এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  মোচ্ছব

  • আজি বইমেলা জাগ্রত দ্বারে

    রৌহিন লেখকের গ্রাহক হোন
    বাকিসব | মোচ্ছব | ১৩ জানুয়ারি ২০২৩ | ৩৩২৪ বার পঠিত | রেটিং ৫ (২ জন)


  • আবার বইমেলা আসিয়া পড়িল। আর মাথা টানলেই যেমন কান আসে, তেমনি বইমেলা আসার আগেই আসে তার লটারি। গুরুর বইমেলা এই লটারি থেকেই শুরু হয় – এ এখন আমাদের নোন ফ্যাক্ট – কী বলেন?

    লটারির ব্যপারটা অনেকেই জানেন – তবু যারা পরে এসেছেন, তাদের জন্য আরেকবার – এ এক আশ্চর্য কর্মযজ্ঞ। সহজ কাজকে কতটা কঠিন করে করা যেতে পারে, কতটা উদ্যম এবং উদ্যোগ ব্যবহার করে, এ তার এক জ্বলন্ত উদাহরণ। আসল কথাটা হল, যারা স্টল নিচ্ছেন, তারা কে কোন স্টল পাবেন, তা ঠিক করা। আগে গিল্ড নিজেই ঠিক করে দিত – তুমি বাপু এখানে, তুমি এখানে, তুমি ওই চুলোয় – কিন্তু তাতে করে যা অবশ্যম্ভাবী – পক্ষপাতিত্বের অভিযোগ ওঠা শুরু হল। ফলে এই লটারি। দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা ছটা অবধি মহাবোধি সোসাইটির হলে এক মহাযজ্ঞের আয়োজন।

    বারোটা সাড়ে বারোটা নাগাদ আপনি পৌঁছাবেন, দর্শকাসনে দস্তুরমত নিতম্ব ঠেকাইবেন, দেখবেন স্টেজে কত কিছু হচ্ছে – যেন একটু পরেই কে কে গাইতে উঠবে। গিল্ডের মানবিকতা বোধ আছে অবশ্যই – আপনাকে খালি মুখে বসিয়ে রাখবে না। চা আসবে, সাথে বিস্কুটও পাবেন – এক্কেবারে ফ্রী তে। চা খান, স্মার্ট লোকেরা ম্যাপের সামনে স্ট্র্যাটেজি করুন, বদ লোকেরা অনুষ্ঠান শুরু হওয়া অবধি বাইরে দাঁড়িয়ে গজল্লা করুন, সুবোধজনেরা এবং এনার্জিবিহীনেরা চেয়ারে বসে ঝিমান। যা ইচ্ছে – কেউ বকে না।

    অ্যাপ্রক্স পৌনে একটা নাগাদ প্রস্তুতিপর্ব শেষ হয়ে আসল অনুষ্ঠান শুরু। গিল্ডের কাছে যেমন যেমন টাকা জমা পড়েছে, সেই অনুযায়ী পরপর সংস্থার নাম ধরে ডাকতে থাকবে। অবশ্যই এভাবে একসময়ে আপনাকেও ডাকবে। ডাকলে আপনাকে যেতেও হবে। গিয়ে একটি চিরকুট তুলতে হবে। তাতে একটি নম্বর লেখা থাকবে। আজ্ঞে না, সেটি আপনার স্টল নম্বর নহে, সিরিয়াল নম্বর। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কখন ডাক পাবেন, তার নম্বর। এবারে যত নম্বরে আপনার নাম, ততজনের পরে গিয়ে ম্যাপ দেখে যা ফাঁকা থাকবে, তার মধ্যে বেছে নিতে হবে আপনার পছন্দের স্টল। (জনান্তিকে জানিয়ে রাখি, গুরু আজ অবধি ১০০ র নীচে কোনো নম্বর পায়নি)

    এবারে এখানেই হল আসল স্কিলের খেলা। ম্যাপের সামনে আপনি দাঁড়াতে পারবেন খুব বেশী হলে এক থেকে সোয়া এক মিনিট। এর মধ্যেই আপনাকে ভেবে রাখতে হবে, কোনদিকটায় আপনি তাক করবেন – কত নম্বর গেটের কাছে, কিম্বা গিল্ডের অফিসের কাছে না দূরে, ফুড স্টলের পাশে না দূরে, টয়লেটের পাশে না দূরে – এসব অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাবনিকাশ। তারপর মেসিসুলভ দক্ষতায় আপনি ম্যাপের একটি বিন্দুতে হাত রাখবেন – ব্যস। সেই স্টল আপনার। যেন মহারাজা খুশী হয়ে ব্রাহ্মণকে দেবোত্তর জমি দিলেন। এর অবশ্য ট্যাকশো লাগে।

    কে না জানে, এইসব স্কিলফুল খেলায় কোচের গুরুত্ব অপরিসীম। তাঁর স্ট্র্যাটেজিতেই দু গোলে পিছিয়ে থেকেও আবার দুই গোল শোধ করে আপনি ম্যাচে ফিরতেই পারেন। এবারেই যেমন, ১৪০ সিরিয়াল নাম্বার পেয়ে গুরুর মেসি উৎপলবাবু একটু হতোদ্যম হয়ে পড়েছিলেন। ১৩৯ জনের পরে আর কী পড়ে থাকবে ভেবে। কিন্তু খেলার বিরতিতে এলো কোচের ভোকাল টনিক – পাই এর ফোন। ততক্ষণে পাই গেট নম্বর, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, সব মিলিয়ে এত রকমের গবেষণাধর্মী হিসেবনিকেশ করে ফেলেছে যে হোসে মোরিনহো বা পেপ গুয়ার্দিওলাও লজ্জা পাবে। কোথায়, কোন দিকে, কোন পয়েন্টে টার্গেট করা হবে, সব রেডি। সহকারী কোচের ভূমিকায় ইমানুলদা। আর যথারীতি বিরতির পরে উৎপলের গোল – লাগ-লাগ-লাগ ৫০৭। ৫এও নেই (০), ৭এও ছিলাম না, কিন্তু আমরা আছি – বিলকুল আছি। গুরুর দিব্যি।

    ৭, ৮ অথবা ৯ নম্বর – যে কোনো একটা গেট দিয়ে ঢুকে পড়ুন। প্রায় সবক্ষেত্রেই সোজা গিয়ে ডানদিকে পড়বে। রাস্তার উল্টোদিকেই লিটল ম্যাগাজিনের তাঁবু -খুঁজে পেতে কোনো সমস্যা নেই। হাঁটতেও কম হবে – কারণ তিনটি গেটই করুণাময়ী বাস স্ট্যান্ড / মেট্রো স্টেশনের লাগোয়া। অতএব চলে এলেই পেয়ে যাবেন আমড়াতলার মোড়। দেখা হবে, কথা হবে প্রচুর, খাওয়া হবে, আড্ডা হবে, সেলফি হবে, গ্রুপফি হবে, গানবাজনাও হবে। খালি খেলা হবে কি না, সেটা এখনই বলা মুশকিল। তবে বইমেলা ইস্টার্ট। ধ্যার‍্যার‍্যার‍্যার‍্যার‍্যার‍্যা ------
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2601:14a:500:e780:b08f:8361:8058:6a39 | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৩৪739367
  • বইগুলোর ছবি, বইমেলার ছবি, সবই খুব ভালো লাগছে। আমি ইন্দ্রাণীদি, নিনাদি, দময়ন্তীদি, মারিয়া, পাই আর ঈশানকে চিনলাম। বাকিরা কোনজন কে একটু লিখে দিলে বেশ হত না? চশমা ও লাল বেসবল টুপি পরিহিত ভদ্রলোক, বব চুলের নীল টিশার্ট ও জিন্স পরা ঐ খুব স্মার্ট দেখতে মেয়েটি, কোমল দাড়িগোঁফে মুখ ঢাকা কোঁকড়াচুলো মিষ্টিমুখো বাচ্চা ছেলেটি, এঁরা কারা?
  • r2h | 192.139.20.199 | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫০739368
  • চশমা ও লাল বেসবল টুপি হীরেনবাবু, নীল টিশার্ট নীপাদি, দাড়িগোঁফ উৎপল।
    নীপাদি আর হীরেনবাবুর সঙ্গে গতবার দেখা হলো, উৎপলকে আমি চাক্ষুষ দেখিনি কখনো।
  • r2h | 192.139.20.199 | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৫৬739369
  • আরো একজন লাল বর্ডার ফুলহাতা নীল টিশার্ট আছেন, তাঁকে আমি চিনি না (০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮)।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪০739370
  • করোনাকালীন হাতে কালো কুর্তা হচ্ছেন সুপর্ণা দেব।
    লাল টুপি হীরেনবাবুর সাথে চেয়ারে বসা রঞ্জনদা।
    আমার সাথে পারমিতা দত্ত।
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:০৭739371
  • কালকের এসব ছবি মাত্র এক ঘ্ণটায়।  আরো যে কত বাদ গেল!  
  • র২হ | 96.230.209.161 | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০০739373
  • নিনাদি এই ছবিটা পাঠালো। আমি না বলেই এখানে দিয়ে দিলাম, পরে জানিয়ে দেবো 'খন! 
     
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৫739376
  • আজ পাঁচটায় বইগুলির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন,
    ৯ নং গেটের কাছে মৃণাল সেন মঞ্চে!
  • &/ | 151.141.85.8 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৩739392
  • জয় গোস্বামীকে 'মনের মানুষ' সিনেমার প্রসেনজিৎ এর মতন লাগছে। দারুণ। ঃ-)
  • &/ | 151.141.85.8 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৯739393
  • একটু একটু কাহিনিগুলোও লিখুন। যেমন হাওয়ায় অল্প শীত, রোদ্দুরে মিঠে উত্তাপ, মেলাভর্তি লোকজন। এইসব। স্টলে কারা আসছেন, কী বলছেন, কেমন লাগছে তাঁদের, বই দেখা বই কেনার ফাঁকে ফাঁকে টুকটাক চা-চানাচুর কোথায় খাওয়া হচ্ছে--এইসব আরকি। ঃ-)
  • :|: | 174.251.161.218 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০০739394
  • পাঁচটা ঊনপঞ্চাশকে সেকেন করলাম -- হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে কে যেন টিপিন নাকি ম্যাগি আনেন আর তাঁর বাস্কো থেকে অন্যেরা সব খেয়েটেয়ে নেন -- এই সব গল্প-ও চাই। 
    ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪১-এর প্রথম ছবিতে শাড়ির সঙ্গে মাফলার (আহা, নয় সেটিকে উত্তরীয়ই বলতাম) থাকলে মিস করার মতো কিছু থাকতো না। 
  • &/ | 151.141.85.8 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২১739395
  • আমাদের এক বন্ধু চারটে হাতরুটি আর কিছুটা আলুভাজা আনত টিপিনে। তো, চিরদিন স্কুলে আমরা সবার টিফিন মিলিয়ে মিশিয়ে ভাগ করে খেতাম। স্কুলবেলা কেটে কলেজ হল, তখন নতুন পরিবেশ। কিন্তু সেই বন্ধু চারটে রুটি আর আলুভাজাই টিফিনে নিয়ে গেল। নতুন এক বন্ধু টিফিনবেলায় ওর তিনটে রুটি সাবড়ে দিল, আলুভাজাও। সেই বন্ধু নিজে এনেছিল কয়েকটা বিস্কুট না কী যেন, তার থেকে ভাগ দিয়েছিল কিনা কেজানে! ব্যস, রুটিয়ালা বন্ধু গেল ক্ষেপে। ঐ নতুন বন্ধুর সম্পর্কে বলল, 'আরে ও তো আমার রুটি মেরে দিয়েছিল'। সেই থেকে আমরা বদলে গেলাম, টিফিনে ঝালমুড়ি কিনে খাওয়া শুরু করে দিলাম। ঃ-)
  • dc | 2401:4900:1f2a:893:50bb:dc6c:27fa:b5d0 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৩739400
  • হুম। আমি বইমেলায় গেলে এই সব বই স্ক্যান করে লিবজেনে তুলে দিতাম, বা টরেন্ট বানিয়ে পাইরেটবে তে তুলে দিতাম। এইজন্যই যাইনা। 
  • | 43.251.171.116 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৯739401
  • dc র আজ অবধি স্ক্যান করা কোনো একটা বইয়ের লিংক পাওয়া যাবে?
  • dc | 2401:4900:1f2a:893:50bb:dc6c:27fa:b5d0 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৬739402
  • নাঃ, সেসব লিংক আজ আর বেঁচে নেই :-( লিংক তো দূরের কথা, যে পিটুপি নেটওয়ার্কে আপলোড করেছিলাম সেই লাইমওয়্যার নেটওয়ার্কই উঠে গেছে। 
  • aranya | 2601:84:4600:5410:512:26e3:9cb3:5899 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৭739404
  • ডিসি-র ছাপা বই পড়তে ভাল লাগে না? 
  • :|: | 174.251.161.218 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৭739405
  • পয়সা দিতে ভালো লাগে না। ছাপা বই প্রসঙ্গে 
  • dc | 2401:4900:1f2a:893:50bb:dc6c:27fa:b5d0 | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২২739406
  • অরণ্যদা, ছাপা বই অনেকদিন পড়িনি। এখন পিডিএফ বা কিন্ডল পড়তে বেশী ভালো লাগে। 
  • | ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৫739409
  • স্বাতী গেসল আজকে। আহ এবারে আর দেখা হল না
  • &/ | 151.141.85.8 | ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৪739418
  • এতদিনে আমি খেয়াল করলাম যে গুরুর টেবিলে একটা টিনের সুটকেস আছে! ঠিক আমাদের প্রাইমারি স্কুলের টিনের সুটকেসের মতন!!!!
  • গূঢ় প্রশ্ন | 165.225.8.113 | ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৯739419
  • আচ্ছা, খড়িজামাপড়া যে ভদ্রলোককে পাই একাধিক ছবিতে ধমকাচ্ছে, উনার পরিচয় কি জনগনের জানার অধিকার আছে?   
  • π | ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৬739420
  • :D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন