এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • সিপিএম রেড ভলানটিয়ার্সদের শ্রমজীবি ক্যান্টিনের কর্মকান্ডে ব্যক্তিগত যোগাযোগ সংক্রান্ত বিবৃতি

    bodhisattvagc dasgupta লেখকের গ্রাহক হোন
    ১৩ আগস্ট ২০২১ | ১০০১ বার পঠিত
  • একটা ছোটো বিষয় পরিষ্কার করা দরকার হতে পারে। আমি সিপিএম সমর্থক হিসেবে শ্রমজীবি ক্যান্টিন পরিচালনার কাজে জড়িয়ে আছি। গত লকডাউন থেকেই অনিয়মিত ভাবে এ কাজ পাড়ায় চালাচ্ছেন সিপিএমএর সদস্য সমর্থকরা। তখন‌ ছিলাম এখনও আছি। যা প্রয়োজন তার তুলনায় কিছুই করতে পারি নি এবং ব্যক্তিগত সাধ্যের শেষ‌ সীমায় পৌঁছেছি, দুটি কথাই সত্যি। আসলে আরেকটা সত্যি কথাও আছে, আরও অন্তত জনা ১৫ স্বেচ্ছাসেবক কাজ করছেন, আমি একা করছি না। তবে এই তিন সত্যির কোনোটিই নির্মম না, কারণ কিছু লোক যে শ্রমের মূল্য পান‌ না তার চেয়ে নির্মম কিসু নাই :-) :-)

    আমার রাজনৈতিক কাজকর্ম রাজনৈতিকভাবে বামেরা কোণঠাসা হবার পরে আরো বেড়েছে। এতদ্বারা আমি মহান‌ প্রমাণ হল‌ না অবশ্যই :-) কিন্তু সাধারণ ভাবে এটুকু বলতে পারি যে এখন কাজের প্রয়োজন বেশি বলে মনে করি। কারণ ভারতবর্ষে দরিদ্রকে এমনকি অশক্তকে বিদ্বেষের চোখে দেখার একটা সংস্কৃতি জাঁকিয়ে বসছে। তার প্রতিরোধের প্রয়োজন আছে বলে মনে করি।

    হালতু শ্রমজীবি ক্যান্টিনকে আমি ব্যক্তিগত মোটামুটি এই কাজগুলোতে সাহায্য করি
    ১) অনুদান যোগাড় করে দেওয়া, মানুষকে রসিদ দেওয়া
    ২) যাঁরা খাবার নিচ্ছেন, খাবারের কোয়ালিটি সম্পর্কে ফিডব্যাক পরিচালক বা রান্নাঘর বা প্যাকেজিং টিমকে বুঝতে সাহায্য করা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, তাঁদের পরের দিন খাবার নিতে উৎসাহিত করা
    ৩) ক্যান্টিনের খবর নানা মানুষকে বলা এবং খাবার পরীক্ষা করতে উৎসাহ দেওয়া
    ৪) চেনা পরিচিত কারো খাবার লাগলে সাধ্যমত খাবার কিনে দেওয়া
    ৫) শস্তার অথচ ভালো সরবরাহকারী খোঁজার চেষ্টা অব্যাহত রাখা
    ৬) ক্রমাগত সিপিএম সমালোচক, সাধারণ ভাবে বাম বিরোধী, এমনকি সাধারণ মানুষ অনেক পেয়ে মাথায় চড়েছেন - এমন যাঁরা ভেবে ফ্যালেন তাঁদের সঙ্গে রাজনৈতিক আলোচনার সূত্রপাত হিসেবে ক্যান্টিনের কথা বলা ও আলোচনা করা

    আমি একটি পুরো সময়ের কাজ করি, অল্পস্বল্প অন্য কাজও‌ করি। আর পাঁচটা পেটমোটা বাঙালির মত অন্য শখের কাজও করি।

    শ্রমজীবি ক্যান্টিন‌ আদৌ রাজনৈতিক কাজ কিনা সেই নিয়ে আমার মনে সংশয় ও উৎসাহ পাশাপাশি আছে। অন্য স্বেচ্ছাসেবকদের মধ্যেও আছে। তর্ক ও কাজ বরাবরের মতই পাশাপাশি চলছে।

    কোনো রাজনৈতিক লাভের কথা ভেবে এই কাজ করার কথা ভাবিই না। অন্যদিকে শস্তার খাবার যোগাড়, কর্মী মানুষের জন্য শস্তার স্বাস্থ্যকর রান্না করা খাবারের প্রয়োজনীয়তার বিষয়ে ক্রিয়াকর্ম বা আলোচনা বৃহদর্থে রাজনৈতিক ভাবে অপ্রয়োজনীয় মনে করি না।

    অতএব আগামী কয়েকদিন, যতদিন না অতিমারির প্রকোপ কাটছে, ততদিন আমি নানা ভাবে হালতু শ্রমজীবি ক্যান্টিনের জন্য দুচারটে শর্তসাপেক্ষে চাঁদা ও অন্য সাহায্য চাইবো, রাজি না থাকলে নিজের মনে করে পার্টি ও সাহায্য সংগ্রাহককে ব্যান্টার বা অপমান করতে ভুলবেন না, সাধু সাবধান। :-) that is ok. এবং শুধু সিপিএমকে না অন্য সংগঠনের এরকম ধরনের কাজকে কেউ ইতিমধ্যে সাহায্য করলে বা সাহায্যের ইচ্ছার কথা জানালে অবশ্যই কম বিরক্ত করব :-)

    তবে পৃথিবীর সব সহৃদয় ব্যক্তি সিপিএমএর একটা উদ্যোগে সাহায্য করতে চাইবেন না সেটাতে আমার একেবারেই কোনো ধোঁয়াশা নেই।

    আমার মাধ্যমে যাঁরা হালতু শ্রমজীবি ক্যান্টিনকে সাহায্য করেছেন তাঁদের কৃতজ্ঞচিত্তে জানাই
    - গত ৮ জুলাই থেকে হালতু শ্রমজীবি ক্যান্টিন চলছে।
    - সর্বোচ্চ ৭৮৫, সর্বনিম্ন ৪৫০ মতো খাবারের প্যাকেট আমরা দিনপ্রতি বিলি করেছি, সবচেয়ে বেশিদিন করেছি ৫৫০-৬০০ র মধ্যে গড়ে, মোটামুটি।
    - প্রথমে ৬টা এখন ৭টা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে খাবার দেওয়া হচ্ছে, অষ্টম একটি সবে শুরু হয়েছে, ভালো করে চালু হলে খবর পাবেন।
    - এখনও খাবারের থালা, জলের বোতল সঙ্গে দিতে পারছি না। মানুষকে প্যাকেট থেকে খেতে হচ্ছে। বিনিময় মূল্য ২০ টাকার থেকে বাড়ানোর ইচ্ছা নেই।

    আমাদের ইচ্ছা, প্রয়োজন যাঁদের আছে সীমিত সামর্থ্য নিয়ে যতদিন পারি তাঁদের পাশে দাঁড়ানো, এবং দাঁড়ানোর প্রয়োজনটাকে বড় করে রাজনৈতিক আলোচনায় প্রতিষ্ঠা দেওয়া।

    এই বিবৃতি নতুন কোনো সাহায্যের আবেদন না, ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বিবৃতি মাত্র। বিখ্যাত অবিখ্যাত নিজে থেকে খোঁজ নিয়ে যাঁরা আসছেন, স্বচ্ছল, তত স্বচ্ছল নন, সব ধরণের মানুষের সাহায্য পাচ্ছি, সকলকে আন্তরিক ধন্যবাদ।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hehe | 185.242.5.99 | ১৩ আগস্ট ২০২১ ১৮:২৫496726
  • CPIM: দু’বছর সময় আর সঙ্কেত পেয়েও ফেল সূর্যরা, সীতারামদের তোপে আলিমুদ্দিন

    এর পাশাপাশি আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে জোট মানুষ ঠিক ভাবে নেয়নি বলেও মনে করছে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি। আইএসএফ মুসলিম সংগঠন হিসেবে পরিচিতি থেকে বেরিয়ে আসতে পারেনি। সরাসরি নাম না করা হলেও রাজ্য সিপিএমের অনেকেই মনে করছেন, আব্বাসের সঙ্গে জোট নিয়ে সবচেয়ে সক্রিয় হওয়া মহম্মদ সেলিমেরই সমালোচনা করেছে কেন্দ্রীয় কমিটি। এক রাজ্য নেতা বলেন, ‘‘জোট গড়ার সময় দলের মধ্যেই অনেক প্রতিরোধ এসেছিল। কর্মীরাও বিষয়টাকে ভাল ভাবে নেয়নি।’’
  • মাইরি | 185.242.5.99 | ১৩ আগস্ট ২০২১ ১৮:৩২496727
  • হানুসায়েব বিবৃতি দিচ্চেন কেনো ? আলিমুদ্দিন থেকে চিঠি এসচে নাকি?

  • সিপিএম ও আনন্দবাজার | 185.242.5.99 | ১৩ আগস্ট ২০২১ ২০:৫৫496735
  • CPM: বাংলায় ভরাডুবি: যা বলা উচিত ছিল,কিন্তু বলতে পারল না সিপিএম

    সেই হারের কারণ হিসেবে বিবিধ ব্যাখ্যা রয়েছে। একটি ব্যাখ্যা হল, যাঁদের টিকিট দেওয়া হয়েছিল, তাঁরা প্রাচীনদের চেয়েও বেশি ‘প্রাচীনপন্থী’। দ্বিতীয়ত, সাধারণ ভাবে সারা পৃথিবীতেই কমিউনিজমের ধ্যানধারণা অতীত। কোথাও কোথাও অস্তিত্ব থেকে গেলেও পৃথিবীর অধিকাংশ দেশই কমিউনিজমকে খারিজ করেছে। যেমন ভারতেও কেরলে এখনও কমিউনিজম রয়েছে। সেখানকার সরকারও কমিউনিস্টদের দ্বারা শাসিত। কিন্তু তা-ও কতদিন থাকবে, তা নিয়েও তর্ক উঠতে শুরু করেছে।


    বাংলার মানুষের কাছে সিপিএম এখনও মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলে। আধিপত্যবাদের কথা বলে। বাংলার আধুনিক প্রজন্ম ভিয়েতনামকে চেনে পর্যটনের গন্তব্য হিসেবে। তারা ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস সে ভাবে জানেও না। তারা চাকরি চায়, বিভিন্ন অর্থনৈতিক সুযোগসুবিধা নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। এই প্রজন্মের বাঙালি অনেক বেশি উৎসাহিত আধুনিক প্রযুক্তি, গ্যাজেট নিয়ে। তারা অনেক বেশি আগ্রহী অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মে নতুন ছবি বা লিওনেল মেসির বার্সেলোনা-ত্যাগ নিয়ে।


    https://www.anandabazar.com/west-bengal/some-cpm-state-leaders-claims-party-is-no-more-relevant-in-west-bengal-due-to-policy-of-central-leadership-dgtls/cid/1298233

  • aranya | 2601:84:4600:5410:e15f:5721:5db1:785e | ১৩ আগস্ট ২০২১ ২৩:০২496740
  • এটা তো খুবই গুরুত্বপূর্ণ, জরুরী  কাজ। বোধি-র কোন জাস্টিফিকেশন দেওয়ার প্রয়োজন দেখছি না। 


    আদর্শ পরিস্থিতিতে এসবই সরকারের দায়িত্ব হওয়ার কথা। কিন্তু তা তো হয় না। 


    রেড ভলান্টিয়ার্স খুবই ভাল কাজ করছে 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন