এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • একজন পরিবেশ কর্মীর ভাবনা চিন্তা

    ধ্রুবজ্যোতি ঘোষ লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ০৫ মার্চ ২০১৮ | ৯৫৫ বার পঠিত
  • আমাদের দুর্ভাগ্য, এই লেখার পরের কিস্তি আসার আগেই ডঃ ধুরুবজ্যোতি ঘোষ চলে গেলেন।

    একটি জানা গল্প আবার বলতে ইচ্ছে করছে। গল্পটা আফ্রিকা মহাদেশের। বান্টু অঞ্চলের। একজন নৃতত্ববিদ একটা মজার খেলা আমদানী করলেন ৷ একটা গাছের ডালে একঝুড়ি আপেল ঝুলিয়ে দিলেন ৷ দূরে একটা দাগ দিলেন। দাগ ধরে সাতটি বাচ্চা দাঁড়িয়ে আছে দৌড়বে বলে। শর্ত হল, যে আগে পৌঁছতে পারবে সব কটা আপেল তার। সাহেবের যে দেশে জন্ম সেখানে বাচ্চাদের এরকম খেলা দিলে তারা হয়ত হৈ হৈ করে দৌড়াত এবং একজন প্রথমে ছুঁতো। সবকটা ফল সেই পেত। এটা-ই তো খেলার শর্ত। কিন্তু এই বাচ্চারা যে দেশে জন্মেছে তাদের উচিৎ অনুচিত বোধ একেবারেই আলাদা। বাচ্চাগুলি সকলে মিলে হাত ধরাধরি করে একই সাথে ঝুড়ির কাছে হাজির হলো। সাহেব তো অবাক - শুনি নাই কভু, দেখি নাই কভু অবস্থা। জানতে চাইলেন এরকম তারা কেন করতে গেল। উবন্তু। উত্তর দিল সবাই মিলে ৷ বুঝিয়ে দিল সাহেবকে উবন্তু কথাটির মানে, উবন্তু বলতে কী বোঝায় ৷ তাদের কথা এই যে যদি আর সকলে দুঃখ পায় তবে একজন কি করে আনন্দ পাবে। সবাই একসাথে ভোগ করতে না পারলে সেটা আনন্দ নয়। সবাই আছে তাই আমি আছি - এই হল ওই বাচ্চাগুলির শিক্ষা। এত অল্প বয়সে ওরা এটা জানে না আজকের এগিয়ে থাকা, স্মার্ট, বিজ্ঞানমনস্ক সভ্যতায় আতিপাতি করে খুঁজলেও কোনো অস্তিত্ব পাওয়া যাবে না বাচ্চাদের সহজাত সদ্ভাবনায়। এই শিক্ষার অস্তিত্ব আধুনিকতায় আর মোবাইল অ্যাপে হারিয়ে গেছে। একেবারে গোড়া ধরে নাড়া দেয় আজকের মূল্যবোধে, জীবনচরিতে, জোটবদ্ধ হওয়ার ফাঁকা আওয়াজে আর মৌলিক ভাল-মন্দ বোধে।
    আবার ভাবি - এই বাচ্চাগুলি যদি পারে তবে আমাদের ও একবার চেষ্টা করে দেখতে দোষ কী? প্রথমে শুরু করি প্রকৃতি তথা প্রাকৃতিক সম্পদের সাথে সমাজের সম্পর্ক নিয়ে অধ্যয়নের বিজ্ঞান ৷ খুবই জরুরী বিষয় বস্তু। এটাও ঠিক যে কাজটা সহজ হবে না। এর অনেকটা জ্ঞানই সাধারণ মানুষ, চাষি, জেলে আর বনবাসীদের সহজাত। আমাদের চিনতে অসুবিধা হয় কারণ মানুষ মাত্রই নানান ছুঁৎমার্গের শিকার হয়ে থাকেন ৷ অনেকেই সারাজীবন কাটিয়ে দেন তাই নিয়ে। কোনও প্রয়োজন বোধ করেন না তাকে যাচাই করার বা তা থেকে মুক্ত হবার। সবচেয়ে প্রচলিত ছুঁৎমার্গ হল গায়ের রঙ নিয়ে৷ সাদারা এগিয়ে, কালোরা পিছিয়ে, বিভিন্ন স্তরের তীব্রতা। এই বর্ণবৈষম্য মানুষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং লজ্জাজনক পরিচালক ৷ তার মানে এই নয় যে প্রত্যেক সাদা চামড়ার মানুষ কালো দেখলে নাক সিঁটকোতে থাকেন তবুও বহু দেশে বহু মানুষের অন্তরে আজও বর্ণবৈষম্যের বসবাস বজায় আছে৷
    আমার ভাবনা বর্ণবৈষম্য ঘটিত ছুৎমার্গ নিয়ে নয়৷ আমার বোঝার চেষ্টা মানুষের চৈতন্যর বিকাশ নিয়ে ৷ চেতনার জগতে এক অচর্চিত ঘাটতি নিয়ে ৷ চেতনার জগতে এক অদ্ভুত ছুঁৎমার্গ নিয়ে আছে তথাকথিত সমাজের এগিয়ে থাকা অংশ। সুবিধাভোগী অংশ। ভোগসুখের উপর নিশ্চিন্ত দখলদারি উপভোগ করা অংশ ৷ এই নির্লজ্জ এবং নির্মম বৈষম্য বোধ সযত্নে সঞ্চিত রেখেছেন আধুনিক ইতিহাসের এক কলঙ্কের বোঝা হয়ে।
    চেতনার জগতের এই ছুঁৎমার্গ কিছুতেই প্রকৃতিকে যাঁরা জীবনবোধ দিয়ে চলেন, বাঁচার তাগিদে সরাসরি আদানপ্রদান করেন প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সাথে মিলেমিশে জীবনীশক্তি খোঁজেন, যেমন জেলে, চাষি, বা যাঁরা বনে বাদারে খুঁটে খেয়ে বেঁচে থাকেন, যাঁরা তাদেরই স্বার্থে প্রকৃতির নানান গঠনকে সযত্নে বাঁচিয়ে রাখেন তাঁরাই হলেন মানুষের মাঝে জ্ঞানের বৃহত্তম খনি। আমরা কোনোদিনও সেই স্বীকৃতি বা উপযুক্ত মাত্রায় বৈজ্ঞানিকের সন্মান দিতে পারলাম না। অথচ যাঁদের ওই বিজ্ঞান এর উপর একটি জলজ্যান্ত বিভাগ আছে তার নাম ইকলজি। এর বাংলা যা আছে তাতে মন ভরে না৷ তাই ইকলজিকে বাংলায় আপন করে নিলে আপদ চোকে। অসুবিধাই বা কিসে! ফলিডলের বাংলা হয় না৷ পুলিশের বাংলা হয় না। ওগুলোই বাংলা। তেমনি ইকলজিকে বাংলা বলে ধরে নিলে কোনও ব্যাকরণগত মর্যাদা খোয়া যায় না৷
    প্রায় বছর দশেক আগে- কোলাম্বিয়া দেশে একটি জঙ্গল দেখতে গিয়েছিলাম নানান খ্যাতনামা ইকলজি তথা পরিবেশ বা বনজঙ্গল বিশেষজ্ঞদের সাথে। বিশাল জঙ্গল। অসামান্য তার জীববৈচিত্রের আধার। একজন প্রৌঢ় একমনে আমাদের সব বুঝিয়ে দিলেন। সঙ্গে তাঁর স্ত্রী। সহকারি বা সহকর্মী। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনছিলাম। একজন সাহেব প্রশ্ন করলে যে প্রৌঢ় ইকলজি কাকে বলে জানেন কিনা? প্রৌঢ় উত্তর দিলেন যে তিনি জানেন না। আবার প্রশ্ন। ইকোসিস্টেম ম্যানেজমেন্ট বলতে উনি কী বোঝেন। একটু বিরক্ত হয়ে প্রৌঢ় উত্তর দিয়েছিলেন যে ওঁদের ওসব না জানলেও চলে তবে প্রশ্নকর্তা মনে হয় সেমিনারে যান সেখানে এসব জানতে লাগে। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল আমার মগজের কাজকর্ম। যাঁরা জানেন, তারা জানেন না, জানার প্রয়োজনও বোধ করেন না যে আমরা তা তাদের জ্ঞানটিকে কী নাম দিয়েছি। শুধু নাম দিয়েছি তাই না, শুধু নাম দিয়েছি বলেই পিতৃত্বের অধিকার রাখাও। কী বিকৃত প্রচেষ্টা ৷
    এখানেই গোলমাল বা এখান থেকেই আবার শুরু। নতুন করে পরিবেশ চর্চার বুনিয়াদ গড়ার প্রয়োজন আছে। কাজটা কার আমার জানা নেই কিন্তু কয়েকজন মিলে শুরু করলে কোনও কৌলীন্য হারাবে বলে মনে হয় না।
    এই পর্যায়ে আমরা কয়েকটা সূত্র একত্র করতে পারি। ছড়ানো ছেটানো বোধগুলি এক জায়গায় করতে পারলে এগোতে সুবিধা হবে। এই সূত্রগুলি কোনও মতেই কোন তাত্ত্বিক ভিত্তি হিসাবে পরিবেশিত হচ্ছে না। এখানকার ইচ্ছে এইটুকুই যে আসুন সবাই মিলে ভাবি। ভেবে একটা সূত্র-সমগ্র খাড়া করি; তাই নিয়ে ছড়িয়ে পড়ি। এইটুকু মাথায় নিয়ে নিম্নে লিখিত সূত্রগুলি জড়ো করা হয়েছে। মানা-না মানা, ঠিক ভুল এ সমস্ত বিতর্ক যদি শুরু হয় তবেই লেখাটা কাজে দিয়েছে মনে হবে।
    প্রথম সূত্রঃ প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে ৷ মানুষ জীবজন্তু বা জলা জঙ্গল বাঁচলো কি শেয হয়ে গেল, এনিয়ে প্রকৃতির সামান্যতম কোন ও আঁচড় পড়েনা।
    দ্বিতীয় সূত্রঃ পৃথিবীতে যত ঘটে বা ঘটবে তার কোন ও কিছুই নিশ্চিত নয়৷ বিজ্ঞান এখন একথাই বলে।
    তৃতীয় সূত্রঃ অধিকাংশ মানুষকে সহ্য শক্তি বাড়াতে বা কষ্টসহিষ্ণু হতে বলে উষ্ণায়নের সমস্যার যে প্রতিবিধান দেওয়া হচ্ছে সেটা অচল। বিত্তবানেদের জীবনধারা না পাল্টালে আবহাওয়ার দুর্যোগ বেড়েই যাবে। পৃথিবী মানুষের জন্য আর বাসযোগ্য থাকবে না।
    চতুর্থ সূত্রঃ উষ্ণায়ন নয়, আজকের পৃথিবীর সবচেয়ে বড়ো সমস্যা হল ক্রমশ আরো কম মানুষের কাছে আর ও বেশি পরিমাণে সম্পদের মালিকানা কেন্দ্রীভূত হওয়া।
    পঞ্চম সূত্রঃ কি করে সুস্থ ভাবে, অনেক ক্ষতি না করে শান্তিতে বেঁচে থাকতে হয় তা মানুষের অজানা নয়। কিছু লোকের সীমাহীন লোভের তাড়নায় বাকি সকলের জীবন আজ অন্তিমযাত্রায়। তাই আজকের জয় জয়কার হল তিনটি শাণিত অস্ত্রেরঃ
    ক) মিথ্যা কথা , মিথ্যা প্রতিশ্রুতি।
    খ) ন্যায্য অধিকার চাইলে ভয় দেখানো।
    গ) অলীক জীবনের লোভ দেখিয়ে বিপথগামী করা।
    মাঝে মাঝে অবাক লাগে যে পরিবেশ চর্চার কোন ও রকম মৌলিক সূত্র আমাদের দেশের যার কোন অভাব নেই তার কখনো বিদ্বজ্জন খুঁজে পেলেন না। অথচ নিঃসন্দেহে অসামান্য জ্ঞানী গুণী লোকে ঠাসা আমাদের গ্রাম, আমাদের আদিবাসী সমাজ, তাঁদের কাছে আমরা হাজির হতে পারি নি, তাঁদের জ্ঞানের বিস্তারের খোঁজে ৷ কেবল সাহেবদের লেখা বই আর তাদের দেওয়া সূত্র দুলে দুলে মুখস্থ করেছি। বড় চাকরি বা উপদেষ্টা হতে এই আত্মসম্মানহীন মনোভাব কোন বাধার কারণ হয়নি।
    আমাদের ব্যাপার আমরাই বোঝার চেষ্টা করতে শুরু করি। প্রয়োজনীয় সূত্র আগে নিজেরা লিখি তারপর কার সাথে মিললো বা না মিললো দেখা যাবে। মিললো ভালো না মিললেও কোন ক্ষতি নেই। ওনারা আমাদের থেকে প্রয়োজনে লিখে নেবেন।
    পৃথিবীর বুকের উপর ৭০০ কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে। বলাবাহুল্য এই অসংখ্য মানুষের বেঁচে থাকার ব্যবস্থা জটিল থেকে জটিলতর হয়ে চলেছে৷ এই অবস্থায় একজন ব্যক্তির নিজস্ব স্বাধীনতা বলতে কী বোঝায় তা সহজে বলা যায় না। রাইন নদীর ধারে দুর্গের মালিকরা বা পাহাড়ের গুহায় বৈরাগ্যের খোঁজে বসে থাকা সন্ন্যাসী – এঁরা কেউই তেমন ভাবে জীবনের লক্ষ্য আর স্পষ্ট করেন না। বরঞ্চ গুরুত্ব পাচ্ছে একে ওপরের সাথে সম্পর্কযুক্ত থাকার প্রয়োজনীয়তা।
    এহেন অবস্থায় এই সামান্য লেখা পড়ে দলে দলে মানুষ দুনিয়া পালটানে৷র কাজে নেমে পড়বেন, এ রকম কোনও সম্ভাবনার সামান্যতম -আশাতে এই লেখা হয়নি ৷ তবু যদি হাতে গোণা ক’জনে একত্র হওয়া যায়, তাই বা খারাপ কী? আর সেই ক’জনের মনে রাখার বা মেনে চলার জন্য দুটো কথা বলে শেষ করা যায়।
    প্রথমতঃ উবন্তু - সবাই আছে বলে আমি আছি
    দ্বিতীয়তঃ - মনে মুখে এক হতে সচেষ্ট থাকা।

    আশা করতে দোষ কী৷


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৫ মার্চ ২০১৮ | ৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | 132.160.114.140 (*) | ০৫ মার্চ ২০১৮ ০৭:৩৪84969
  • এই লেখার লিঙ্কটাও এখানে থাক

    http://4numberplatform.com/?p=4915
  • sch | 132.160.114.140 (*) | ০৫ মার্চ ২০১৮ ০৮:২৩84970
  • kolkata commons CIRA বেশ কিছু কাজ করেছেন পূর্ব কলকাতার জলাভূমি নিয়ে। সাম্প্রতিক কালে ওনাদের কিছু লেখা পড়ার সুযোগ হয়েছিল - ডঃ ঘোষকে নিয়েও একটা প্রতিবেদন ছিল
    http://4numberplatform.com/?p=4756&

    থাক এটাও এখানে
  • avi | 57.11.240.184 (*) | ০৭ মার্চ ২০১৮ ০২:২৬84974
  • উন্নয়নের ঠেলা খুব ভয়ানক বস্তু। শিলিগুড়িতে একজন ভদ্রলোকের সাথে আলাপ হয়েছিল। তিনি এখানের আনাচে কানাচে ঘুরে ঘুরে বড় গাছের চারা কোথাও অযত্নে পড়ে আছে দেখলে তাদের নিয়ে গিয়ে বাড়িতে কিছুটা বড় করতেন। ওঁর বাড়ির ছাদে ঐরকম গাছ টববোঝাই থাকত। তারপর কিছুটা বড় হলে বিভিন্ন সংস্থার অতিরিক্ত জমিতে, তাদের সাথে কথা বলে ওই গাছগুলো লাগিয়ে দিতেন। প্রাথমিক যত্নআত্তি, বেড়া দেওয়া সবই ওঁর স্বেচ্ছাশ্রম। মেডিক্যাল কলেজে এরকম অনেক নিম, শিরীষ, শিশু লাগিয়েছেন। দুয়েকবার এরকম সময় সাথে থেকে, হাত লাগিয়ে দেখেছি ভদ্রলোক গাছের ব্যাপারে কি অসম্ভব প্যাশনেট। দুটো বিল্ডিং ব্লকের মাঝের একটা ফাঁকা জায়গায় খান ত্রিশেক নিমগাছ লাগিয়েছিলেন। দিব্যি বেড়ে উঠছিল। হঠাৎ, সেখানে উন্নয়নের প্ল্যান হলো, কংক্রিট কনসেনট্রিক কয়েকটা বৃত্ত বানিয়ে মাঝে ফোয়ারার পরিকল্পনা। পুরো জায়গা অবশ্যই লাগতো না, কিন্তু প্রথম দিনেই ডোজার এসে সবকটা গাছ ফেলে দিল। ভদ্রলোক খুব দুঃখ পেয়েছিলেন। ওঁকে কেউ একটা ফোন করে দিলেই উনি তক্ষুণি এসে গাছের কিছু বিকল্প ব্যবস্থা করে দিতে পারতেন জানা ছিল, এখানে জায়গার অভাব নেই। কিন্তু আমাদের মাথায় এসব জাস্ট আসে না। ক্যাম্পাসের ঝোপঝাড় সাফ করার অর্ডার এলে প্রথমেই কুড়ুল পড়ে উঁচু পলাশ কৃষ্ণচূড়ায়, যারা ঝোপের ধারেকাছেও নেই। প্রসঙ্গত, সে ফোয়ারা হওয়ার আর কোনো নামগন্ধ নেই এখন।
  • aranya | 172.118.16.5 (*) | ০৭ মার্চ ২০১৮ ০৩:৩৪84971
  • অনেক ধন্যবাদ sch, লিঙ্কগুলোর জন্য। এই একটা বিষয়, জল-জঙ্গল-পরিবেশ, হৃদয়ের খুব কাছের।
    কখনো একটা ভারতে পরিবেশ সংক্রান্ত কিছু কাজ করার স্বপ্ন দেখি ..
  • b | 24.139.196.6 (*) | ০৭ মার্চ ২০১৮ ০৪:৫০84975
  • ওটা উন্নয়নের ঠেলা নয়, ইয়ার এন্ডিং-এ পয়সা খরচের ঠেলা।
  • sch | 132.160.114.140 (*) | ০৭ মার্চ ২০১৮ ০৫:২৩84972
  • arnanya-da কখনো ইচ্ছে হলে জানাবেন আপনার কাজের কথা - আগ্রহ রইল। পরিবেশ নিয়ে গুরুতেও খুব কেউ বিশেষ আগ্রহী না - মন্তব্যের সংখ্যা দেখেই বুঝতে পারছেন। আপনার ইচ্ছের কথা জেনে ভালো লাগল
  • তর্কবিদ্যা | 135.20.82.164 (*) | ০৭ মার্চ ২০১৮ ১১:১৮84973
  • if আগ্রহী then মন্তব্য implies if no মন্তব্য then অনাগ্রহী।
  • aranya | 172.118.16.5 (*) | ১১ মার্চ ২০১৮ ০৭:১২84976
  • sch, কিছুদিন গুরু-তে আসা হয় নি, পোস্ট-টা এইমাত্র দেখলাম। যোগাযোগ করব তোমার সাথে। ভাল থেকো
  • পুুজো আর আমাদের পরিবেশ | 136.226.50.103 | ০১ নভেম্বর ২০২৩ ০৬:১৫525397
  • এই লিংকটা এখানেই রাখি 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন