এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • টুকরো কথা : ০১

    Katha Haldar লেখকের গ্রাহক হোন
    ২৬ জুন ২০২২ | ৫৭৯ বার পঠিত
  • ~সত্যি বলতে ভীষণ সাংসারিক টাইপের সিনেমাটা, সংসার : ভালো না খারাপ? দেখ, এসব আমি বলছি না যে সংসার করা খারাপ, না না ভালোই, হ্যাঁ ভালোই তো, কিন্তু কী বলতো সিনেমাটা আমার পছন্দ হয়নি...
    গতকাল এক বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ সংসার প্রসঙ্গ উঠে আসে। আমি বুঝতে পারি হঠাৎ বলে ওঠা "সাংসারিক টাইপের" কথাটা কীভাবে আমি নেবো তা আমার বন্ধু বুঝে উঠতে পারেনি। সে চেনে আট বছর আগের এক মেয়েকে, সেজন্য অনায়াসে আমার সামনে বন্ধু বলে ফেলে, "সাংসারিক টাইপের...."। তারপর তার খেয়াল হয়, আট বছর পেরিয়ে গেছে মাঝে। আট বছরে সে কি জয়শ্রী ম্যাডাম এর তাৎক্ষণিক লেখা ক্লাসে "সংসার" বিষয়ে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপৃত সংজ্ঞা দিয়েছিল তাকে ছোট করতে পেরেছে? এই আশঙ্কায় পরের কথাগুলো সে বলেছে।

    ~তুই আমায় অন্ততঃ বলিস না সংসার ভালো না খারাপ। চারিদিকে নানা প্রজাতির সংসার, আর নানা উপপ্রজাতির প্রেম এর মাঝে নিজেকে কীরকম যেন সন্ত্রাসবাদী বলে মনে হয় আমার।
    আশ্বস্ত করি তাকে।

    মাঝে ছ ছ'টা বছর খুব কম সময় নয়।
    আলো না দেখা ভোর। কুয়াশায় ভিজতে থাকা তপনবাবুর বাড়ি, বাড়ির উঠোন, সাইকেল এর ভিড় ঠেলে নতুন পড়া, পড়ার ধরণ, ঘর, ঘরের গন্ধ, নতুন মানুষ, তাদের দৃষ্টি পেরিয়ে পড়া শেষ হওয়ার আনন্দ। 
    ~স্যার, আমায় খাতা দেবেন না?
    ~দাঁড়া, এতো নতুন বাসা। পাখি বাসা চিনুক। আগে তার নতুন বাসা ভালো লাগুক।
    ~খাঁচা?
    স্যার হাসছেন।

    হাঁফাতে হাঁফাতে বাড়ি। তারপর স্কুল-এ দৌড়তে হবে। মা ভাত মাখছে।
    ~মা, বাবা বাজার করেনি আজ?
    ~বাবা তো কোন ভোরে বেড়িয়ে গেছে। বাজার কখন করবে? তোকে স্কুলে দিয়ে আমি মাংস কিনে আনব। তুই ডিম ভাজা দিয়ে খেয়েনে। বাড়ি এসে মাংস দিয়ে অল্প করে হলেও ভাত খাবি। অশান্তি করবিনা তখন।
    ~ বাবাই?
    ~হম, বলো।
    ~ নিজের ঘরটা গোছাবি আজ। কী করেছিস দেখ খাটটা! এটা কি কোনও ঘর?
    ~না তো, এটা ব---সওওও---তি....
    মায়ের মুখে হাসি নিশ্চিন্ত করতেই দে ছুট। ঠাকুর ঘরের ডান পাশের সিঁড়ি দিয়ে তিনলাফে চিলেকোঠা, তারপরই সোওওওজা আলমারি আর পড়ার টেবিলের মাঝে আলিবাবার গুহা মানে আমার গল্পের বইয়ের ঘর। আমার ঘর....

    ঘণ্টা তলা। ছোট সন্ন্যাসী(কাকু) দাঁড়িয়ে। পাশে সব ম্যাডাম চলে এসেছেন। তিনজন দৌড়াচ্ছে। সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে...
    ~খেলাটা শেষ হলো না তো, শরণ‍্যা?
    ~টিফিনে খেলবি তো, কথা?
    ~তোর আর ভেঙে যাওয়া খেলা মাঝপথে শুরু করতে ইচ্ছে করবে? অরণী? নতুন করে শুরু করলে ভালো হয়না?
    ~সে কোনও অসুবিধা নেই। তোরা থাকলেই হল। বল, তোরা খেলবি? কীরে বল? চুপ করে গেলি কেন? কথা? কী হলো?
    .
    .
    .
    .
    ~না, মানে বলছিলাম, স্যার, "ছেঁড়া তার" মন্বন্তর, কালোবাজারি, অর্থনৈতিক ধ্বংসাবশেষ থেকে একটা ছোট্ট সংসার ভাঙার মধ্যে দিয়ে সামাজিক অবক্ষয়, মানবিক বিপর্যয় এর কথা বলল।
    ~হ্যাঁ, তোর প্রশ্নটা কী?
    ~সংসার ভাঙার দায় সমাজ নেয়না কেন? সংসার কাকে বলে?
    স্যার আজ হাসলেন না তো?
    .
    .
    .
    .
    ~কীরে চল, খেলবি বললি যে, যাবিনা?
    ~চল, চল। শরণ‍্যা কই গেল? ওই শরণ‍্যা, শরণ‍্যা...
    ~শরণ‍্যা পড়ে গেছে। , শিগগিরই চল নীচে।
    ~তুই পড়লি কী করে? লেগেছে না রে খুব? এতো রক্ত বেরোচ্ছে।
    ~আমি বসে দেখি। তোরা খেল।
    ~দুজনে কি তাই তাই তাই, মামাবাড়ি যাই খেলব?
    ~ইন্দ্রাণী, তিস্তা, আর্যা খেলবে। ওদের বল একবার।
    ~তুই তো খেলতে পারবি না। অরণী, আজ বরং থাক,  বল?
    ~থাক।
    ~কেন ? থাকবে কেন? তোরা খেল না.... খেলার লোক আছে তো... সেই তো বলবি পরে, আমার জন্য খেলা মাটি হয়েছে।
    ~অরণী, বুঝলি তো এইজন্য ছেঁড়া তার ছেঁড়াই থাকবে।
    অরণী হেসে ফেলে। যার হাসিতে আমাদের ছোটবেলা খুব বড় হয়ে গেল একদিন। আমি ছুঁতে গিয়ে দেখলাম....

    ~কি বললি, আমার মাথার তার কাটা?
    ~এই জন্য সেদিন বলেছিলাম ছেঁড়া তার ছেঁড়াই থাকল।
    ~সেদিন মনে হচ্ছে তোর? তিন বছর কেটে গেছে।
    ~তার তবু জুড়ল না।
    ~মানে?
    ~তোর মনে পড়ে শরণ‍্যা, সেইদিন-এর পর আমাদের আর খেলা হয়নি।
    ~অরণী, তোর মনে আছে? তুই বলেছিলি, আমরা থাকলেই হবে। আবার নতুন করে খেলা শুরু করলেই হল। কিন্তু, কেন আর খেললাম না রে? আমরা তো সবাই ছিলাম?
    .
    .
    .
    .
    ~সবাই থাকে সংসারে। শুধু চরিত্রগুলোর মাঝখানে দূরত্ব, ব্যাবধান বুঝতে গেলে অনেকটা সময় পেরোতে হয়। একটা চরিত্র থেকে আরেক চরিত্রের দিকে যেতে যেতে দেখবি, একটা স্রোত এসে তোকে ভাসিয়ে নিয়ে গেছে। কখনও সেই স্রোতে ভেসে দেখবি তুই বুঝতে পারিসনি, তুই ভেসে গেছিস। আবার কখনও কখনও তোর মনে হবে তুই নিশ্চিত ডুবে যাবি এইবার। 
    অন্তরে জাগিছ অন্তর্যামী ।
    তবু সদা দূরে ভ্রমিতেছি আমি ।।
    সংসারসুখ করেছি বরণ,
    তবু তুমি মম জীবনস্বামী ।।


    ~আপনি তো বললেন। কিন্তু স্যার, সত্যিই কি পৌঁছনো গেল শেষ অবধি? না গেলে যে ছেঁড়া তার জুড়বে না কখনো! যখন পৌঁছবে তখন মানুষগুলোও সময়ের সাথে হারিয়ে যাবে না তো? সময় কি  অপেক্ষা শেখায়? স্যার, ছেঁড়া তার জুড়বে তো ঠিক? শেষ পর্যন্ত Change is the only constant এগিয়ে গেল? 
    অসীম অতীতে চাহিতে চাহিতে
    দেখা দেয় অবশেষে...
    ...চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

    আর Fundamental? 
    Without having any internal structure three quarks give rise to creation of a proton. Doesn't their existential dependence define the fundamentality on the basis of mereological entity? সব মিথ্যে হয়ে যায়? 
    .
    .
    .
    .
    ~আমরা ছিলাম না, কথা। ছিলাম না আমরা। আমাদের মাঝখানে সময় ফুরিয়ে এসেছিল।
    ~কিন্তু, শরণ‍্যা .....
    .
    .
    .
    .
    ~স্যার?
    ~বল
    ~আপনি যে বললেন, সময় মানুষের মধ্যে দূরত্ব নির্ধারণ করে। আবার সেই সময়ই মানুষের কাছে পৌঁছে দেবে। কিন্তু এমন যদি হয় দূরত্ব স্থির হল সময়ের অনুপস্থিতি দিয়ে? তাহলে? কে নিয়ে যাবে মানুষের কাছে?
    ~ তখন দেখবি সবাই আছে। শুধু সংসারটা থাকবে না।
    ~কোথায় তবে সময় ফুরিয়ে আসে? কোথায় সময় বেঁচে যায় আঘাত-প্রত্যাঘাতেও?
    আর ছেঁড়া তার?
    সংসার গহনে
    নির্ভয়
    নির্ভর,
    নির্জন
    সজনে
    সঙ্গে রহো
    চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না ।।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন