এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • এইবার বাংলার প্রধানমন্ত্রী 

    Manab Mondal লেখকের গ্রাহক হোন
    ০১ আগস্ট ২০২১ | ৬০৩ বার পঠিত
  • দুয়ারে দুয়ারে নর্দমার জল প্রকল্পের। আলোচনা যতোই করুক নিন্দুকেরা। মাস খানেক পর এই ইস্যুতে লোক আর ব্যঙ্গ করতে পারবে না। কারণ গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যাবে। বরং চাপে পড়তে পারে কেন্দ্র সরকার। আসলে মহামারী অর্থনৈতিক অবস্থা নাজেহাল করে দিয়েছে। তেলের দাম থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া, আর, আম আদমি পকেট গড়ের মাঠ। তাই বিক্ষোভ ঝড় উঠবেই। সেই ভয় ভুতের মতো তাড়া করে বেড়াচ্ছে পদ্মশিবিরকে। তাই জলজ ফুলের সাথে হাবুডুবু না খেয়ে নিরাপদ স্থলজ ফুলের সাথে বন্ধুত্ব করেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে। এমতবস্থায় কিছু বন্ধু স্বপ্ন দেখতে শুরু করলাম বাঙালি প্রধানমন্ত্রীর।

    দিবাস্বপ্ন মনে হলেও জাতীয় রাজনীতিতে দিদির চেয়ে বড় মুখ বোধহয় কেউ নেই। এই মুহূর্তে আসন নিয়ে হিসাব নিকাশে যাবেন না দয়া করে। সিকিমকে দেখে শিখুন। আসলে টাকা থাকলে সব কিছু হয়। ভোট কেনা থেকে নেতা কেনা। তাই আমার চিন্তা অন্যখানে। নেতাজিকে দিল্লি চলো বলার আগে বলতে হয়েছিল "আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।" কিন্তু এখন তো রক্ত নয় টাকার প্রয়োজন হয়। ২১ ফেব্রুয়ারি হোক বা ২১ জুলাই, বাঙালি রক্ত দিতে পিছপা হয় না। কিন্তু দিদির ছবি কিনে টাকা যোগান দেবার জন্য সারদা, রোজভ্যালির মতন কোম্পানিগুলোও নেই বাজারে অজ্ঞাত কারণে। চপশিল্পপতি কিংবা সিন্ডিকেট ব্যবসায়ীদের দিদির ছবি কেনার ক্ষমতা নেই। দিদিকে বোধহয় বহিরাগতর কাছেই হাত পাততে হবে।

    খুব সুন্দর লিখেছেন আমার এক বন্ধু।

    "বাঙালি প্রধানমন্ত্রী হোক, আর যেন আমরা কোনও ঐতিহাসিক ভুল না করি, আর যেন আমাদের কেউ না আটকায় আগেরবারের মতো, মানে অন্য লবি আর কি। না, এবার সেই প্রশ্ন নেই, কিন্তু যেই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে তা হয়ত আপনাদের কাছে সহজ, আর, তার উত্তর জানা আছে!

    প্রশ্ন ১: যদি ধরে নিই ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসতে 'হ' কোটি টাকা খরচ হয়েছিল তাহলে। ২০২৪ সালে তাদের হারাতে কত কোটি টাকা লাগতে পারে?

    প্রশ্ন ২: বিজেপি পার্টি তার জাতির পুঁজিপতিদের কাছ থেকেই সেই 'হ' কোটি টাকা পেয়েছিলেন কিন্তু বাঙালির তো 'হ+' কোটি টাকা দেওয়ার মত বাঙালি পুঁজিপতি নেই তাহলে সেই টাকা কে দেবে?

    প্রশ্ন ৩: যারা 'হ' কোটি দিয়েছিল তারা দেশের পোঙ্গা ফাটিয়ে দেশকে কিনে নিতে চলেছে, তাহলে যারা 'হ+' কোটি দেবে তারা দেশের কি হাল করবে!

    প্রশ্ন ৪. আচ্ছা যদি ধরে নি যারা 'হ' দিয়েছিল তারাই 'হ+' দেবে তাহলে কেন তারা নিজের জাতের বাইরে ক্ষমতা দেবে?"

    সুতরাং সব কিছু ঘেঁটে ঘুটে যা বুঝতে পারলাম তাতে মুসলিম নামক দুধেল গরুর লাথি সহ্য করে প্রধানমন্ত্রী হতে পারবেন না দিদি। বরং বহিরাগত নামক গরুর মুত্র খেয়ে দিদিকে প্রধানমন্ত্রী হতে হবে। নয়তো খেলা হবে না বোধহয় ২০২৪-এ। তাই বোধহয় সব অভিমান ভুলে টাটাকে বাংলায় আসার জন্য আহ্বান জানালো পার্থবাবুরা কিছুদিন আগেই। তবে পিকচার আভি বাকি হ্যায় দোস্ত।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন