এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • রক্তিম বসন্ত , নববর্ষ ঃ-অধিকার অর্জনের অনমনীয় লড়াই

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ২২ মার্চ ২০১৬ | ৩১৭৩২ বার পঠিত
  • বসন্ত উৎসব , রঙের উৎসব , ফাগুয়া -হোলী , বাঙ্গালীর দোল উৎসব এসে গেল । অদ্ভুত ভাবে ঠিক একই দিনে বছরের একই সময়ে সেই ঐতিহাসিক সময়ে থেকে কুর্দ জনতা রাষ্ট্রের রক্তচক্ষু এবং গণহত্যা অগ্রাহ্য করে আজকের দিনে (২১সে মার্চ ) রাস্তায় , প্রকাশ্য স্থানে জমা হয় ‘নিউ রোজ ‘ মানাতে । 'নিউ রোজ' হোল কুর্দ নববর্ষ একই সাথে বসন্তের উৎসব । আগের কালে পাহাড়ে পাহাড়ে শীতের ঝরা পাতায় আগুণ লাগানো হত । সারা কুর্দিস্তান , ইরাক , ইরান , তুরস্ক , আর্মেনিয়া , সিরিয়া এমনকি আফগানিস্তানের পাহাড় আগুনে লাল হয়ে যেত আজকের দিনে । কাল থেকে যে বসন্ত । সাত দিন ধরে নাচ ,গান , খানা পিনা, উপহার বিনিময়ের বাঁধন ছাড়া উৎসব । এখনো শহরে গ্রামে প্রত্যেক বাড়ি থেকে কাঠ কুটো জমা করে আগুণ লাগানো হয় । সেই আগুণকে কেন্দ্র করে চলতে থাকে নাচ গান উৎসব । ঠিক কোথায় যেন আমাদের হোলির পূর্বের ন্যাড়াপোড়া অথবা 'হোলিকা দহনের’ সাথে অদ্ভুত একটা মিল আছে । আমাদের দেশেও বেশ কিছুদিন পূর্বে প্রত্যেক বাড়ি থেকে এক টুকরো কাঠ জমা করে ‘ হোলিকা দহনের’ উৎসব পালন হত, উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো হয় । আর ঠিক আমাদের হোলির দিনেই এই অনুষ্ঠান হয় সারা কুর্দিস্তান ,ইরান এমনকি আফগানিস্তান ,আর্মেনিয়াতে ।

    হয়ত’বা আমাদের এই হোলির পরম্পরার ইতিহাস , অদ্ভুত রকমের সাযুজ্য সম্পন্ন প্রথা এমনি হোলী কে ঘিরে যে মিথ তা কুর্দদের প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার এই উৎসব থেকেই ইরান আফগানিস্তানের পথ ধরেই এসেছে, কে জানে। কিন্তু চমকে ওঠার মত সাযুজ্য , একেবারে কার্বন কপি , বক রাক্ষসের মিথ এবং ভীমের হাতে তার মৃত্যু পর্যন্ত, প্রায় একই উৎসব একই মিথ ।

    কিন্তু কুর্দদের এই স্বাভাবিক হাজারো বছরের প্রাচীন বসন্ত উৎসব প্রায় ১০০ বছর ধরে আর উৎসব নেই - ক্রমে তা রক্তেরর্ নববর্ষ ,আত্মাভিমান পুনঃউদ্ধার , স্বাধীনতা এবং অত্যাচারীর বিরুদ্ধে অনমনীয় প্রতিরোধের লড়াই এ পর্যবসিত । তুরস্কের রাষ্ট্রীয় সংস্কৃতি ,উগ্র জাতীয়তাবাদের হেজিমনির পাল্টা কাউন্টার হেজিমনি । নিউ রোজ মানেই উৎসবের সাথে সাথে প্রতিরোধের প্রস্তুতি ।

    গত একশো বছরের মতো এই বছরেও তুরস্কের সরকার দেশ জুড়ে কুর্দ নববর্ষ পালনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে নিরাপত্তার দোহাই দিয়ে । গৃহযুদ্ধ চলছে সেই জুলাই থেকে পিকেকে’র সাথে । এই নিষেধাজ্ঞার প্রথম বলি হয়েছেন ইস্তাম্বুল ইউনিভার্সিটি তে দীর্ঘ ২৫ বছর ধরে কর্মরত এক ব্রিটিশ নাগরিক । কম্পিউটারের এই প্রফেসর কে 'নিউ রোজ' অনুষ্ঠানের নিমত্রন গ্রহণ করার কারনে পত্রপাঠ দেশত্যাগী করা হয়েছে তিনি নাকি সন্ত্রাস বাদীদের সমর্থক ,এক্ষেত্রে তুরস্কের সরকার আমাদের সরকারের বড় দাদা তুল্য । আমাদের দেশে পাকিস্তানে চলে যাও বলে ধমকি দেওয়া হলেও তুরস্ক ওইসব ফাঁকা আওয়াজে বিশ্বাস না করে কেবলমাত্র নিউ রোজের নিমত্রন গ্রহণ করার অপরাধে প্রফেসর কে সিধা প্লেনে তুলে দিয়েছে ।

    এই লেখা টি যখন আমি লিখছি তখন সারা তুরস্ক জুড়ে সাধারণ নাগরিকেদের নববর্ষ পালনের অনুষ্ঠানে কোথাও কাঁদানে গ্যাস ,কোথাও জল কামান ছুঁড়ছে তুরস্কের সামরিক বাহিনী । নিভিয়ে দেওয়া হচ্ছে ‘নিউ রোজ ‘ এর আগুণ । অশ্বারোহী বাহিনী সাধারণ জনতার দঙ্গল ছত্রভঙ্গ করছে । ভাবা যায় আজকে এই একবিংশ শতাব্দীতে পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক দেশের ২৫% নাগরিক তাঁদের চিরাচরিত 'নববর্ষ’ পালনের এক নির্বিষ অনুষ্ঠান পালন করবেন আর রাষ্ট্র সেই অনুষ্ঠান নিষিদ্ধ করবে , গুলি চালাবে এমনকি গন হত্যা ঘটাবে ? অথচ তুরস্কে ঠিক এমনটাই হয়ে আসছে কেমাল আতাতুর্কের সময় থেকে আর কুর্দরাও সেই সময়ে থেকে প্রতি বৎসর সমস্ত সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পথে নামছে , অগ্রাহ্য করছে সরকারি নিষেধাজ্ঞা ,তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে সরকারী চোখ রাঙ্গানি , রক্তাক্ত নববর্ষ পালিত হচ্ছে প্রতিটি বৎসর ।

    ঐতিহাসিক সময় থেকে কুর্দরা অটোম্যান সাম্রাজ্যের অন্তর্গত হলেও আমাদের আকবরের মত অটোম্যান শাসক রাও কুর্দদের ব্যক্তিগত ধর্মীয় আচরণ ,সংস্কৃতির স্বাধীনতা নিয়ে বিশেষ মাথা ঘামান নি । তাই সাংস্কৃতিক আধিপত্য নিয়ে , ভাষার আধিপত্য নিয়ে সংঘাতের ঘটনা ছিল অতীব নগণ্য । ঠিক যেমন দীর্ঘ মুসলমান শাসন কালে ভারতে হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা হাতে গোনা যায় । কিন্তু অটোম্যান সাম্রাজ্যের শেষের দিক থেকে ক্রমে ইউরোপের সংস্কৃতি , আধুনিকতার ধারনা ,খ্রিস্টীয় ধর্ম এবং ইউরোপের সাথে সংস্পর্শ তুরস্কের অভিজাত সমাজের মানসিক গঠন বদলাতে থাকে । গ্রীক অর্থোডক্স চার্চ অনুগামীগন এবং আর্মেনীয় খ্রিস্টান তুরস্কের ব্যবসা ,সম্পদ এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে । কুর্দদের প্রথা , সংস্কৃতি ,ভাষা কেমন যেন ব্যাঙ্গাত্মক দৃষ্টিতে দেখা শুরু হয় । তখন তুরস্কে তুর্কী জাত্যাভিমানের উদয়ের সময় । কুর্দ এবং অন্যান্য জনজাতির সাথে সংঘাতের বীজ বপনের সূত্রপাত ।

    অবস্থা চরমে ওঠে প্রথম বিশ্বযুদ্ধের অবশেষে ছিন্ন বিচ্ছিন্ন তুরস্কে কেমাল আতাতুর্কের নেতৃত্বে জাতীয়তাবাদী পার্টির উত্থানের সাথে সাথে । কেমাল আতাতুর্কের ধর্মের আধিপত্যহীন , আধুনিক , একতাবদ্ধ ,এক জাতী ,এক প্রাণ , এক ভাষা, এক গান এই তথাকথিত প্রগতিশীল সেক্যুলার রাষ্ট্র গঠনের দর্শন বিশ্বে বিশেষত পশ্চিমের দুনিয়ায় প্রভূত প্রশংসা কুড়ালেও স্থাপন করতে থাকে উগ্র তুর্কি জাতীয়তাবাদ । সমস্ত মাদ্রাসা তুলে দেওয়া হয় । ডিক্রী বলে তুর্কী ভাষা ছাড়া সমস্ত ভাষা নিষিদ্ধ করে দেওয়া হয় । সমস্ত কুর্দ শহরের নাম তুর্কীয় নামে পরিবর্তিত হতে থাকে । প্রকাশ্য স্থানে কুর্দ ভাষায় কথা বলা পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হয় । কুর্দ সাংস্কৃতিক অনুষ্ঠান এক লহমায় নিষিদ্ধ ঘোষিত হয় । আইন অমান্যে জেল এবং অত্যাচার নেমে আসে কুর্দ জনজাতির ওপর । জাতীয়তাবাদের নামে সংখ্যাগুরুর বুলডোজার চালানো হতে থাকে সংখ্যালঘু জনজাতির ওপর ।

    ঠিক এমনিটিই হয়ে থাকে আধুনিক সেকুলার 'নেসান স্টেটে’ । আমেরিকায় লিবার্টি সীমাবদ্ধ থাকে কেবল মাত্র শ্বেতাঙ্গদের জন্য । ব্রিটেনে আইরিশ’রা হয়ে পড়ে উৎপাত । ইউরোপে ইহুদী এবং জিপসিদের দেখা হতে থাকে কৃমি কীটের থেকেও অধম হিসাবে । তুরস্কে কুর্দদের এক লহমায় অস্তিত্বই মিটিয়ে দেওয়া হয় । জাতীয়তাবাদী সংখ্যাগুরুর সাংস্কৃতিক এবং রাজনৈতিক হেজিমনি ।

    অসংগঠিত এবং সবল রাজনৈতিক পার্টির অনুপস্থিতিতে কুর্দরা নিজেদের মত প্রতিরোধ করতে থাকেন । রক্তাক্ত হতে থাকে প্রতিটি প্রতিরোধ । অবশেষে ১৯৩৮ -১৯৪০ সালের সময় থেকে কুর্দ প্রতিরোধ রাষ্ট্রের প্রবল শক্তির কাছে ক্রমশ হেরে যেতে থাকে । দীর্ঘ কাল প্রবাসে থাকার ফলে আমাদের পরিবারের পরবর্তী প্রজন্ম যেমন নিজেদের ভাষা ,সংস্কৃতি বিস্মৃত হতে থাকে, সম্পৃত হতে থাকে বৃহৎ আগ্রাসী সংস্কৃতির সাথে । গান , নাচ , পোশাক , ভঙ্গিমা যেমন আজকের দিনে বলিউড গ্রাস করে নেয় ঠিক তেমনই পরবর্তী কুর্দ প্রজন্ম ভুলে যেতে থাকে নিজেদের ভাষা , সংস্কৃতি , ঐতিহ্য এবং পরম্পরা । কিন্তু তুর্কী জনজাতি কুর্দদের ঠিক নিজের লোক বলে মানতে পারেনা -ঠিক যেমন আমরা নর্থ ইস্ট বাসিন্দাদের চিঙ্কি অথবা অন্যগ্রহের প্রাণী বলে মনে করি । আবার কুর্দরাও প্রাণপণ তুর্কী বনার প্রয়াসে ক্রমে নিজেদের সংস্কৃতি তুর্কীয় সংস্কৃতির সাথে মেলানোর প্রাণপণ প্রচেষ্টায় বিচ্ছিন্ন দ্বীপের মত বিশাল তুর্কীয় জাতীয়তাবাদের সমুদ্রে ইতস্তত ভেসে থাকে ।

    ইতিমধ্যে আবদুল্লা অচালান ১৯৭০ এর দশকে কুর্দ স্বাধীনতার সংগ্রাম শুরু করেন ( এ বিষয়ে আমি অন্য পোস্টে বিস্তারিত লিখেছি বলে সেই ইতিহাসের পুনারবৃত্তি আর করছিনা ) অচালান কুর্দ আইডেন্টিটি ,শ্রেণী নির্বিশেষে একতা এবং সংখ্যাগুরুর আইডিওলজিকাল হেজিমনির পাল্টা কাউন্টার হেজিমনির আইডিওলজি গড়ে তুলতে কুর্দ ভাষা ব্যবহার এবং এই হারিয়ে যাওয়া পরম্পরা 'নিও রোজ' প্রকাশ্যে পালন করতে কুর্দ জনতাকে উৎসাহিত করতে থাকেন । ভাষা এবং সংস্কৃতি এমন একটা রাজনৈতিক অস্ত্র যা ধর্ম এবং শ্রেণী নির্বিশেষে এক ছিন্ন বিচ্ছিন ক্ষুদ্র জনজাতিকে একতাবদ্ধ করতে পারে । পিকেকে অগ্রগামী হিসাবে নিজেরা প্রকাশ্যে কুর্দ ভাষা ব্যবহার এবং নিও রোজ পালনের উৎসব পালন করতে শুরু করে । রাষ্ট্রীয় সন্ত্রাসে এতকাল লুকিয়ে লুকিয়ে নিজেদের নববর্ষ পালনের উৎসবে ধীরে ধীরে কুর্দ জনতা অংশগ্রহণ করতে শুরু করে । সাথে সাথে নেমে আসে রাষ্ট্রীয় দমনের ধারাবাহিকতা ।

    আবদুল্লা অচালান কুর্দ জনতার এই পরম্পরাকে 'কাউন্টার হেজিমনির ‘ আইডিওলজিতে পরিনত করতে থাকেন। 'নিউ রোজ' শ্রেণী এবং ধর্ম বিভেদ ভুলে আপামর কুর্দ জনতার রাষ্ট্র বিরোধী জমায়েতে পরিনত হতে থাকে সেই ১৯৮৪ সাল থেকে । ‘ নিও রোজ ‘ কুর্দ জনতার সাংস্কৃতিক এবং জাতীয় ঐক্যবদ্ধতার প্রতীক হিসাবে গড়ে উঠতে থাকে । নিউ রোজ এর পুন;উত্থান এবং এই উৎসব কে কেন্দ্র করে কুর্দ মবিলাইজেসান , তুরস্কের আগ্রাসী জাতীয়তাবাদ বিরোধী আন্দোলনের উল্লেখযোগ্য সফলতা ।এ এক বৃহৎ জনগোষ্ঠীর সাংস্কৃতিক আধিপত্যের বিরোধী ক্ষুদ্র জনজাতির পাল্টা সাংস্কৃতিক লড়াইয়ের দৃষ্টান্ত ।

    এক দিকে নিউ রোজের উৎসবকে কেন্দ্র করে ,তার সাথে জড়িত মিথ,অল্টারনেটিভ স্টোরি ,সাধারণ জ্ঞান ব্যবহারে কুর্দ সংস্কৃতি ,আইডেন্টিটির এক অভূতপূর্ব একতাবদ্ধতা অন্যদিকে তুরস্কের সরকারের এই একতাবদ্ধতার অনুষ্ঠানে বাধা প্রদানে বলপূর্বক রাষ্ট্রীয় উগ্র জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক আধিপত্য বজায় রাখার প্রয়াস । এই 'নিউ রোজের’ সাথে মিথ ,ইতিহাস এবং প্রতিবাদের সূত্র জড়িয়ে আছে - এ কোন সাধারণ নববর্ষ পালনের অনুষ্ঠান নয় - অত্যাচারী রাজার হাত থেকে হাজারো বছর পূর্বে কুর্দ জনজাতির মুক্তির সফলতার এবং বসন্ত আগমনের ইতিহাস বা লোককথা ভিত্তিক মিথ ।

    সেই কোন প্রাগৈতিহাসিক কালে এক আসিরিয়ান অত্যাচারী রাজা ছিল 'যুহাক’ । কোন এক সময়ে যুহাক ইরান এবং বর্তমান কুর্দিস্তান দখল করে । অত্যাচারী শাসন চলতে থাকে ১০০০ বছর ধরে । তার অত্যাচারের ফলে কুর্দিস্তানে বসন্তের আগমনই হতোনা । তার শক্তি বজায় রাখার জন্য প্রত্যেক দিন দুই শক্ত সমর্থ যুবককে বলি দিয়ে তাঁদের ঘিলু এই রাজার কে খাদ্য হিসাবে দিতে হোত । কিন্তু যিনি এই কঠিন কাজের দায়িত্বে ছিলেন তিনি দু জন যুবকের বদলে কেবলমাত্র একজনকে হত্যা করে তার ঘিলুর সাথে ভেড়ার ঘিলু মিশিয়ে রাজা 'যুহাক’ কে দিতেন । বেঁচে যেত একজন যুবক প্রত্যহ । কেমন যেন আমাদের বক রাক্ষসের গল্পের সাথে মিল পাওয়া যাচ্ছেনা ? ধীরে ধীরে জনতার মধ্যে অত্যাচারী রাজা 'যুহাক’ বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জিভূত হতে শুরু করল । অবশেষে 'কাওয়া’ পেশায় কর্মকার , যার ৬ ছেলে ইতিমধ্যে রাজা 'যুহাক’ এর এই অত্যচারে বলিপ্রদত্ত হয়েছে -বলি থেকে বেঁচে ফিরে আসা কুর্দ যুবকদের নিয়ে এক অকুতভয় সৈন্যবাহিনী গড়ে তোলেন । কোন এক ঐতিহাসিক সময়ে ২০সে মার্চ রাত্তিরের অন্ধকারে সেই সৈন্যবাহিনী রাজা যুহাকের রাজপ্রাসাদ আক্রমণ করে , কাওয়া তার নিজের হাতে তৈরি এক বিশাল হাতুড়ীর ঘায়ে অত্যাচারী রাজা ’ যুহাক’ এর মস্তিষ্ক চূর্ণ করে । কাওয়া ২১সে মার্চ পাহাড়ে আগুণ লাগিয়ে দেন দেশবাসী কে খবর দিতে যে অত্যাচার সমাপ্ত । ঠিক তার পরের দিন থেকে 'বসন্ত' প্রায় হাজার বছরের রাজা 'যুহাক’ এর অত্যাচারী শাসনের অবশেষে ফিরে এলো কুর্দিস্তানে ।

    এই যে শক্তিশালী মিথ । হাতুড়ীর আঘাতে অত্যাচারীর মস্তিষ্ক চূর্ণ করে দেওয়ার প্রতীক । কুর্দ জাতীর স্বাতন্ত্রতা । প্রত্যেক দিন একজন সক্ষম যুবকের বলিদান স্বত্বেও অত্যাচারের বিরুদ্ধে হাজার বছর ধরে লড়াইয়ের ক্ষমতা । লোহা দিয়ে তৈরি জনজাতি । এই শক্তিশালী মিথ এবং তাকে ঘিরে উৎসবের পুন;উত্থান অদ্ভুত বুদ্ধিমত্তার সাথে অচালান প্রোথিত করে দিলেন কুর্দ জনতার হৃদয়ে । এই পরিপ্রেক্ষিতে 'নিও রোজ' তুর্কী জাতীয়তাবাদের চাপে বিচ্ছিন্ন কুর্দ জনতাকে একতাবদ্ধ করে দিল । পুনরায় কুর্দ জনজাতি রাষ্ট্রীয় দমন অগ্রাহ্য করে আতসবাজি পুড়িয়ে ,নেচে , গেয়ে , উপহার বিনিময় করে তাঁদের হাজারো বছরের এক প্রথা নববর্ষ পালনের অনুষ্ঠান পালন করতে শুরু করে । একই সাথে নেমে আসে রাষ্ট্রীয় অত্যাচার ।

    ১৯৯০ সালের 'নিউ রোজ' অনুষ্ঠানে নুসাইবিন শহরে জনতার ওপর পুলিশ গুলি চালালে ৩ জনের মৃত্যু দিয়ে শুরু হয় মৃত্যু মিছিল । ১৯৯১ সালের অনুষ্ঠানে যথারীতি নিষেধাজ্ঞা জারী হয়। ইস্তাম্বুল , আদানা , জিজরে , কুল্প ,হানি এবং দিয়ারবাকির শহরে নববর্ষ পালনের অনুষ্ঠানে তুরস্কের সরকার নির্বিচারে নিরস্ত্র জনতার ওপর গুলি চালালে ৩১ জন লোক প্রাণ হারান । ১৯৯২ সালে ২০শে মার্চ পুনরায় পুলিশের গুলি চালনায় ২ জন নিরস্ত্র ব্যক্তির মৃত্যু হলে মানুষ ক্ষেপে ওঠে ২১ সে মার্চ ৯৪ জন নিরস্ত্র জনতার মৃত্যু ঘটে তুরস্কের বিভিন্ন শহরে । ১৯৯৩ সালেও যথারীতি তুরস্ক সরকারের এই কুর্দ অনুষ্ঠান নিসিদ্ধকরনের ধারাবাহিকতা বজায় থাকে । কিন্তু ততদিনে কুর্দ প্রভাবিত গ্রামাঞ্চলে পিকেকে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ তাই এই দমন নেমে আসে শহরাঞ্চলে ।

    ১৯৯৩ সালের নিউ রোজ অনুষ্ঠান ভঙ্গ করার প্রাথমিক টার্গেট ছিল আদানা শহর । তুরস্কের পুলিশ অফিসাররা তার সাথে আক্রমণ নামিয়ে আনে বিভিন্ন শহরে । ১৯৯৩ সালে ২১সে মার্চ বসন্ত উৎসব গুঁড়িয়ে দিতে প্রথম ট্যাঙ্ক ব্যবহৃত হয় । বাড়ি ঘরে নির্বিচারে গোলা বর্ষণ চলতে থাকে । এই আক্রমণে এক ১৬ বছরের কিশোর এক ৬২ বছরের বৃদ্ধ সমেত ৬ জন প্রাণ হারান । তুরস্কের সরকার ২০০২ সাল পর্যন্ত এই আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখেন ,কিন্তু অনমনীয় কুর্দ 'রাও এই নিউ রোজ অনুষ্ঠান চালিয়ে যেতে থাকেন । ১৯৯৯ সালে আবদুল্লা অছালান কারাবন্দী হওয়ার পর থেকে প্রত্যেক 'নিও রোজ' নববর্ষেরে সাথে সাথে অচালানের মুক্তির দাবীতে ম্যাসিভ কুর্দ জনতার সমাবেতে পরিবর্তিত হতে থাকে । ২০০০ সালে কমপক্ষে ১০ লাখের অধিক কুর্দ জনতা রাস্তায় নামে নিউ রোজ পালন করতে ।

    প্রত্যেক বছর ক্রমাগত বেড়ে চলা জনতার ঢল এবং বিপুল ঐক্যবদ্ধতার কাছে অবশেষে রাষ্ট্র পিছু হটে । প্রায় একশো বছরের অবশেষে কমপক্ষে ৩০০-৪০০ জনতার বলিদানে 'নিও রোজ' আজ এক সত্যিই দেখবার মত অনুষ্ঠান । পুনরায় এই বছর তুরস্কের সরকার 'নিউ রোজ’ অনুষ্ঠান নিসিদ্ধ করেছে কিন্তু সমুদ্রের উচ্ছ্বাস বালির বাঁধ দিয়ে ঠেকানোর মত উড়ে গেছে সরকারী নিষেধাজ্ঞা । নিউ রোজ ‘ কাওয়ার ‘ বিজয়ের উৎসব , অত্যাচারের অবসানে বসন্ত আগমনের উৎসব ।

    প্রতীক ,মিথ অনেক দেশেই অত্যাচারীর বিরুদ্ধে দেশবাসীকে সংগঠিত করতে ব্যবহৃত হয়েছে । আমাদের আনন্দমঠ , ভারতমাতার কল্পনা ,পোঙ্গলে বলি রাজার ফিরে আসার মিথ ইত্যাদি কিন্তু এক শক্তিশালী মিথ ব্যবহার করে এক মৃতপ্রায় প্রথাকে জাতী ধর্ম শ্রেণী নির্বিশেষে বিচ্ছিন্ন ক্ষুদ্র জনজাতিকে উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে একতাবদ্ধ করার এত সফল দৃষ্টান্ত আধুনিক বিশ্বে অনুপস্থিত । অচালান সেই কারনেই কুর্দ জনতার হৃদয়ের নেতা । নিউ রোজ এক সত্যিই মনে রাখার মত বুদ্ধিদীপ্ত কাউন্টার হেজিমনি আইডিওলজি -রক্তাক্ত কিন্তু ঐক্যবদ্ধ অসাধারণ বসন্ত উৎসব ।

    সমস্ত কুর্দিস্তান জুড়ে , ইউরোপ জুড়ে এই বসন্তের উৎসব অশুভের পরাজয় এবং শুভর জয় ,পালিত হচ্ছে একই দিনে আমাদের হোলির সাথে সাথে — আপনাদের জন্য থাকলো এই উৎসবের কিছু চিত্র এবং ভিডিও । Here are the YPG & YPG fighters celebrating #Nowruz pic.twitter.com/iOXymhQ8HB
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ২২ মার্চ ২০১৬ | ৩১৭৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debabrata Chakrabarty | 212.142.91.247 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৩:৫৩56808
  • Icm মনগড়া বলেছেন বলে কেউ বলছেনা , বলছে এই বিষয়ে এই টইয়ের ২ নম্বর পাতায় আলোচনা হয়েছে কারন ততদিনে এই হেডিং গুলীও এসেছে ঃ-
    Ankara blast: Kurdish group TAK claims bombing “BBC”

    Ankara bombing: Kurdish group TAK claims responsibility ...
    ...

    Ankara Blast: Kurdish Militant Group TAK Claims Bombing
    ...

    অলোচনার মধ্যে কাউকে মুর্খ, কাউকে অজ্ঞ, কাউকে মিথ্যাবাদী ইত্যাদি বলা হয়েছে বলে দেখা যাচ্ছেনা তবে হ্যা তথ্যের যৌক্তিকতা যে ঠিক বিশ্বাসযোগ্য নয় এবং কেন নয় সেই বিষয়ে প্রামাণ্য উল্লেখ সিরিয়াস আলোচনার অঙ্গ বলেই আমি মনে করি তাতে কারো " স্বপ্নের পোলাও, যাতে যথেচ্ছ ঘি ঢালা যায়" মন্তব্য অপ্রাসঙ্গিক বলে ঘোষণা করতে বিন্দুমাত্র দ্বিধা নেই ।

    আচ্ছা ধন্যবাদ ! অন্য টইয়ে অন্য কোন দিন
  • দ্রি | 101.233.106.121 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৪:২৪56809
  • "তথ্য বিশ্লেষণ করে গ্রহণ করার জন্য ভগবান আমাদের মস্তিষ্ক দিয়েছেন যাতে অখাদ্য কুখাদ্য তথ্যে মস্তিষ্ক ভারাক্রান্ত না হয়।"

    অখাদ্য কুখাদ্য তথ্য জগতে প্রচুরই আছে। কোন তথ্য অখাদ্য সেটা বোঝা অত সহজ নয়। একটা সহজ শর্টকাট হল, যে তথ্যটা আমার প্রিকনসীভ্‌ড নোশানের সাথে মেলে না সেটাই অখাদ্য। এই মেথডে খাটনি কম, কিন্তু অ্যাকিউরেসিও কম।

    এর চেয়ে বেটার হল যে যে তথ্যগুলো টেবিলের ওপর আছে সেগুলোর দিকে অন্তত কিছুক্ষণ আনবায়স্‌ড ভাবে তাকানো।

    উইকিলীক্স পিকেকের ফান্ডিং ওপর স্ট্র্যাটফোরের (টেক্সাস বেসড ইনফরমেশান গ্যাদারিং কোম্পানী) রিপোর্ট লীক করেছে। তাতে আছে,

    The PKK is actively involved in all phases of narcotics trafficking, from the producing and processing of the drugs to their smuggling and marketing.

    It is stated that the PKK is engaged in producing, refining and marketing of drugs and has contacts in numerous countries.

    PKK's involvement in narcotics trafficking through Turkey, reiterates that the PKK not only uses "taxes" extracted from narcotics traffickers and refiners to finance its operations, but "may be more directly involved in transporting and marketing narcotics in Europe" as well (INCS 1998).

    The PKK's "turnover" from drug trafficking is estimated at "millions of US dollars".
    Narcotics trafficking has entered Parisian suburbs thanks to the PKK, is responsible for 10 to 80 percent of the heroin smuggled to Paris.
  • দ্রি | 101.233.106.121 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৪:৩১56810
  • এছাড়া হিউম্যান ট্রাফিকিং এবং মানি লন্ডারিংএর অভিযোগও আছে।

    Organized crimes: drug trafficking and arms smuggling, extortion, human smuggling, abduction of children and money laundering in an attempt to recruit militants and to obtain financial resources needed to carry out its terrorist activities.

    PKK gets some profit from a sophisticated people-smuggling network that transports refugees from northern Iraq to Italy.
  • দ্রি | 101.233.106.121 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৪:৩৫56811
  • পিকেকের প্রপাগ্যান্ডা আর্মও বেশ স্ট্রং।

    MED-TV: a satellite television channel that operated first under a British license from London and later from Brussels.

    Although it ostensibly existed to promote Kurdish culture, the channel was such a blatant propaganda outlet for the PKK (at a cost of some $200 million per year) that it was eventually expelled from Britain and later lost its operating license in Belgium as well.

    Public relations proved so adept at generating money that European assessments generally placed its annual income at between $200 and $500 million in the mid-1990s.
  • দ্রি | 119.163.234.5 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৪:৪২56812
  • রাশিয়ার সাপোর্টের কথাও আছে।

    Foreign Minister Yevgeny Primakov, as head of the Russian External Intelligence Service (SVR), has long been a PKK supporter, and once persuaded Saddam Hussein to allow the PKK to use Iraqi territory.] (American Foreign Policy Council 1996)

    The PKK long received covert support from the KGB for guerrilla and
    terrorist attacks against Turkey.
  • ঈশান | 214.54.36.245 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৪:৪৫56813
  • কিন্তু এ সবই পশ্চিমী সোর্স তো। পিকেকে তো এরা 'সন্ত্রাসবাদী' বলে দাগিয়ে দিয়েইছিল। আইসিসের উত্থানের পর কুর্দরা, যা দেখছি, পশ্চিমের কাছে আর তেমন সন্ত্রাসবাদী নেই। তাদের অস্ত্রশস্ত্র দেওয়া বেশ ভায়াবল একটা অল্টারনেটিভ হয়ে দাঁড়িয়েছে। সৌদিকে নামতে হবে আইসিসের বিরুদ্ধে যুদ্ধে, কুর্দদের সাহায্য করতে হবে, এসব কথা অনেক ক্যান্ডিডেটই প্রায়ি বলছেন। মনে হচ্ছে, 'সন্ত্রাসবাদী' তকমাটা উঠল বলে। সরকারি ডকুমেন্টে আসতে অবশ্য কিছুটা সময় লাগবে। :-)

    ডিঃ পিকেকের ড্রাগ ট্রাফিকিং এর ব্যাপারে আমি কিছু জানিনা। মানে করে কি করেনা, সে নিয়ে কোনো আইডিয়া নেই।
  • Debabrata Chakrabarty | 212.142.91.247 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:২৬56815
  • উইকিলিক্স এর একটি লাইন উল্লেখ করতে ভুলে গেছেন " •Danielle Mitterand, the radical widow of the former French president, from addressing Ocalan as "Dear President Ocalan" in a 1998 letter, which ended "[R]est assured, Abdullah, that I am committed to be beside you in the bid for peace. Sincerely yours, Danielle Mitterand."

    এইরকম লিক্স নয় প্রকাশ্যে পাওয়া গিয়েছিল ঃ-
    "There is no doubt that Saddam Hussein now has weapons of mass destruction. There is no doubt he is amassing them to use against our friends…and against us." —Cheney 26.08 .2002

    14 বছর অতিক্রান্ত, weapons of mass destruction পাওয়া গেছে ? অথচ ইরাক সমেত পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে গেছে এই মিথ্যা তথ্যর ওপর ভর করে।

    পাইপগান দিয়ে ন্যাটোর বিরুদ্ধে লড়া যায়না - তাই রাশিয়া কেন ? গ্রীস থেকে আরাফত , আসাদ ( বাবা ) থেকে আর্মেনিয়া সমস্ত সূত্র থেকেই অর্থ এসেছে অস্ত্র এসেছে -আপনি আমেরিকা কে ব্যবহার করে আমাকে কোণঠাসা করবেন আমিও রাশিয়া থেকে বাকি সবাই কে এক ব্যবহার করে আপনাকে টাইট দেব , এতে অন্যায় কি , লড়তে নেমেছি যখন ? লিঙ্ক দেওয়ার কিচ্ছু নেই অচালানের নিজের লিখিত পুস্তকে ডিটেল এ আছে - পুস্তকটির উল্লেখ আমি পোস্টে বহু পূর্বেই করেছি । আর মিডিয়া ? অফ কোর্স এই পিকেকে মিডিয়া এবং টিট ফর ট্যাট এর জন্যই তুরস্কের ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকা হয়নি ।
  • Debabrata Chakrabarty | 212.142.91.247 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:২৬56814
  • উইকিলিক্স এর একটি লাইন উল্লেখ করতে ভুলে গেছেন " •Danielle Mitterand, the radical widow of the former French president, from addressing Ocalan as "Dear President Ocalan" in a 1998 letter, which ended "[R]est assured, Abdullah, that I am committed to be beside you in the bid for peace. Sincerely yours, Danielle Mitterand."

    এইরকম লিক্স নয় প্রকাশ্যে পাওয়া গিয়েছিল ঃ-
    "There is no doubt that Saddam Hussein now has weapons of mass destruction. There is no doubt he is amassing them to use against our friends…and against us." —Cheney 26.08 .2002

    14 বছর অতিক্রান্ত, weapons of mass destruction পাওয়া গেছে ? অথচ ইরাক সমেত পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে গেছে এই মিথ্যা তথ্যর ওপর ভর করে।

    পাইপগান দিয়ে ন্যাটোর বিরুদ্ধে লড়া যায়না - তাই রাশিয়া কেন ? গ্রীস থেকে আরাফত , আসাদ ( বাবা ) থেকে আর্মেনিয়া সমস্ত সূত্র থেকেই অর্থ এসেছে অস্ত্র এসেছে -আপনি আমেরিকা কে ব্যবহার করে আমাকে কোণঠাসা করবেন আমিও রাশিয়া থেকে বাকি সবাই কে এক ব্যবহার করে আপনাকে টাইট দেব , এতে অন্যায় কি , লড়তে নেমেছি যখন ? লিঙ্ক দেওয়ার কিচ্ছু নেই অচালানের নিজের লিখিত পুস্তকে ডিটেল এ আছে - পুস্তকটির উল্লেখ আমি পোস্টে বহু পূর্বেই করেছি । আর মিডিয়া ? অফ কোর্স এই পিকেকে মিডিয়া এবং টিট ফর ট্যাট এর জন্যই তুরস্কের ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকা হয়নি ।
  • দ্রি | 60.247.195.124 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:২৭56816
  • মূলত পশ্চিমী আর টার্কিশ সোর্স। কিন্তু এদের অনেকগুলোই ইন্টেলিজেন্স রিপোর্ট। কোন এক পলিটিশিয়ানের ক্যাজুয়াল কমেন্ট নয়। এর কিছু পার্ট জাস্ট বক্তব্য বা ইম্প্রেশান নয়, কিন্তু ডায়রেক্ট অ্যাকশান, যেমন কোথাও কোথাও অ্যাকচুয়ালি ড্রাগ ট্রাফিকিং করতে গিয়ে ধরা পড়াও আছে। এগুলো সত্যি হওয়ার প্রব্যাবিলিটি বেশী।

    এবং আরো একটা ব্যাপার, যেই সন্দেহটা আমার বরাবরই ছিল। এই যে ট্যাক্স না নিয়ে সার্ভিস দেওয়া, এটা করতে গেলে একটা সলিড সোর্স অফ ইনকাম লাগে। আমি তেল এক্সপোর্ট করিনা, শুধু অলিভ অয়েল বিক্রি করে দামী দামী অস্ত্র কিনে স্টেট টেররিজ্‌মের (টার্কির) মোকাবিলা করি, এটা আমার ঠিক সাউন্ড লাগে নি। এখানে ড্রাগ মানি ইনভলভ্‌ড থাকলে ফাইন্যান্স পার্টটা ওয়েল এক্সপ্লেইন্‌ড হয়।

    তবে এসব ক্ষেত্রে কোন কিছুই ১০০% বিশ্বাস করা উচিত নয়। কোন রীডারেরই। অক্সিলারী ডেটা লাগবে আরো।
  • দ্রি | 103.115.95.204 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:২৯56817
  • মূলত পশ্চিমী আর টার্কিশ সোর্স। কিন্তু এদের অনেকগুলোই ইন্টেলিজেন্স রিপোর্ট। কোন এক পলিটিশিয়ানের ক্যাজুয়াল কমেন্ট নয়। এর কিছু পার্ট জাস্ট বক্তব্য বা ইম্প্রেশান নয়, কিন্তু ডায়রেক্ট অ্যাকশান, যেমন কোথাও কোথাও অ্যাকচুয়ালি ড্রাগ ট্রাফিকিং করতে গিয়ে ধরা পড়াও আছে। এগুলো সত্যি হওয়ার প্রব্যাবিলিটি বেশী।

    এবং আরো একটা ব্যাপার, যেই সন্দেহটা আমার বরাবরই ছিল। এই যে ট্যাক্স না নিয়ে সার্ভিস দেওয়া, এটা করতে গেলে একটা সলিড সোর্স অফ ইনকাম লাগে। আমি তেল এক্সপোর্ট করিনা, শুধু অলিভ অয়েল বিক্রি করে দামী দামী অস্ত্র কিনে স্টেট টেররিজ্‌মের (টার্কির) মোকাবিলা করি, এটা আমার ঠিক সাউন্ড লাগে নি। এখানে ড্রাগ মানি ইনভলভ্‌ড থাকলে ফাইন্যান্স পার্টটা ওয়েল এক্সপ্লেইন্‌ড হয়।

    তবে এসব ক্ষেত্রে কোন কিছুই ১০০% বিশ্বাস করা উচিত নয়। কোন রীডারেরই। অক্সিলারী ডেটা লাগবে আরো।
  • দ্রি | 188.162.205.1 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:৩৬56819
  • কুর্দরা এখন হঠাৎ করে ওয়েস্টের গুড বুকে আসার একটা কারণ আছে। ওরা চাইছে ওদের সিরিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে। সিরিয়াকে ভেঙ্গে দেওয়ার প্রোজেক্ট তো পাঁচ বছর পরও বেসিকালি আনসাকসেসফুল। তাই হঠাৎ পিকেকে ভালো হয়ে উঠেছে। রিসেন্টলি ওয়েস্ট প্রচুর অস্ত্র দিয়েছে পিকেকে কে।
  • দ্রি | 56.165.230.5 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:৩৬56818
  • কুর্দরা এখন হঠাৎ করে ওয়েস্টের গুড বুকে আসার একটা কারণ আছে। ওরা চাইছে ওদের সিরিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে। সিরিয়াকে ভেঙ্গে দেওয়ার প্রোজেক্ট তো পাঁচ বছর পরও বেসিকালি আনসাকসেসফুল। তাই হঠাৎ পিকেকে ভালো হয়ে উঠেছে। রিসেন্টলি ওয়েস্ট প্রচুর অস্ত্র দিয়েছে পিকেকে কে।
  • Tim | 140.126.225.237 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৫:৪৯56820
  • যুদ্ধই যদি করতে নেমে থাকে, তাহলে আর আমাদের পক্ষে বিপক্ষে থাকায় কি এসে যায়? স্মাগলিং চললে যুদ্ধও চলবে। স্টেটের সমর্থক হলেও মরবে, বিপ্লব সমর্থক হলেও মরবে, কোনদিকে না থাকলেও মরবে, এই তো ভবিতব্য। তাহলে আর রোজাভা নিয়ে এত আবেগমথিত ফুলেল ছবি আঁকার কি প্রয়োজন, যদি সে বিপ্লব ড্রাগ ডিলিং আর নিরীহ মানুষ হত্যার অজুহাত হয়?
  • দ্রি | 87.247.181.165 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:০২56821
  • "উইকিলিক্স এর একটি লাইন উল্লেখ করতে ভুলে গেছেন " • Danielle Mitterand, the radical widow of the former French president, from addressing Ocalan as "Dear President Ocalan" in a 1998 letter, which ended "[R]est assured, Abdullah, that I am committed to be beside you in the bid for peace. Sincerely yours, Danielle Mitterand.""

    এটা? এটা আমার একটুও মিথ্যে মনে হচ্ছেনা। ড্যানিয়েল মিতেরঁ তো লেফ্‌ট লীনিং ছিলেন। উইকি থেকে,

    Mrs. Mitterrand was a longtime supporter of Cuba and its Marxist–Leninist government.

    She also supported the Sandinistas when her late husband gave them military aid in their war against US-backed forces in Nicaragua.

    She was very critical with respect to Turkey, opposing its accession to the European Union and supportive of the Kurdistan independence movement.

    She voiced her views in favour of Sahrawi separatists,[9] Subcomandante Marcos,[10] and the Tibetan people,[11] among others.

    গ্রীস, ইতালিতে তো পিকেকের প্রচুর সিমপ্যাথাইজার আছে। ওজ্যালানকে তো গ্রীক ইন্টেলিজেন্স নাইরোবির গ্রীক এম্ব্যাসীতে লুকিয়ে রেখেছিল। আমেরিকা আর টার্কির চাপে নাইরোবি সরকার কায়্দা করে ওজ্যালানকে গ্রীসের হাত থেকে নিয়ে সোজা টার্কির প্লেনে তুলে দেয়। প্লেনে ওজ্যালানকে হাতকড়া পরানোর ছবি টার্কিশ টেলিভিশানে ব্রডকাস্ট করা হয়। মৃতুদন্ডই হয়েছিল ওজ্যালানের। কিন্তু ঠিক সেই সময় মৃত্যুদন্ড উঠে যাওয়ায় লাইফ ইম্প্রিজনমেন্ট হয়। ওজ্যালানের যাবতীয় থিওরী (রিভিশানিস্ট) ঐ জেলে বসেই লেখা।
  • Debabrata Chakrabarty | 212.142.91.247 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:২৩56822
  • কারন একটি রাষ্ট্র বিরোধী শক্তি কে সন্ত্রাসবাদী ঘোষিত করতে ড্রাগ ডিলিং অস্ত্র চোরাচালান ইত্যাদি গল্পের প্রয়োজন হয় । যেরকম ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতে WMD গপ্প ফাঁদতে হয় । কিন্তু ১৪ বছর পরেও প্রমাণ পাওয়া যায়না এবং মধ্যপ্রাচ্য ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ও হয়না ।

    তুরস্কের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে যদি PKK এবং TAK পিসতুত বা মাসতুতো ভাই ধরতে হয় তাহলে সেই বিশ্লেষণ কে টাইম পাস ই বলে ।

    হজম করা শক্ত যে একটা অঞ্চল আত্মনির্ভরতার সাথে বিকল্প গণতান্ত্রিক মডেল খাড়া করছে কি উপায়ে সুতরাং ড্রাগ সেই বদহজমের জেলুসিল । তেল ও তো ছিল তাহলে আইসিসের মত তেল বেছে অর্থ জোগাড় নয় কেন ? এটাও হজম করা শক্ত আদৌ নারী স্বাধীনতা না অন্য কিছু কাড়ন পিকেকে মিডিয়া খুব স্ট্রং ?

    কুর্দরা খুব ভালো করে নিজেদের অভিজ্ঞতা দিয়ে পশ্চিম কে চেনে কারন তাঁদের বিশ্বাসঘাতকতার কারনেই কুর্দ দের নিজেদের দেশ নেই -সুতরাং পশ্চিমের হাতে তামুক খেয়ে নিজেদের পায়ে পুনরায় কুড়াল মারবেন বলে মনে হয়না । পশ্চিমের কুর্দ দের দরকার কারন আকাশ থেকে আইসিস তাড়ানো যায়না , তুরস্ক এবং সৌদি পশ্চিমের দুই বিশ্বস্ত সহযোগী আইসিসের সহযোগী সে বিষয়ে দুনিয়া অবগত তাই সন্ত্রাসবাদী বললেও কুর্দ দের হাত ধরতে হয় ।

    পশ্চিম কুর্দ দের অস্ত্র দেয়নি তাহলে রাইফেল নয় ট্যাঙ্ক নিয়ে কুর্দ রা যুদ্ধে যেত ।এবং সেই ট্যাঙ্ক কালকে তুরস্কের বিরুদ্ধে ব্যবহৃত হত ।

    " যুদ্ধই যদি করতে নেমে থাকে, তাহলে আর আমাদের পক্ষে বিপক্ষে থাকায় কি এসে যায়? " এই প্রশ্ন যিনি করেন হয় তিনি বিগত ১০০ বছর ধরে কুর্দ দমনের ইতিহাস জানেননা অথবা রাষ্ট্রের অত্যাচারে চোখ বুজে থাকেন নতুবা গীতা হৃদয়ে নিয়ে ঘোরেন । হা কৃষ্ণ !
  • lcm | 83.162.22.190 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:৩৬56799
  • ইস্তানবুলে বাস বম্বিং এর পেছনে কারা -- TAK বা PKK --- এরা কতটা অভিন্ন --

    - The National Consortium for START (Study of Terrorism and Responses to Terrorism), University of Maryland, College Park, an academic research centre specialising on terrorism, considers TAK the "special urban terrorism wing" of the PKK.

    - Experts say that TAK is financed and trained by the PKK

    - According to the Guardian (British newspaper), "Turkish officials as well as some security analysts say TAK still acts as a militant front of the PKK".

    - Independent security analyst Metin Gürcan, writing for al-Monitor, described TAK as "a semi-autonomous, armed outfit that carries out attacks under the PKK umbrella", saying that while the PKK ideologically and financially supports TAK, it allows it to decide on the nature and timing of its attacks.

    ...
    ...
  • Tim | 140.126.225.237 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:৩৬56824
  • বিগত ১০০ বছরের কুর্দ দমনকে নিন্দা করতে হলে কুর্দদের দ্বারা হিংসাকে জাস্টিফাই করতে হবে এ আমি বিশ্বাস করিনা। স্টেট স্পনসর্ড টেররিজমকে কাউন্তার করার জন্য অ্যান্টি স্টেট টেরর আমদানি করা, এই ওরা-আমরার তত্ত্ব একেবারেই সমর্থন করিনা। দেবব্রতবাবু ঠিকই করে নিয়েছেন যে রোজাভায় যা হচ্ছে সব ঠিক হচ্ছে এবং সেই সংক্রান্ত একটা তথ্যেও কোন গরমিল নেই। এই প্যাটার্ন বুঝতে গেলে হৃদয়ে গীতা রাখার দরকার পড়েনা, এবং এই কনফিডেন্স ভালো লাগে।
  • Debabrata Chakrabarty | 212.142.91.247 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:৩৬56823
  • " গ্রীস, ইতালিতে তো পিকেকের প্রচুর সিমপ্যাথাইজার আছে। ওজ্যালানকে তো গ্রীক ইন্টেলিজেন্স নাইরোবির গ্রীক এম্ব্যাসীতে লুকিয়ে রেখেছিল। আমেরিকা আর টার্কির চাপে নাইরোবি সরকার কায়্দা করে ওজ্যালানকে গ্রীসের হাত থেকে নিয়ে সোজা টার্কির প্লেনে তুলে দেয়। প্লেনে ওজ্যালানকে হাতকড়া পরানোর ছবি টার্কিশ টেলিভিশানে ব্রডকাস্ট করা হয়। মৃতুদন্ডই হয়েছিল ওজ্যালানের। কিন্তু ঠিক সেই সময় মৃত্যুদন্ড উঠে যাওয়ায় লাইফ ইম্প্রিজনমেন্ট হয়। ওজ্যালানের যাবতীয় থিওরী (রিভিশানিস্ট) ঐ জেলে বসেই লেখা।" এই সমস্ত বিষয় নিয়ে ডিটেল এই অধমের একটা সিরিজ এই গুরুর ব্লগেই প্রকাশিত হয়েছে - তার মধ্যে একটি এখনো বুলবুলভাজা তে দেখতে পারছি - আপনি যদি অনুগ্রহ করে পড়েন -একটি বিস্তারিত মতামত পেতে পারেন ।
  • দ্রি | 202.42.116.16 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:৪১56825
  • "কিন্তু ১৪ বছর পরেও প্রমাণ পাওয়া যায়না এবং মধ্যপ্রাচ্য ধ্বংস করে দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার ও হয়না ।"

    কিন্তু পিকেকের বিরুদ্ধে ড্রাগ ট্রাফিকিংএর হাতে নাতে কিছু প্রমাণ আছে।

    "হজম করা শক্ত যে একটা অঞ্চল আত্মনির্ভরতার সাথে বিকল্প গণতান্ত্রিক মডেল খাড়া করছে কি উপায়ে সুতরাং ড্রাগ সেই বদহজমের জেলুসিল ।"

    বিকল্প গণতান্ত্রিক মডেল তো ২০০০ এর পরের গল্প। তার আগে ওজ্যালান সশস্ত্র ডক্ট্রিনে বিশ্বাসী ছিলেন। ১৯৯৬ সালের INCS রিপোর্টে পিকেকের ড্রাগ ট্রাফিকিংএর উল্লেখ আছে। তখনও বিকল্প গণতান্ত্রিক মডেলের জন্ম হয় নি।

    "তেল ও তো ছিল তাহলে আইসিসের মত তেল বেছে অর্থ জোগাড় নয় কেন ?"

    এর একটা সম্ভাব্য কারণ, এম্বার্গো। টার্কি তেল চায়, কিন্তু কুর্দদের থেকে চায় না। কারণ তাহলে তাদের হাত শক্ত করা হবে। তাই তারা আইসিস ক্রিয়েট করে ঐ ব্ল্যাকমার্কেটিংটা করছিল। এতে ওয়েস্টের সায় ছিল। কিন্তু রাশিয়ার আইসিসে একদমই রাজি নয় দেখে ওয়েস্ট এখন কুর্দদের ইউজ করে আসাদকে ইউকেন করার চেষ্টা করবে। কিন্তু টার্কির কাছে এই পলিসি ডাব্‌ল এজেড সোর্ড। কুর্দরা স্ট্রং হলে টার্কির গায়ে অঁচ লাগবে।
  • lcm | 83.162.22.190 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:৫৩56800
  • PKK-এর ফান্ডিং এর একটি মূল সোর্স ড্রাগ ট্রাফিকিং ---

    Drug Smuggling as Main Source of PKK Terrorism ....

    Zeyneddin Geleri has been identified as a high ranking member of the PKK, and a member of a Romania-based drug trafficking organization utilizing import and export companies for illicit activities across Europe. Geleri is also suspected of complicity with PKK activist Cerkez Akbulut, also known as Cernit Murat, who was the target of a March 2008 seizure of 199 kilograms of heroin worth approximately $8.8 million by Moldovan police.

    http://www.ataa.org/reference/pkk/Drug-Smuggling-as-Main-Source-of-PKK-Terrorism.html

    ২০১২-তে একটা স্যাংশন জারি হয়েছিল -
    Treasury Sanctions Supporters of the Kurdistan Workers Party (PKK) Tied to Drug Trafficking in Europe
    https://www.treasury.gov/press-center/press-releases/Pages/tg1406.aspx
  • Debabrata Chakrabarty | 212.142.91.247 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৬:৫৫56826
  • " বিগত ১০০ বছরের কুর্দ দমনকে নিন্দা করতে হলে কুর্দদের দ্বারা হিংসাকে জাস্টিফাই করতে হবে এ আমি বিশ্বাস করিনা। " আমিও করিনা পূর্বেই বলেছি আপনার প্রশ্নের উত্তরে কিন্তু বিগত ১০০ বছরের কুর্দ দমন নিন্দা করতে হোলে কুর্দ পক্ষ অবলম্বন করতে হয় নতুবা রাষ্ট্র পক্ষ নিরপেক্ষ মানেই রাষ্ট্র পক্ষ সমর্থন - আর এই কারনেই রোজাভার মডেলের কথা । তথ্য যতক্ষণ না গরমিল প্রমাণিত হচ্ছে সঠিক বলেই ধরতে হবে - এখনো রোজাভা নিয়ে গরমিল তথ্য পাইনি তবে নিন্দা বা কম বিপ্লবী এইরকম মতামত আছে কিছু অ্যানারকিস্ট গ্রুপের দিক থেকে ।

    " বিকল্প গণতান্ত্রিক মডেল তো ২০০০ এর পরের গল্প। " সেই মডেল নিয়েই আলোচনা হচ্ছে ১৯৯০ এর পিকেকে নিয়ে নয় ।

    এম্বারগো যে কোন রাস্তাই নয় পূর্বে আমরা বর্ডার ক্রসিং এর উদাহরণ দিয়েছি আর তেল যে কোন সময়েই ড্রাগ এর থেকে নিরাপদ বিক্রেতা এবং ক্রেতা উভয়ের পক্ষেই এই নিরাপদ উপায় থাকতে ড্রাগের মত রিস্কি রোড নেবে কেন ? দাঁড়াচ্ছেনা

    বাকি " কিন্তু টার্কির কাছে এই পলিসি ডাব্‌ল এজেড সোর্ড। কুর্দরা স্ট্রং হলে টার্কির গায়ে অঁচ লাগবে।" আমি সহমত।
  • Tim | 140.126.225.237 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৭:০৩56827
  • দ্রিদা যেমন বলেছে, আমি সেরকমই আপাতত সমস্ত লিংক পড়ছি। সাধারণত স্কলারেরা তাঁদের গবেষনা পত্রে নির্জলা মিথ্যে লেখেননা, বইতে তো নয়ই। সে যাই হোক, এইটা পড়লামঃ

    It happened on the evening of Sunday, 3 November 1996. Late-night television
    viewers in Turkey saw their programme interrupted by a line of text appearing under the picture. It was shocking news. Three people were killed in a traffic accident near the town of Susurluk in western Turkey and a fourth injured. Ever since the advent of commercial television, people in Turkey had grown accustomed to this kind of shock news. Every night there were sensational interruptions especially inserted
    to boost viewing ratings. In retrospect most of them were pretty insignificant. The people who died in this particular accident were police chief Huseyin Kocadag, a man by the name of Mehmet Ozbay and Ms Yonca Yucel. The injured man was Sedat Bucak, a member of Parliament from the province of Urfa in the southeast of the country and known as the commander of an army of village guards set up to protect that region from the PKK, the violent separatist movement of Kurds. A
    couple of pistols, machine guns and a set of silencers were found in the wreckage of the car. Half an hour later a new line of information appeared on the screen:
    the deceased ʻMehmet Ozbayʼ was really Abdullah Catli. His name will not mean much to Turks under the age of 30, but the older generation certainly knows him.
    In the 1970s, Catli was the vice-chairman of the national organisation of ulkucu (literally idealists) better known abroad as the Grey Wolves. He has been wanted by the Turkish authorities since 1978 as the suspect in a number of murders, one of them involving seven students. He was also wanted by Interpol, because he had been arrested by the French and Swiss police as a heroin dealer, but escaped from
    a Swiss prison in 1990. The woman who died in the crash was his girlfriend.

    উৎসঃ Organised Crime in Europe, By C Fijnaut and L Paoli, Springer, 2004 পৃষ্ঠা ৫৮৫

    ই-বুক নেটে ফ্রিতে অ্যাভেইলেবল।
  • Tim | 140.126.225.237 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৭:১৩56829
  • ব্লেমগেমটা বুঝতে আরো পড়ুন, একই বই থেকেঃ

    It is no longer easy to separate crime and politics in Turkey. Representatives of the Turkish state claim the PKK funds its activities by engaging in the heroin trade and in extortion, which is why they ask foreign police forces to help them combat this form of crime.

    Representatives of the PKK say in turn that it is the Turkish state itself that is active in the drug trade and puts its own bands of assassins on their trail and is thus working towards the downfall of the constitutional state itself.

    What we are dealing with here are essentially political positions, but each of the parties in the conflict defines the conduct of the other as criminal. In themselves, these disputes are outside the scope of criminology and of this book. It should be noted though that the both PKK and the Turkish state, or at any rate parts of them, are involved in the drug trade and in extortion and murder. It does not particularly
    interest us whether they organise the drug trade themselves or indirectly profit
    from it via extortion or donations from drug dealers. What we are interested in is that by engaging in these activities, they enter the field of organised crime.
  • দ্রি | 72.212.73.141 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৭:১৩56828
  • "" বিকল্প গণতান্ত্রিক মডেল তো ২০০০ এর পরের গল্প। " সেই মডেল নিয়েই আলোচনা হচ্ছে ১৯৯০ এর পিকেকে নিয়ে নয় ।

    এম্বারগো যে কোন রাস্তাই নয় পূর্বে আমরা বর্ডার ক্রসিং এর উদাহরণ দিয়েছি আর তেল যে কোন সময়েই ড্রাগ এর থেকে নিরাপদ বিক্রেতা এবং ক্রেতা উভয়ের পক্ষেই এই নিরাপদ উপায় থাকতে ড্রাগের মত রিস্কি রোড নেবে কেন ? দাঁড়াচ্ছেনা"

    দেখুন, পিকেকে ড্রাগ ট্রাফিকিং করে কি করেনা, ইজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। করার এভিডেন্স আছে। ১৯৯৬ থেকেই আছে। কেন ড্রাগের মত রিস্কি রোড নেবে সেটা তাদের ব্যাপার। ড্রাগ ট্রাফিকিং রিস্ক যেমন আছে গেইনসও তেমন আছে। যে কারণে বহু লোকেই করে। (আরে সি আই এ এবং অনেক রেসপেক্টেব্‌ল দেশের ইন্টেলিজেন্স এজেন্সিই করে)। কিন্তু যারা শত্রু তাদের ম্যালাইন করার জন্য স্টোরিটা শত্রুর ড্রাগ ডিলিংএর ওপর করে।

    কিন্তু সেটা কথা নয়। কথা হল পিকেকে ড্রাগ ট্রাফিকিং করে কিনা। এভিডেন্স মোটামুটি সেই দিকেই পয়েন্ট করছে।
  • Tim | 140.126.225.237 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৭:২২56830
  • আর্টিকলের লিংক, পুরো বইটা আর ঘাঁটতে হবেনাঃ

    http://dspace.library.uu.nl/handle/1874/11954
  • দ্রি | 222.21.66.6 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৭:৩০56831
  • "পশ্চিম কুর্দ দের অস্ত্র দেয়নি তাহলে রাইফেল নয় ট্যাঙ্ক নিয়ে কুর্দ রা যুদ্ধে যেত ।এবং সেই ট্যাঙ্ক কালকে তুরস্কের বিরুদ্ধে ব্যবহৃত হত ।"

    না ট্যাঙ্ক দেবেনা। ছোটখাটো অস্ত্রই দেবে। আইসিসের সাথে যুদ্ধ করার জন্য। আর মে বি পরে আসাদের সাথে। রিস্ক হল, টার্কির সাথে যুদ্ধ না করে বসে।

    এইটা পড়ুন, একটা আন্দাজ পাবেন। খেয়াল রাখবেন, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস মূলত কুর্দদের দিয়ে তৈরী।
    http://syrianobserver.com/EN/News/30774/US_Admits_CIA_Backed_Rebels_Fighting_Pentagon_Backed_Groups_Syria
  • Debabrata Chakrabarty | 212.142.103.127 (*) | ৩১ মার্চ ২০১৬ ০৯:২০56801
  • ও তাহলে বাসে বোম পিকেকে নয় TAK মেরেছে? এতক্ষণে ? সেই কবে থেকে শুনছিলাম পিকেকে ? আমরা এই টইয়ের দু নম্বর পাতায় এই বিষয়ে আলোচনা করে এসেছি ।

    এইবার TAK এবং PKK মাসতুত বা পিসতুতু ভাই কিনা ? Experts say that TAK is financed and trained by the PKK । কে এক্সপার্ট? Turkish military'র Lt. Col. Abdulkadir Onay হচ্ছে এক্সপার্ট শুধু তাই নয় "Turkish officials as well as some security analysts say TAK still acts as a militant front of the PKK". তুরস্কের সরকারী অফিসার হচ্ছে TAK এবং PKK মাসতুত বা পিসতুতু ভাই কিনা সেই বিষয়ে মতামত নির্ণয়ের এক্সপার্ট !!!!!

    Turkish military'র Lt. Col. Abdulkadir Onay এবং "Turkish officials যদি TAK এবং PKK মাসতুত বা পিসতুতু ভাই কিনা সেই বিষয়ে জ্ঞানের সূত্র হয় তাহলে বলতেই হচ্ছে পুনরায় টাইম পাস ।
  • SS | 160.148.14.3 (*) | ৩১ মার্চ ২০১৬ ১২:১১56802
  • টাইম পাস তো বটেই। তাও প্রায়োরিটি স্কেলে নিচের দিকে। শুধু টাইম পাস নয়, রোজাভা হচ্ছে স্বপ্নের পোলাও, যাতে যথেচ্ছ ঘি ঢালা যায়। তা ঢেলে যান, কার আর কি এসে যায়।
  • Debabrata Chakrabarty | 212.142.116.80 (*) | ০১ এপ্রিল ২০১৬ ০১:১৬56846
  • পাই এইটা পড়তে পারেন
    200,000 Civilians at Risk in Turkey's Attacks on Kurdish Towns http://bit.ly/1UkFHrJ
  • lcm | 60.242.74.27 (*) | ০১ এপ্রিল ২০১৬ ০২:৪৮56847
  • কেন, ২০১৫-২০১৬ র কত খবর রয়েছে তো। ২০১৬-র মার্চ, কয়েক সপ্তাহ আগের একটা খবর যে দিলাম -- আবার দিয়ে দি -- গার্ডিয়ান এর খবর --

    Turkish jets attack Kurds as Ankara bomb blamed on PKK

    Turkey has scrambled fighter jets to attack Kurdish rebel targets, as security officials blamed the outlawed Kurdistan Workers party (PKK) for a car bombing that killed 37 people in Ankara on Sunday.
    ....
    Officials told Reuters that evidence had been obtained suggesting that one of the bombers was a woman who joined the PKK in 2013.
    ....
    ....
    http://www.theguardian.com/world/2016/mar/14/turkey-ankara-attack-one-
    bombers-was-pkk-member-officials-say

    টার্কি-তে বাস/মার্কেট বম্বিং, টেররিস্ট অ্যাকটিভিটি ইদানীং বেড়েছে। খুব খুন খারাবি হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন