এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২৬ এপ্রিল ২০১২ ১৮:৪৪ | 112.133.206.20
  • ব্যাং নিবৃত্তিমার্গের *দিকে যাচ্ছে আস্তে আস্তে।

    * কার্টেসিঃ বিরিঞ্চিবাবা
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:৪২ | 59.93.218.108
  • কদিন কি র‌্যা? শুনছিস নে এক্কেবারে চলে যাবো! তোরা গুরুভাইরা খালি একটা হেলিপ্যাড বানানোর আর একটা হেলিকপ্টার কিনে দেবার ব্যবস্থা কর। এটুকু কল্লেই আমি আর বেঙী খুশী থাকবো।
  • byaang | ২৬ এপ্রিল ২০১২ ১৮:৪২ | 122.167.92.27
  • ব্ল্যাংকি, এমন একটা ফুলপ্রুফ প্ল্যান কর দেখি, যাতে পোড়ার সংসারে নুড়ো জ্বেলে দিয়ে হাতপাঝাড়া হয়ে দুচোখ যেদিকে যায় চলে যেতে পারি।
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:৩৯ | 59.93.218.108
  • অবাস্তব,
    ঃ), কিছু মনে কর্বেন্না। আমি কেবল গুলিয়ে ফেলি।

    কেন কেন? ভুগোল আবার কি গোল করলো? বরপ দিয়েই বাড়ী বানাবো তো। তবে!(হাঁ করে তাকিয়ে থাকা ইমো)

    বেঙী , তবে তাই হোক। তবে সে দেখতে গেলে আমারো চাপ নেই। সেও পড়াশুনা কর্বে না এনিয়ে কোনো দ্বিমত রাখে নাই। কিন্তু , তবু কর্তব্যে অবহেলা করিবো না। কাউকে কোনো এনিয়ে কথা বলতে দেবো না। তাই পাঁচ বছর পিছনে টিকির টিকির করার জন্য থাগবোই।
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৮:৩৬ | 170.153.65.102
  • কোথায় কদিনের জন্য যাবে বলো, পেলান করে দিচ্ছি
  • rajdeep | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৯ | 220.227.106.153
  • ওটা থ ই তো?

    হ মনে হয় নয়
  • byaang | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৯ | 122.167.92.27
  • না না কিকি, আরো নয়বছর আমি কিছুতেই অপেক্ষা করব না। মোটামুটি তেরোচোদ্দো বছরের হয়ে গেলেই আমার ছুটি। তার আঠেরো বছর নিয়ে আমার কী? এমনিতেই সে বলে দিয়েছে কলেজে সে কিছুতেই পড়বে না। অতদিন ধরে লেখাপড়া করে যাওয়া তার পক্ষে কোনোমতেই সম্ভব না।
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৮ | 59.93.218.108
  • আমারো একটা বিশাল লিস্টি আছে। কিন্তু কাল্বোশেখী হতে পারে। মনটা একটু কেমন মত। তাই এ মুহুর্তে হিসেব নিকেশ বাদ্দিলাম।
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৮ | 61.95.189.220
  • মাধ্যমিকে স্ট্যান্ড করা ভদ্রলোক আলাদা।
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৮ | 170.153.65.102
  • ইগনু আর ইয়েতি - ভুগোল ঘেঁটে গেলো। এবারে চ্যাং বলে হেঁচে ফেলবো
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৬ | 59.93.218.108
  • বেঙী,
    খিঁক! তাই হোক। আমার পাঁচ বছর আছে, আমি গিয়ে ইগলু বানিয়ে রাখি, তোমারটার আঠারো হতে আরো কিছুটা সময় লাগবে তো।ততক্ষন কাজ গোছাই।তারপর মনের সুখে ইয়েতিদের সাথে আমরা থাগবো। :P
  • byaang | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২৪ | 122.167.92.27
  • তবে যাওয়ার আগে কয়েকটা কাজ বাকি।
    ১) ক্যালকাটা ইউনিভার্সিটির সেই লোকগুলোর নাক ফুটপাথে ঘষে দেওয়া।
    ২) রেভতী হেগড়ে নামে এক মহিলার দুই গালে ঠাস ঠাস করে গোটা পঞ্চাশেক চড় কষানো।
    বাকিগুলো এখন আর ততটা প্রয়োজনীয় মনে হচ্ছে না।
  • byaang | ২৬ এপ্রিল ২০১২ ১৮:২০ | 122.167.92.27
  • ও কিকি, আমাকে এত শিগ্গিরি ভুলে গেলে! আমি তোমার সঙ্গে যাব। আমারও অসহ্যি বোধ হচ্ছে সব কিছু।
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:১৮ | 59.93.218.108
  • দমুর ন্যাকাতে অ্যালার্জি। সেও আমাকে নেবে না।(ঘ্যান ঘ্যান)

    ধুত্তোর! একাই যাবো।
  • pi | ২৬ এপ্রিল ২০১২ ১৮:১৮ | 72.83.85.245
  • আমি আবার হেট স্টোরি দেখার একটু চেষ্টা করে ক্ষান্ত দিলুম। কিছুতেই আর নেওয়া গেল না। তবে পোবোল চেষ্টা করেছি, এমনও না।
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:১৭ | 59.93.218.108
  • যাব্বাবা! তবে তোকে ভরসা করে লাভ নেই। হায়! আজকাল স্যান ও আসেনা।
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:১৫ | 59.93.218.108
  • আজ সিলসিলা দেখার এক পোবোল চেষ্টা কচ্ছিলাম। বুঝলাম্না এসন সিন্মা কিভাবে লোকে ধৈর্য্য ধরে দেখতো। মাক্কালি!
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৮:১০ | 170.153.65.102
  • আগে দেখি মাইনেটা বাড়ে কিনা, নইলে সাধু হতেই হবে
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৮:০৯ | 59.93.218.108
  • কাজুটা ছেলেমানুষ, ক্ষী আর বলি!

    হুম্ম! অবাস্তব তবে তিনি ই। আমি কখন ও মাধ্যমিক টিকের স্ট্যান্ড করা লোকজন বাস্তবে থাগতে পারে এ কল্পনা করতে পারতুম্না। মানে এখন ও ক্যামন পারিনা যেন।

    উফ! বুনু! সাধু হতে যখন যাবি............
  • Blank | ২৬ এপ্রিল ২০১২ ১৮:০৩ | 170.153.65.102
  • এই মাসে আর হবে না, মে মাসে যাবো পাহাড়ে আবার - কোনো এক উইকেন্ডে
  • Kaju | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৫৯ | 121.242.160.180
  • পাজি - ফাজি - ফাজিল - ফাজলামি
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৫৬ | 61.95.189.220
  • ফাজি নয় ইহা হইল নিখাদ কোয়ান্টাম ব্যাপার, মিক্সড স্টেটেও থাকা যায়।
  • pi | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৫২ | 72.83.85.245
  • b 04:05 PM পোস্টের সাথে একমত। ন্যাচারাল সায়েন্সেও এমনি লোক দেখেছি। সবাইকে রিসার্চ, পেপার করতে হবে, এমন তো না,খুব ভালো ক'রে পড়ানোটাও একটা বড় ব্যাপার। যাদবপুর আর কানপুরে এই ফারাকটা খুব চোখে পড়তো। কানপুরে অনেকেই নিজেদের রিসার্চ ভাল করতেন, হ্যাঁ বেশ ভালই করতেন, ভাল কাজ ছিল, কিন্তু পড়াতেন যা .... মানে, সেই সময়টাই দিতে পারতেন না। গবেষণার জন্য সময় দিলে আর সময় বের করাও বোধহয় সেভাবে সম্ভব নয়।অন্যদিকে প্রেসি , যাদবপুরের কিছু প্রফেসরকে দেখেছি কী প্রচণ্ড যত্ন নিয়ে পড়াতে। তার জন্য প্রচুর সময় দিতেন, সেটাও বোঝা যেত। সেটা হয়ত গবেষণাতে তেমন সময় দিতে হতনা বলে কি সময় দেবার সুযোগ ছিলনা বলে। কারুর কারুর তইঅ নিয়ে যথেষ্ট ক্ষভও ছিল। কিন্তু সবার ছিল, এমন না। অনেকে পড়াতেই ভালোবাসাটেন। দু জায়গাতেই কেউ কেউ আবার পড়ানো, গবেষণা, দুটৈ ভাল ব্যালান্স করতেন।
    এই কলেজ ইউনিভার্সিটি লেভেলে এগুলো নিয়ে মনে হয় প্রেফারেন্স দেওয়া উচিত। কে পড়ানোতে বেশি আগ্রহী, কে গবেষণায়, তাকে সেই মতন ক্লাস বা ফাণ্ড অ্যালট করা।
    যদিও জানিনা এটা কতটা সম্ভব।
    সবাইকেই সব কিছু ভাল করতে হবে বা পারতে হবে, এমন তো না। বরম যাতে যার আগ্রহ, যেটা যে ভাল পারে, তাতে আরো বেশি সুযোগ দেওয়া উচিত।
  • aka | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৫২ | 168.26.215.13
  • এতদ্বারা কি অবাস্তব ডিসেগ্রি করল যে অভ্যু অবাস্তবের জুনিয়ার? না, এখানেই অঙ্কের ডিটারমিনিস্টিক অ্যাপ্রোচ শেষ শুরু হল ফাজিত্ব। মানে অবাস্তব কিছুটা এগ্রি করল আবার কিছুটা ডিসেগ্রি করল। একটা থ্রেশহোল্ডের পরেই আমরা জাজ করতে পারব কখন অবাস্তব এগ্রি করল।
  • pi | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৫২ | 72.83.85.245
  • কুমুদি , লিস্ট কই ! x-(
  • Kaju | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৫০ | 121.242.160.180
  • আকাশই দেখতে পাই না, তো রামধনু !
  • Netai | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৪৮ | 121.241.98.225
  • হিংসুকেরা রামধনু দেখতে পায়না।
    অরণ্যের নতুন প্রবাদ।
  • Kaju | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৪৫ | 121.242.160.180
  • কী করে আবার কাজকম্মো না থাকলে ! এদিকে আমার যা অবোস্তা, সেই দুপুর থেকে একটা ঝাড় কাটাচ্ছি, আরেকটা তখুনি এসে জুটছে।
  • kumu | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৪৩ | 122.160.159.184
  • ক্‌ক্‌কী করে নেতাই এইসব রামধনু টনু দেখার টাইম পায়?

    তোমার ভুবনে মাগো এত -------
  • kumu | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৪১ | 122.160.159.184
  • টেনশনের অন্য নামই চাগরী,প্রোডাকশনে থাকলে মাথার/দাড়ির চুল ছেঁড়া টেনশনে থাকতে হয় সর্বদা।কিউসির দশা সবচেয়ে খারাপ,সেলস ও পারচেজ-দুদিকের সীমাহীন আবদার সামলাতে হয় ,তাসঙ্কেÄও সর্বদা তৈরী থাকতে হয় তাদের প্রতিটি বলে চার/ছক্কা মারার জন্য।
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৪১ | 61.95.189.220
  • এই বাজারে কে আর কারে চেনে, তবে অপু-র সাথে দেখা হবে।
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৩৮ | 122.248.183.1
  • অবাস্তব কে আমি এখনো চিনতে পারলাম না।
  • abastab | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৩৫ | 61.95.189.220
  • অভ্যু আমায় তার সিনিয়র বললেও আমি এখনো এগ্রি করিনি।
  • Netai | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৩৩ | 121.241.98.225
  • নয়ডার আকাশ জুড়ে এখন এক বিশাল রামধনু।
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৭:৩০ | 122.248.183.1
  • না কাটি।
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৭:২৫ | 122.248.183.1
  • সত্যি কথা। এর বিরুদ্ধে দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন
  • Kaju | ২৬ এপ্রিল ২০১২ ১৭:২৪ | 121.242.160.180
  • তা যাদের পরিধেয় তাদের নিজেদের কত্তে বলতে পারো না? শুধু একদিনই কেন?
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৭:১৮ | 59.93.218.108
  • আশি। উফ!

    স্টোয়িক,
    ও!
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৭:১৭ | 121.241.218.132
  • বিস্ময়বালক রাজ্যসভায় চল্লেন। সেকেন্ড ইনিংস শুরু হল নাকি?
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৭:১৭ | 59.93.218.108
  • আর হাউজ ওয়াইফ ই বলো বা হোমমেকার, সে চাগরী সব থেকে বাজে। সেদিন অসীম ল্যাদ আর অসুস্থতার কারনে চাট্টে জামা প্যান্টু কাচা আর ইস্ত্রীর জন্য দিলুম , কি আশো টাকা নিয়ে নিলো । সেদিন থেকে চাদ্দিক দেখচি আর হিসেব কচ্চি ঠিক কত টাকা মাইনে হওয়া উচিৎ। অথচ কোনো মাইনে নেই গা। জঘন্ন্য।

    বুনু, হিমালয়ে যাবার সময় একটা ডাক দিস।
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৭:১৬ | 134.58.253.57
  • না, আমি চিরকালই স্টৈক। কোয়ার্ক অন্য জন, যদিও ব্যক্তিগতভাবে চিনি না।
  • kiki | ২৬ এপ্রিল ২০১২ ১৭:১৪ | 59.93.218.108
  • ইসে, কোয়ার্ক আর স্টোয়িক কি একই জন?

    আর অবাস্তব কি সেই অভ্যুর সিনিয়র, যিনি সব পরীক্ষায় ফার্স্ট হওয়া সঙ্কেÄও কোন লোক তাকে বলেছিলো সে গ্রাজুয়েট।
  • kc | ২৬ এপ্রিল ২০১২ ১৭:০৩ | 194.126.37.78
  • আইআইএমে যাঁরা হন্ডা সিটি বা বিএম্‌ডব্লুতে ঘোরেন তাঁদের অন্য কনসালটেন্সি থাকে। বেশীরভাগেদেরই অল্টো বা ওয়াগনার।
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৫৬ | 134.58.253.57
  • অথবা ইউ এস এর কোন ম্যানেজমেন্ট স্কুলে এক বছর গেস্ট ফ্যাকাল্টি ছিলেন। BMW শুড নট বি অ প্রবলেম দেন।
    ঃ)
  • apu | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৫৫ | 122.248.183.11
  • ISIQuality,Reliability & OR ডিপ প্রচুর কনসাল্টেন্সি করেIT এবং নন IT তে। একট % নিশ্চয়ই পায়। ঠিক সিউর নয়। তবে শুধু ভালোবেসে কী আর এত চাপ নেবে?
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৫৪ | 134.58.253.57
  • তা হতে পারে, আমার আইডিয়া নেই। তবে ওখানেও কনসাল্টেন্সির গল্প আছে মনে হয়।
  • Yohan Cabaye | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৫২ | 121.241.218.132
  • IIM-ও একই পে-স্কেল দেয়। মানে দিতে বাধ্য।
  • rajdeep | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৫১ | 220.227.106.153
  • স্টৈকদা এত গেল আইআইটি বা আইআইএসের কতা

    আইআইএম বা আইএমটির প্রফরা তো দেখলুম মিনিমাম হন্ডা সিটি ঃ) এমনক্ষি BMW X5 ও ক্যাম্পাসে ঘোরফের করছে !

    যা মনে হল ম্যানেজমেন্ট ইস্কুলে মাইনেপত্তর বেশ নয় বে -এ -এ- এ-শ ভালই
  • stoic | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৪২ | 134.58.253.57
  • সেইজন্যই লুরু বা বম্বে তে আইআইটি বা আইআইএসসি ফ্যাকাল্টি রা কোয়ার্টারে থাকেন। চাগরিজীবনের শেষে শহরতলির দিকে কোথাও ছোট বাড়ি বা শহরের ভেতরের দিকে একটা ছোট ফ্ল্যাট করেন/কেনেন। তাই তো জানতাম।
  • rajdeep | ২৬ এপ্রিল ২০১২ ১৬:৩৬ | 220.227.106.153
  • কলকাতায় তাও ঠিক আছে

    এনসিআর বা লুরু বা বম্বে তে বাড়িভাড়া দিয়ে থাকতে গেলে সত্যিই অবস্থা টাইট হয়ে যাবে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত