পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
রবীন্দ্র জয়ন্তী আর ২১ ফেব্রুয়ারি উদযাপন করাটা বোধহয় এক নয়। হ্যাঁ দুটো ই পাড়ায় পাড়ায় হতে পারে। কিন্তু মনে রাখতে হবে ২১ ফেব্রুয়ারি আমরা ভাষা শহীদদের স্মরণে তাদের সন্মান দিয়ে থাকি। সেই জন্য বোধহয় সুনীল গঙ্গোপাধ্যায়ের অভিভাবকত্বে ভাষা প্রেমী লোকজনেরা প্রায় তিন দশক আগে, ভাষা উদ্যান যেটি আপানাদের কাছে কার্জন পার্ক নামে খ্যাতো , সেই খানে একটি ভাষা শহীদ স্মারক তৈরি করেছিলেন। তৈরি হয়েছিল ভাষা শহীদ স্মারক সমিতি। সেই সমিতির একজন সাধারণ কর্মী এই অধম ও। তাই এই উদ্যানটি আমার কাছে প্রিয়। এই উদ্যানে অনেক কিছুই আছে বা ছিলো বলতে পারেন। উৎসব করার জন্য আছে লালন মঞ্চ, আছে অক্ষর বৃক্ষ , যার প্রতিটা পাতা বলে দেয় বর্ন বিবর্তন এর ইতিহাস, আছে রামকিঙ্কর বেজে স্মৃতি তে একটি অঙ্কন প্রর্দশনীর জায়গা।
যাইহোক কি আছে কি নেই তা নিয়ে বেশি কথা না বাড়িয়ে আসি মোদ্দা কথা য়। গত কয়েক দশক ধরে, রাজনৈতিক দল ভুলে, ধর্ম ভুলে, অর্থনৈতিক স্ট্যাটাস ভুলে, সব ভাষা প্রেমী লোকজনেরা সাত সকালে হাজির হতাম এই স্মারকে ফুল দিতে। তারপর জানি না কিহলো জানিনা কোথায় নাকি আরো একটি স্মারক তৈরি করা হয়েছে বোধহয়। তবে সেখানে কারা যান জানা নেই। আসলে শ্রদ্ধা জ্ঞাপনের ও ওরা আমরা হয় এটা বোধহয় জনা ছিলো না আমাদের।
সব ঠিক আছে। গত বছর ও ঐ ময়দানে একটি অনুষ্ঠান হয়েছে, ফুল দেওয়া হয়েছে। যদিও উদ্যান একটুখানি ছোট হয়ে গেছে পাতাল রেল এর কাজ হচ্ছে বলে। একটা বছর দেশের বাইরে কাটিয়েছি, বাংলার কাজের বাজার টা নাকি বহিরাগত দের দখলে, এবার নাকি বহিরাগত দের হাতে ক্ষমতা টাও চলে যেতে চলেছে। তাই বাঙালি রা জেগে উঠেছে ভীষন ভাবে। দেখলাম রেলস্টেশনে অন্যভাষা লেখা নাম গুলো তে কালো রঙ লাগিয়ে দেওয়া হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জয় বাংলা স্লোগান উঠলো। তাই আত্মবিশ্বাসী ছিলাম এবার বোধহয় ২১ ফেব্রুয়ারি ভাষা উদ্যানে খুব ভালো একটা অনুষ্ঠান হবে। সকাল বেলা তে হাজির হয়ে বুক ফেটে গেলো আমার। ভাষা উদ্যান পরিনত হয়েছে আস্তাকুড়ে। কোলকাতা করপেশন কে নাকি জানানো হয়েছে অনেক বার। ওরা বলছে জায়গাটা বদলে ফেলুন আপনার রাত। আচ্ছা যারা ভগবান বিশ্বাস করেন তাঁরা তো জানান ভগবান সব জায়গায় আছে, তাহলে তারাপীঠ , কালিঘাট এ বিল করেন কেন? সেইরকম ভাষা উদ্যান থেকে অনুষ্ঠান সরানোর কোন প্রশ্ন ওঠেনা। তাই রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান হলো। একটি ভাষা শহীদ স্মারক যদি আস্তাকুড়ে কিংবা মশা মাছি প্রসুতি খানায় পরিনত হয়, প্রশ্ন তাহলে ভাষা প্রেমের নাটক টা কি আপনাদের ভন্ডামি নয়। নয়।
পছন্দ | জমিয়ে রাখুন | গ্রাহক | পুনঃপ্রচার |
সম্পূর্ণ সহমত
বলা যাবে না