এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভাড়াটে শাহরুখ 

    ঝর্না বিশ্বাস লেখকের গ্রাহক হোন
    ০২ নভেম্বর ২০২২ | ৩১৬ বার পঠিত
  • শুভ জন্মদিন আমন মাথুর উর্ফ রাজু, রাহুল ও প্রিয় বাদশাহকে...
    ভালোবাসার এবিসিডি তোমার কাছ থেকে শেখা...
     
     
    ভাড়াটে শাহরুখ – ঝর্না বিশ্বাস

    কুয়োতলার তিন নম্বর গলির প্লাস্টার খসা বাড়িটা এতদিন কেউ চিনত না। তবে গতবার পৌষ মেলায় একটা ঘটনা ঘটে গেল আর তার পর থেকেই বিখ্যাত হয়ে গেল সুদান মন্ডলের ছেলে।
    ভালো নাম একখানা অবশ্য আছে, তবে লোকে ওকে ‘শাহরুখ’ বলে ডাকে। কুয়োতলার এই শাহরুখ ফেসবুক থেকে ইউটিউব - সবেতে ভাইরাল - তাঁর নাচ দেখে আর ডায়লগ বাজি লোকের বেশ ভালোলাগছে। কেমন যেন মিল, আদতে আর বেয়াদপিতেও।
    পাড়ার মনা-র ওপর অনেক আগে থেকেই ওর একটা টান ছিল। কিন্তু মেয়েটা নিজের থেকে একবারও কথা বলত না। যদিও এখন সে জগাই মানে ভাড়াটে শাহরুখকে ডাক দেয়, আইডিয়াও দেয় মাঝে মাঝে।
    এই যেমন মল্লিকবাড়িতে সেদিন জন্মদিন। পার্টিতে ও শাহরুখ সেজে গেলে বেশ কটা ডায়লগ বলতে হলো যার মাঝে মাঝেই ‘কিরণ’ বলাটাও ছিল। বন্ধুমহলে মনাও তাই বেশ নাম পেয়েছে। সাজগোজ বেড়েছে এই শাহরুখের সাথে থাকতে গিয়ে। পাড়াতে ওদের শাহরুখ-জুহি বলেও ক্ষ্যাপানো হয়।
    এদিকে শুরুতে ছেলের এই পাগলামোটা মোটেই সহ্য করতে পারতেন না সুদান মন্ডল। একবার তো রাগ এত চরমে যে ঘর ছাড়া হওয়াটাই বাকি ছিল জগাইয়ের। পরে মায়ের হস্তক্ষেপে মোটামুটি শান্ত করানো গেলেও পড়াশুনাটা ছাড়তেই হলো। আর না ছেড়েও উপায় ছিল না, সেখান থেকেও দিন অন্তর কমপ্লেন আসত।
    এমনই একদিন, জগাই ক্লাস ফাঁকি দিয়ে মাঠে আসর জমিয়েছে। লোকে দু চার পয়সা ছুঁড়ছে আর ও এন্তার এন্থুতে ডায়লাগবাজি...পরে শাহরুখের মত কাত করা স্টাইলটা যেই করতে যাবে তখন বাবাকে দেখল লুঙ্গি গুটিয়ে তাবড় চোখে ঐ দিকে আসছে। তাই কোনও রকমে পয়সাকড়ি গুটিয়ে সত্ত্বর সেখান থেকে হাওয়া হতে হলো। 
    এখন রোজকার কাজ বলতে নিজেদের দোকানে বসে চিনি আর খোলা ময়দার ওপর থেকে মাছি তাড়ানো। সামনের বারান্দা ঘিরে একটা ছোট মত দোকান বানিয়েছে ওর বাবা। আর এমনই একদিন মনা এসে খবর দিল আজ মস্ত মেলা বসবে। সেখানে গিয়ে যদি একবার ও অভিনয় ও নাচ দেখায় খুব ভালো হয়। বেশ লোক হবে, নামডাক তো আছেই আর পয়সাও হবে প্রচুর।
    শুরুতে রাজি হচ্ছিল না জগাই, কিন্তু মেয়েটার মনে কষ্ট দিতেও খারাপ লাগে। অগত্যা যাওয়ার একটা চুপচাপ প্ল্যান তৈরি হয়ে গেল দুজনের। বিকেলে কোন রকমে মা-কে ম্যানেজ করে বেরিয়ে পড়ল জগাই। মনা অপেক্ষা করছিল কাঠের ব্রিজের পাশেই, তারপর নিজের সাইকেলে বসিয়ে দুজনে দে ছুট। কুয়োতলা পেছনে ফেলে  সাঁইসাঁই করে ছুটছিল শাহরুখ জুহির জুটি। 
    চাপে চাপ ভিড় ছিল মেলাতে, তিলমাত্র জায়গা নেই উত্তরপাড়ার মাঠে।
    ওদিকে মানিক বেলুনওয়ালা জগাইয়ের চেনা, পাড়ায় কাকু বলে ডাকে। তাই তাঁর পাশে এসে ও একপ্রকার বায়না জুড়ে দিল ওখানেই আসর জমানোর।
    কাকু শুরুতে হেনাতেনা করছিল, কিন্তু জগাইয়ের এই নব্য প্রতিভার কথা তাঁর কানেও অল্প এসেছে। তাই না করল না আর। জগাইও মহা আনন্দে বন্ধুদের ঘিরে একটা গোল মত জায়গা করে নিল। 
    সন্ধ্যে বাড়তেই ভিড় হচ্ছিল আর মাইকে বাজছিল বিভিন্ন গানের সুর। জগাই ওর কাজ শুরু করে দিল... নাচানাচি আগে থেকেই মোটামুটি পারত, তবে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ এর গানে কালো টুপি ও ঢিলা কোটে ওকে সেদিন বেশ মানিয়েছিল। মনাই জোগাড় করে এনেছিল দাদার টুপি আর কোটখানা।
    এদিকে ভিড়ের মাঝে একটা গোলমুখ মেয়েকে মাঝে মাঝে ছবি তুলতে দেখা গেল। আবার কখনও খুশিতে নজরে পড়ল তাঁর খুব জোরে হাততালি দেওয়া...
    শাহরুখের অভিনয়ে জগাই মন কাড়ল অনেকেরই। ওর গাঢ় বাদামী চোখে ক্রমাগত মোবাইলের আলোর ঝকমকি, কেউ ভিডিও করছে, কেউ আবার সেলফিও। মেলায় সেদিন ভালোই পয়সা হলো। জগাই ফেরার পথে মনা আর ওর বন্ধুদের ফুচকা খাওয়ালো। বাকি পয়সা পকেটে রেখে মায়ের জন্য নিল গরম ভাজা জিলিপি।
    চোখ জুড়ে সেদিন ঘুম এসেছিল জগাইয়ের। এত মানুষের প্রশংসা – তাহলে এই কাজটা খুব একটা খারাপ না। মনেরও জোর হলো আর ভালোলাগাও ছিল প্রচুর। তবে সকালে ঘুম ভাঙল দরজার ধাক্কাতে। ওর বন্ধু বাপি এসেছে। তাঁর মোবাইলে জগাই দেখলো গত রাতের সব কান্ড...তাতে কত্ত লাইক পড়েছে এখন!
    বাপি জানালো মল্লিকবাড়ির ছোট মেয়ে ফেসবুকে দিয়েছে নাচের ভিডিওটা, আর তাতেই এত জনপ্রিয়তা...
    এক বুক শ্বাস নিল জগাই। সেদিন জন্মদিনের পার্টিতে মেয়েটাকে দেখেছিল তবে কথা বলা হয়নি... শুধু চলে যাওয়ার সময় ব্যালকনিতে ওর হাসিটা আর হাত নাড়ানোটা মনে থেকে গেছে...
    বাপিকে জিজ্ঞেস করে সেদিন নাম জানল মেয়েটার...আর একমনে আওড়িয়ে গেল একটাই লাইন...
    র-র-র-র রূপকথা...তুমি কি আমার বন্ধু হবে...??

    প্রকাশিত : ‘শূন্যাঙ্ক’

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন