এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বই মেলা

    আফতাব হোসেন লেখকের গ্রাহক হোন
    ২৫ সেপ্টেম্বর ২০২১ | ৪০৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • বইমেলার তারিখ ঘোষণা হল দেখলাম। কলকাতা ছাড়া অন্য কোথাও বইমেলা হলে এখন আর যেতে ইচ্ছে হয় না। সামনাসামনি যে সব বইমেলাগুলো হয় তাদের স্টক খুব কম। বাজার চলতি 'হিট' বই ছাড়া অন্য কিছু পাওয়া খুব দুষ্কর হয়। তেমনই কোন এক বইমেলার অভিজ্ঞতা রইলো। গেরামের বইমেলা।

    ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে...
    খুব টেনশনে...

    বইমেলা আজকাল যাই না…
    বইমেলা গেলেই অম্বল হয়। খুব বাসী বাসী গন্ধ চতুর্দিকে। ফুচকা, দইবড়া, পাপড়ি চাট, ভেলপুরী ডিঙিয়ে মিত্র ক্যাফের ফিস কবিরাজী পর্য্যন্ত একগাদা ভ্যারাইটি এড়িয়ে যখন ফাইনেলি বই দোকান গুলোতে পৌঁছতে পারি তখন এনার্জি অর্ধেক শেষ।

    ক্যাবলার মত শেষমেশ যখন দোকানে তখন আবার দোকানদার বাথরুমের তাড়ায়।
    বললো দেখুন.. পছন্দ হতে হতে চলে আসব।

    পছন্দ আর হল কই..
    চোখ আর কান ঘোরার আগেই নাক ঘুরলো।
    পারফিউমের গন্ধ কোনদিনই চিনি না।
    তবে টেস্ট আছে মানতে হবে।
    নিচু স্বরে ভীরু প্রশ্ন - কি কি আছে দাদা?
    (ছেলে হলে খিস্তি খেত, সালা বই দোকানে এসেছ না শাড়ির)
    আমি আবার ভীষন নরম।
    মানে, ইয়ে, কিন্তুতে বোঝালাম আমিও কিনতেই।

    উসখুস কিছুক্ষন মনে হয়। তারপর আবার প্রশ্ন -
    কি নেবেন? আপনি কিছু ভেবে এসেছেন?

    বললাম একেবারেই আনাড়ি আমি। চুরি করে পিডিএফ পড়ি। রিভিউ দেখে বই কিনি। হিমুকে বড্ড পছন্দ।

    সঙ্গী পেল মনে হয়। হুমায়ুনবাবু যৌবনে কেন এলেন না জীবনে আফসোস হয়। সেই একই সুরে আহ্বান - চলুন মঞ্চ আর স্টলগুলো ঘুরে দেখি। আমিও হিমু ফ্যান।

    জয় শ্রী হিমু। এটা গল্প হলেও পারতো। হল কই।

    মঞ্চে তখন তাবড় তাবড় নাম। সুবেশী, সুকেশী, সুস্বরী পরিচয় করালেন একে একে।
    ডানপাশের একদম প্রথমে জেলার নেতা, দ্বিতীয় আর তৃতীয়তে সমাজসেবী আর কোটিপতি, চার নম্বরে লোকাল টিকটিক ফিলিমস্টার, পাঁচ আর ছয় নম্বরে মডেল, সাতে এবার টিকিট পেতে পারে, আট নম্বরে লোকাল খেলোয়াড় সেলিব্রিটি। পিছনের সারিতে আরো গোটা ছয় সাত… সব্বাই ধুতি আর পাঞ্জাবি, সাথে ফ্রেঞ্চ কাট…
    ইউনিফর্মের মত।
    বোকার মত বললাম - ওনারা??
    শুনলাম প্রকাশক।
    বললাম - কি নাম? কি লেখেন? গদ্য?
    মৃদু ধাতানি… বললো
    আপনি না হাঁদা একদম।
    প্রকাশকরা লিখবেন কেন? ওনারা লেখক বাছেন, লেখা ছাপেন।
    বুঝলেন, কাদা থেকে পদ্ম তুলেন।
    বললাম তাই তো … প্রকাশকরা লিখবেন কেন? তাহলে পদ্ম তুলবেন কে?
    বললো - পেছনের মাঝের দুজন খুব ডান ঘেঁষা। একজন এবার সেক্রেটারি হবেই হবে। দেখবেন তাহলেই পরের বার ফিতে কাটতে মিমি আসবেই..
    আবার বোকা প্রশ্ন - মিমি লেখেন?
    বললো দূর মশাই … লিখবেন কেন? উনি এলে বই মেলার গ্ল্যামারটা ভাবুন একবার। হাজার দশেক লোক সিওর।
    বললাম ঠিক ঠিক ঠিক …
    ব্যাস স্টেজ শেষ।
    অবাক হয়ে প্রশ্ন - "লেখক নাই কেউ?"
    - শুনলাম ছিল … ১০ মিনিটে চলে গেছেন। লোকটা বড্ড সেকেল।
    ঘাড় নাড়লাম তাই তো…
    লেখক মানেই সেকেল।
    তাও আমি আবার জাত খুঁতখুঁতে। বললাম চলুন স্টল গুলো ঘুরি।

    সুগন্ধী বন্ধু আমার সব স্টল একে একে ঘোরালো যত্নে ।
    রবীন্দ্রনাথ থেকে সুনীল, সমরেশ, শরৎচন্দ্র থেকে শীর্ষেন্দু হয়ে আনন্দলোক সব দেখলো।

    বললাম নতুনদের কিছু দেখবেন না।

    মুখ কুচকালো একটু যেন…
    বললো
    - শুনুন মশাই…
    আজকাল সব্বাই লেখক, এত সব ছাইপাশ আর হাবিজাবি লেখে না, জাস্ট পাতে দেওয়া যায় না। মা বলে আগে ক্লাস ছিল চাঁদ ছিল… আর এখন থার্ড ক্লাস, মেনি বান্দর …

    হাউমাউ করে উঠলাম…
    বললাম বলেন কি শ্রীজাত পড়েন নি উনি তো এখনকার।

    বললো টিভিতে দেখেছি… শুনেছি একটা হেব্বি সিরিজ হচ্ছে হইচই এ। উনি থাকতে পারেন।
    বললাম তা কেন? লেখককে দেখবেন কেন? পড়বেন তো।
    তা বাদ দিন … আর কোন নতুন লেখা পড়েন না? লিটল ম্যাগ.. ওয়েব ম্যাগ.. ছোট শিশু পত্রিকা ..।

    বিরক্ত একটু, মুঠোফোনে কার বার্তা যেন। উদগ্রীব একটু। বললো দাদা নম্বর দিন টেক্সট করবো।
    আমি না খুব চুজি…
    ব্র্যান্ড পাবলিকেশন ছাড়া কিনি না, পড়িও না। আপনিও হাবিজাবি পড়বেন না। মনে রাখবেন একটা ডায়লগ "পাওয়ারফুল ম্যান কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস। KGF দেখেননি"।
    তাই হাবিজাবি লেখা গুলো পড়বেন না। টেস্ট খারাপ হবে।

    ফোন নম্বর দিয়েছিলাম। সাথে ফেসবুক আইডি।
    এখন আবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলো।

    "কনফার্ম" করার আগে লাইনগুলো ব্যাকগ্রাউন্ডে খুব ভাসছে....

    - "আজকাল সব্বাই লেখক, এত সব ছাইপাশ আর হাবিজাবি লেখে না, জাস্ট পাতে দেওয়া যায় না। মা বলে আগে ক্লাস ছিল.. চাঁদ ছিল… আর এখন থার্ড ক্লাস, মেনি বান্দর…"

    থাক ফ্রেন্ড রিকোয়েস্ট...
    পরের বার মিমি আসুক...
    লোক বাড়ুক...
    তারপর "একসেপ্ট" করবো।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন