এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • মানিকবাবুর ট্রেন

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০১ আগস্ট ২০২৪ | ৬৪৬ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • পথের পাঁচালির শুটিং সেবার বন্ধ হবার উপক্রম। অপু-দুর্গার ট্রেন-দৃশ্যের শুটিং। অন্য কেউ হলে আস্ত ট্রেনই ভাড়া করত, কিন্তু মানিকবাবুর বাজেট কম, চেয়েচিন্তে কুড়িয়ে বাড়িয়ে সিনেমা হচ্ছে, তাই টাইমটেবিল দেখে শুটিং এর সময় ঠিক হয়েছে। সেই মতো লোকজন হাজির। কাশফুলের ওদিকে রেললাইন। ক্যামেরা বাগিয়ে সুব্রত মিত্র। অপু-দুর্গা পোশাক-টোশাক পরে তৈরি। একজন সরকারি কর্তাও শুটিং দেখতে এসেছেন। সবাই তৈরি, খালি ট্রেন আর আসেনা। মানিকবাবু অধৈর্য্য হয়ে ঘড়ি দেখছেন। অপু ঘেমে যাচ্ছে। দুর্গার গা চুলকোচ্ছে। ব্যাপারটা কী? সরকারি কর্তা বললেন, দাঁড়ান খোঁজ নিই। স্টেশন মাস্টারের কাছে লোক পাঠানো হল। সে খোঁজ-টোজ নিয়ে এসে বলল, ট্রেন লেট। কতক্ষণ লেট? সূর্য ওইদিকে চলে গেলে তো শুট করা যাবেনা। সরকারি কর্তা দাঁত বার করে বললেন, চিন্তার কিছু নেই, চব্বিশ ঘন্টা লেট। কাল ঠিক এই সময় আসবেন। সূর্য একদম একই জায়গায় থাকবে।

    গুচ্ছের পরিশ্রম, টাকা, জলে গেল। কিন্তু কী আর করা যাবে। তাইই ঠিক হল। পরের দিনও সবাই আবার হাজির। ঝকমারি গেল, কিন্তু উৎসাহ অটুট। কিন্তু আবার, সেই একই ব্যাপার। ১৫ মিনিট, ৩০ মিনিট, এক ঘন্টা, ট্রেন আর আসেনা। খোঁজ খবর নিয়ে কর্তা দাঁত বার করে বললেন, আরে ২৪ ঘন্টা মানে কি ঠিক ২৪ ঘন্টা নাকি? একটু-আধটু লেট তো হবে, নাকি? আসবে, আসবে, ধৈর্য্য ধরুন। 

    অগত্যা আবার ক্যামেরা বাগিয়ে বসে থাকা। অপু ঘেমে যাচ্ছে। দুর্গার আবার গা চুলকোচ্ছে। তাদের ছায়ায় পাঠিয়ে দেওয়া হল। ঘন্টাখানেক পরে, হঠাৎ দেখা গেল, দূরে ধোঁওয়া। তিনি আসছেন। হইহই রব। অপু-দুর্গা দৌড়ে দৌড়ে হাজির। আগ্রহ একদম বাস্তবধর্মী, ২৬ ঘন্টা অপেক্ষার পর অবশেষে ট্রেন দেখা যাচ্ছে। ক্যামেরা চলতে শুরু করল। এই শট আর ফস্কানো যাবেনা। পরের ট্রেন কবে আসবে কে জানে। অপু-দুর্গা হাঁ করে তাকিয়ে। মানিকবাবু তাদের দিকে তাকিয়ে। ট্রেন আসছে। সবই নিখুঁত। হঠাৎই মানিকবাবু দেখলেন দুর্গা ভুরু কুঁচকে এক বিচিত্র অভিব্যক্তি করে বলছে, যাঃতারা, এটা কী হল? তারপর উল্টোদিকে দৌড়। 

    এগুলো কি ইয়ার্কি হচ্ছে? দুদিন ধরে অপেক্ষা করার পর? এখানে তো কিছু বলার কথাই না। উল্টোদিকে দৌড়নোর তো প্রশ্নই নেই। মানিকবাবু প্রচন্ড রেগে কিছু একটা বলতে যাবেন। হঠাৎই শোনেন কড়কড় একটা শব্দ। ঘুরে দেখেন, ট্রেন লাইনচ্যুত। সোজা কাশবনে  নেমে পড়ে এদিকেই আসছিল। থেমে গেছে, কিন্তু দুর্গা সেই দেখেই পালিয়েছে। কপালজোরে উল্টোয়নি। হতাহতও বোধহয় কিছু হয়নি। কিন্তু শুটিং এর কী হবে? 

    সরকারি কর্তা বললেন, শুটিং এর আশা ছাড়ুন মশাই। এখানে তো এবার কবচ লাগানো হবে। তদ্দিন রেললাইন বন্ধ থাকবে। 

    মানিকবাবু মরীয়া হয়ে বললেন, অন্য কোনো জায়গায় যদি করি? 

    সরকারি কর্তা বললেন, যেখানে যাবেন, সেখানেই দুর্ঘটনা হবে মশাই। তার চেয়ে কিছুদিন অপেক্ষা করুন। বেসারকারী হালে পারিষেবা ভালা হবা। তখন শুটিং করবেন। 

    এই অবধি দেখার পরই দুর্গার ঘুম ভেঙে গেল। ঘড়মড়িয়ে উঠে সে একটা কথাই ভাবল। কী ভাগ্যিস শুটিংটা নেহরুর আমলে হয়েছিল। 

    * এটা সত্য ঘটনা নয়, একটা সিনেমার চিত্রনাট্য। সিনেমাটার নাম মানিকবাবুর ট্রেন। মানিকবাবুর মেঘ -এর পরের পর্ব। উনি মেঘ খুঁজে বেড়াতেন, ইনি ট্রেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০১ আগস্ট ২০২৪ ০৭:২০535588
  • সৈকত কি শুরু করেছে। এর পরে তো ট্রেনে চড়তে পারব না, এই স্বপ্ন, থুরি সিন এর কথা খালি মনে পড়বে।
  • dc | 2402:e280:2141:1e8:d407:4a08:324a:8dd2 | ০১ আগস্ট ২০২৪ ০৭:৪৮535589
  • সুপার ৮ এর ট্রেন ক্র‌্যাশ মনে পড়ে গেল। দুর্দান্ত সিনেমা :-)
     
  • প্রতিভা | 115.96.106.222 | ০১ আগস্ট ২০২৪ ০৯:০৫535591
  • চাবুক-লেখা। তবে আমরাই পড়ব, এ ওর পিঠে মলম লাগাব। তাদের আর কী!  দশ পাঁচটা রোজ মরুক না। দেশে কি মানুষ কম পড়িয়াছে? 
  • :|: | 174.251.163.176 | ০১ আগস্ট ২০২৪ ১০:৫২535594
  • অন্য আর এক মানিকবাবুর গল্প। ট্রেনে করে চলেছেন। অতি সাধারণ মানুষ। ভিড় ট্রেনের মাটিতেই আলগোছে বসে আছেন। চোখটা ট্রেনের দুলুনিতে কখন একটু লেগে এসেছিলো। হঠাৎ তীব্র ঝাঁকুনি এবং থরথরিয়ে থেমে যাওয়া। হুমড়ি খেয়ে পড়েছিলেন। নিজেকে সামান্য সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, "কী হলো?" পাশ থেকে নির্লিপ্ত উত্তর এলো, "সামনে গোরু।" মানিকবাবু অবাক। গোরু?! লাইনের উপরে?! ততোধিক ভাবলেশহীন কণ্ঠে ব্যাখ্যা এলো, "না। ট্রেনটা এখন মাঠের মধ্যে।"
  • Suvasri Roy | ০১ আগস্ট ২০২৪ ১৮:১১535597
  • ওফফ্ কী সাংঘাতিক!
  • রঞ্জন | 2001:999:58c:43ab:d462:27ac:e15a:54d1 | ০২ আগস্ট ২০২৪ ১৮:২৬535612
  • প্রতিভাদির সঙ্গে সহমত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন