এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • অটো, টোটো এবং লাদেন

    Avik Mukherjee লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৫ জুন ২০১৪ | ১৮৫৭ বার পঠিত
  • অটোঃ এই তুই সামলে যা।
    টোটোঃ তুমি মুখ সামলে কথা বল।
    অটোঃ কেন রে? আমি তোকে ভালভাবেই তো বোঝালাম!
    টোটোঃ আমি তোমাকে ‘তুমি’ বলছি আর তুমি আমাকে তুইতোকারি করছ।
    অটোঃ দেখ এ লাইনে তুই জুনিয়র আছিস, তাই ওটা কোনও ম্যাটার না।
    টোটোঃ না ম্যাটার করে আমার কাছে। তুমি যা কাজ কর আমিও একই কাজ করি। তাহলে এই ভেদাভেদ কেন? কেন আমাকে হ্যারাস করছ?
    অটোঃ এই আমি তোকে হ্যারাস করতে যাব কেন?
    টোটোঃ তাহলে এই যে জনস্বার্থ মামলা করা? এটা কি?
    অটোঃ সে আমি করিনি, যে করেছে সে অটো চালায়ও না। তাকে গিয়ে বলগে যা, আমি এতে কি করব? তার মনে হয়েছে তোর চলা ঠিক না সে তাই করেছে। স্বাধীন দেশ, যে কেউ নিজের মত পোকাশ করতেই পারে।
    টোটোঃ তুমি কি ভাবছ আমি ঘাসে মুখ দিয়ে চলি?
    অটোঃ আমি কিছু বলিইনি, তুই নিজেই চুলকে ঘা করছিস।
    টোটোঃ খুব ভালো করে বুঝছি যে এই মামলায় তোমাদের উস্কানি ছাড়া কেউ এগোবে না। একটা সাধারণ গৃহস্থ মানুষ চাইবেনা কোর্টের ঝামেলায় জড়াতে। তার কি স্বার্থ আছে?
    অটোঃ জনস্বার্থ মামলা ঐ জন্যেই নাম দিয়েছে তো। দেখ তুই কিছু মনে করিস না, তোর ভেজায় কিন্তু পুরো ভুসি মাল।
    টোটোঃ তুমি কিন্তু ভদ্রতা লঙ্ঘন করছ!
    অটোঃ বেশি জ্ঞান মারিস না, ভাল্লাগছেনা। তুই আমাদের ভাত মারছিস সেটাও সইব আবার তোর এই ভাট বকাও সইব, ভাবিস কি বে নিজেকে?
    টোটোঃ আমি যাই ভাবি নিজেকে তুমি আমাকে নিজের পথের কাঁটা ভাবছ। কিন্তু বুঝতে চেষ্টা কর আমাদের পথ একই। এসো না হাত ধরাধরি করে যাত্রী পরিবহনটা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাই! আগে তুমি ঠিক টাইম মত না এলে লোকের কত প্রবলেম হত। এখন কিন্তু আমাকে ঐ অবস্থায় দেখে লোকে কত খুশি হয়। তারাও পৌঁছতে পারে নিজেদের জায়গায় আমরাও টু-পাইস কামাই।
    অটোঃ তোর বচন তো পোস্ট অফিসের মত, আমি ওভাবে ভাবিনা। আমার ভাবধারা ব্যাঙ্কের মত। আমি জনসেবা করতে নামিনি।
    টোটোঃ এভাবে আমাদের হেনস্থা করার মানে নেই।
    অটোঃ আগে জাতে ওঠ। তার পর আসবি।
    টোটোঃ এতে জাতে ওঠার কি আছে?
    অটোঃ নেই মানে? কি বলতে চাস? আমার একটা হিস্তিরি আছে, একটা মান আছে। তোর আছে? এখনও একটা জোড়া উঠলে বাদলার দিনে যদি দুদিকের পলিথিন টেনে দিয়ে বসে একদম নিশ্চিন্ত। তোর সব খোলা। এখন পোসেনজিত লালন ফকির সাজছে কিন্তু ক-বছর আগে ও মারপিটের সিন করত অটো রিক্সা নিয়ে, এই যে মহাগুরু মিঠুনদা ওর হিট সিনেমা আছে অটো ড্রাইভার সেজে। একবার এক পোফেসর বলেছিল নাকি আমায় নিয়ে একটা গল্প লেখা হয়েছে মাইরি, ‘অটো ও ভোগী’ না কি একটা নাম!
    টোটোঃ এগুলো কোনও কারণ নয়। তুমি মিথ্যে অজুহাত দিচ্ছ। আর আমাদের এসব নেই। তাতে কি? আমরা বলতে লজ্জা পাইনা আমরা সর্বহারা। আমরা প্রতিবাদী মঞ্চ গড়ব, লড়াই চালিয়ে যাব, অনশন করব।
    অটোঃ বেশি চেল্লাস না। সর্বহারাগুলো এমনিই গুটিয়ে গেছে। আর তোরা যে বলবি ‘মেরে পাস মা হ্যায়’ সে স্কোপ নেই কারণ মা আমাদেরই দিকে। বুঝলি তো কি বললাম?
    টোটোঃ কৃষ্ণনগর, বহরমপুরে টাউন সার্ভিস বাস, রিষড়া-বালী জি.টি. রোডে এই তুমি আর ৩ নম্বর বাস, নবদ্বীপে রিক্সা এরা সব্বাই মিলে আমাকে কোণ ঠাসা করছে।
    অটোঃ দেখ তোর লাইসেন্স নেই, নম্বর প্লেট নেই, তুই কাউকে ধাক্কা দিলে বা তোর ওপর চেপে কেউ চাপা পড়লে সে ক্ষতিপুরণ পাবে না, অবুঝের মত কাজ করিস না।
    (আগন্তুকের প্রবেশ)
    অটোঃ তুই কে বে?
    লাদেনঃ আমি লাদেন।
    অটোঃ সে তো কবেই ফৌত হয়েছে! ঢপ দিস না।
    লাদেনঃ আমি লাদেনই, লোকে ঐ নামেই ডাকে। আরও ডাকনাম আছে, লছিমন, ভ্যাটভেটি, ভ্যাটোর এইসব...।
    অটোঃ লে! একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। তোর কি কমপ্লেন রে?
    লাদেনঃ আজ টোটো যে অন্যায়ের সম্মুখীন আমি আগে তা সহ্য করেছি, আজ ওর পাশে আমি দাঁড়াব।
    অটোঃ দলবাজি? ছুটিয়ে দেবো দলবাজি।
    টোটোঃ মোটেই না, এটা ষড়যন্ত্র। ওকে এনে তুমি আমার কেসটা ঘুরিয়ে দিতে চাও, আমি হতে দেব না।
    লাদেনঃ না ভাই টোটো তুমি ভুল বুঝছ, আজ এই শহরের পথে তোমায় যে হেনস্থা করা হচ্ছে এই এক জিনিসই হয়েছিল গ্রাম বাংলায়। সেদিন তোমার জন্ম হয়নি তাই তুমি জানো না।
    টোটোঃ পরিস্কার ষড়যন্ত্র, আমি দিল্লির রাস্তায় অনেক দিন ধরে চলি, জন্ম হয়নি মানে? কতটুকুই বা জ্ঞান তোমার? গেঁয়ো ভূত কোথাকার।
    অটোঃ দেখ লাদেন তোর কথাগুলো যাত্রার ডাইলগ লাগছে, গ্রামে থাকিস যাত্রার অভ্যেস আছে নাকি?
    টোটোঃ পুরোই ষড়যন্ত্র। আমি জানতাম আমার আন্দোলন বানচাল করতেই এসব।
    অটোঃ বেশি হ্যাজাস না, দুদিন বাদে কেসে হারলে ল্যাদ খেয়ে পড়ে থাকবি।
    লাদেনঃ সময়ই শেষ কথা বলবে, আমাকেও পরিবেশ দূষণের নাম করে অপবাদ দেওয়া হয় কিন্তু আমি আজও গ্রামের বুক চিরে জয়পতাকা উড়িয়ে চলেছি।
    অটোঃ তুই যুগের সাথে তাল মেলাতে পারিস না, এখনও হ্যান্ডেল ইউজ করতে হয় তোর, দেখ আমার সেলফ স্টার্ট। (অটো নিজের স্টার্ট দেয়)
    টোটোঃ একই তুমি আলোচনা ছেড়ে এগিয়ে চললে কোথায়?
    অটোঃ কদিন আগে দেখিসনি অটো চালকের দৌরাত্ম? ঐ আসে ঐ আসে বাংলার ডাকাত...
    (অটো চলে যায়, নেপথ্যে শোনা যায় ‘মার, মার’ আওয়াজ)
    ---------------------------------------------------------------------------------------------------------
    (সমাপ্ত)
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৫ জুন ২০১৪ | ১৮৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | 122.79.38.40 (*) | ২১ জুন ২০১৪ ০৮:৫৭73390
  • অটো আর ভোগী দুটো আলাদা উপন্যাস
  • Avik Mukherjee | 111.63.254.233 (*) | ২৭ জুন ২০১৪ ০৩:৩৫73391
  • সে জানি কিন্তু অটোওয়ালা জানে না যে !
  • Avik Mukherjee | 111.63.254.233 (*) | ২৭ জুন ২০১৪ ০৩:৩৬73392
  • 'হিস্তিরি' বলত না অত বুঝলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন