এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ২০:১৭ | 168.26.215.13
  • মাঝে স্বাদ বদলের জন্য শুধু জল থাকে বলে দুই কিলোতেই কুলিয়ে যায়।
  • byaang | ২৩ এপ্রিল ২০১২ ২০:১৬ | 122.167.242.80
  • সায়ন, ট্যারা ছাগলের স্মাইলিটা দিব্যি বানিয়েছিস!
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ২০:১৫ | 115.241.95.133
  • oO
     |
    __
  • m | ২৩ এপ্রিল ২০১২ ২০:১২ | 50.82.180.165
  • সকালে -বিকেলে দুবেলা নীতু ফস্‌সা হয়!! বাঃ
  • m | ২৩ এপ্রিল ২০১২ ২০:১১ | 50.82.180.165
  • যে কোনো সাবান ই সার্ফ। এরিয়াল ব্র্যান্ডের সার্ফ -তাই এরিয়ালসার্ফ।
    কিছুই জানে না বুকা।
  • byaang | ২৩ এপ্রিল ২০১২ ২০:১১ | 122.167.242.80
  • আর ব্যাংদিকে কেউ এরিয়েল, ডেটল এসবের খরচা নিয়ে খিল্লি করলে ব্যাংদি ছেড়ে কথা বলবে না, আগে থেকেই জানিয়ে রাখলাম।
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ২০:১১ | 168.26.215.13
  • আরে ওটা শর্টে বলা। এককেজি এরিয়াল আর এককেজি সার্ফ। সকালে এরিয়াল দিয়ে, আর বিকেলে সার্ফ দিয়ে।
  • m | ২৩ এপ্রিল ২০১২ ২০:০৯ | 50.82.180.165
  • দেখো এরা কেমন ইয়ার্কি দিচ্ছে!
  • byaang | ২৩ এপ্রিল ২০১২ ২০:০৯ | 122.167.242.80
  • এইজন্যে আজকাল আর বেশি ভাটে আসি না কারণ এখানে এলেই ছাগলদের সঙ্গে মিশতে হয়। সায়ন, দুকেজি না চারকেজি বড় কথা নয়। কথা হল ব্র্যান্ডটা। আমি কস্মিনকালেও এরিয়েলসার্ফ নামে কোনো প্রোডাক্তের নাম শুনি নি। দুটো রাইভালকে কেমন করে মার্জ করে দিল সেই দেখে অবাক হচ্ছিলাম।
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ২০:০৫ | 168.26.215.13
  • ফেসবুকের সেই ছবি যেটা এখন খুব ঘুরছে, বউ বরকে কাপড় কাচার মতন করে ধুনছে, সেইটা মনে পড়ে গেল। নেত্য হাড়গোড় সব ঠিকাছে তো?
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ২০:০৩ | 117.194.242.65
  • চানাচুরের প্যাকেট ঢাকা দেবার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আরেক প্যাকেট চানাচুর
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ২০:০৩ | 115.241.95.133
  • হ্যাঁ, নেত্য, দু'কেজি! প্রতিদিন জানলা-দরজার পর্দা, বেডকভার কাচলেও ব্যাঙদির প্রতিমাসে অতো লাগে না।
  • byaang | ২৩ এপ্রিল ২০১২ ১৯:৫৬ | 122.167.242.80
  • নেত্য, সত্যি সত্যি দুকেজির এরিয়েলসার্ফ কিনলি?
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৯:৫৫ | 168.26.215.13
  • সাদা আর কালোয় কনট্রাস্ট হয়েছিল। চোখে পড়ছিল। পরের বার আমসত্ত দিয়ে ঢাকা দিও। চোরে কনফিউজড হয়ে যাবে।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৯:৫৩ | 117.194.242.65
  • অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার
  • m | ২৩ এপ্রিল ২০১২ ১৯:৪৯ | 50.82.180.165
  • নীতু,ঃ))
    এখানে আমার একবার হয়েছিলো, ডেভনে বাংলাদেশি দোকানে একবাক্স কালোজাম নিয়ে তার উপর এক প্যাকেট চানাচুর চাপা দিয়ে র‌্যাকের পাশে রেখে মুড়ি দেখছি,ওমা এক ছোকরা দেখি সেখানা হাতে নিয়ে রওনা দিয়েছে-একি একি ওটা আপনি নিয়ে যাচ্ছেন কেন বলায় সে চোর চোর মুখ করে বলে, ও আপনার,আসলে এইখানে পড়ে ছিলো তাই..
    আসলে পড়ে ছিলো না, মুড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছিলামঃ(((
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৯:৪৭ | 117.194.242.65
  • তোকে বলতে লোক গিয়েছিল। তুই সময় দিতে পারিস নি আরকি। যাক গে...
  • Ishan | ২৩ এপ্রিল ২০১২ ১৯:৩১ | 204.54.36.245
  • কিন্তু কলেজে জাদেজা কাম্বলি এরা এসেছিল নাকি? কই আমাকে তো কেউ কিছু বলেনি। ঃ(

    এমনকি দেবগৌড়ার কথাও মনে করতে পারছিনা। এটা নিশ্চয়ই খবরের কাগজেও বেরিয়েছিল।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৯:২৮ | 117.194.242.65
  • এই জন্যেই তো ভাটে আসি। এত জ্ঞান, এত ইয়ে...
  • kc | ২৩ এপ্রিল ২০১২ ১৯:২৬ | 178.61.96.29
  • নেতাই, আম্মো ওরম দুবার করেছি। ঝটপট মাসকাবারি বাজার হয়ে যায়। আমার ভগ্নিপতী আমারে শিখিয়েছে। সেও জলু কালেজের ইলেক্টিরি। তোমাদের ওখেনেই থাকে। আচ্ছা ওই লোকটা কি একটু লম্বামতন রোগামতন, কালোমতন ছিল? ঃ-)
  • bb | ২৩ এপ্রিল ২০১২ ১৯:২২ | 117.195.165.27
  • নিতাই আপনি নাসিরুদ্দিনের মত ঐ লোকটির পিছু নিয়ে ওনার গাড়ীতে উঠতে পারতেন। প্রশ্ন করলে বলতেন আমার সব জিনিষ যখন আপনি কিনে নিলেন তখন আপনি নিশ্চই আমার বাড়ীতেই যাচ্ছেন, তাই ভাবলাম চলুন একসাথেই যাই ঃ)
  • Netai | ২৩ এপ্রিল ২০১২ ১৯:০৮ | 121.241.98.225
  • তারপর সবচে আজীব চুরির ঘটনাটা ঘটলো গত শনিবার। কেনাকাটা করতে স্পেন্সারে ঢুকেছিলাম। এই নয়ডাতেই। ওখানে সিআর পার্কের চাপ মারা মুগডাল মসুর ডাল গোবিন্দভোগ চাল এইসব পাওয়া যায়। নিলাম এক প্যাকেট করে। নিয়ে লাল রঙের চারকোনা বাকেটে ভরছিলাম। পেস্ট নিলাম। ব্রাশ। ৬৫ টাকা দিয়ে একটা স্টিলের হাতাও কিনতে বাধ্য হলাম। গরম খুন্তির ভয়ে। দুকেজির এরিয়াল সার্ফ, পাঁচ টাকার হুইল সাবান। তিন প্রকার মুখরোচক বিস্কুট, হ্যাঁ সেসবও ছিল। ম্যাগী, পাঁপড়, তাও। বড্ড ভারী বলে বাকেটটা এক কোনে রেখে এদিক ওদিক থেকে সামান নিয়ে এসে ওতে ভরছিলাম। কেনাকাটা প্রায় শেষ। বাকেটও ভত্তি। শুধু চিনির প্যাকেট আর তেলের শিশি নিয়ে এসে রাখতে গিয়ে দেখি বাকেট হাওয়া!!!! কই গেল কই গেল? খোঁজ খোঁজ। প্রথমে ভাবলাম স্পেনসারের লোকেরাই সরিয়ে রেখেছে এদিক ওদিক। কিন্তু কেউই কিছু বলতে পারলোনা। খুঁজতে খুঁজতে কাউন্টারের কাছে এসে দেখি একটা লোকের সামান প্যাক হচ্ছে। ঐ পাশেই লাল রঙের বাকেট। অল্পই আর বাকি ছিল। চোখের সামনে সার্ফ আর ডালগুলো প্যাক হতে দেখলাম। হুইল সাবান টা পাশে পড়েছিল। ঘটনার অভিঘাতে বিস্মিত আমি, প্রতিবাদটুকু করতে ভুলে গেছিলাম। লোকটা স্মার্টলি ক্যাশে পেমেন্ট করে জিনিষ পত্র নিয়ে চলে গেল। কাউন্টারের লোকটাকে জিজ্ঞেস করে সিওর হলাম, ঐ লোকটা পেস্ট, হাতা ব্রিটানিয়া নিউট্রি চয়েস, সব সব প্যাক করিয়েছে। পাঁচ টাকার হুইল সাবান বাদ দিয়ে। অবাক হয়ে গেছিলাম, কেন লোকটা সাবান ফেলে গেল ভেবে।

    পরে আমরা পুনরায় সামান ভরে নিয়ে কাউন্টারে এলে জানতে পারলাম সাবানটা অন্য কিছুর সাথে ফ্রি ছিল। বিক্রির জন্য নয়।
  • sinfaut | ২৩ এপ্রিল ২০১২ ১৮:৫৬ | 121.241.218.132
  • বুলেট ডজ করার উইকি দেখে মনে পড়লঃ গুগলে how to kill rajnikanth সার্চ করে দেখেছেন? প্রথম রেসাল্ট পেজটা খুলবেন।
  • Kaju | ২৩ এপ্রিল ২০১২ ১৮:৫০ | 121.242.160.180
  • এসব আসলে রজনীকান্ত-র গল্প, কালো বেড়াল বলে চালিয়েছে। ঢব্বাজি।
  • Netai | ২৩ এপ্রিল ২০১২ ১৮:৪৫ | 121.241.98.225
  • ছোটবেলায় আমাদের বাড়িতে বর্তমান আসতো। তাতে একবার একটা প্রবন্ধ বেরালো ব্ল্যাক ক্যাট কমান্ডোদের নিয়ে। কি দারুন সেইসব ব্ল্যাকক্যাটদের কাহিনী। কেমন করে দু মিনিটে দুটি দুঃসাহসিক অপারেশন কমি্‌প্‌লট করেছিল, কেমন করে রাজীব গান্ধীর দিকে ধেয়ে আসা গুলি শুন্যে লাফ দিয়ে হাতে লুফে নিয়েছিল। গায়ে কাঁটা দেওয়া।
    সেই পড়ে আমি তো রীতিমতো উত্তেজিত হয়ে পড়লাম। পরদিন ক্লাসে স্যার জিজ্ঞাসা করলেন বড়ো হয়ে কে কি হতে চাও আর কেন হতে চাও। অন্যদের সুযোগ না দিয়ে সবার প্রথম আমি তিড়িং করে লাফিয়ে উঠে বললাম, স্যার, আমি বড় হয়ে ব্ল্যাক ক্যাট কমান্ডো হতে চাই। দুঃখের কথাটা হল, স্যার আর শুনতেই চাইলেন না কেন আমার ব্ল্যাক ক্যাট কমান্ডো হওয়া দেশের জন্য খুব গুরুত্বপূর্ন। বাবা বাছা করে এমন ভুল বোঝালেন, আমাকে শিক্ষকরাই জাতির মেরুদন্ড এইসব উল্টোপাল্টা জিনিষ ব্যাখ্যা করতে হল।
  • Kaju | ২৩ এপ্রিল ২০১২ ১৮:৩৮ | 121.242.160.180
  • তোমরা কিরকিট নিয়ে আলু-চানা কোচ্চো সারাদিন আর হর্ষ ভোগলের দাদা আমাদের এখেনে এতক্ষণ ভাটিয়ে-টাটিয়ে এইমাত্র গেলেন। হর্ষের মাথায় চুল গজালো, ইনি আর ও রাস্তায় গেলেন না।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৮:৩১ | 117.194.242.65
  • ফান্ডা দিয়ে দেব। গুছিয়ে লেখাটাই চাপের। সামনাসামনি অনেক সহজে দেওয়া যায় ফান্ডা ঃ)
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২৬ | 168.26.215.13
  • ঃ))
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২৫ | 115.184.84.156
  • এবার আকাদার আগে একটা ch প্রিফিক্স জুড়ে দেব। গোল গোল ঘুরেই চলেছে!
  • Yohan Cabaye | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২৪ | 14.99.173.247
  • ওই তাতেই হবে। গিম্পের কনসেপ্টও প্রায় একই। ছোট করে ফান্ডা দে কোথাও একটা। মেলেও দিতে পারিস।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২৪ | 117.194.242.65
  • আচ্ছা, কে পারবে?

    মহানায়ক রাসবিহারী বসু আর অরিজিৎ মুখুজ্জের মধ্যে কোন ব্যাপারটি কমন?
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২২ | 168.26.215.13
  • বুলেট? সে তো আমি ডজ করি না, টুক করে ধরে ব্যাট দিয়ে ফ্রন্টফুটে ইনসাইড আউট মারি।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২২ | 117.194.242.65
  • ফোটোশপেরটা পারি ঃ)
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ১৮:২১ | 115.184.84.156
  • অ। আমি ভাবলাম ক্রিকেটের জ্বালায় অতিষ্ঠ হয়ে ফুটবল নামালে।

    এ জিনিসও আছে, ভাবা যায়! http://wiki.answers.com/Q/How_do_you_dodge_a_bullet
  • Yohan Cabaye | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১৯ | 14.99.173.247
  • ওরে ফুটবল নয় রে। ফটোশপ বা গিম্প-এর ডজ্‌ঃ-(
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১৯ | 168.26.215.13
  • আর ছিল বরুণ বর্মন, একবার বল করে উইকেট ভেঙে দিয়েছিল। উফ সে কি নাচানাচি।
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১৮ | 115.184.84.156
  • ল্যামি একা কেন, আমরা সবাই ক্ষেত্রবিশেষে ভালোই ডজ্‌ করতে পারি। বুলেট ডজ্‌ করা যায় কিনা সেটাই দেখার। ঃ-p
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১৬ | 115.184.84.156
  • কেউ এর পা থেকে ফুটবলটা কেড়ে নিক। তারপর ছুঁচ ফুঁটিয়ে দিক। ফুটবলে না, পায়ে।
  • Yohan Cabaye | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১৫ | 14.99.173.247
  • ল্যামি ডজ্‌ করতে পারিস?
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১৪ | 168.26.215.13
  • খেলোয়াড় ছিল আমাদের দিলীপ দোশী।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৮:১২ | 117.194.242.65
  • সেই জন্যই তো ক্রিকেটকে কাটিয়ে ব্ল্যাক ক্যাট এনে দিলাম। জনতা আবার তাদের বাঁ হাত দিয়ে মাছি তাড়ানোর মত পাশ কাটিয়ে দিল
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৮:০৫ | 122.248.183.1
  • ফুল না ময়দা?
  • Yohan Cabaye | ২৩ এপ্রিল ২০১২ ১৮:০৫ | 14.99.173.247
  • আমি সকাল থেকে ডজ্‌ করা শেখার চেষ্টা করছি...
  • Yohan Cabaye | ২৩ এপ্রিল ২০১২ ১৮:০৪ | 14.99.173.247
  • উফ্‌ফ্‌ফ্‌ফ সকালে থেকে সবাই মিলে ক্রিকেট কপচে যাচ্ছে। ধোর...
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৮:০১ | 122.248.183.1
  • আর ছিল দুই ফুল ভাই।
  • Lama | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৫৬ | 117.194.242.65
  • ব্ল্যাক ক্যাট কমান্ডো ঝারি করাটা ঝিকির সঙ্গে কমন পড়েছে। সমবেত ঝারির সম্মুখীন হয়ে কম্যান্ডোরা ব্লাশ করছিল। তাদের লাজুক লালচে ছটায় অ্যালামনি হাউসের সামনেটা কেমন কনে দেখা আলোর মত হয়ে গিয়েছিল। আবার ফার্স্ট গেটের উল্টোদিকে বন্ধু মহলের চাঅদে এক ভদ্রলোক এক হাতে বন্দুক অন্য হাতে দুরবীন নিয়ে পাল্টা ঝারি মারছিলেন। নিতান্ত আরেকটা হাতের অভাবে টর্চ বা আতসকাঁচ রাখতে পারেননি। ব্ল্যাক-হোয়াইট ক্যাটডগ কিছু নয়, আমাদের ভেরি ঔন পঃ বঃ পুলিশ।

    আর হাইট দিয়েছিল ম্যাক্র মেস স্টাফ গোপালদা। প্রধাণমন্ত্রী আসার দিনদুয়েক আগে শিবপুর থানার কিছু মুখচেনা কনস্টেবল দেঁতো হাসি হাসতে হাসতে তলাসি করতে এলেন। তাঁদের একজন আমার খাটের তলায় একবার হামাগুড়ি দিয়ে ঢুকে আবার বেরিয়ে আসছেন, এমন সময় গোপালদা বলল "বাবু, আপনার দেওয়া চারখানা বোমা আমি চানঘরের চৌবাচ্চায় লুকিয়ে রেখিছি।'

    গোপালদার কথাকে আমল দিয়েই কিনা জানি না, পুলিশরা সেবার বি ই কলেজের হোস্টেলের চানঘরকে তাঁদের মূল্যবান সময়ের কিছুটা দেবার পর জানতে পারেন, যে উক্ত চানঘরে কোনো চৌবাচ্চা ছিল না।
  • sayan | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৫৬ | 115.184.84.156
  • জিম্বাবুইয়ের কী ভালো একটা বোলার ছিল, হিথ স্ট্রীকের সঙ্গে বল করত, এডো ব্র্যান্ডেস, ফলো-থ্রু'র প্রতিটা স্টেপে টিভি-সেট কাঁপত। আর ছিল গাই হুইটল, অস্ট্রেলিয়ান ইয়ান হার্ভে আর সাউথ আফ্রিকান ব্রায়ান ম্যাকমিলানের মত, অলরাউন্ড হ্যান্ডি ক্রিকেটার।
  • aka | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৫৫ | 168.26.215.13
  • এসেছিল অবশ্যই। কার সময়ে মনে পড়ছে না, খুঁজে দেখি একটু।
  • apu | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৫৪ | 122.248.183.1
  • তুমি জলু র কোন ব্যাচ?
  • Netai | ২৩ এপ্রিল ২০১২ ১৭:৩৯ | 121.241.98.225
  • ওয়েসেল্‌স তো সাউথ আফ্রিকার হয়ে এসেছিল।
    অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় এসেছিল কি?
    এলেও তখন তুমি বেজায় ছোট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত