এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   সমাজ

  • কফি হাউসের সেই আড্ডাটা 

    অরিন লেখকের গ্রাহক হোন
    আলোচনা | সমাজ | ২৬ সেপ্টেম্বর ২০২০ | ১৮৮৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ১৬৫৪ সালে অক্সফোর্ডের কুইন্স লেনে সার্ক  জবসন নামে  জনৈক ব্যবসায়ী তাঁর বসত বাড়িতে  একটি ব্যবসা খুললেন, তুরস্কর বাইরে ইউরোপে প্রথমবার । বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ বাড়ির একতলার  একটি প্রশস্ত ঘরে জবসন অটোমান আর ইংরেজ এই দুটো প্রথাকে এক করে মিশিয়ে একটি কফি হাউস খুলে বসলেন ।


    সে ঘরটায় জবসন কয়েকটা টেবিল আর চেয়ার রাখলেন, দোকানের ছেলে ছোকরারা খরিদ্দারের জন্যে এক নতুন ধরণের পানীয় সার্ভ করতো, তার নাম ক্যাফে, দুটো বেশি পয়সা দিলে অবিশ্যি তারা জুতো পালিশ ও করতো ।  এর আগে ঐভাবে কফি পাওয়া যেত না


    তবে শুধু কফি নয়, জবসনের দোকানে আরো একটা ব্যাপার ছিল ।


    সে দোকানে একটা বড়  টেবিলে জবসন তাঁর খদ্দের দের  পড়ার জন্য খবরের কাগজ রেখে দিতেন । তখন কার দিনে খবরের কাগজ অবিশ্যি সব জায়গায় পাওয়াও যেত না, আর জনসন তাই লোক ডাকবার জন্যেই খবরের কাগজ কফির দোকানে রেখে দিতেন । এক পেনি  দিলে দোকানে ঢুকতে দিতো, দু পেনির কফি । কল্পনা করুন আজ থেকে ৩৫০ বছর আগের দৃশ্য,লোকজন  কফির কাপ হাতে খবর কাগজ পড়ছেন ।  


    জন সামারভিল বলছেন, "আধুনকি পৃথিবীর জন্ম হচ্ছে জবসনের কফি হাউসে ", তার মানে? সে একটা অভ্যাসের জন্ম, খবর পড়ার অভ্যাস । খবরের কাগজে খবর পড়ার পর মনে হয় না, তারপর কি হলো, তারপর কি হলো, ব্যাপারটা প্রেসে ছাপা খবরের কাগজ আর যতদিন না সেই কাগজ মানুষের কাছে পাঠাবার একটা বন্দোবস্ত না হয়েছে, সম্ভব ছিল না যে ।  কোথায় তখন পাবলিক লাইব্রেরি? 


    বড় শহরের টাউন স্কোয়ারে  এই কফি হাউস ই সে আমলের জনতার দরবার! আরব  বলুন,উত্তর আফ্ৰিকা বলুন, প্রাচীন যুগের কফি হাউস গুলোতে সব বড়  বড়  হল, তাতে মাটিতে ফরাস  আর গালিচা পাতা, রাতে বাতি জ্বালিয়ে এল দেওয়া হচ্ছে, আর ধূমায়িত কফি! কবির দল, পন্ডিতের দল  জড়ো  হচ্ছেন, মানুষ তাঁদের কাছ থেকে কবিতা শুনছে, আলোচনা  হচ্ছে,  সে এক আশ্চর্য্য নাট্যশালা বলা চলে ।  ইস্তানবুলে ১৬০০ সাল  নাগাদ প্রায় ৬০০ কফি হাউস ছিল, তার একটা মস্ত কারণ ইসলামে মদ নিষিদ্ধ, কফি নিয়েছে সেই পানীয়ের জায়গাটা । আর সেই সব কফি হাউসে শুধু কফি পাওয়া যেত না, উপরি হালুয়া, তামাক, চকলেট, আফিম, নাপিত এসে দাড়ি আর চুল কমিয়ে দিচ্ছে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে দাবা খেলছেন, কফি খাচ্ছেন, হুঁকোয় টান  দিতে দিতে , সে এক মহা জমজমাট ব্যাপার স্যাপার । 


    তো তুর্কির এই কফি কালচার কালক্রমে ভেনিস  ভিয়েনা,প্যারিস হয়ে ১৭০০ সাল  নাগাদ পৌঁছলো ইংল্যান্ডে , যে সময়কার কথা দিয়ে শুরু করেছিলাম । কিন্তু ইংরেজ আর প্রাচ্যের কফি হাউসের একটা মস্ত তফাৎ ছিল খবরের কাগজে । তুর্কির কফি হাউসে আপনি কি না পেতেন, তবে সবটাই সার্বজনীন । ইংরেজ সেখানে খবরের কাগজ রেখে ব্যাপারটা কে ব্যক্তি মানুষের একান্ত আপন ও পারস্পরিক আলাপচারিতার একটা জায়গা করে ফেললো, এই জায়গাটিতে একটা মস্ত তফাৎ ।


    ভাবুন ব্যাপারটা ।


    যে সময়ের কথা বলছি, সময় কাটানোর পাবলিক জায়গা বলতে তখন রেস্তোরাঁ , পাব, প্রাইভেট ক্লাব । প্রাইভেট, এলিট দের  জড়ো  হবার জায়গা , আমি জনতার সেখানে বড় একটা জায়গা নেই । কফি হাউস সেই কালচারটির থেকে স্বতন্ত্র, এবং শুরু থেকেই । কফি হাউস এমন একটা পাবলিক জায়গার সূত্রপাত করলো যেখানে এক ই সঙ্গে যে কেউ গিয়ে কফি খাচ্ছেন, খবরের কাগজ পড়ছেন একা  একা , আবার চিন্তা করবার অবকাশ পাচ্ছেন, আড্ডা মারবার সুযোগ পাচ্ছেন, এই ব্যাপারটা এর আগে কিন্তু ছিল না । কফি হাউস আমার আপনার জায়গা, এলিটিজম এর ব্যাপারটা নেই । কফি হাউসের  সেই ট্র্যাডিশন  অবশ্য আজও  বজায়  আছে ।  


    ১৭০০ সালে  অবশ্য কফির কোয়ালিটি কিছু আহামরি ছিল না, আরব থেকে কফির বিন নিয়ে এসে এরা  জলে ফুটিয়ে কফি তৈরী করতো, আরো ১০০ বছর পরে প্যারিস এ পারকোলেটর আবিষ্কৃত হবে, তারপর কফির জয়যাত্রা ।


    কিন্তু সেটা তো কথা নয়, কথা হচ্ছে কফি হাউস আর খবরের কাগজ আর আড্ডা নিয়ে । কফি আর খবর আর তাকে কেন্দ্র করে আড্ডা ।  এই যে ইয়ুর্গেন হাবার্মাসের ভাষায় "পাবলিক স্ফিয়ার" (১), এই ব্যাপারটা কফি হাউস না হলে তো আর সম্ভব ছিল না । 


    কিন্তু সেটাও আর রইলো না । আজকের দিনে কফি হাউসের সেই ব্যাপারটা নেই, আর এই যে ধরুন যে যার মতন করে নিজের মতন খবর সংগ্রহ করে নিচ্ছে, একটা পাবলিক স্পেস নেই, এতে করে এক ই ভৌগোলিক পরিসরের মধ্যে একেকটা সমান্তরাল ন্যারেটিভ তৈরী হচ্ছে, কে জানে এর ভালো খারাপ ।


    কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, :-) । তা হোক, কফি হাউস আজও  আছে, এখনো সেখানে গিয়ে ফোনে , ট্যাবলেটে , কাগজেও খবর পড়াই  যায় । কফি হাউস "নাগরিক" কথাটির একটা গভীর দ্যোতনা একদিন দিয়েছিল, যেখান থেকেই হয়ত নাগরিক পরিসরের মধ্যেই গণতন্ত্রের বীজ  নিহিত ছিল । এই কথাটা কফি হাউস মনে পরিয়ে দেয় । 


    (অনুপ্রেরণা, Tim  Wu : How the humble coffee house birthed modern media and society (২) )


    ---


    (১) https://partiallyexaminedlife.com/2016/03/02/jurgen-habermas/


    (২) https://marker.medium.com/how-the-humble-coffee-house-birthed-modern-media-and-society-9aae996bc7bc

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৪732824
  • বেশ লাগলো। আমি সব শহরেই কফি হাউস খুঁজে বেড়াই। দিল্লি জবলপুর ভোপাল কানপুর লক্ষনৌ। লক্ষনৌয়ে হজরতগঞ্জের সেই প্রবাদপ্রতিম কফিহাউস (যা কুমারপ্রসাদের স্মৃতিচারণে জীবন্ত) তখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমি দরজা ঠেলায়  মোম্বাতির আলো হাতেএকজন এসে দরজা খুললো --হানাবাড়ির মত। ইলেক্ট্রিক লাইন কাটা।  বৃদ্ধ  মুসলমান ভদ্রলোক ধূলো ঝেড়ে একটা চেয়ারে বসতে দিল। তখন বেলা তিনটে  মে মাস। আমি আধো অন্ধকারে ঘামছি। পনের মিনিট পরে কফি এল। কোনরকমে খেলাম , ওঁর মুখে কোন শব্দ নেই। 


    তারপর একটা পঞ্চাশটাকার নোট ধরিয়ে পালিয়ে এলাম। জানি খুচরো নেই।


    আপনি সময় পেলে দার্শনিক হাবারমাসের সম্বন্ধে একটু লিখুন না। আমি অধ্যাপক শ্রাবণী ভৌমিকের বইয়ে সামান্য জেনেছি। দর্শন নিয়ে আপনার লেখা পড়তে ভাল লাগবে।

  • একক | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:০২732825
  • পড়তে ভালো লাগল। বিভিন্ন শহরের কফি হাউস নিয়ে সিরিজ হলে ভালো হয়।     

  • অরিন | ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:১২732826
  • :-), কি দারুণ গল্প রঞ্জনবাবু!


    শুধু ভাবছি নিভু নিভু আলোয় লক্ষ্নৌ--এর কফিহাউস, সে কেমন আশ্চর্য অভিজ্ঞতা!  একটা অতীতকে স্পর্শ করা! 


    হাবারমাস! ওরে বাপরে! সে কি আমার কম্ম, রঞ্জনবাবু, ভাল লোককেই ঠাউরেছেন, :-)

  • অরিন | 161.65.237.26 | ২৭ সেপ্টেম্বর ২০২০ ০৪:১২732832
  • b, আপনার তোলা লিস্ট টা দেখলাম। ক্রাউড সোর্সিঙ্গ করলে যা হয়, হাবিজাবি কিছু কাফের নাম রয়েছে লিস্ট টায়, যেমন নিউ জিল্যন্ডে Cafe 101, :-)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন