এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সোশাল মিডিয়া এবং এনেবলিং 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০২ সেপ্টেম্বর ২০২১ | ৯০৮ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • আজকে সোশাল মিডিয়ায় একটা কান্ড দেখে চমকে গেলাম। একটি ছেলে, বৃত্তে মোটামুটিভাবে পরিচিত, একটি রাজনৈতিক প্রচারাভিযানেও যার সক্রিয় অংশগ্রহণ দেখেছি, তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এসেছে। এক নয়, একাধিক। এবং রীতিমতো হিংসাত্মক নিগ্রহ।
     
    ছেলেটির নাম করছিনা, কারণ, এসব ব্যাপারে আমার অবস্থান খুব স্পষ্ট। একদিকে যেমন অভিযোগ আসা মাত্রই কেউই অপরাধী হয়ে যায়না, ফলত সে নিয়ে খাপ বসানো আমি অনুচিত বোধ করি। কিন্তু একই সঙ্গে, আমার ব্যক্তিগত কিছু বিচারবুদ্ধিও কাজ করে। অভিযোগের ধরণ, এবং গুরুত্ব অনুযায়ী, আমি সিদ্ধান্ত নিই, অভিযুক্তের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কাজ করব কিনা। একাধিক নিগ্রহের অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তটি জালি জানা থাকায়, বা মনে হবার যথেষ্ট কারণ থাকায়, তাদের সঙ্গে আর কাজ করিনি। যদিও ঢাকঢোল পিটিয়ে খাপ-টাপ বসাইনি । এটা শুধু যৌন নিগ্রহে নয়, চুরি, রাহাজানি, খুন-জখম সবেতেই প্রযোজ্য। এক মহিলা আমার একটি স্ক্রিনশট জালি করেছিলেন, বা জাল স্ক্রিনশট প্রচার করেছিলেন, তাতে অবশ্য ভয়াবহ খারাপ কিছু লেখা ছিলনা, কিন্তু তাতেও আমি ওটা ইচ্ছাকৃত জালিয়াতি এবং অথবা কুৎসারটনা মনে করেছিলাম। তাঁর সঙ্গেও আমি ভবিষ্যতে কাজ করবনা। তা, এই ক্ষেত্রেও অভিযোগগুলি জলজ্যান্ত, হিংসাত্মক, এবং একাধিক, সবই একসঙ্গে মিথ্যে হবার সম্ভাবনা খুবই কম। ফলে ছেলেটির সঙ্গে আমি কাজ করতামনা। ব্যক্তিগতভাবে।
     
    কিন্তু যেটায় আমি স্তম্ভিত হলাম, সেটা হল, ছেলেটির সঙ্গে এতদিন যাঁরা কাজকর্ম করেছেন, এখন এসব প্রকাশ্যে আসার পর, পড়ে-টড়ে দেখলাম, তাঁরা আগে এসবের কিছুটা, এমনকি অনেকে প্রায় পুরোটাই  জানতেন। এবং জেনে চক্ষু বুজে ছিলেন। শুধু চক্ষু বুজে থাকাই নয়, একসঙ্গে কাজকর্ম করেছেন। ছবিটবি তুলেছেন। আহ্লাদি কথোকথনে গেছেন। এঁরা আনপড় তা কিন্তু নয়, বরং সামাজিক ন্যায় নিয়ে চতুর্দিকে নানা কথা বলতেই দেখা যায়। এবং মুড়ি-মুড়কির মতো এনেবলার, মিসোজিনিস্ট এইসব বাক্যবন্ধ চারদিকে বিতরণ করেন। এঁরা কোথায় কোন টিম হান্ট একটি বক্তৃতায় কী রসিকতা করে নারীজাতির কী সর্বনাশ করে দিয়েছেন, কোথায় কোন  ভট্টাচার্যের বিবৃতি ঠিক কত ইঞ্চি বিষাক্ত পৌরুষ আর কত ফুট এনেবলিং, এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে থাকেন, সাধারণ মতবিরোধে শেষ কথা বলার ভঙ্গীতে "ম্যানস্প্লেনিং" ট্যাগ মেরে দেন। কিন্তু কার্যক্ষেত্রে ঘটনা নিজের বৃত্তে এলে, সকলেই ধামাচাপা দিতে শশব্যস্ত। "আমার ছোট্টো ভাই, ভুল ধরিতে নাই"। 
     
    এটা শকিং, কারণ, এই আমার-ভাই-ভালো-ওর-ভাই-বদ, এটা তো কোনো অবস্থান হতেই পারেনা। যদি মনে হয়, এই সমস্ত বিষয়ে অনেক ধোঁয়াশার স্তর থাকতে পারে, ব্যক্তিগত অবস্থান নেওয়াও  এত সোজা না, তো সেটা বলুন। সেটাও একটা অবস্থান। সে নিয়ে আলাপ-আলোচনা হওয়া দরকার। যদি অন্য কিছু মনে হয়, তা নিয়েও তর্কবিতর্ক হতেই পারে। কিন্তু পরিবর্তে যা হয়, সেটা হল বিষাক্ত গোষ্ঠীবদ্ধতা। ভিন্নমত সেখানে বিষবৎ। গোষ্ঠীর সেখানে সাতখুন মাপ, ভিন্নমত যেকোনো মূল্যে বধ্য। দেখবেন, যেকোনো সুস্থ বিতর্ককেই স্ট্যাম্প মেরে বন্ধ করে দিতে এই মোড দৃঢ়প্রতিজ্ঞ। পশুপ্রেমের যাথার্থ থেকে শুরু করে যৌন-নিগ্রহের আইন জেন্ডার নিউট্রাল হওয়া উচিত কিনা, এসব যেকোনো বেড়া-টপকানো আলোচনাই, "এ তো মিসোজিনিস্ট ( কিংবা রেসিস্ট, কিংবা অন্য কিছু, কী সেটা প্রসঙ্গের উপর নির্ভর করছে)" বলে বন্ধ করে দেবার একটা প্রবণতা এখন সর্বগ্রাসী। তার চেয়েও বড় কথা হল, এসব মেয়েদের পক্ষেও একেবারেই যাচ্ছেনা। বাইরের লোককে পান থেকে চুন খসলেই এমনকি না খসলেও বানিয়ে-বানিয়ে চোখা-চোখা টার্মিনোলজি নিয়ে গাল দেব, কিন্তু "অমুক আমার ঘরের লোক" বলে সত্যিকারের অপরাধেও চোখ বুজে থাকব, ইন্টিগ্রিটিহীন এই বুলিসর্বস্বতা যেকোনো বাণীকেই নিছক হাস্যরসে পরিণত করে। এক্ষেত্রেও তাইই হয়েছে এবং হচ্ছে। হয়েছে বললাম, কারণ এ ধরণের জিনিস আগেও কানে বা নজরে এসেছে। এগুলো এনেবলিং না হলে এনেবলিং কী? 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 122.164.46.159 | ০২ সেপ্টেম্বর ২০২১ ০৮:০৫497472
  • এ তো পাঁচ হাজার বছর ধরেই হয়ে আসছে! আমার ঘর / গ্রাম / শহর / রিজিয়ন / জাতি / দেশ ভালো, অন্যের ঘর / গ্রাম / শহর / রিজিয়ন / জাতি / দেশ খারাপ। এ আর নতুন কথা কি! 
  • Ramit Chatterjee | ০২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৩৯497483
  • এতো ক্রিকেটেই হয়। ইন্ডিয়া ক্রিকেট এ ভালো তাই সেখানে যদি তুমি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের সাপোর্টার হও তাহলে মাথায় গাঁট্টা। আর ফুটবলে ইন্ডিয়া ধেরায় বলে, ফুটবলে এখনো আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, জার্মানি যাকে খুশি সাপোর্ট করা যায়।
  • বিপ্লব রহমান | ০৩ সেপ্টেম্বর ২০২১ ০৭:৪৪497494
  • এই এক অন্ধ প্রেম, ফৌজদারি অপরাধও হালাল করে দেয় 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন