এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দত্ত জুয়েলার্স - ১৩ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৩ অক্টোবর ২০২২ | ৪৫৮ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • সুনীল বলল, ' কি দেখছেন স্যার ? ' গলাটা যেন একটু কেঁপে গেল । 
    ----- ' না  কিছু না ... বোতামগুলো দেখছি ... বোতামের কালারগুলো খুব সুন্দর ... '
    ----- ' এটা তো এখানকার এই ইউনিফর্মের সঙ্গেই আছে .... '
    ----- ' সে যাই হোক .... এই রঙটা আমার খুব ভাল লাগে ... ' , বলে, কলতান সুনীল ধাড়ার জামার বোতামগুলো আগ্রহভরে আঙুল বুলিয়ে দেখতে লাগল । সুনীল হাল্কা অস্বস্তি এবং   বিস্ময়মাখা চোখে কলতানের দিকে তাকিয়ে রইল । 
    ------ ' হ্যা.... ওই আর কি ... আর তো কিছু দেয় না ... মানে, শুধু এই ইউনিফর্মটাই ... ' 
    ----- ' হ্যা ,তাই তো .... এটা ঠিক কথা ... কিন্তু একটা জিনিস দেখ ভাল করে ... মাঝখানের বোতামের রঙ দুটো যেন একটু আলাদা ... খুব ভাল করে নজর করে দেখ ... ' ,  কলতান মোবাইলের টর্চ জ্বেলে ধরল বোতামের ওপর । 
    ----- ' হ্যা.... যা বলেছিলাম ... মাঝখানের বোতাম দুটো আলাদা ... দেখ দেখ ... তবে একদম ম্যাচ করে গেছে কিন্তু ... এ দুটো কবে লাগালে ? '
    রাত বাড়ছে । সন্দীপ কিয়স্কে বসে ঘুমে ঢুলছে । 
    লেকের দিক থেকে শনশন করে হাওয়া আসছে গভীর রাতে । 
    সুনীল কলতানের দিকে তাকিয়ে রইল হাঁ করে ।
    ----- ' মানে ... আমি কেন লাগাব ? এরকমভাবেই তো পেয়েছি .... '
    ----- ' হ্যা তা অবশ্য ঠিক, লটের মধ্যে দু এক পিসে এরকম গন্ডগোল থাকে ... ওই সন্দীপের জামাতেও কি  এরকম ভুলভাল কিছু আছে .... যাকগে ওসব বাদ দাও ... বাদ দাও ... ' কলতান তার টর্চের আলো নিভিয়ে দেয় । তারপর আচমকা অন্য একটা কথা জিজ্ঞাসা করে ,  ' সুনীল .... বলছি যে , সেদিন ...মানে, 
     যেদিন মহুয়াদেবী মারা গেলেন ... সেদিন কি বেশি রাতে উনি তোমাকে ডেকে  পাঠিয়েছিলেন ? মানে, কোন ডাক্তার টাক্তারের দরকার হয়েছিল কি  ? ... যেমন মাঝে মাঝে হয় আর কি ... '
    সুনীল সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল ,
    ----- ' না না .... আমাকে কেন ডাকবে মিছিমিছি .... কোন ডাক্তার ফাক্তার কিচ্ছু দরকার হয়নি ... আমাকে কি কারণে ডাকতে যাবে ... আমি কে ? '
    ------ ' আহা.... ঠিক আছে,  ঠিক আছে ... এত উত্তেজিত হচ্ছ কেন ? আমি এমনি খোঁজখবর নিচ্ছি আর কি ... মানুষের ঘরে মানুষ তো যেতেই পারে ... তবে তার একটা সময় অসময় আছে এই যা ... ' 
    সুনীল এ কথার কোন উত্তর দিল না । চেয়ার থেকে উঠে ভিতর দিকে গেল । বোধহয় টয়লেটে গেল । 
    কোথা দিয়ে হু হু করে সময় কেটে যাচ্ছে । দেখতে দেখতে রাত দুটো বেজে গেল । নিস্তব্ধ চারপাশ । গোটা অ্যপার্টমেন্ট ঘুমিয়ে কাদা । কলতান একা একা বসে নানা ভাবনার সূত্রগুলো এক তারে বাঁধতে লাগল  ।  চিন্তা করতে লাগল , ফরেনসিকের , পি এম-এর এবং  বাদল সাহার এপকন টেস্টিং ল্যাবের সম্পূর্ণ রিপোর্টগুলো কাল দুপুরের মধ্যে পাওয়া যাবে । 

         মিনিট পাঁচেক পরে সুনীল ফিরে এল ।  কলতানের পাশে এসে দাঁড়াল। কলতান বলল, ' দাঁড়িয়ে থাকলে কেন ? বস ... '
    ------ না এমনি .... এতক্ষণ ধরে তো বসেই আছি .... একটানা এতক্ষণ তো বসার অভ্যেস নেই ... '
    ------ ' তা হোক ... কথা বলতে বলতে কেমন সময় কেটে যাচ্ছে ... বস বস ... '
    কলতানের গলায় কেমন একটা আদেশের সুর ছিল । সুনীল সেটা কাটাতে পারল না । কলতানের পাশের চেয়ারে বসে পড়ল । কলতান বলল, ' কারো মৃত্যু সব সময়েই দুঃখজনক... তাই সে যেভাবেই হোক এবং তিনি যেমন মানুষই হোন । তাই আমরা সব সময়েই চাই যে, কোন অস্বাভাবিক মৃত্যুর পেছনে আসল কারণটা প্রকাশিত হোক .... বিশেষ করে সেটা যদি খুনের ঘটনা বলে কোন সন্দেহ থাকে ... '
    সুনীল ধাড়া কথাটা চট করে ধরে নেয় ।
    ------ ' সেটাই তো আমি বলছি স্যার.... ওই সতীনাথ দত্তকে ধরে কড়া দাবাই দিন না .... হুড়হুড় করে সব বেরিয়ে আসবে ... সেটা করছেন না কেন আপনারা, বুঝতে পারছি না ... ' সুনীলের গলায় স্পষ্ট উত্তেজনা ।  
    কলতান আগের মতোই শান্ত রইল । বলল,
    ------ ' তাকে নিয়ে পুলিশ নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে । তোমার কথাটা ফেলে দেওয়ার নয় । কিন্তু সতীনাথবাবুকে পেড়ে ঝুড়িতে ফেলতে  গেলে একটা পাকাপোক্ত আঁকশি চাই ।   যাক....  সেটা পুলিশের ব্যাপার পুলিশ বুঝবে ... আমি তো আর পুলিশ নই ... কিন্তু তোমার মতো নিউ হরাইজনের ভেতরকার লোকের সহযোগিতা দরকার .... বুঝলে সুনীল ভাই ... '
    ----- ' আমি তো যা যা জানি সবই বলেছি ... আর কি জানি আমি ? '
    এই সময়ে বিনা ভূমিকায় কলতান বলে উঠল, ' মহুয়া মিত্রের ড্রইং রুমের দেয়ালে ঘড়িটা বেশ সুন্দর ... না ? '
    সুনীল ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, ' হুঁ ... '
    ----- ' আচ্ছা ... ঘড়িটা তো দিব্যি চলছিল। ওটার ব্যাটারিটা খুলে নিলে কেন ? '
    সুনীল ধাড়া যেন আচমকা গরম লোহার ছ্যাকা খেল ।
    ------ ' কি বললেন .... ঘড়ির ব্যাটারি .... আমি ! কি সব বলছেন স্যার.... আমি ওখানে যাব কি করে ? আমি একটা চুনোপুঁটি লোক .... '
    ----- ' হ্যা... তাও তো ঠিক ... তুমি কি করে ওখানে যাবে । তাহলে নিশ্চয়ই , ওই   সতীনাথেরই কাজ ... নটা সাঁইত্রিশে খোলা হয়েছে নিশ্চয়ই । ঘড়ির কাঁটা তো ওই টাইমেই দাঁড়িয়ে গেছে । আর , রেজিস্টারে তোমারই দেওয়া টাইম রয়েছে নটা চল্লিশ । সুতরাং এটা হতেই পারে ... তুমি কি বল ? '
    ----- ' হ্যা... সেটাই তো হয়েছে ... এছাড়া আর কি হবে ? '
    কলতান গাল চুলকে বলল, ' কিন্তু এটা করে সতীনাথবাবুর কি লাভ হতে পারে বলে তো ... '
    ----- ' ধরে কড়কানি দিন না .... সব বলে দেবে ... হারামির বাচ্চা ... '
    নিজের অজান্তেই গালাগালিটা বেরিয়ে আসল সুনীল ধাড়ার মুখ দিয়ে ।
    কলতান রাগ করল না , বরং সুনীলকে সমর্থন করে বলল, ' ঠিক বলেছ ... এক নম্বরের শয়তান ... '
    রাত ধীরে ধীরে বৃদ্ধ হতে চলল ।  
      ( ক্রমশঃ )
    ******************************************
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mousumi Banerjee | ১৪ অক্টোবর ২০২২ ১৬:৫১512839
  • জমে উঠেছে বেশ।
  • tutul shree | ১৫ অক্টোবর ২০২২ ১৪:১১512869
  • 12 র্নং পর্বটা খুঁজে পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন