাংলার বাইরে বড়ো হওয়া টীন দের মধ্যে খুব জনপ্রিয় হয়েচে। মেয়ে একাই গীতবিতান টেনে নিয়ে পুরো গানটা তুলে ফেল্লো -- সুরে একটু ভুল আছে অবশ্য, কিন্তু এটুকুই বা কম কিসে?
  • omnath | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪২ | 59.160.210.2
  • শিলাজিৎ কে আওয়াজ দিলে এসব হবেই, জানা কথা।
  • dd | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪২ | 110.234.159.216
  • বোঝো, চোখেও কম দেখছে।
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪১ | 202.91.136.71
  • দমু না, ডিডি। ঃ)

    আর "থোবে' আমিও শুনতে পাইনি।

    সুমনের "সারা রাত জ্বলেছে' গানটায় এক জায়গায় আছে "বড় বেরঙীন আজ'- আমি বহুদিন শুনে এসেছি 'পরবে রঙীন আজ'। শুনতাম আর পরের লাইনটা শুনে তাই আরো আশ্চর্য হতাম।
  • omnath | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৪১ | 59.160.210.2
  • এবার অরিদা d আর dd গুলায়েছে। মাখান বলে একে।
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৯ | 122.248.183.1
  • হোপ 86 হয়ে যাবার পরে সেটার রিপিট টেলিকাস্ট হত টিভি তে প্রতি সপ্তায় আধ ঘন্টা না ৪৫ মিনিট ধরে। আর আমরা হ্যঁ করে দেখতাম!!
  • omnath | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৯ | 59.160.210.2
  • হ্যাঁ, ভাটটা জাস্ট গো থ্রু করছিলাম, কিন্তু এটা সিওর, সে যদুপুরে ৪ বছর পড়েও সেসব শুনবে না। সমস্ত যদুপুরের ছেলেমেয়েরা এই সব বাংলা গান শুনে থাকে? আরো কত কী করার থাকে চারবছরে, ইঃ।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৭ | 121.241.218.132
  • আবাপ পড়ি নাই। বুড়ো বয়সে ফের matrix/vector/linear algebra পড়তে হচ্ছে, হোমওয়ার্ক করতে হচ্ছে, আবাপ পড়ার সময় কোথা?

    দমু - আমার কানে ঢোকে তো আমি কী করবো? সে যেই গায়ক হোক না কেন...
  • de | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৭ | 203.199.33.2
  • একবার হাই বলতে এলাম সবাইকে -- কাল থেকে শ্রীনগর, লে-লাদাখ বেড়াতে যাওয়ার কথা --

    % হলে অতো লজ্জার কি আছে, সব ১% এরই কোথাও না কোথাও একটা ৯৯% আছে, সব বিষয়ে অ্যাভারেজ ২০% হওয়ার চাইতে সেটা অনেক বেটার!

    ঝিকি, তোমাদের বোধহয় স্যুটকেস গোছানো-ই থাকে, তাই না?
  • apu | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৬ | 122.248.183.1
  • কিকি র একটা কচি আসছে? সরল মনে জিগালাম।
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৪ | 59.93.203.172
  • এখন ইয়ে দোস্তি হচ্ছে আর বাপ ছেলের মারপিট হচ্ছে। না এবার আমাকে মাঠে নামতে হবে।:X
  • dd | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৩ | 110.234.159.216
  • আচ্ছা অরিজিৎ, তুমি উশ্চারন নিয়ে এতো তালিবানী কেনো বলতো ?

    রূপংকর, শিলাজিৎ, শ্রেয়া ঘোষাল, অমিতাভোদা - এদের গানের কথায় এতো ভুল উচ্চারন কি করে শোনো? সিকিও শোনে।

    আমি যে খুব কান উঁচু মানুষ তা নই, কিন্তু তোমার আর সিকির কথা মতোন অমিতাভোদার গানটা খুব মন দিয়ে শুনলাম - ডেফিনেটলি অবাঙালী টান আছে - কিন্তু "থবে" "এগলা ছলো" এরকমও শুনি নি। "কাশ্চ"ও শুনি নি - শ্রেয়ার গানে।

    নিতান্ত অবাঙালী উচ্চারণে হুলিয়ে রবীন্দ্রসংগীত করলেন শুভালক্ষ্মী, সুভা মুদগল, বালকৃষ্ণা মেনন। কিন্তু এঁয়ারা জগদবিখ্যাত তায় ক্লাসিক্যাল ঘরানা - তাই কেউ একবারের জন্যেও সাহস করতে পারে না এদের নিয়ে কইতে। কিন্তু দ্যাখো আশা ভোঁষলের এক চুল বিচ্যুতি (জোগোতে আনন্দো যোজ্ঞে - ওকার সামান্য বেশী)হলেই মারতে আসে। হোয়াই?
  • quark | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৩ | 14.139.199.1
  • এতো আজ আবাপতেই আছে!
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩৩ | 202.91.136.71
  • ওমনাথ বুঝল না। তোমার বোন কি যদুপুরে চারবছর পড়েছে?
  • omnath | ২৫ এপ্রিল ২০১২ ১৫:৩১ | 59.160.210.2
  • আমার খুড়তুতো বোন নাইনে পড়ে, মাশরুম মিডিয়াম। সে কেসির চেয়েও কম শুনেছে। কাজেই কেশীর লজ্জার কিছু নাই।
  • Yohan Cabaye | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২৯ | 121.241.218.132
  • TOI ব্রেকিং নিউজ দ্যাখেন - আবার শিক্ষক নিগ্রহ।
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২৮ | 219.83.85.197
  • আজকেও তো সুমাত্রায় ভুমিকম্প হয়েছে!
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২৫ | 202.91.136.71
  • দেখেছ, তখন কম্পুটারের সামনে আসতাম না বলে ঝিকিকে জিগ্যেস করাই হয় নি।

    হ্যাঁ গা, তোমাদের ভূমিকম্পে কিছু হয় নাই তো? জোর ফাঁড়া গেছে এইবার টিভিতে দেখে যা মনে হল।
  • Jhiki | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২৩ | 219.83.85.197
  • ঝিকিদি এখন সুজনের ঘরে ফেরার তোড়জোড় করছে......
    হরি দিন তো গেল, সন্ধ্যা হল......
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২২ | 202.91.136.71
  • * এন্তার
  • sayan | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২১ | 160.83.96.83
  • টাচস্টোনের কথা হচ্ছে আর লালপাহাড়ি আসবে না তা কি হয়! তবে পদ্মার কথা কইলা বঁধুও আসুক। মেঘের বউ চাঁদও। ঝিকিদি কই গেল?
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:২১ | 202.91.136.71
  • না না, তখন আমাদেরও বড় গ্রুপ ছিল। ফুটবল পেঁদিয়ে হাঁপিয়ে গেলে মিঠুন শ্রীদেবী নিয়ে অন্তার আলোচনা হত। খালি নিজের রোজগার ছিল না বলে দেখতে যাওয়া হয়নি। বাপের কাছে চাইলে তখনি এক কোপে ঘাড় মুন্ডু আলাদা করে ফেলত। ;-)

    আর অপোছমোচকিতি, হায়, সে কোন সোনালি ডানার চিল? আমার মেয়ে আজকাল যেসব গান টিভিতে দেখে ও গুনগুনায় তখনকার দিনে ভাবাই যেত না। ঃ(
  • rajdeep | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৭ | 220.227.106.153
  • অপ্পন অত অল্প বয়সে কেউ অপোছমোচকিতি দেখে না !
  • kc | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৭ | 194.126.37.78
  • হোপ-৮৬ র সময়তো তুমি বোধহয় কোমড়ে ঘুনসি বেঁধে হামাগুড়ি দিতে। তুমি হোপ-৮৬ দেখবে কেং কয়ে? ঃ-)
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৬ | 59.93.203.172
  • এদিকে লোকজন বুড়ো বয়সে শোলে দেখতে বসলো, কচিটা এলে, মানে এসে পরলো বলে, আরেকপ্রস্থ ঝামেলার সম্মুখ করতে হবে ভেবেই ঘাবরাচ্ছি।ঃ(
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৬ | 59.93.203.172
  • ঠাকুর সাহাব চাদর হআপিয়ে নেমে এলো। উফ্‌হ্‌হ!
  • kiki | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৪ | 59.93.203.172
  • যাব্বাবা! চৌরাস্তা নিয়ে গান? ঠাকুরপুকুর নিয়ে আছে?:O
  • ppn | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৪ | 202.91.136.71
  • আর এই যে আমি, সল্লেকে থেকে হোপ-৮৬ দেখিনি। এরম তো হতেই পারে।
  • rajdeep | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১৩ | 220.227.106.153
  • কেসিদা এরকম হতেই পারে

    আম্মো পনের বচ্ছর ডোভার লেনে কাটিয়ে কোনওদিন "ডোভার লেন" শুনিনি

    অথচ এখন হেদিয়ে মরি
  • kc | ২৫ এপ্রিল ২০১২ ১৫:১১ | 194.126.37.78
  • মাইরি অপ্পন, আজ আঠারো বছর পর নিজেরই সন্দেহ জাগছে আমি সত্যি যদুপুরে পড়তাম কিনা!! অথচ কলেজের প্রায় সবরকমের বাওয়ালে বেশ সক্রিয় উপস্থিতি ছিল। আর আমি এরকম একা ছিলাম না। আমাদের বেশ বড় একটা গ্রুপও ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত