এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গরবিনী - পর্ব ৩

    Supriya Debroy লেখকের গ্রাহক হোন
    ১৯ অক্টোবর ২০২২ | ৩৭৮ বার পঠিত
  • কুসুম মেডিকেল কলেজে কাজ করেন বলে, সংসারের সমস্ত কাজ পুতুল একা খুড়শাশুড়িমার সাথে হাসিমুখে করে। কুসুমকে ঘরের কোনো কাজ প্রায় করতেই হয় না। কিন্তু কুসুম ভোগেন একাকিত্বে। মানিকের অনুপস্থিতিটা সবসময় বুকে একটা কাঁটার মতো চুবরে চুবরে বেঁধে। মানিক তখন শ্রমিক আন্দোলনে যুক্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের সাথে সম্পৃক্ত ছিলেন।

    (চার)

    মানিকের সাথে কুসুম খাতুনের পরিচয় এই ঢাকা মেডিকেল কলেজেই। ১৯৭০ সালের মে মাসে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের গেরিলারা ঢাকাতে অবস্থিত পাকিস্তান কাউন্সিল, বিএনআর ভবন, এবং মার্কিন তথ্য কেন্দ্রে যে  বোমা হামলা পরিচালনা করেছিল, তাতে আহত হয়ে মানিক ভর্তি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে। কুসুম তখন সিনিয়র ডক্টর আহমেদের অধীনে কাজ করেন। আঘাত সেরকম গুরুতর না হলেও, হাত এবং পা বেশ জখম হয়েছিল। বোমা মেরে পালিয়ে আসার সময় অতর্কিতে পড়ে যান একটি গর্তে। সেলাইয়ের দরকার পড়েছিল ডান হাতে। কুসুম তখন মানিকের পরিচর্যা, দেখাশুনার দায়িত্বে ছিলেন। তিনদিন হাসপাতালে থাকাকালীন মানিক শোনান তার পরিবারের কথা, শ্রমিক আন্দোলনের কাহিনী। বাংলা শ্রমিক আন্দোলনের গেরিলার দ্বারা মে মাসের বোমা হামলা ছিলো  পাকিস্তানি উপনিবেশবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র হামলা। 

    সিরাজ সিকদার ছিলেন বাংলাদেশের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা । ১৯৬৮ সালের ৮ই জানুয়ারি তিনি একই ভাবনা পোষণ করেন এমন কয়েকজনকে নিয়ে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠা করেন। যার লক্ষ্য ছিল পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে পূর্ববাংলাকে মুক্ত করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করা ও সমাজতন্ত্র এবং সাম্যবাদ অভিমুখে যাত্রা করবার লক্ষ্যে বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করা। ১৯৬৮ সালের ৮ই জানুয়ারি সিরাজ সিকদার প্রতিষ্ঠিত  পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের মাধ্যমে উপস্থিত করেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের খসড়া অর্থাৎ থিসিস। সেই থিসিসে তিনি পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানের উপনিবেশ বলে অভিহিত করেন। প্রধান দ্বন্দ্ব নির্ধারণ করেন বর্তমান সামাজিক বিকাশের প্রক্রিয়ায় পূর্ব বাংলার জনগণের সাথে পাকিস্তানি উপনিবেশবাদীদের জাতীয় দ্বন্দ্ব। থিসিসে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের আহ্বান জানানো হয়। থিসিসে আরো বলা হয় মার্কিন সাম্রাজ্যবাদ এবং সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ বর্তমান বিশ্ব প্রক্রিয়ার কেন্দ্র। ঘটনাবলি প্রমাণ করেছে যে মার্কিন সাম্রাজ্যবাদ এবং সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ দুনিয়ার জনগণের প্রধান শত্রু। এ দ্বন্দ্ব বর্তমান এবং এটিই প্রধান দ্বন্দ্ব।

    পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মস্কোপন্থী) কে সংশোধনবাদী পার্টি বলে অভিহিত করে মন্তব্য করা হয়। সেই পার্টি মার্কসবাদ লেনিনবাদের সকল মূলতত্ত্বকে সংশোধন করে প্রকৃতপক্ষে শোষক শ্রেণি অর্থাৎ উপনিবেশবাদী, সামন্তবাদী, পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী এবং সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদীদের দালাল হয়ে পূর্ব বাংলার শ্রমিক কৃষকদের বিপথে চালিত করছে - এই বলে মন্তব্য করা হয়। পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের মূল প্রত্যয় ছিল জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি ঔপনিবেশিক  শাসনের অবসান ঘটানো। সেই লক্ষ্যে সিরাজ সিকদারের নেতৃত্বে একটি বিপ্লবী পরিষদ গঠিত হয়। তারপর ১৯৬৮ সালের শেষের দিকে তিনি ঢাকা শহরে মাও সেতুং গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। আইয়ুব সরকার সেটি পরবর্তীকালে বন্ধ করে দেন। ১৯৭০ সালে সিরাজ সিকদারের বিপ্লবী পরিষদ বিভিন্ন জেলায় পাকিস্তানী প্রশাসন ও শ্রেণি শত্রুর বিরুদ্ধে গেরিলা অপারেশন চালায়। সে বছরের ৮ ই জানুয়ারি তারা ঢাকা, মুন্সিগঞ্জ জেলা এবং ময়মনসিংহে ওড়ান স্বাধীন পূর্ব বাংলার পতাকা।

    হাসপাতালে থাকাকালীন মানিক এবং কুসুম দু'জনেই দু'জনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। যেদিনকে মানিককে হাসপাতাল থেকে ছাড়া হয়, মানিক প্রস্তাব দেন কুসুমকে হাসপাতালের ক্যান্টিনে একসাথে বসে চা খাওয়ার।  কুসুম আন্দাজ করতে পারেন মানিক কী বলতে চান। মানিক বিবাহের প্রস্তাব দিতে গিয়ে হাত কোঁচলিয়ে, গলা শুকিয়ে এমন অবস্থার সৃষ্টি করেন - কুসুম আর না হেসে পারেন না।  বলেন, মশাই অনেক প্রেম নিবেদন হয়েছে। এবার বাড়িতে গিয়ে গুরুজনদের জানাও এবং আমাদের কেরানীগঞ্জের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো।    
    জুন মাসের প্রথম সপ্তাহেই, ২৬ শে জ্যৈষ্ঠ বিবাহবন্ধনে আবদ্ধ হন দু'জনে। জুন মাসেই কুসুম হয়ে পড়েন সন্তানসম্ভবা। এবং তারপর থেকে মানিকের আর কোনো খোঁজ নেই। হঠাৎ করে আসেন দু'দিনের জন্য, তারপর আবার বেপাত্তা দীর্ঘদিনের জন্য। 

    (পাঁচ)

    মুজিবুর রহমানের ভাষণ শুনে, বেশ কিছুটা চিন্তাগ্রস্ত মনেই কুসুম খাতুন বাড়ির দিকে হাঁটা দেন। দেখতে পান বারান্দায় পায়চারি করছেন শ্বশুরমশাই আর খুড়শ্বশুর।
    'কোথায় গিছিলা বৌমা ? এইসময় তোমার একা একা চলন-ফিরন ঠিক হইতাছে না। কাউকে কিছু বইলা যাও নাই। এখন থিকা পুতুল'কে সঙ্গে নিবা।'
    কুসুম মুখ নিচু করে ভিতরে প্রবেশ করেন। 'এখন থেকে আর এরকম ভুল হবে না বাবা।' 

    (ক্রমশ)

    ঋণস্বীকার : সিরাজ সিকদার এবং শ্রমিক আন্দোলন সম্পর্কিত তথ্য ইন্টারনেট থেকে সংগৃহিত।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন