পছন্দ | জমিয়ে রাখুন | পুনঃপ্রচার |
সুজাতা তোমার মধ্যে আমি আছি মিশে
সুজাতা তুমি কি জানো আমি আজ তীব্র শীতে মাইনাস তিরিশে
নীলমুখে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলাম
মস্কোর তুষার হিমে, গোলাপি ওভারকোটে মোড়া দেহ, রুশী মেয়ে
কি যে তার নাম
তা জানি না, তার মুখে আমন্ত্রণে কি যে ছিল মায়ামেঘ,
কি যে ছিল সম্মোহনী বিষ
সুজাতা তোমার স্পরশগন্ধময় আমার কার্নিস
ছাপিয়ে উঠেছে বেজে মদির এ ব্যাকুলতা, ধূম মেঘ মায়া
ব্যাপ্ত এ তুষারপথে, যার নাম মিকলুখা মাকলায়া
সুজাতা তোমার ছবি দেওয়ালে লাগাই দৃঢ় ভালো করে সেঁটে
সুজাতা কোমলধবনি আমার ক্যাসেটে
রয়েছে চেঙ্গিস খান, বনি এম, আব্বা, ডিসকো আরো কত গান
সাম্প্রতিক সংযোজন নাজিয়া হাসান
ডিসকো দিওয়ানের মধুমাদকতা দিয়ে টানে আলিঙ্গনে প্রতিটি প্রহর
শুধু সুজাতার কন্ঠস্বর
টিয়াপাখি ঠোঁট থেকে বাষ্প হয়ে নিচে নামে, তার ব্রা’র হুক
খুলে আমি তৃষিত শুশুক
বড়ো পিপাসারত হয়ে বড়ো যন্ত্রণায়
দুহাতে দুতাল স্বপ্ন ধরে নিয়ে হয়েছি মলিন
রেড স্কোয়ারের বুকে রক্তিম নিষেধে গাঢ় লাল ক্রেমলিন
ব্যানজো হয়ে পপ নাচে বেজে ওঠে ব্যানজনায়, বিষণ্ন প্রদাহ
নাভিমূলে জমে আছে কুয়াশা কুয়াশা
সুজাতা তোমার চিঠি কবে দেবে আশা
কবে যে তোমার ঠোঁট ঠোককরে আমার মুখে ক্ষতচিহ্ন এঁকে
দেবে জানি, কবে দাঁত গলার গভীরে
দংশনে মধুর হবে, সুজাতা এখন আমি মমতায় রুবলে কোপেকে
আরো কিছু কিনে আনি সনজীবনী মদিরা মদিরা
সব কবিদের আছে কেউ কেউ, সুনীলের নীরা
আমার কি তুমি নেই , মদিরা বিষের গ্লাস হাতে
তুলে নেওয়া ক্ষিপ্ত রোষে, সুজাতা তোমার ছবি কেন ঝুলে আছে
আমার এ বনদিনী কপাটে!
তুমি কি আছো না নেই
তোমার শরীর চুল শ্রোণীদেশ উরু নাভি সব কেন আমার অজানা
তাই এ অনজলি বদ্ধ ঘাতকের হাত ওঠে মগ্নতায় ধীরে
কাকে নিধনের জন্য সুজাতা তুমি কি জানো সুজাতা সুজাতা
আমি কি নির্বাণে হবো বুদ্ধদেব, পাথরের জাঁতা
যখন উপরে উঠে পিষে যায় তুমি হাল্কা গানটান গাও
তুমি থাকো নিজদেশে, তোমাকে ওখান থেকে
মিথ্যেমিথ্যে কেন টেনে আনা
সুজাতা তোমার স্বপ্নে ভরে থাক আমার বিছানা।