এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 162.115.44.103 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩০102521
  • কোমল করে বকব কেন, খুবই সিরিয়াসলি লিখলাম তো।


    'পূর্ব পুরুষ ও পূর্ব নারীর খুন-ধর্ষণের প্রতিশোধ' নেওয়ার যে ​​​​​​​আহ্বান ​​​​​​​আপনি ​​​​​​​জানিয়েছেন, ​​​​​​​তা ​​​​​​​এখনই ​​​​​​​প্রত্যাহার ​​​​​​​করা ​​​​​​​উচিত। ​​​​​​​


    'নিরীহ মানুষকে খুন-ধর্ষণ করার কথা কেউই বলে না' - বিজেপি ​​​​​​​বলে, ​​​​​​​আর ​​​​​​​এস ​​​​​​​এস ​​​​​​​বলে,  ​​​​​​​জামাত ​​​​​​​বলে, ​​​​​​​লস্কর ​​​​​​​বলে, ​​​​​​​অনেকেই ​​​​​​​বলে 

  • dc | 2405:201:e010:5020:5100:4b6f:2129:7114 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩২102522
  • অরণ্যদা, ইসলামিক সন্ত্রাস, হিন্দু সামপ্রদায়িকতা, এভানজেলিকান হেট স্পিচ, কোন কিছুই তুচ্ছ করে দেখার কোন কারন নেই। সেজন্যই তো ব্রাইটবার্টের নাম করলাম। ব্রাইটবার্ট বা ওএএন টাইপের চিড়িয়াখানাগুলোতে সব কিছুই দেখতে পাবেন, তবে এগুলোকে পাত্তা দেওয়ারও খুব একটা দরকার আছে বলে মনে হয়না। এক সময়ে জিউদের দেখিয়ে হিটলার লোক খেপিয়েছিল, এই সেদিন অবধি মেক্সিকান আর কালোদের দেখিয়ে ট্রাম্প লোক খেপিয়েছে, আমাদের দেশেও এখন গৌমাতাদের অবাধ বিচরন। তবে এসব কোনকিছুই পার্মানেন্ট হবে বলে মনে হয়না। 

  • r2h | 49.206.10.74 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩৭102523
  • ইংরেজ মেয়েরা খোলামেলা পোশাকে যেতে ভয় পায়, হতেই পারে, অবিশ্বাস করার কিছু নেই।
    তবে সে তো ক'বছর আগে শ্রীরাম সেনে ম্যাঙ্গালোরের পাবে গিয়ে মেয়েদের ক্যালালো। হিন্দুবীরদের ফর্মাও কিছু কম না, নেহাত চ্যালা চামুন্ডা কম জুটেছে তাই। কম জুটেছে তাই বা কী করে বলি। আমাদের ভারতবর্ষের হিন্দুভূমির কত জায়গায় নীচু জাতের নারী পুরুষ নির্বিশেষে উঁচু জাতের কুয়োতলায় জেতে ভয় পায়। আগে ওগুলো অ্যামিকেবলি মিটিয়ে নিলে ভালো হতো আরকি।

    আর ঐ ভয়ের ব্যাপারটা, যেকোন ঘেটো, আন্ডারপ্রিভিলেজ জায়গা, সবের ক্ষেত্রেই খাটে।

  • বলছিলাম কি | 2405:8100:8000:5ca1::ac9:6333 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৩102524
  • মাঝিভাই পুব্বপুরুষ পুব্বনারী তো কবেই ফৌত হয়েছে। একক্ষুনি একক্ষুনি যে চীনেরা এসে একদিকে সিকিম অরুণাচল আর একদিকে লাদাখের জমি সমানে দখল করে নিচ্ছে ওইটে একটুস ঠেকা দিয়ে আসেন না। তা ধরেন চায়না মিলিটারির কটাকে যদি মেরেই ফ্যালেন দেশের লোক খুশীই হবে। পোঁদানমন্তী তো চীনের ভয়ে মুখই খুলছে না আপনারাই ভরসা এখন। 

  • dc | 2405:201:e010:5020:5100:4b6f:2129:7114 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৭102525
  • খোলামেলা পোষাকের কথায় মনে হলো, আর মাত্র দুদিন পর ১৪ তারিখে গৌমাতাদের হুংকার অনেক জায়গায় শোনা যাবে :d

  • বলছিলাম যে | 2405:8100:8000:5ca1::485:c052 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৯102526
  • আর চীনেরা কিন্তু হেব্বি খাটায়।  একক্ষুনি না আটকালে শেষে হামারা দো কে রোজ্রোজ এমন দৌড় করাবে যে ওই গুদমা ভুঁড়ি চেপ্টে যাব।

  • Kubir Majhi | 203.96.189.172 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৯102527
  • ওহ্- এলেবেলেকে বলি...আজান এবং ওয়াজ এক বিষয় না। ওয়াজ বা বিশেষত: শুক্রবারের ওয়াজ হচ্ছে দুপুর বেলা ঘন্টা খানেক ধরে যখন নারী-শিয়া-কাদিয়ানী-হিন্দু-সূফী-খ্রিষ্টান-ইহুদি-বাংলা নববর্ষ পালন-বার্থ ডে পালন- পূজা- হিজড়া বা সমকামী-প্রতিবন্ধী সহ সবার প্রতি খুব মিষ্টি মিষ্টি বক্তব্য দেয়া হয়। পশ্চিম বাংলায় আজান কেমন কে জানে, বাংলাদেশে এই  নারী সাংসদ ও এক পত্রিকার সম্পাদক শ্রবণ ও হৃদযন্ত্রের সুরক্ষার স্বার্থেই হাজার হাজার মসজিদ থেকে পাঁচ বেলা লাউড স্পিকারে আজানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। খুব নামী এক প্রভাবশালী সাংবাদিক পরিবারের বধূ তিনি। মরতে মরতে বেঁচেছেন।


    (https://www.ctn24.com/130853)

  • এলেবেলে | 202.142.96.223 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৩102528
  • ধুর মশাই। আজান-ওয়াজ নিয়ে কে প্রশ্ন করেছে? করেছে চার্চিল-শ্যামাপোকা আর একটা উদ্ধৃতি নিয়ে। সব জায়গায় খাঁজকাটা খাঁজকাটা খাঁজকাটা আউড়ে চলেছেন কোন দুঃখে? পারলে উত্তর দিন নতুবা আমার নামোল্লেখ বন্ধ করুন। বেকার হ্যাজ শোনার সময় নেই।

  • Kubir Majhi | 203.96.189.172 | ১২ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৮102529

  • অরণ্য- আপনি যদিও বলছেন যে আপনি কড়া ভাবে বলছেন, আমার কাছে অত কড়া মনে হচ্ছে না। সম্ভবত: প্রতিপক্ষের মানুষের সাথেও সম্মানের সাথে এবং মুখ খারাপ না করে, ব্যক্তি আক্রমণ না করে কথা বলার শিক্ষা আপনার আছে। ভারতে গোমাতার সন্তানরা ১৪ই ফেব্রুয়ারি মেয়েদের পোশাক নিয়ে কথা বলবে বুঝি? তবু ত‘ আপনাদের ওখানে মেয়েরা ওড়নায় বুক না ঢাকলেও কেউ বেশ্যা মনে করে না। সে যাক। আপনার বন্ধুরা সন্দেহ প্রকাশ করছেন যে বকুল দস্তিদার আর আসিফ রিজওয়ানের গল্পটা হোয়াটস এ্যাপ ভার্সিটিতে শেখা। সে ত‘ আমিই বলছি যে সবটাই আমাদের হোয়াটস এ্যাপ ভার্সিটির প্রযোজনা এবং প্রকাশনা। এই দেখুন ইউ টিউবে তুর্কি গণহত্যাকারীদের হাত থেকে বেঁচে যাওয়া এই আর্মেনীয় নারীটিও হোয়াটস এ্যাপ ভার্সিটির ছাত্রী- মোদির অনুমোদন প্রাপ্ত। এখন আবার শুভরাত্রি (

    )।

  • aranya | 162.115.44.103 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:০০102530
  • ডিসি, পাত্তা দেওয়ার দরকার পড়বে কিনা, তা নির্ভর করছে, তুমি কোথায় থাক এবং কোন সম্প্রদায়ের মানুষ, তার ওপর। যেমন বিহার, ইউপির গ্রামে থাকলে এবং দলিত সম্প্রদায় ভুক্ত হলে হিন্দু উচ্চ বর্ণের সন্ত্রাস-কে সিরিয়সলি নিতে হবে,  ইয়ানি কি পাত্তা দিতে হবে বলেই মনে হয় 


    দূর্ভাগ্য বশতঃ,  শুধু মানুষ পরিচয়-টাই যথেষ্ট,  এ অবস্থা আসতে এখনও অনেক দেরী 

  • Kubir Majhi | 203.96.189.172 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:০২102531
  • ঠিক মেয়েটির নিজের না হলেও তার গ্র্যান্ড প্যারেন্টস মানে পূর্ব পুরুষ পূর্ব নারীর অপমানের কথাই বলছে। হোয়াটস এ্যাপ ভার্সিটির ছাত্রী যে- কোন সন্দেহ আছে?

  • dc | 2405:201:e010:5020:5100:4b6f:2129:7114 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৮102532
  • অরণ্যদা, তা ঠিক। 

  • সিএস | 49.37.3.6 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৪102533
  • লাফিয়ে লাফিয়ে লাফিয়ে লাফিয়ে সত্তর পয়সার খোরাক আসতেই থাকবে। কালকে এলো শ্যামাবাবু, এলেবেলে ইতিহাস দেওয়ার পরে সেসব বন্ধ। সাথে ছিল ক'টা নাম, সেগুলো কী না কী ঢপের নাম কে জানে, তারপর এলো হাজার হাজার হাজরার মতো হাজার হাজার আজান (লিংকে কিন্তু হাজারের কিছুই নেই), তারপর এলো আবার আর্মেনীয় জেনোসাইড । কীসের সাথে কীসের যোগ কেউ জানেনা কিন্তু লাফিয়ে লাফিয়ে হাবিজাবি এটাসেটা আসতেই থাকে, আসতেই থাকে। আর কিছু না পারুক, টাইপাতে পারে ভালো।

  • পুরনো কেউ | 184.145.106.224 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:১৬102534
  • আঁটিসেল আজকাল বাংলাদেশ থেকেও রিক্রুট করছে বুঝি? 

  • Kubir Majhi | 203.96.189.172 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:২৩102535
  • সিএস...আপনার বা আপনাদের কথারই প্রতিধ্বনি করছি মাত্র। দ্বিমতটা কই করলাম? বলছি যে সেই নোয়াখালির দাঙ্গা, খুলনার চুকনগরে এক দিনে দশ হাজার নর-নারী হত্যা থেকে আর্মেনিয়ায় তুর্কীদের করা গণহত্যা- সবই বিলকুল মিথ্যা। সবটাই আমাদের হোয়াটস এ্যাপ ভার্সিটির প্রযোজনা ও প্রকাশনা। এই সৃজনশীলতাকে কি আপনারা একটু হলেও ক্রেডিট দেবেন না? সত্তর পয়সাতেই এত- ভাবেন!

  • &/ | 151.141.85.8 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৪৭102541
  • সব মন্তব্যগুলো মন দিয়ে পড়ছি। সবই খুব গুরুত্বপূর্ণ।

  • aranya | 2601:84:4600:5410:d00:4af1:e17f:3189 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৬102543
  • দেখুন কুবের,  নোয়াখালি, ১৯৭১ - পাক আর্মি, আর্মেনীয়ান ম্যাসাকার এসবই সত্যি, কিন্তু বর্তমান ভারতবর্ষে এই ঘটনা গুলোর প্রাসঙ্গিকতা কোথায়? 


    ভারতীয় উপমহাদেশে 'হিন্দু খতরে মে হ্যায়' পাকিস্তানে, বাংলাদেশে, কিন্তু আজকের দিনে ভারতে মুসলমান , দলিত, আদিবাসী - এরা সবাই বিবিধ কারণে 'খতরে মে ' এবং এই সংখ্যালঘু মানুষদের বিপদ আসছে আর এস এস আর বিজেপি-র কাছ থেকে । সংখ্যাগুরু সাধারণ মানুষ, হিন্দুরাও 'খতরে মে ' কারণ পুরো দেশ কর্পোরেট শার্ক-্দের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। যে কোন বিরোধিতাই নিষ্ঠুর ভাবে দমন করা হচ্ছে, সাংবাদিক দের জেলে ভরা হচ্ছে। আর সাম্প্রদায়িক বিষ যা ছড়ানো হচ্ছে, তার আঁচ হিন্দুদের গায়েও লাগবে 


    সুতরাং ভারতবর্ষের প্রেক্ষিlতে  আর এস এস,  বিজেপি-ই বিপদ, ইসলামিক সন্ত্রাস নয় 

  • Ramit Chatterjee | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪২102544
  • দরকার নেই। ভুয়ো তথ্য যা শ্যামা বাবুর নামে দেওয়া হয়েছিল, তা খন্ডন হয়ে গেছে ব্যাস। আর ইসলাম বিপজ্জনক কেন তা নিয়ে আপনি বলতে চাইলে নতুন টই খুলে লিখুন না। 


    রক্ত ঝরেছে, রক্তের রঙ লাল, রেড ভেলভেট কেক ও লাল , এই কেক বিট দিয়ে বানানো হয়। বিট অতি উপকারী শীতকালীন সবজি। এভাবে বিটের রচনা লেখার তো দরকার নেই।

  • Ramit Chatterjee | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৯102546
  • পুরোটা আসেনি, 


    আমি বলছিলাম যে কুবির মাঝি আপনি নানা কথা বলে কমেন্ট সেকশন টাকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন।  কোন কথা কত সত্যি বা মিথ্যে তা এখানে দেওয়ার তো দরকার নেই

  • dc | 2405:201:e010:5065:440d:b60e:1855:8fe2 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৯102547
  • "রক্ত ঝরেছে, রক্তের রঙ লাল, রেড ভেলভেট কেক ও লাল , এই কেক বিট দিয়ে বানানো হয়। বিট অতি উপকারী শীতকালীন সবজি"


    এটা একঘর ​​​​​​​হয়েছে :d

  • Kubir Majhi | 203.96.189.172 | ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫২102558
  • প্রিয় ভাইয়েরা/দাদারা,
    সারাদিন খুব ব্যস্ত থাকায় আপনারা যে আরো মন্তব্য করেছেন তা‘ দেখা বা পড়ার সুযোগ হয়নি। কিন্ত বলুন ত‘ আমি দ্বিমত করলাম কই আপনাদের সাথে? শুনুন, এই মহাপৃথিবী জুড়ে যা কিছু রক্তপাত-দাঙ্গা-প্রলয় ঘটে, সবই হোয়াটস এ্যাপ ইউনিভার্সিটির বানানো প্রপাগান্ডা। আমি ত‘ আপনাদের পক্ষেই মত দিচ্ছি। এই দেখুন...আর একটি লিঙ্ক। ঢাকায় হোলি আর্টিজান কাফেতে গোলাগুলির ছবি। অন্তসত্বা ইতালীয় নারী থেকে জাপানী পুরুষ, ভারতীয় তারিশি জৈন বা বাংলাদেশের অহিজাবী নারী ইশরাত সবাইকে খুন করেছিল...কারা? কারা আবার? মোদি ভকত বা চাড্ডিরা। বজরংবলী আর হনুমান সেনারা- ঠিক না, বলুন?


    (

    )

  • কুবিরভক্ত | 2a0b:5c81:4::27 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৪102563
  • কুবির ভাইয়ের বক্তব্য খুব পরিষ্কার - উনি সরল মনের মানুষ, সবাই ওনার সহজ কথা বুঝতে পারে না, আমি বুঝিয়ে দিচ্ছি --

    নোয়াখালিতে দাঙ্গায় হিন্দুনিধন কি শ্যামাদা করেছিলেন - করেন নি তো। শ্যামাদা তো ওদিকে যানই নি, ঐ বুড়ো গান্ধী আর কারা সব গেছিল।

    পশ্চিমবঙ্গে ৪৩ এর দুর্ভিক্ষে শ্যামাদা মানুষের পাশে কি দাঁড়িয়েছিলেন - দাঁড়ান নি তো।

    তো, তাহলে শ্যামাদা নিশ্চয়ই পশ্চিমবঙ্গে হিন্দু শরণার্থীদের উপকার করেছিলেন। ধুতি গুটিয়ে রাস্তার ধারে - বাঁশের বাখালি, তক্তা, টালি দিয়ে শরনার্থীদের জন্য টেম্পোরারি চালাঘর বেঁধে দিয়েছিলেন। কিছু একটা তো শ্যামাদা করেছিলেন - নাকি? এমনি এমনি তো মহাপুরুষ হন নি।

  • Kubir Majhi | 203.96.189.172 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৮102565
  • ওহে ভক্ত-  ধরে নিলাম যে শ্যামাপ্রসাদ মহা বাজে, মন্দ ও সাম্প্রদায়িক লোকই ছিল। কিন্ত একটা মানুষ মায়ের পেট থেকেই সাম্প্রদায়িক হয়ে জন্মায় না। একটি নোয়াখালির দাঙ্গাই একজনকে সাম্প্রদায়িক, ভীত ও অন্য সম্প্রদায়ের সাথে মিলনে অনাগ্রহী করে তুলতে পারে। এখন ভয়ানক দাঙ্গার ভেতরেও কারো কারো বা অনেকের পক্ষেই অসাম্প্রদায়িক হওযা সম্ভব। তবে কেউ সাম্প্রদায়িক বা শ্যামাপ্রসাদ হলেও তাকে দোষ দেয়া যায় না। আর মহাত্মা গান্ধির তখন যে বয়স এবং তাঁর রাজনৈতিক নেতা হিসেবে যে সুনাম বা অর্জন....তিনি নোয়াখালি গেলে তাঁর পক্ষে যতটা পরিস্থিতি খানিকটা হলেও আয়ত্বে আনা সম্ভব হয়েছে (তাঁর চলার পথেও মানুষ কাঁটা ও আবর্জনা স্তপ করে রাখত বলে এক বাংলাদেশী গল্পকার মনিরা কায়েসের গল্প পড়তে পারেন- সম্ভবত: “মাটিপুরাণপালা“ বইটির নাম), শ্যামাপ্রসাদের পক্ষে সেটা সম্ভব ছিল কি? তবে...১৯৪৩-এর দূর্ভিক্ষের ভেতরেও উচ্চবর্ণের হিন্দুরা মুসলিম বাবুর্চির হাতের রান্না ত্রাণশিবিরে খাবে কিকরে এটা শ্যামাপ্রসাদ ভাবছেন পড়ে অবাক হতে হলো। এই অন্যের ছায়া না মাড়ানো বা অন্যের হাতে না খাওয়ার সন্দেহ-ঘৃণা জরজর একটি খোকাবাবু সম্প্রদায়ের জন্য দেশভাগ হয়তো পাওনাও ছিল। দে প্রব্যাবলি ডিজার্ভড ইট। আবার আপনি আমার হাতে খেতে রাজি না বলেই আপনাকে আমি কোপাব সেটাই বা কেমন? যাকগে- অনেক তর্কাতর্কি হলো।আমি শুধু বলতে চাচ্ছিলাম দাদা যে হোয়াটস এ্যাপ ইউনিভার্সিটি বাস্তবিক অনেক কিছু ঘটায় ও ঘটিয়ে চলেছে। সারা পৃথিবী জুড়ে। প্যারিসে শিক্ষক হত্যা থেকে অনেক কিছুই।

  • অনিন্দ‍্য সেনগুপ্ত | 2409:4060:2e06:1ba8::1c8a:f801 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:১২102570
  • সুন্দরসহজবোধ্য তথ‍্যবহুল।

  • santosh banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৪102590
  • ক্ষমা করবেন ।..গুরু ভাই রা !!এখানে যাঁরা কমেন্ট করছেন ।..বেশির ভাগ হিন্দু মৌল  বাদী দলের।..কিছু আঁতেল ধান্দাবাজ , আর বাকি যাঁরা তাঁরা কথার প্যাচ পয়জার করতে ভালোবাসে !!এই লোকটা ( শ্যামা প্রসাদ ) দেশের জন্য কী করেছেন( মল মূত্র ত্যাগ ছাড়া)  ???? ।..ওনার এবং ওই হিন্দু মহাসভা যে জোচ্চুরি আর ডাকাতি করেছে ।.তার ই উত্তরসূরি ওই সাধু বাবা প্রধান মন্ত্রী আর পেট মোটা বাবু মন্ত্রী একই আদর্শবয়ে নিয়ে চলেছেন ।..মিথ্যে কথা বলে ।।।বারবার তা বলে মানুষ কে বিভ্রান্ত করা ... দেশের সম্পদ চুরি করা ।..দেশের সম্পদ কে বিকিয়ে দেয়া ।..বেনিয়া ব্যাবসায়ীকে পোষণ করা।..আর ইদানিং নানান মহাপুরুষ আর বিদ্বান দের রাজনীতির মঞ্চে নাচানো !!!একটা অসভ্য ।..বর্বর দল ।..দেশ টাকে পুরান যুগে নিয়ে চলেছে !এরা  তো অশিক্ষিত নয় বরং কুশিক্ষিত মাথা মোটা বঙ্কু বাবু , সামন্ত  বাদী ধ্যান ধারণা নিয়ে চলে , আর আমাদের এলিট জনগণ কমেন্ট করতে থাকে এদের ভালো মন্দ নিয়ে !!কিসের ভালো মশাই ??একটা অসভ্য প্রধান মন্ত্রী ।..লাজ লজ্জ্যা হীন কাপুরুষ ।..নিজের দেশ কে রক্ষা করতে পারেনা ।কোটি কোটি টাকা খরচ হচ্ছে এদের পাহারা দিতে ।।.এরা নাকি জনপ্রিয় নেতা !!কত টাকা খরচ হয়েছে ওই হারামজাদা টার জন্য প্লেন কিনতে ???ইদানিং চোখের জল ফেলে নাটক করে ।.সালা !!.গত ৭ বছরে একটা মিডিয়া মিটিং নেই ।..অবশ্য হবে কি জন্য ।..সবই তো সালা কিনে নিয়েছে ।..ঠগবাজ ।..জোচ্চোর ।.ধাপ্পাবাজ ..আরো যত গালাগাল দেয়া যায় ..কম হবে ।..এদের হাটে হাঁড়ি ভাঙছেন ।.অভিরূপ বাবু , আপনাকে কুর্নিশ করি !!আর বাকি দাদারা ।..মোদী ভজনা করার আগে মাথা টাকে একটু ওভারহাউলিং করে আসুন ।..নাগপুর আপনাদের মাথা চিবিয়ে খেয়েছে !!!!

  • মুশকিল হল | 2a0b:f4c2::1 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:১০102591
  • অসন্তোষ বাড়ুজ্জের কভনিটিভ স্কিলে ঘাটতি আছে। পড়ে মানে বুঝতে না সমস্যা হয়। লিখতেও সমস্যা হয়। গাদা.  আর!  দিয়ে বাক্যগঠন অসম্পূর্ণছএড়ে দেয়। একটা টইতে দ্যবার ঢোকে না বিওলে কী ফীডব্যাক দেয়া হল দেখেও না।

  • হালুম | 38.75.136.147 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৫102592
  • ঠিক ঠিক। অসন্তোষ বাড়ুজ্জে হককথা বলেচে। ডিসিকে ধরুন। উনিই কালপ্রিট, মানে আঁতেল ধান্দাবাজ।

  • :-) | 135.148.33.91 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৫102593
  • কগনিটিভ

  • reader | 62.182.81.163 | ১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৬102595
  • গুরুভার্সিটিতে কি অখণ্ড বাংলার প্রস্তাবের চ্যাপ্টারটা আছে? তার দিনক্ষণ কখন? বা টেলিগ্রাফের পোল?


    উদ্বাস্তুদের জন্য শ্যামা কিছুই করেনি, নেহরু আলাদা করে বাঁশ দিয়েছে -এই যুক্তিকাঠামোয় নেহরুভক্তদের বিশেষ সুবিধা হবে কি?

  • Kubir Majhi | 203.96.189.172 | ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৭102607
  • একটাও যুক্তি খন্ডন করতে না পেরে সন্তোষ দা শুধু বকে গেলেন। দাদা- আমি আপনাদেরই দলের লোক ত‘! হোয়াটস এ্যাপ ভার্সিটির ছেলে-মেয়েরাই যে মস্কোতে মেট্রো রেলে আক্রমণ করেছিল যাতে মারা গেছে নিরীহ শিশু-নর-নারী এবং চেচেন বিদ্রোহীরা আদৌ সেই কাজ করেনি, তার লিঙ্ক আমি দেব। পৃথিবীর নানা জায়গায় হোয়ানির ছেলে-মেয়েদের এমন সব কাজের লিঙ্ক দিয়ে দেব। দাদা- সত্যি বলতে হোয়ানির ছেলে-মেয়েরা যে এতটা বীর ও পারঙ্গম সেটা তারা নিজেরাই জানত না। প্রণাম তোমায়, দাদা!
    (

    )

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:

#ShyamaPrasadMukherjee, #spmukherjee, #chittoprasad, #hindumahasabha, #communalisminbengal, #Communalism, #BengalFamine, #WBelection2021, #bengalelection2021, #BJPinBengal
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন