এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 24.195.224.105 (*) | ২১ মার্চ ২০১৬ ০৭:৫৯56488
  • কোনদিন ভুলতে পারব?

    এলবিডব্লুর হ্যাট্রিক। ঃ))
  • Arpan | 24.195.224.105 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:০০56490
  • ক্রোনিয়েগেটের আগে ক্রিকেটে ম্যাচ ফিক্স হয় কেউ মানত না। কর্মকর্তা, প্লেয়ার, ম্যাচ অফিশিয়ালস, আইসিসি কেউ না।
  • অভি | 113.24.86.89 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:০১56492
  • শারজায় পাকিস্তান? আশির খেলা তো দেখা হয় নি, কিন্তু নব্বইয়ের পাকিস্তান অনেক ভালো ছিল, মাঠের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হত, যে চাকাটা এখন জাস্ট ঘুরে গেছে। বস্তুত আশির প্লেয়ারদের লিস্টেও পাকিস্তানকেই সমীহ করতে হয়।
  • Tim | 140.126.225.237 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:০১56491
  • ঃ-))
  • Arpan | 24.195.224.105 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:০৩56493
  • পাকিস্তান নো ডাউট ভালো টিম ছিল, কিন্তু ইন্ডিয়া পুরো টুর্নামেন্টে ভালো খেলে ফাইনালে অদ্ভুত রকম সারেন্ডার করত।
  • Tim | 140.126.225.237 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:০৪56494
  • আমার অনেকদিনের ইচ্ছে অতুল বেদাদে কে নিয়ে কিছু লিখি। মিডিয়ার যেমন অগো, ক্রিকেটে তেমনি বেদাদে। ঃ-)

    ঠুকে চলার ইনিংস বললে ডারবানে প্রভীন আমরে। পিচে গর্ত হয়ে গেছিলো অতক্ষণ ধরে খটাস খটাস করে।
  • অভি | 37.63.186.22 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:১০56495
  • বলুন, উইকেটরক্ষক গ্লাভস ছেড়ে বল করতে আসছে, কাকে কাকে দেখেছেন?
  • Arpan | 24.195.224.105 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:১৫56496
  • ধোনি। ডেভিলিয়ার্স।

    (ইদানীংকার)
  • অভি | 37.63.186.22 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:১৭56497
  • একটা সময় একটা টিমের হয়ে ব্যাটিং, কিপিং আর বোলিং সবের মূল ভার ইনিই নিয়েছিলেন, প্লাস ক্যাপ্টেন্সি। খুব কম বয়সে খেলা ছেড়ে দেন। ভালো প্রতিভা ছিল। ট্যাটেন্ডা টাইবু।
  • Tim | 140.126.225.237 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:২৪56498
  • যেকোন ক্রিকেটাড্ডা তীর্থদা বাদে ইনকমপ্লিট ঃ-)
  • sosen | 176.137.139.126 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:২৬56499
  • তাইবু সেই পুঁচকে মতো ছেলেটা।
  • অভি | 113.24.86.192 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:৩২56500
  • হুঁ, প্রথম আইপিএলে বোধ হয় কলকাতা টিমে ছিলেনও। বছরখানেক জিম্বাবোয়ে টিমকে একাই টেনেছিলেন। ইউটিলিটি প্লেয়ার।
  • Arpan | 37.57.135.227 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:৫৫56438
  • বুঝলাম। এমনিতে কিন্তু স্টিভ ক্রোনিয়ের সিনিয়ার। মানে আমি স্টিভের খেলা সেই ৮৭ থেকে দেখেছি। ভাইয়ের তুলনায় অনেক কম প্রতিভাধর হয়েও কীর্তি আর নির্ভরযোগ্যতার দিক থেকে কিংবদন্তীসম হয়ে যান।
  • xyz | 82.163.217.103 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:৫৮56439
  • সে যাই বলুন শনিবারে কিন্তু বিরাট খুবই ভালো খেলেছে কুরি বছর আগে ভগবান একই রকম জায়গায় টিমকে একাই মেরে দিয়েছিলো
  • cb | 208.147.160.75 (*) | ২১ মার্চ ২০১৬ ০৮:৫৯56440
  • মাঠে ছিলাম ৩ দিন ঐ ম্যাচটায় :)
  • b | 135.20.82.164 (*) | ২১ মার্চ ২০১৬ ০৯:০৯56441
  • জাভেদ মিয়াঁদাদ না। সেলিম জাফর।
  • S | 108.127.180.11 (*) | ২১ মার্চ ২০১৬ ০৯:২৮56442
  • robu | 213.132.214.85 (*) | ২১ মার্চ ২০১৬ ১২:১৩56443
  • যদিও এই লেখাটা আদৌ ক্রিকেট নিয়েই কিনা তাতে আমার গভীর সন্দেহ আছে। শাক্যই বলতে পারবে।
  • d | 144.159.168.72 (*) | ২১ মার্চ ২০১৬ ১২:১৬56444
  • যাক রোবু বলল। আর আমি সেই থেকে ভেবে যাচ্ছি

    "স্বচ্ছ পোষাকে দুর্নীতির ছিটে লাগলে যত বড় প্লেয়ার-ই হোক, মাঠ ছাড়তেই হয়। তখন সেই অডিয়েন্স-ই রক্ত দেখতে চায়, যারা একদা বিভোর ছিল পরিবর্তন এবং নতুন সকালের স্বপ্নে।"

    এইটাই কি পুরো লেখাটার টোন সেট করছে না?
  • রৌহিন | 233.191.7.141 (*) | ২১ মার্চ ২০১৬ ১২:২৮56445
  • এটা ক্রিকেট নিয়েও। ক্রিকেট নিয়েই নয়। আমরা যারা এক সময়ে ক্রিকেট খেলাটা ভালোবাসতাম, কেউ কেউ একটু আধটু খেলতামও, এবং এখন টি-টুয়েন্টি আসার পর আর বিশ্বকাপ কবে শুরু কবে শেষ সেটা নিয়েও খুব বেশী হেলদোল বোধ করি না, সেই আমাদের একটা স্বভাব ছিল অনেকেরই, ক্রিকেটকে জীবনের সংগে মিলিয়ে নেওয়ার। বল ছাড়ার শিক্ষা, পিচ কামড়ে পড়ে থাকার শিক্ষা, বোলার হিসাবে ব্যাটসম্যানের মন পড়ে নেবার শিক্ষা, সারাদিন লং অনে ফিল্ডিং করতে করতেও শেষ বেলায় দু-এক ওভার হাত ঘোরানোর সুযোগটাকে দাঁতে দাঁত চেপে কাজে লাগানোর শিক্ষা, এগুলো পরে কাজে লেগেছে বলেই হয়তো।
    প্রসঙ্গতঃ স্টিভ ওয়া হ্যান্সি ক্রোনিয়ের চেয়ে কিছুটা সিনিয়র। স্টিভের ডেবিউ ম্যাচ সম্ভবতঃ ১৯৮৭ - যদি স্মৃতি বিশ্বাসঘাতকতা করে ইরাণি না হয়ে যায়।
  • lcm | 14.15.124.11 (*) | ২২ মার্চ ২০১৬ ০১:১৫56501
  • সেই শেষ টেস্ট ম্যাচ দেখেছিলাম। আশির দশকের মাঝামাঝি হবে, ইডেনে। সকালে আজাহার-রবিশাস্ত্রী ব্যাট করতে ঢুকল, বিকেলে ওরা দুজনেই বেরোলো। মাঝে দুপুরে একবার খেতে গেছিল। সারাদিন প্যাড পরে বসে থেকে কিরমানির পায়ে চুলকানি হয়ে গেল, কিন্তু ওরা কেউ আউট হল না। আজাহার সেঞ্চুরি করল, আবির্ভাবেই পরপর তিনটে টেস্টে সেঞ্চুরি না কি সব যেন রেকর্ড করেছিল। বিকেলের দিকে অ্যালান ল্যাম্ব বোর হয়ে নানারকম জিমন্যাস্টিক আর অ্যাক্রোবেটিক কসরৎ করে গ্যালারি মাতিয়ে রাখার চেষ্টা করছিল। খুঁজে পেতে স্ট্যাট দেখলাম - আজাহার ৩২২ বল খেলে ১১০ রান, আর রবি শাস্ত্রী ৩৫৭ বল খেলে ১১১ রান ।
    উহ্‌, এ জিনিস পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে হত। শচীন/শেওহাগ তখন গোকুলে বাড়িতেছে।
  • aka | 34.96.82.109 (*) | ২২ মার্চ ২০১৬ ০১:২৭56548
  • এই খেলাটা দেখুন। স্টিভ ওয়া আর্লি ডেজে।

  • b | 135.20.82.164 (*) | ২২ মার্চ ২০১৬ ০৩:২৪56502
  • ওহো এল সি এম দা আশির পরে আর টেস্ট দ্যাখেন নি? কলকাতা ২০০১?
  • S | 108.127.180.11 (*) | ২২ মার্চ ২০১৬ ০৩:২৭56503
  • ভারত পাকিস্তানের দুটো টিমই ৮০র দশকের প্রথম ৩/৪ অংশ খুব ভালো ছিলো। ওয়েস্ট ইন্ডিজ বাদ দিলে। কিন্তু তারপরে পাকিস্তান এগিয়ে যায় - অন্তত ভারতের বিরুদ্ধে। বিশেষত বোলিঙ্গে। আর শারজা মানেই পাকিস্তান ইন্ডিয়াকে নিয়ম করে শুক্কুরবারে হারাবে। লোকে বলতো ওরা গরুর মাংস খায় বলে ওদের বোলারদের নাকি এতো জোর। মাঝে মাঝে মনে হতো আমাদের বোলারগুলো-ও তো খেলে পারে। নিকুচি করেছে ধর্মের। আর সবাই দাউদকে দেখার জন্যে বসে থাকতো।

    অস্ট্রেলিয়াতে ৯২র ওয়ার্ল্ড কাপ। রবি শাস্ত্রী ১০১ বলে ৫১ করছেন আর ইন্ডিয়া ১ রানে হেরে যাচ্ছে। রিকোয়ার্ড রান রেট যত বাড়ে লোকটা তত ঠোকে। এগিয়ে গিয়ে মনে হলো এই বুঝি ব্যাটটা চালাবে, না ঠুকে স্ট্যাম্পে ফিরে এলেন। মনে হলো আরে এর থেকে তো শর্ট রান নিলেই পারতো। হাফ সেন্চুরি করে ব্যাট চালতে গিয়ে প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরলেন - দেখিয়ে দিলেন যে আমাদের চাহিদাটা কতটা অমুলক ছিলো। তবে কপিলকে নিয়ে কোনো কথা হবেনা - লোকটা যদিও ক্যাপ্টেনশিপের কিছুই বুঝতো বলে মনে হয়না। মনোজ প্রভাকর ভালো প্লেয়ার ছিলেন - কিন্তু মনে হয় অনেক খেলাতেই পয়সা নিয়েছিলেন - উনার পোটেনশিয়ালের থেকে ইন্ফেরিয়র পারফরমেন্স। ৯২র ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া একটাই খেলা ভালো খেলেছিলো - সেইটা হলো পাকিস্তানের বিরুদ্ধে (অ্যাসাপ্মসান যে পাকিরা টাকা নেয়নি)। আর ঐ ম্যাচে প্রভাকরের স্পেলটা এখনো চোখে লেগে আছে। একজন খুব ভাঅলো খেলে গেছে এই সময়ে - নভজোত সিং সিধু।

    তারপরে কিছুদিন চললো আজহারের জমানা। লোকটা হিরো থেকে কেমন ভিলেন হয়ে গেলেন। লাস্টের দিকের ম্যাচ গুলো দেখে বোঝা যেতো যে গন্ডগোল আছে। বোলার নির্বাচন, ফিল্ড প্লেসমেন্ট, ফিল্ডিঙ্গ, রানিঙ্গ বিটুইন দ্য উইকেট, ব্যাটিঙ্গ স্সব দেখেই চরম সন্দেহ হতো। অথচ এই লোকটা বোধয় ইন্ডিয়ার সর্ব কালের সব থেকে ভালো ফিল্ডার (এটা একটু বাড়াবাড়ি হলো জানি) আর স্টাইলিশ ব্যাটসম্যান। ঐ মনোরম গ্লান্স - আহা। ততদিনে ইন্ডিয়ান দলে ঢুকেছে ভেন্কটেশ প্রসাদ, সুনীল জোশি আর কর্ণাটক ভীড় করে ফেলেছে - মনে আছে একটা ম্যাচে কর্ণাটকের ছ জন খেলোয়ার ছিলেন। আর এক-দুই সিরিজ খেলাঅ অগণিত প্লেয়ার।

    তারপরে এলো শচিন তেন্ডুলকারের ক্যাপ্টেনশিপ। ছেলে দেখি মাঠের একপাশে দাঁড়িয়ে নোখ খাচ্ছে আর ইন্ডিয়া হেরে যাচ্ছে আর সে আরো নোখ চিবোচ্ছে। তবে এই সময়ে দাদা নিজের জায়্গা পাকা করে নিলেন। এই সময়টাতেই বোধয় গাঙ্গুলির সবথেকে ভালো পারফরমেন্স।

    এর পরেই এলো দাদার কাপ্তানি। একদিকে ডালমিয়া আরেকদিকে দাদা - বাঙ্গালী এতো খুশি মনে হয় রবি ঠাকুরের নোবেল পাওয়ার সময় বা জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রী হওয়ার সময়ও হয়নি। শচিন, দ্রাবিড়, গাঙ্গুলি, কুম্বলে আর শ্রীনাথ ছাড়া কতগুলো বাচ্চা ছেলেদের নিয়ে টিম তৈরী হলো - যুভরাজ, কায়িফ, হরভজন, শেহবাগ, পাঠান মনে হয় একটু পরে। ওয়ান্ডেতে দ্রাবিড় চলে গেলো উইকেটের পিছনে। আর টেস্টে টিমে এলো লক্ষন। টিমটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ালো। বিদেশে জিততে শুরু করলো। অস্ট্রেলিয়া ছাড়া সব টিমকেই হারানো যায় জানলাম। টেকনিকালিটি তেমন না জানলেও খেলাটা কিছুটা বুঝতে শিখলাম।

    তারপরে চ্যাপেল এলো। আর কয়েক্দিক পরেই খেলা দেখা বন্ধ হলো।
  • aranya | 154.160.5.102 (*) | ২২ মার্চ ২০১৬ ০৩:৪৩56504
  • ৭৯-র ভারত-পাক ম্যাচের পঞ্চম দিন - ইডেনে সেই প্রথম, আর সেই সেশ। মফস্বল নিবাস হেতু আর সুযোগ হয় নি।
    পাক ক্যাপ্টেন (নামটা মনে পড়ছে না) রিটায়ার করলেন, সারা মাঠ উঠে সম্বর্ধনা দিল।

    সকালের দিকে ঘাউড়ি একটা বাউন্ডারি মেরেছিল। দেরী করে মাঠে আসা এক দর্শক-কে পাশের জন বললেন - কি যে করেন দাদা, এত পরে আসতে হয়, ঘাউড়ির চারটা মিস করলেন।

    সেকালে চার সহজে মিলত না, ছয়ের কথা বাদই দিলাম
  • lcm | 83.162.22.190 (*) | ২২ মার্চ ২০১৬ ০৩:৫০56505
  • অরণ্য,
    আসিফ ইকবাল ছিল বোধহয় - ১৯৮০ তে ইডেনে লাস্ট টেস্ট খেলেছিল।
  • avi | 113.252.164.223 (*) | ২২ মার্চ ২০১৬ ০৩:৫২56549
  • আহা, ফলাফল না জেনে পুরনো খেলা দেখার মজাই আলাদা। দারুণ লাগলো। বেশ উত্তেজনা নিয়ে দেখলাম। তবে এরকম যদি জেনারেল প্যাটার্ন হয়, তাহলে টিম-দার দুঃখ জাস্টিফায়েড। শেষে আমিই হাত কামড়াচ্ছিলাম, ইসসস, পাঁচটা উইকেট অত তাড়াতাড়ি পড়লো, তাও...
    ভালো কথা, Steve আর Stephen কি একই নামের রকমফের? মানে ওই Bill-Willium, Robert-Bob টাইপ?
  • avi | 113.252.164.223 (*) | ২২ মার্চ ২০১৬ ০৩:৫৪56550
  • William... উফফ।
  • aranya | 154.160.5.102 (*) | ২২ মার্চ ২০১৬ ০৪:০১56506
  • আসিফ ইকবাল -ই বটে। সাল-টা তাহলে ৭৯ নয়, ৮০ হবে
  • Sakyajit Bhattacharya | 24.96.75.249 (*) | ২২ মার্চ ২০১৬ ০৪:১১56507
  • জনগণ মাইকেল বেভানের নাম বলল না ! এমন কিছু বড় প্লেয়ার ছিলেন না কিন্তু যেদিন টিম ধ্যাড়াচ্ছে সেদিন অলৌকিকভাবে বেভান দাঁড়িয়ে যেতেন এবং ম্যাচ বার করে আনতেন। অদ্ভুত প্লেয়ার !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন